বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি এবং বিরাট কোহলির সকল ক্রিকেট রেকর্ড

Last Updated on 11 months by Shaikh Mainul Islam

ভারতের কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলির যেন রেকর্ডের শেষ নেই। তাই অনেকে বিরাট ভক্তরা জানতে চান বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি সহ তার সব রেকর্ড গড়া ইতিহাস সম্পর্কে।

প্রিয় ক্রিকেট প্রেমি পাঠক, স্বাগত Dainiknatha এর আজকের পোস্ট “বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি সহ বিরাট কোহলির সকল রেকর্ড”  এ।

আজকের পোষ্টে আমরা বিরাট কোহলির ওয়ানডে সেঞ্চুরি রেকর্ড সংখ্যা, সব ধরনের ক্রিকেটে বিরাট কোহলির মোট সেঞ্চুরি সহ ক্রিকেট ইতিহাসে বিরাট কোহলির সকল রেকর্ড সম্পর্কে বিস্তারিত।

বিরাট কোহলি

ভারতের দিল্লিতে  ৫ নভেম্বর ১৯৮৮ সালে জন্ম নেওয়া বিরাট কোহলি ২০০৮ সাল থেকে ভারত ক্রিকেট টীমের হয়ে এখন পর্যন্ত নিয়মিত সব ধরনের ক্রিকেট খেলে আসছেন।

ভারত বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিরাট কোহলির জনপ্রিয়তা সারা বিশ্ব ব্যাপী। এই মুহূর্তে জনপ্রিয়তার তুঙ্গে আছেন বিরাট কোহলি। বিরাট কোহলি সম্বন্ধে এভাবে লিখে তার জনপ্রিয়তার কথা বোঝানো সম্ভব না।

আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী 

আজকের পোষ্টে আমরা বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত সকল রেকর্ড, টি টুয়েন্টি রেকর্ড, টেস্ট রেকর্ড এমনকি আইপিএল রেকর্ড সম্বন্ধে বিস্তারিত জানবো।

চলুন, জেনে নেওয়া যাক বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি সহ সব ধরনের ক্রিকেটে তার করা রেকর্ড সম্পর্কে বিস্তারিত।

বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ার

বিশ্ব সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ২০০৮ এ ওয়ানডে ম্যাচ থেকে অভিষেক হয়। ২০০৮ থেকে এখন পর্যন্ত তিনি সর্বশেষ ২৮১ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি ২৬৯ ইনিংস ব্যাট করেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান । সব ম্যাচের হিসাব (আপডেট সহ)

২৬৯ ম্যাচে ব্যাটিং করে ১৩০৮৩ রান করার রেকর্ড গড়েন। সর্বোচ্চ এক ম্যাচে ১৮৩ রান করেন বিরাট কোহলি।

এছাড়া তিনি ওয়ানডে ম্যাচে ৪৭ সেঞ্চুরি এবং ৬৬ টি হাফ সেন্সুরি করেন। ১২২৬ টি ৪ এবং ১৪২ টি ছক্কা মারেন ওয়ানডে ক্যারিয়ারে।

চলুন নিচের চার্ট থেকে বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি সহ ওয়ানডে এর ব্যাটিং এবং বোলিং ক্যারিয়ার রেকর্ড দেখে নেইঃ

বিরাট কোহলি ওয়ানডে ব্যাটিং ক্যারিয়ার

  • মোট ম্যাচঃ ২৮১ টি
  • ব্যাটিং ম্যাচঃ ২৬৯ টি
  • নট আউট ম্যাচঃ ৪১ টি
  • মোট রানঃ ১৩০৮৩ রান
  • সর্বোচ্চ রানঃ ১৮৩ রান
  • গড় রানঃ ৫৭.৪ রান
  • বল ফেসঃ ১৩৯৫০ টি
  • স্ট্রাইক রেটঃ ৯৩.৮
  • সেঞ্চুরিঃ ৪৭ টি
  • হাফ সেঞ্চুরিঃ ৬৬ টি
  • ৪ এর মারঃ ১২২৬ টি
  • ৬ এর মারঃ ১৪২ টি

