বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

Last Updated on 3 months by Shaikh Mainul Islam

প্রতি বছর কয়েক হাজার বাঙ্গালী কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশে যায়। সেখানে কাজের বিনিময়ে অর্জিত টাকা পাঠায় দেশে। ডিজিটাল এই যুগে বিদেশ থেকে টাকা পাঠানোর নানান মাদ্ধমের ভিরে আমরা সহজ এবং লাভজনক উপায় চিনতে পারি না। এখন বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম খুবই সহজ।

সংসারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনে প্রিয়জনদের মুখে হাসি ফুটানোর জন্য প্রতি বছর হাজার হাজার বাঙ্গালী বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হয়ে কাজের জন্য যায়। সেখানে গৃহকর্মী, কৃষি কাজ, টেকনিকাল কাজ, দৈনিক শ্রমিক, ব্যাবসায়ী কিংবা চাকরিজীবী হিসেবে কাজ করে। আর এই কাজের মাধ্যমে অর্জিত অর্থ দেশে পাঠায় প্রিয়জনদের কাছে।

আজকে আমরা জানবো, বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম, ডাচ বাংলা ব্যাংক অনুমোদিত সাড়া বিশ্বে উল্লেখযোগ্য কিছু  এক্সচেঞ্জ হাউজের নাম, ডাচ বাংলায় টাকা পাঠালে ২% বোনাস লুফে নেওয়ার অফার সহ বিস্তারিত সকল তথ্য। চলুন জেনে নেই বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম।

বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বিশ্বের যেকোনো দেশ থেকে নিজ দেশে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য আপনার কিছু জিনিস থাকতে হবে। তা হচ্ছে,

১) দেশে ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট এবং পিন নাম্বার

২) জাতীয় পরিচয়পত্র।

৩) যাকে টাকা পাঠাবেন তার একাউন্ট নাম্বার।

উপরের তিনটি জিনিস আপনার কাছে থাকলে আপনি বিশ্বের যেকোনো দেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাতে পারবেন আপনার প্রিয়জনদের।

বিদেশ থেকে টাকা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য করণীয়

উপরের তিনটি বিষয় থাকলে আপনি আপনি যে দেশে ছেন সেখানে অবস্থানরত আপনার পার্শ্ববর্তী ডাচ বাংলা ব্যাংক অনুমোদিত এক্সেঞ্জ হাউজে। পোষ্টের শেষ দিকে বিদেশের কিছু এক্সেঞ্জ হাউজ নাম এবং দেশের নাম বলব।

এবার দেখে নেওয়া যাক বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর সম্পূর্ণ নিয়ম সম্পর্কেঃ

১) প্রথমেই নিজের ডাচ বাংলা ব্যাংকের অধীনস্ত একাউন্ট নাম্বার, যার কাছে টাকা পাঠাবেন তার একাউন্ট হোল্ডারের নাম এবং সাথে ডাচ বাংলা ব্যাংকের যে শাখায় পাঠাবেন তার ডিটেইল এবং টাকা জমা দিবেন। এটি আপনাকে ডাচ বাংলা ব্যাংক অনুমোদিত এক্সেঞ্জ হাউজে জমা দিতে হবে। 

২) এক্সচেঞ্জ হাউজ থেকে আপনার প্রেরিত টাকা আপনার বায়োমেট্রিক একাউন্টে যুক্ত করা হবে।

৩) যার একাউন্টে টাকা পাঠাবেন তার একাউন্টের টাকা যুক্ত হলে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ বিধবা ভাতার আবেদন করুন অনলাইনে। টাকা পান ঘরে বসে

৪) সেই ব্যক্তি এসএমএস পাওয়ার পরে যেকোনো সময়ে ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখা, এটিএম বুথের এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তুলতে পারবেন।

আরও পড়ুনঃ কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম । কৃষি ব্যাংক লোন

ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম জানা হয়ে গেল। এই প্রক্রিয়াটি অনেক সহজ। এমনকি নিয়মিত ডাচ বাংলায় টাকা পাঠালে এই ব্যাংক ২% বনাচ প্রদান করে থাকে। এবার আমরা ডাচ বাংলা ব্যাংক অনুমোদিত সাড়া বিশ্বে উল্লেখযোগ্য কিছু  এক্সচেঞ্জ হাউজের নাম জানবো। বিদেশে অবস্থানকালে এই এক্সেঞ্জ হাউজ থেকে আপনারা দেশে টাকা পাঠাতে পারবেন।

আরও পড়ুনঃ খুব সহজেই ইসলামী ব্যাংক লোন নেওয়ার পদ্ধতি

চলুন জেনে নেওয়া যাক ডাচ বাংলা ব্যাংক অনুমোদিত সাড়া বিশ্বের কিছু অনুমোদিত কিছু একচেঞ্জ হাউজ।

বিশ্বব্যাপী ডাচ বাংলা ব্যাংক অনুমোদিত একচেঞ্জ হাউজ

SlName Of Exchange HouseSending Country
1Al Ahalia Money Exchange Bureau, U.A.EU.A.E
2Uae Exchange Center L.L.C., U.A.EGlobal
3Xpress Money Financial ServiceGlobal
4Kuwait Asian Int’l Exchange Co. W.L.L, Kuwait ( বেশি বাংলাদেশি)Kuwait
5Dollarco Exchange Co Ltd., KuwaitKuwait
6East Bengal Exchange Inc., Canada ( বেশি বাংলাদেশি)Canada
7Prabhu Money Transfer, U.S.AGlobal
8Western Union Money Transfer, U.S.A ( বেশি বাংলাদেশি)Global
9Wall Street Finance L.L.C., U.S.A ( বেশি বাংলাদেশি)U.S.A
10Choice Money Transfer, U.S.A ( বেশি বাংলাদেশি)Global
11Habib Exchange Company LLC, U.A.EU.A.E
12Al Zaman Exchange WLL, Qatar ( বেশি বাংলাদেশি)Qatar
13Zenj Exchange Co. BahrainGlobal
14Al Ansari Exchange LLC, U.A.EGlobal
15Al Jadeed Exchange LLC, OmanOman
16U.S Money Express Co, USA ( বেশি বাংলাদেশি)U.S.A
17Lari Exchange Co., QatarQatar
18Asia Express Exchange Co. LLC, OmanOman
19Lulu Internatinal Exchange LLC, UAEU.A.E
20Trans-Fast Remittance LLC, USAGlobal
21Orient Exchange Company LLC, UAEU.A.E
22SBX Money Pty Ltd, Australia ( বেশি বাংলাদেশি)Australia
23Wall Street Exchange Center LLC, UAEU.A.E
24Instsnt Cash FZEGlobal
25Standard Express USA ( বেশি বাংলাদেশি)U.S.A
26Placid Express USAGlobal
27IME Remit, Inc, USAU.S.A
28Aussie Forex & Finance Pty. Ltd, AustraliaAustralia
29Bank Al Bilad, KSASaudi Arabia
30Emirates India International Exchange LPC, UAEU.A.E
31Prabhu Money Transfer, Sdn. Bhd, MalaysiaMalaysia
32NEC Money Transfer Entidad De Pago S.A, SpainEurop
33Merchantrade Asia Sdn Bhd, MalaysiaGlobal
34IME (M) Sdn Bhd, MalaysiaGlobal
35Bahrain Exchange Company WLL, KuwaitKuwait
36Alfalah Exchange Company, UAEU.A.E
37Unidos Co. Ltd. Kyodai Remittance. Japan ( বেশি বাংলাদেশি)Japan
38NBL Money Transfer Sdn Bhd, Malaysia ( বেশি বাংলাদেশি)Malaysia
39EXIM Exchange Company (Canada) Ltd, Canada ( বেশি বাংলাদেশি)Canada
40Global Money Remittance Pte Ltd, SingaporeSingapore
ডাচ বাংলা ব্যাংক অনুমোদিত একচেঞ্জ হাউজ সমূহ

বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠালে বোনাস

উপরের টেবিলে উল্লেখিত এক্সচেঞ্জ হাউজের যেকোনো একটি ব্রাঞ্চ থেকে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন খুব সহজেই। আপনি যে দেশে থাকেন সেই দেশের কোন ব্রাঞ্চ ডাচ বাংলা ব্যাংক অনুমোদিত সেটি উপরের তালিকা থেকে দেখে নিন।

এরপর সেই একচেঞ্জ হাউজে গিয়ে উপরে উল্লেখিত তথ্য দিলেই আপনি যেকোনো সময়ে দেশে টাকা [আথাতে পারবন যত খুশী ততবার।

আরও পড়ুনঃ জীবন বীমা কি কত প্রকার ও কি কি

আপনার টাকা পাঠানোর উপর ডাচ বাংলা ব্যাংক ২% বোনাস দিয়ে থাকে। তবে এই বন্সা সম্পর্কিত তথ্য জানতে আপনাকে যেতা করতে হবে সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল সাইট ভিজিট করে জানতে হবে। অথবা হেল্পলাইনে কল করে সরাসরি কথা বলে জেনে নিতে পারবেন।

দেশে এবং দেশের বাহিরে ডাচ বাংলা ব্যাংকের কন্ট্রাক্ট নাম্বার

যেকোনো সময়ে যেকোনো প্রয়োজনে আপনি যেকোনো দেশে বসে ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন। বিশেষ করে প্রবাসিদের জন্য রয়েছে আলাদা নাম্বার। নিচের যেকোনো একটি নাম্বার ব্যবহার করে ডাচ বাংলা ব্যাংকের সাথে যেকোনো বিষয়ে কথা বলতে পারেন।

আরও পড়ুনঃ অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

দেশে বসে ডাচ বাংলা ব্যাংকের হেল্প লাইন নাম্বারঃ 16216

এই নাম্বারে কল করে ডাচ বাংলা সম্পর্কিত যেকোনো বিষয়ে জেনে নিতে পারবেন খুব সহজেই। এছাড়াও ভিজিট করে দেখতে পারেন ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।

আরও পড়ুনঃ অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত

ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুনঃ Dutch Bangla Bank

এতক্ষণে বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারলেম। আশা করি এরপরে এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম এবং এই ব্যাংক সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর জেনে নিবো।

আরও পড়ুনঃ সঞ্চয়পত্র মূলত কি এবং কোন কোন ব্যাংকে করা যায়

ডাচ বাংলা ব্যাংক সম্পর্কিত FAQS

ডাচ বাংলা ব্যাংকে বিদেশ থেকে টাকা পাঠালে কি বোনাস পাওয়া যায়?

হ্যাঁ বোনাস পাওয়া যায়। তবে এজন্য ব্যাংকটির বিশেষ শর্ত পূরণ করতে হবে। বিশেষ শরততি জানতে ব্যাংকের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ব্যাক্তি ২% থেকে ৩% পর্যন্ত অনাস প্রদান করে থাকে।

ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে দেশে টাকা পাঠানো যায়?

অবশ্যই যায়। এবং তুলনামূলক কম খরচে সহজেই যেকোনো দেশ থেকে নিজ দেশে টাকা পাঠাতে পারবেন নিজেই। বিস্তারিত আজকের পোস্টটি সম্পূর্ণ পড়লেই বুঝবেন।

ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেমের নাম কি?

রকেট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিঙ্গের বর্তমান নাম। এর আগে এর নাম ছিল ডিবিবিএল।

ডাচ বাংলা ব্যাংক সম্পর্কিত সর্বশেষ

আজকের পোষ্টে মরা জানতে পেরেছি কিভাবে বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম বা টাকা পাঠানো যায়। আশা করছি সম্পুরন বিষয়টি বুঝতে পারছেন।

এর পরেও কোনো সমস্যা হলে অমেন্ত করে জানান। আমরা আপনার সমাধান করে দিবো।

নিয়মিত সব ব্লগ পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের ব্লগের অফিসিয়াল ফেসবুক পেজে।

3 thoughts on “বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.