Last Updated on 5 months by Shaikh Mainul Islam
আজকে আমরা জানবো বিশুদ্ধ পানি কাকে বলে সেই সম্পর্কে বিস্তারিত। জানবো আসলেই বিশুদ্ধ পানি বলতে কিছু হয় কি না। পানি কোন পর্যায়ে থাকলে তাকে বিশুদ্ধ পানি বলা যায়।
বিশুদ্ধ পানি কাকে বলে তা কখনো কাউকে বলতে বা জানতে চাইতে শুনছেন? অবশ্যই না। তাহলে বিশুদ্ধ পানি কাকে বলে সেটাই যদি না জানি তাহলে আমরা কিভাবে বিশুদ্ধ পানি পান করবো? কিভাবে বুঝব কোন পানিটা প্রকৃত অর্থে বিশুদ্ধ পানি?
আজকের পোস্টটিতে বিশুদ্ধ পানি কাকে বলে বিশুদ্ধ পানির ph কত এই সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য জানবো। চলুন জেনে নেওয়া যাক বিশুদ্ধ পানি কাকে বলে সম্পর্কিত সবকিছু।
বিশুদ্ধ পানি কাকে বলে
যে পানি স্বচ্ছ, গন্ধহীন এবং বর্ণহীন যাতে ভাসমান জৈব কিংবা অজৈব পদার্থ অনুপস্থিত এবং কোনো রোগ জীবানু থাকে না তাকে বিশুদ্ধ পানি বলে।
অর্থাৎ, কোনো রকমের ময়লা আবর্জনা, জীবাণু মুক্ত পানিকেই বিশুদ্ধ পানি বলা হয়ে থাকে। তবে পৃথিবীতে একমাত্র পানিকেই শতভগ বিশুদ্ধ করা সম্ভব হয়নি। কারণ পানিতে অক্ষতিকর কিছু জীবাণু থাকলেও থাকবেই। এই জীবাণু গুলো মানব প্রানি বা কোনো কিছুতেই ক্ষতিকর না। তবে এরা পানির যেকোনো পরিস্থিতিতেই নিজেদের উৎপন্ন করতে পারে।
অধ্যাপক নাইম্যানের মতে, “ কিছু অক্ষতিকর জীবাণুর পানির সাথে মিলে থাকার আসক্তি এতটাই যে এটিকে পুরোপুরি নিস্তার করা সম্ভব না। কোনো বিজ্ঞানীদের কাছেও এটি করা সম্ভব না। এক্ষেত্রে যেকোনো স্বীকৃত পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা যায়। যা শতভাগ বিশুদ্ধ না হলেও কাজ চালিয়ে নেওয়ার মতো। কারণ তখন পানিতে থাকা জীবাণু ক্ষতিকর জীবাণু না”।
আবার পানি শুধু পরিষ্কার থাকলেই যে সেটি বিশুদ্ধ এমন ধারণা একদম ভুল। পানির সাথে কিছু জীবাণু থাকে যা অসম্ভব রকরম শক্তিশালি এবং খালি চোখে দেখা সম্ভব না। তাই স্বীকৃত কোনো উপায় বিশুদ্ধ করণ ছাড়া কোনোভাবেই পানি বিশুদ্ধ বলে ধারণা করা যাবে না।
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিশুদ্ধ পানি কাকে বলে অর্থাৎ আসলেই বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব কি না। এবার বিশুদ্ধ পানি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে এওয়া যাক।
বিশুদ্ধ পানির ph কত
বিশুদ্ধ পানির পিএইচ কত তা জানার আগে জানা প্রয়োজন বিশুদ্ধ পানির পিএইচ বলতে কি বোঝানো হয়ে থাকে? চলুন জেনে নেওয়া যাক বিশুদ্ধ পানির ph কত, কি এবং কাকে বলে।
পানির পিএইচ বলতে মূলত হাইড্রোজেন আয়নের ঘনত্ব বোঝায়। পানির স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ ২৫ ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ ধরা হয় ৭।
তালশাঁস আমাদের জন্য উপকারী নাকি ক্ষতিকর?
