Last Updated on 5 months by Shaikh Mainul Islam
দেশের সকল ব্যাংকের সমন্বয়কারী ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন ব্যাংকটির প্রধান ব্যক্তি। তাই অনেকেই জানতে চান বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে ২০২৪ এবং কি তার পরিচয়।
প্রিয় পাঠক স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে ২০২৪” এ।
আজকের পোষ্টে আমরা বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে, শুরু থেকে এখন পর্যন্ত সকল গভর্নর এর নামের তালিকা এবং গভর্নর এর দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানবো।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সর্বশেষ ১৩ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের ১৩ তম গভর্নর হিসেবে নিয়োগ পান আহসান এইচ মনসুর।
আরও পড়ুনঃ বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি
নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত আহসান এইচ মনসুর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব (ব্রাক ব্যাংকের চেয়ারম্যান, ওয়ালটন এর পরিচালক) পালন করেছেন। সর্বশেষ তিনি ১৩ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের ১৩ তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
আরও পড়ুনঃ সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে করা যায়
আহসান এইচ মনসুর ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। এরপর ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হন।
আরও পড়ুনঃ জীবন বীমা কি কত প্রকার ও কি কি
পরবর্তীতে তিনি ১৯৭৭ সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
বাংলাদেশ ব্যাংকের সকল গভর্নর
এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন মোট ১৪ জন (ভারপ্রাপ্ত একজন সহ)। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ১৩ তম গভর্নর হয়ে দায়িত্ব পালন করছেন আহসান এইচ মনসুর।
আরও পড়ুনঃ তফসিলি ব্যাংক কি
নিচে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সকল গভর্নরদের নাম এবং দায়িত্ব পালনকাল জেনে নেওয়া যাকঃ
সিরিয়াল | নাম | দায়িত্ব শুরু | দায়িত্ব সমাপ্ত | দায়িত্ব পালন কাল |
---|---|---|---|---|
১ | এ. এন. এম. হামিদুল্লাহ্ | ১৮ জানুয়ারি ১৯৭২ | ১৮ নভেম্বর ১৯৭৪ | ২ বছর ১০ মাস |
২ | এ. কে. নাজিরউদ্দীন আহমেদ | ১৯ নভেম্বর ১৯৭৪ | ১৩ জুলাই ১৯৭৬ | ১ বছর ৭ মাস ২৪ দিন |
৩ | মোঃ নূরুল ইসলাম | ১৩ জুলাই ১৯৭৬ | ১২ এপ্রিল ১৯৮৭ | ১০ বছর ৯ মাস |
৪ | শেগুফতা বখ্ত চৌধুরী | ১২ এপ্রিল ১৯৮৭ | ১৯ ডিসেম্বর ১৯৯২ | ৫ বছর ৮ মাস ৭ দিন |
৫ | খোরশেদ আলম | ২০ ডিসেম্বর ১৯৯২ | ২১ নভেম্বর ১৯৯৬ | ৩ বছর ১১ মাস ১ দিন |
৬ | লুৎফর রহমান সরকার | ২১ নভেম্বর ১৯৯৬ | ২১ নভেম্বর ১৯৯৮ | ২ বছর |
৭ | মোহাম্মদ ফরাসউদ্দিন | ২৪ নভেম্বর ১৯৯৮ | ২২ নভেম্বর ২০০১ | ২ বছর ১১ মাস ২৯ দিন |
৮ | ফখরুদ্দীন আহমদ | ২৯ নভেম্বর ২০০১ | ৩০ এপ্রিল ২০০৫ | ৩ বছর ৫ মাস ১ দিন |
৯ | সালেহউদ্দিন আহমেদ | ১ মে ২০০৫ | ৩০ এপ্রিল ২০০৯ | ২ বছর ১১ মাস ২৯ দিন |
১০ | ড. আতিউর রহমান | ১ মে ২০০৯ | ১৫ মার্চ ২০১৬ | ৬ বছর ১০ মাস ১৪ দিন |
১১ | ফজলে কবির | ১৬ মার্চ ২০১৬ | ৩ জুলাই ২০২২ | ৬ বছর ৩ মাস ১৭ দিন |
১২ | আব্দুর রউফ তালুকদার | ৪ জুলাই ২০২২ | ৯ আগস্ট ২০২৪ | ২ বছর ১ মাস ৫ দিন |
১৩ | নুরুন নাহার (ভারপ্রাপ্ত) | ১১ আগস্ট ২০২৪ | ১৩ আগস্ট ২০২৪ | ৩ দিন |
১৪ | আহসান এইচ মনসুর | ১৩ আগস্ট ২০২৪ | বর্তমান | ১৩ আগস্ট ২০২৪ থেকে বর্তমান |
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কিত FAQS
পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডারিক চালমার্স বোর্ন।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
সর্বশেষ ১৩ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের ১৩ তম গভর্নর হিসেবে নিয়োগ পান আহসান এইচ মনসুর।
এ. এন. এম. হামিদুল্লাহ্ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন।
তিনি ১৮ জানুয়ারি ১৯৭২ থেকে ১৮ নভেম্বর ১৯৭৪ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি মোট ২ বছর ১০ মাস গভর্নর এর দায়িত্ব পালন করেন।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দুই জন ডেপুটি গভর্নর রয়েছেন।
১) এস এম মনিরুজ্জামান
২) আহমেদ জামাল।
এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ১৪ জন গভর্নর ছিলেন (একজন ভারপ্রাপ্ত সহ)
বাংলাদেশ ব্যাংকের গভর্নর তালিকা হচ্ছেঃ
১) এ. এন. এম. হামিদুল্লাহ্
২) এ. কে. নাজিরউদ্দীন আহমেদ
৩) মোঃ নূরুল ইসলাম
৪) শেগুফতা বখ্ত চৌধুরী
৫) খোরশেদ আলম
৬) লুৎফর রহমান সরকার
৭) মোহাম্মদ ফরাসউদ্দিন
৮) ফখরুদ্দীন আহমদ
৯) সালেহউদ্দিন আহমেদ
১০) ড. আতিউর রহমান
১১) ফজলে কবির
১২) আব্দুর রউফ তালুকদার
১৩) নুরুন নাহার (ভারপ্রাপ্ত)
১৪) আহসান এইচ মনসুর
এদের সবার দায়িত্ব শুরু, সমাপ্ত এবং মোট দায়িত্ব কাল মুল পোষ্টে অন্তর্ভুক্ত।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর নিয়ে সর্বশেষ
আজকে আমরা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে ২০২৪, এর মাধ্যমে current governor of bangladesh bank in bangla তা জানতে পেরেছি বর্তমান এবং সর্বশেষ গভর্নর কে সে সম্পর্কে।
ফিনান্স ও ব্যাংকিং সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Finance and Banking Category ভিজিট করুন।
সর্বশেষ আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিইয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।