Last Updated on 7 months by Shaikh Mainul Islam
আজকে আমরা বিশ্বের সেরা স্পোর্টস ইভেন্ট ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি অর্থাৎ বিশ্বকাপ ফুটবল ২০২৬ সময়সূচী সম্পর্কে জানবো।
এছাড়াও জানবো ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্পর্কে বিস্তারিত সবকিছু। এছাড়াও প্রতিদিন কোন দল জিতছে কোন দল কয় গোল করছে টা প্রতি ম্যাচ শেষে আপডেট করে জানানো হবে এই পোষ্টে। এই পোষ্টে উল্লেখিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সময়সূচী বাংলাদেশ সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে।
এবছরের ২০২৬ ফিফা বিশ্বকাপ কাতার দেশে অনুষ্ঠিত হচ্ছে। যার কারণে দুরের দেশগুলোর সাথে সময়ের পার্থক্য অনেক। তাই বাংলাদেশ সময় অনুযায়ী ছক আকারে ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি এবং সকল ম্যাচের আপডেট জানানো হয়েছে।চলুন ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি সহ ফিফা সম্পর্কিত আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। FIFA World Cup Qatar 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর দল সমূহ
২০২৬ ফিফা বিশ্বকাপে প্রতিটি গ্রুপে চারটি দল করে ৮ টি গ্রুপে মোট ৩২ টি দল অংশগ্রহন করছে। প্রতিটি গ্রুপে চারটি দল খেলবে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম পর্ব। প্রথম পর্বে প্রতি গ্রুপ থেকে প্রথম দুই দল করে মোট ১৬ টি দল যাবে ফিফা বিশ্বকাপ ২০২২ এর দ্বিতীয় পর্বে।
এরপর নিয়ম অনুযায়ী আঁটটি দল আঁটটি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে। যেই দল হারবে সেই দল বাদ হয়ে যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে। এভাবে বিজয় আঁটটি দল আবার প্রত্যেকে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পরবর্তীতে চারটি দল বাদ পর্বে।
আরও পড়ুনঃ আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান । ব্রাজিল আর্জেন্টিনার পরিসংখ্যান
ফিফা বিশ্বকাপ ২০২৬ কোন দলের খেলা কবে
তারিখ | ম্যাচ | ফলাফল | সময় |
---|---|---|---|
20 নভেম্বর | কাতার – ইকুয়েডর | 0 – 2 | রাত ১০টা |
21 নভেম্বর | ইংল্যান্ড – ইরান | 6 – 2 | সন্ধ্যা ৭টা |
22 নভেম্বর | সেনেগাল – নেদারল্যান্ডস | 0 – 2 | রাত ১০টা |
22 নভেম্বর | যুক্তরাষ্ট্র – ওয়েলস | 1 – 1 | রাত ১টা |
22 নভেম্বর | আর্জেন্টিনা – সৌদি আরব | 1 – 2 | বিকেল ৪টা |
22 নভেম্বর | ডেনমার্ক – টুনিশিয়া | 0 – 0 | সন্ধ্যা ৭টা |
22 নভেম্বর | মেক্সিকো – পোল্যান্ড | 0 – 0 | রাত ১০টা |
23 নভেম্বর | ফ্রান্স – অস্ট্রেলিয়া | 4 – 1 | রাত ১টা |
23 নভেম্বর | মরক্কো – ক্রোয়েশিয়া | 0 – 0 | বিকেল ৪টা |
23 নভেম্বর | জার্মানি – জাপান | 1 – 2 | সন্ধ্যা ৭টা |
23 নভেম্বর | স্পেন – কোস্টারিকা | 7 – 0 | রাত ১০টা |
24 নভেম্বর | বেলজিয়াম – কানাডা | 1 – 0 | রাত ১টা |
24 নভেম্বর | সুইজারল্যান্ড – ক্যামেরুন | 1 – 0 | বিকেল ৪টা |
24 নভেম্বর | উরুগুয়ে – দক্ষিণ কোরিয়া | 0 – 0 | সন্ধ্যা ৭টা |
24 নভেম্বর | পর্তুগাল – ঘানা | 3 – 2 | রাত টা |
25 নভেম্বর | ব্রাজিল – সার্বিয়া | 2 – 0 | রাত ১টা |
25 নভেম্বর | ওয়েলস – ইরান | 0 – 2 | বিকেল ৪টা |
25 নভেম্বর | কাতার – সেনেগাল | 1 – 3 | সন্ধ্যা ৭টা |
