Last Updated on 3 months by Shaikh Mainul Islam
ফ্রিজ প্রতি মুহূর্তের বিশেষ করে গ্রীষ্মকালে খুব বেশি দরকারি একটি জিনিস। কিন্তু বিপত্তি তখন তৈরি হয় যখন ফ্রিজ ঠান্ডা না হওয়ার কারণ অর্থাৎ সমস্যা তৈরি হয়। কিন্তু ঠিক কি কি কারণে ফ্রিজ ঠাণ্ডা হয় না? জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য।
ফ্রিজ মূলত অত্যন্ত দরকারি একটি ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট। তবে, এই প্রোডাক্ট যেমন আমাদের প্রশান্তি এনে দেয় ঠিক তেমনই এটিতে সমস্যা দেখা দিলে কস্টের সীমা থাকে না। এজন্যই মূলত সবাই গুগলে এসে জানতে চায় ফ্রিজ ঠান্ডা না হওয়ার কারণ কি এই বিষয়ে।
ফ্রিজে মূলত কয়েকটি বিষয়ে বুঝতে পারলেই যেকেউ বলে দিতে পারবেন প্রাথমিক অবস্থায় যে কি হইছে। আজকে আমরা কয়েকটি বিষয় জানবো যা চেক করে ফ্রিজ ঠান্ডা না হওয়ার কারণ সম্পর্কে অনেকটা ধারণা নেওয়া যেতে পারে।
ফ্রিজ মূলত ঠাণ্ডা না হওয়ার কারণ
যেকোনো ফ্রিজের মূল সমস্যা ঠিক মত ঠাণ্ডা না হওয়া। নির্দিষ্ট সময় অব্ধি ফ্রিজ চালালেও ফ্রিজ ঠাণ্ডা হয় না। এই ধরনের সমস্যা থকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় দক্ষ একজন টেকনিশিয়ান ডেকে দেখানো।
কারণ এমন একটি সেন্সেটিভ বিষয়ে আমরা সাধারণ মানুষ ঠিক ভাবে বুঝতে পারবো না যে কি হইছে ফ্রিজে। সমস্যা হওয়ার সাথে সাথে টেকনিশিয়ান ডেকে নিলে ক্ষয়ক্ষতি কম হবে। খরচ কম পরবে।
তাই এই বিষয়ে সময় না নিয়ে সমস্যা হলেই সমাধানে ডেকে আনুন আপনার আশপাশে সু পরিচিত এক টেকনিশিয়ানকে।
ফ্রিজ এ কেন ঠাণ্ডা না হওয়ার সমস্যা তৈরি হয়
এর সবথেকে সহজ উত্তর হচ্ছে কম্প্রেসার সমস্যা। নিশ্চয়ই কম্প্রেসারের নাম শুনেছেন। ঠাণ্ডা না হলে কম্প্রেসারে সমস্যা হয়েছে এটি বুঝবেন। কারণ কম্প্রেসরই মূলত ফ্রিজ ঠাণ্ডা রাখার কাজটি করে। তাই খুব স্বাভাবিক ভাবেই বলা যায় যে, ঠাণ্ডা না হলে কম্প্রেসরে সমস্যা হয়েছে।
আরও পড়ুনঃ কিস্তিতে মোবাইল কেনার উপায়
আপনি আমি স্বাভাবিক ভাবে কম্প্রেসর সম্পর্কে ভালো মন্দ খুব একটা বুঝতে পারবো না।
তাই বলা যায় যে ফ্রিজ সমস্যা সমাধানে টেকনিশিয়ান ডেকে দেখানোর কোনও বিকল্প নেই।
ফ্রিজে PCB এর ভুমিকা কি
প্রত্যেক ফ্রিজে PCB নামে একটি যন্ত্র আছে। এটি থেকে মূলত ফ্রিজের সব জায়গায় পরিমাণ মতো বিদ্যুৎ সরবরাহ করে। pcb তে একাধিক ক্যাপাসিটার এবং রেজিস্টার থাকে।
এটি ফ্রিজের ভিতরের একটি সার্কিট বোর্ড। বাহির থেকে স্বাভাবিক ভাবে দেখা যায় না।
এই বোর্ডের আবার বেশ কয়েকটি সাব সার্কিট বোর্ড আছে। আর pcb তে সমস্যা হলে সম্পূর্ণ ফ্রিজটিতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন বা বন্ধ হয়ে যায়। তাই pcb নষ্ট বা অচল হলে ফ্রিজ সম্পূর্ণ ভাবে অচল হয়ে পড়ে।
ফ্রিজ কেন ঠাণ্ডা হয় না
ফ্রিজকে ঠাণ্ডা রাখার মুল কাজ গ্যাস সিলিন্ডারের। ফ্রিজের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার থাকে।
এই গ্যাসের মাধ্যমেই ফ্রিজ ঠাণ্ডা হয়ে থাকে। ফ্রিজ ঠাণ্ডা না হলে অনেকেই বুঝতে পারেন যে গ্যাস সিলিন্ডারে সমস্যা হইছে।
তবে যারা বুঝতে পারেন না তারা অবশ্যই টেকনিশিয়ানদের পরামর্শ এবং সহযোগিতা নিবেন।
আরও পড়ুনঃ বজ্রপাতে করণীয়
অনেক সময় গ্যাস লিক করে বড় রকমের দুর্ঘটনাও হতে পারে। তাই যতটা সম্ভব সতর্ক থাকুন। আমাদের সবার উচিত যেই বিষয়ে আমাদের ধারণা কম বা নেই সেই বিষয়ে অভিজ্ঞ একজন টেকনিশিয়ান দিয়ে কাজটি দেখানো এবং সমাধান করানো।
এছাড়াও ফ্রিজ ঠান্ডা না হওয়ার কারণ কি জিগ্যেস করলে আরও একটি বিষয়ে বেরিয়ে আসবে। তা হলো ফ্রিজ ডিফ্রস্ট।
অর্থাৎ ফ্রিজের ভিতরের দেয়ালে বরফ জমা হয়ে আস্তরণ পড়ে থাকে।
এটি নির্দিষ্ট সময় পর পর না পরিষ্কার করলে একটা সময়ে ফ্রিজের কার্যক্রমকে ব্যহত করে।
তখন ফ্রিজ ঠান্ডা না হওয়ার কারণ কি তা বোঝা যায় না।
ফ্রিজ সম্পর্কিত FAQS
টেকনিশিয়ান, টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান।
অর্থাৎ নিজেরা সম্পূর্ণ ধারণা না রেখে সিরিয়াস একটি যন্ত্রে কাজ করা যাবে না। এতে হিতে বিপরিত হলেও হতে পারে।
ফ্রিজ ডিফ্রস্ট করা উচিত। যাতে ফ্রিজের ভিতরের দেওয়ালে বরফ জমে ফ্রিজের স্বাভাবিক কার্যক্রম ব্যহত না করে।
ফ্রিজ সম্পর্কিত সর্বশেষ
আজকের পোষ্টে আমরা ফ্রিজ ঠান্ডা না হওয়ার কারণ কি সে বিষয়ে ধারণা নেওয়ার চেষ্টা করলাম।
আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এরপরেও কোনো ঝামেলা মনে হলে পোষ্টের নিচে কমেন্ট করুন।
আমাদের প্রতিনিধি খুব অল্প সময়ের মধ্যে আপ[নার কমেন্টের উত্তর দিবেন।
প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
I needed to thank you for this excellent read!! I definitely loved every little bit of it. Ive got you bookmarked to check out new things you postÖ