পানির পিএইচ মান ৭ কে পিএইচ স্কেলের নিরপেক্ষ মান হিসেবে বিবেচনা করা হয়।
অর্থাৎ এতদিন বিশুদ্ধ পানির ph এর মান কত তা অজানা থাকলেও আজ জানতে পারলাম বিশুদ্ধ পানির পিএইচ মান ৭ যা পিএইচ স্কেলে নিরপেক্ষ মান বলে ধরা হয়।
বিশুদ্ধ পানি নিয়ে বিজ্ঞান কি বলে
পানিকে বিশুদ্ধ করণ করা সম্ভব। তবে শতভাগ না। কিন্তু, যেসব জীবাণু পানিতে বিশুদ্ধ করার পরে থেকে যাওর শক্তি রাখে ওই জীবাণু মানব প্রানি বা কোনো কিছুর জন্যই ক্ষতিকর না। সেই অর্থে পানিকে শতভাগ বিশুদ্ধ করা যায়। আবার অক্ষতিকর জীবাণু থেকে যাচ্ছে সেই হিসাবে আসলে শতভাগ বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব না।
আরও পড়ুনঃ লাল চা খেলে যা হয় । সময় থাকতে এখনই জেনে নেওয়া প্রয়োজন
এবার আমরা বিশুদ্ধ পানি কাকে বলে এই বিষয়ে অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর জেনে নেওয়ার চেষ্টা করবো।
এই প্রশ্নগুলো মুলত মানুষ জানতে চায়।
বিশুদ্ধ পানি সম্পর্কিত FAQS
যে পানি স্বচ্ছ, গন্ধহীন এবং বর্ণহীন যাতে ভাসমান জৈব কিংবা অজৈব পদার্থ অনুপস্থিত এবং কোনো রোগ জীবানু থাকে না তাকে বিশুদ্ধ পানি বলে।
বিশুদ্ধ পানির পিএইচ ৭। একে পিএইচ স্কেলের নিরপেক্ষ মান ধরা হয়।
এক অর্থে পানিকে বিশুদ্ধ করা সম্ভব। অন্য অর্থে সম্ভব না। উপরের সম্পূর্ণ পোস্টটি পড়লেই বুঝতে পারবেন গোটা বিষয়ে।
যেকোনো স্বীকৃত বৈজ্ঞানিক উপায়ে পানি বিশুদ্ধ করা করা যায়। ব্যক্তির সুবিধামত স্বীকৃত যেকোনো একটি উপায়ে পানি বিশুদ্ধ করলেই হবে।
বিশুদ্ধ পানি ব্যবহার ব্যক্তির মানবাধিকারের-ই অংশ।
৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০০০ মিলিলিটার অর্থাৎ ১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১০০০ মিলিগ্রাম বা ১ কে.জি।
বিশুদ্ধ পানির ঘনমাত্রা ৫৫.৫ মোলার। প্রতি লিটার পানিতে ৫৫.৫ মোল অণূ থাকে তাই এটি প্রতি লিটার পানির ঘনমাত্রা।
যা পানির ঘনমাত্রা হিসেবে পরিচিত।
পানি এক ধরনের নিরপেক্ষ পদার্থ।নিরপেক্ষ পদার্থের মান pH7 হয়।
আবার পানি জলীয় দ্রবণে সমান সংখ্যক H+ ও OH- আয়ন দিয়ে থাকে। এজন্য পানির pH 7।
বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ পানির ph সম্পর্কিত সর্বশেষ
আজকের পোষ্টে আমরা জানতে পেরেছি বিশুদ্ধ পানি কাকে বলে। জেনেছি বিশুদ্ধ পানির ph কত এই বিষয়ে বিস্তারিত।
এছাড়াও অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর জেনেছি।
আশা করছি এই বিষয়ে এরপরে আর অজানা কিছু থাকবেনা। এরপরেও কিছু জানতে চাইলে পোষ্টের নিচে কমেন্ট করে জানান।
আমাদের প্রতিনিধি খুব অল্প সময়ের মধ্যে আপনার কমেন্টের উত্তর দিবেন।
আরও পড়ুনঃ পিরিয়ডের সময় পেট ব্যথা কমানোর উপায় । একদম থাকবেনা পেট ব্যাথা
নিয়মিত আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
1 thought on “বিশুদ্ধ পানি কাকে বলে । বিশুদ্ধ পানির ph কত”