Last Updated on 11 months by Shaikh Mainul Islam
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এশিয়া কাপের ১৬ তম আসরে শেষেই নিউজিল্যান্ড ক্রিকেট দল ৩ টি ওয়ানডে এবং ২ টেস্ট খেলতে বাংলাদেশ আসেন। আর তাই সবাই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩ জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩” এ। ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড দল বাংলাদেশে এসেছে সিরিজ খেলার জন্য।
আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী
আজকের পোষ্টে আমরা জানবো, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩, জানবো প্রত্যেক ম্যাচ পরবর্তী সময়ে ম্যাচের আপডেট সম্পর্কে বিস্তারিত। চলুন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩ দেখে নেওয়া যাক।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি এবং ফলাফল
2023 সালে নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে এসে ৩ টি ওয়ানডে এবং ২ টি টেস্ট ম্যাচ খেলবে বলে ঘোষণা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে এবং টেস্ট ম্যাচে সময়সূচি সহ বিস্তারিত।
আরও পড়ুনঃ কে কতবার এশিয়া কাপ জিতেছে
ওয়ানডে ম্যাচের সময়সূচি
- ১ম ওয়ানডেঃ ২১ সেপ্টেম্বর ২০২৩
- ২য় ওয়ানডেঃ ২৩ সেপ্টেম্বর ২০২৩
- ৩য় ওয়ানডেঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রত্যেকটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর এ। এবং ৩ টি ম্যাচ ই শুরু হবে দুপুর ২ টা থেকে।
টেস্ট ম্যাচের সময়সূচি
- ১ম টেস্টঃ ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর।
- ২য় টেস্টঃ ২ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর।
২ টি টেস্ট এর ২টি ই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবং টেস্ট ম্যাচ দুইটি শুরু হবে সকাল ৯ঃ ৩০ থেকে।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের ফলাফল
বরাবরের মতো আমাদের সকল পোষ্টে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজেরও সকল ম্যাচের ফলাফল ম্যাচ শেষে আপডেট করে নিচের টেবিলে জানিয়ে দেওয়া হবেহ।
ম্যাচ | আগে ব্যাটিং | পরে ব্যাটিং | ফলাফল |
১ম ওয়ানডে | বৃষ্টিতে খেলা পরিত্যক্ত | ||
২য় ওয়ানডে | নিউজিল্যান্ড ৪৯.২ বলে ২৫৪ | বাংলাদেশ ৪১.২ বলে ১৬৮ | নিউজিল্যান্ড ৮৬ রানে জয়ী |
৩য় ওয়ানডে | বাংলাদেশ ৩৪.৩ বলে ১৭১ | নিউজিল্যান্ড ৩৪.৫ বলে ১৭৫/৩ | নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী |
১ম টেস্ট | |||
২য় টেস্ট |
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজে দুই দলের স্কোয়াড
সাধারণত প্রত্যেক ম্যাচের একাদশ জানা যায় খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে। তাই এই মুহূর্তে দুই দলের স্কোয়াড সম্পর্কে সঠিক বলা সম্ভব না।
তবে, এশিয়া কাপ শেষে বাংলাদেশ টীম থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বিশ্রাম দিয়েছে। এর একমাত্র কারণ খুব কাছেই ওয়ানডে বিশকাপ। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের কোন কোন প্লেয়ারকে ছুটি দেওয়া হয়েছ।
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ)
- সাকিব আল হাসান,
- মুশফিকুর রহিম,
- তাসকিন আহমেদ,
- মেহেদি হাসান মিরাজ,
- হাসান মাহমুদ
এছাড়াও নিউজিল্যান্ড টীমেই কিছু পরিবর্তন করা হবে বলে জানা গেছে।
ম্যাচ পূর্ববর্তী সময়ে এখানে জানিয়ে দেওয়া হবেহ দুই দলের স্কোয়াড সম্পর্কে।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ সম্পর্কিত প্রশ্ন উত্তর
= বাংলাদেশ সফরে এসে নিউজিল্যান্ড টীম ৩ টি ওয়ানডে এবং ২ টি টেস্ট ম্যাচ খেলবে।
= লিটন দাস। লিটন দাসকে অধিনায়ক করে এই সিরিজের জন্য সল ঘোষণা দিয়েছে বিসিবি।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি । সর্বশেষ
প্রিয় পাঠক, আশা করছি আজকের পোস্ট থেকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩ এর সকল বিষয়ে জানতে পেরেছেন।
এরপরেও আরও কিছু জানার থাকলে কমেনট করে জানান। অথবা আমাদের খেলাধুলা ক্যাটাগরি ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।