ওয়ানডে বোলিং এ বিরাট কোহলির ক্যারিয়ারঃ

  • বোলিং ম্যাচঃ ৪৮ টি
  • মোট বলের সংখ্যাঃ ৬৪১ টি
  • মেডেন ওভারঃ ১ ওভার
  • রান দিয়েছেঃ ৬৬৫ রান
  • মোট উইকেট সংখ্যাঃ ৪ টি
  • বেস্ট বোলিংঃ ১/১৫
  • ইকোনোমি রেটঃ ৬.২২

বিরাট কোহলি মুলত একজন ব্যাটসম্যান। কিন্তু দলের প্রয়োজনে তিনি মাঝে মধ্যে দুই এক ওভার বল করে থাকেন। তাই তার ওয়ানডে বোলিং ক্যারিয়ার খুব একটা উজ্জল্ময় না। তবে তার ব্যাটিং ক্যারিয়ার যেকোনো দিক থেকেই হোক উজ্জল্ময়।

বিরাট কোহলির টি টুয়েন্টি ক্যারিয়ার

টি টুয়েন্টি ফরম্যাটে বিরাট কোহলির অভিষেক হয় ২০১০ সালে। সেই থেকে এখন পর্যন্ত বিরাট মোট ১১৫ টি টুয়েন্টি ম্যাচ খেলে। যেখানে তিনি ১০৭ ম্যাচে ব্যাটিং করে ৩১ ম্যাচে ছিলেন নট আউট।

সর্বোচ্চ ১২২ রানের একটি টি টুয়েন্টি ক্যারিয়ার সেরা ইনিংস সহ তিনি মোট ৪০০৮ রান করেন। টি টুয়েন্টি ক্যারিয়ারে তিনি ১ টি সেঞ্চুরি এবং ৩৭ টি হাফ সেঞ্চুরির দেখা পান।

চলুন, বিরাট কোহলির টি টুয়েন্টি ব্যাটিং এবং বোলিং ক্যারিয়ার দেখে নেওয়া যাকঃ

আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

  • মোট ম্যাচঃ ১১৫ টি
  • মোট ইনিংসঃ ১০৭ টি
  • নট আউটঃ ৩১ টি ম্যাচে
  • মোট রানঃ ৪০০৮ রান
  • সর্বোচ্চ রানঃ ১২২ রান
  • সেঞ্চুরিঃ ১ টি
  • হাফ সেঞ্চুরিঃ ৩৭ টি।
  • স্ট্রাইক রেটঃ ১৩৮ রান।
  • চারের সংখ্যাঃ ৩৫৬ টি
  • ছয়ের সংখ্যাঃ ১১৭ টি।

বিরাট কোহলির টি টুয়েন্টি বোলিং ক্যারিয়ার

  • বোলিং ইনিংসঃ ১৩ ম্যাচ
  • বলের সংখ্যাঃ ১৫২ টি বল
  • রান দেওয়ার সংখ্যাঃ ২০৪ রান
  • বেস্ট বোলিংঃ ১/১৩
  • বোলিং ইকোনোমিঃ ৮.০৫

টি টুয়েন্টি ক্যারিয়ারে  বিরাট ১১৫ টি ম্যাচ খেলেন। যেখানে তিনি মাত্র ১৩ টি ম্যাচে মাত্র ১৫২ টি বল করেন। তবে ওয়ানডের মতোই টি টুয়েন্টি ক্যারিয়ারেও বিরাটের রয়েছে আগুণ ঝরানো ব্যাটিং ক্যারিয়ার।

বিরাট কোহলি টেস্ট ক্যারিয়ার

প্রিয় পাঠক, ২০১১ সালে টেস্ট এ অভিষেক হওয়া বিরাট কোহলি এখন পর্যন্ত মোট ১১১ ম্যাচে ১৮৭ ইনিংস ব্যাট করেছেন। এর মধ্যে ১১ ইনিংস এ নট আউট ছিলেন বিরাট।

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ) 

সর্বোচ্চ ২৫৪ রান করে মোট ৮৬৭৬ রাব করেন বিরাট। ২৯ টি সেঞ্চুরি এবং ২৯ টি হাফ সেঞ্চুরি অর্জন করেন বিরাট কোহলি। চলুন এক নজরে বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ারে টেস্ট ব্যাটিং এবং বোলিং রেকর্ড দেখে নেওয়া যাক।

বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ারে ব্যাটিং রেকর্ডঃ

  • মোট ম্যাচঃ ১১ ম্যাচ
  • মোট ইনিংসঃ ১৮৭ ইনিংস
  • নট আউটঃ ১১ ইনিংস
  • সর্বোচ্চ রানঃ ২৫৪ রান (অপরাজিত)
  • সেঞ্চুরিঃ ২৯ টি
  • হাফ সেঞ্চুরিঃ ২৯ টি
  • মোট রানঃ ৮৬৭৬ রান

টেস্ট ক্যারিয়ারে বিরাট কোহলি বোলিং রেকর্ডঃ

  • বোলিংঃ ১১ ইনিংস
  • মোট বলের সংখ্যাঃ ১৭৫ বল
  • মেডেন ওভারঃ ২ ওভার
  • রান দিয়েছেঃ ৮৪ রান
  • উইকেট পেয়েছেঃ ০ টি উইকেট

টেস্ট ক্যারিয়ারে বিরাট কোহলি সর্বোচ্চ ২৫৪ রান করে অপরাজিত ছিলেন। এটি তার টেস্ট ক্যারিয়ারে সেরা রেকর্ড হিসেবে স্বীকৃত।

বিরাট কোহলি সেঞ্চুরি । FAQS

Virat Kohli জন্মদিন কবে?

বিরাট কোহলির জন্মঃ ৫ নভেম্বর ১৯৮৮, ভারতের দিল্লিতে।

বিরাট কোহলির মোট রান কত করেছেন?

ওয়ানডেতে ১৩০৮৩ রান, টি টুয়েন্টিতে ৪০০৮ রান এবং টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৬৭৬ রান করেছেন। মোট ২৫৭৬৭ রান করেছেন বিরাট কোহলি।

বিরাট কোহলি টেস্ট সেঞ্চুরি কয়টি?

Virat Kohli টেস্ট সেঞ্চুরি ২৯ টি। এছাড়া টেস্ট ক্যারিয়ারে ২৯ টি হাফ সেঞ্চুরি করেন।

বিরাট কোহলি মোট সেঞ্চুরি কয়টি?

সব ধরনের ক্রিকেটে মিলিয়ে বিরাট কোহলি মোট ৭৮ টি সেঞ্চুরি করেন।

বিরাট কোহলি-এর পরিসংখ্যান কোথায় পাবো?

এই পোষ্টে বিরাট কোহলির ওয়ানডে, টেস্ট এবং টি টুয়েন্টি ক্যারিয়ারের সকল পরিসংখ্যান উল্লেখ করা আছে। দেখে নিন।

Virat Kohli সেঞ্চুরি লিস্ট কি?

বিরাট কোহলি ওয়ানডে তে সেঞ্চুরি করেছেন ৪৭ টি। টি টুয়েন্টি ক্যারিয়ারে ১টি এবং টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৯  টি সেঞ্চুরি করছেন।

বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি । সর্বশেষ

প্রিয় পাঠক, Dainikkantha এর আজকের পোস্ট “বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি এবং সব ধরনের ক্রিকেতের রেকর্ড” এ বিরাট কোহলির সকল রেকর্ড উল্লেখ করা হয়েছে।

আশা করছি এই পোস্ট থেকে বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি এবং বিরাট কোহলির সব ক্রিকেট সম্পর্কে বিস্তারিত জেনেছেন।

এরপরেও আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। এছাড়া আমাদের খেলাধুলা ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainikkantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসসবুক পেজ Dainikkantha এ।

1 thought on “বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি এবং বিরাট কোহলির সকল ক্রিকেট রেকর্ড”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.