25 নভেম্বর | নেদারল্যান্ডস – ইকুয়েডর | 1 – 1 | রাত ১০টা |
26 নভেম্বর | ইংল্যান্ড – যুক্তরাষ্ট্র | 0 – 0 | রাত ১টা |
26 নভেম্বর | তিউনিসিয়া – অস্ট্রেলিয়া | 0 – 1 | বিকেল ৪টা |
26 নভেম্বর | পোল্যান্ড – সৌদি আরব | 2 – 0 | সন্ধ্যা ৭টা |
26 নভেম্বর | ফ্রান্স – ডেনমার্ক | 2 – 1 | রাত ১০টা |
27 নভেম্বর | আর্জেন্টিনা – মেক্সিকো | 2 – 0 | রাত ১টা |
27 নভেম্বর | জাপান – কোস্টারিকা | 0 – 1 | বিকেল ৪টা |
27 নভেম্বর | বেলজিয়াম – মরক্কো | 0 – 2 | সন্ধ্যা ৭টা |
27 নভেম্বর | ক্রোয়েশিয়া – কানাডা | 4 – 1 | রাত ১০টা |
28 নভেম্বর | স্পেন – জার্মানি | 1 – 1 | রাত ১টা |
28 নভেম্বর | ক্যামেরুন – সার্বিয়া | 3 – 3 | বিকেল ৪টা |
28 নভেম্বর | দক্ষিণ কোরিয়া – ঘানা | 2 – 3 | সন্ধ্যা ৭টা |
28 নভেম্বর | ব্রাজিল – সুইজারল্যান্ড | 1 – 0 | রাত ১০টা |
29 নভেম্বর | পর্তুগাল – উরুগুয়ে | 2 – 0 | রাত ১টা |
29 নভেম্বর | ইকুয়েডর – সেনেগাল | 1 – 2 | রাত ৯টা |
29 নভেম্বর | নেদারল্যান্ডস – কাতার | 2 – 0 | রাত ৯টা |
30 নভেম্বর | ইরান – যুক্তরাষ্ট্র | 0 – 1 | রাত ১টা |
30 নভেম্বর | ওয়েলস – ইংল্যান্ড | 0 – 3 | রাত ১টা |
30 নভেম্বর | তিউনিসিয়া – ফ্রান্স | 1 – 0 | রাত ৯টা |
30 নভেম্বর | অস্ট্রেলিয়া – ডেনমার্ক | 1 – 0 | রাত ৯টা |
1 ডিসেম্বর | পোল্যান্ড – আর্জেন্টিনা | 0 – 2 | রাত ১টা |
1 ডিসেম্বর | সৌদি আরব – মেক্সিকো | 1 – 2 | রাত ১টা |
1 ডিসেম্বর | কানাডা – মরক্কো | 1 – 2 | রাত ৯টা |
2 ডিসেম্বর | জাপান – স্পেন | 2 – 1 | রাত ১টা |
2 ডিসেম্বর | কোস্টারিকা – জার্মানি | 2 – 4 | রাত ১ টা |
2 ডিসেম্বর | দক্ষিণ কোরিয়া – পর্তুগাল | 2 – 0 | রাত ৯টা |
2 ডিসেম্বর | ঘানা – উরুগুয়ে | 0 – 2 | রাত ৯টা |
3 ডিসেম্বর | সার্বিয়া – সুইজারল্যান্ড | 2 – 3 | রাত ১টা |
3 ডিসেম্বর | ক্যামেরুন – ব্রাজিল | 1 – 0 | রাত ১টা |
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর দ্বিতীয় পর্ব
তারিখ | ম্যাচ | ফলাফল | সময় |
---|---|---|---|
৩ ডিসেম্বর | নেদারল্যান্ডস – ইউএসএ | 3 – 1 | রাত ৯টা |
৪ ডিসেম্বর | আর্জেন্টিনা – অষ্ট্রেলিয়া | 2 – 1 | রাত ১টা |
৪ ডিসেম্বর | ফ্রান্স – পোল্যান্ড | 3 – 1 | রাত ৯টা |
৫ ডিসেম্বর | ইংল্যান্ড – সেনেগাল | 3 – 0 | রাত ১টা |
৫ ডিসেম্বর | জাপান – ক্রোশিয়া | 1 – 1, পেনাল্টি 1 – 3 | রাত ৯টা |
৬ ডিসেম্বর | ব্রাজিল – সাউথ কোরিয়া | 4 – 1 | রাত ১টা |
৬ ডিসেম্বর | মরক্কো – স্পেন | 3 – 0 | রাত ৯টা |
৭ ডিসেম্বর | পর্তুগাল – সুইজারল্যান্ড | 6 – 1 | রাত ১টা |
ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ার্টার ফাইনাল
তারিখ | ম্যাচ | জয়ী দল | ফলাফল | সময় (BD) |
৯ ডিসেম্বর | ক্রোশিয়া বনাম ব্রাজিল | ক্রোয়েশিয়া | ১(৪) – ১(২) | রাত ৯টা |
১০ ডিসেম্বর | নেদারল্যান্ড বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ২(৩) – ২(৪) | রাত ১টা |
১০ ডিসেম্বর | মরক্কো বনাম পর্তুগাল | মরক্কো | ১ – ০ | রাত ৯টা |
১১ ডিসেম্বর | ইংল্যান্ড বনাম ফ্রান্স | ফ্রান্স | ১ – ২ | রাত ১টা |
ফিফা বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল
তারিখ | ম্যাচ | ফলাফল | সময় (BD) |
১৪ ডিসেম্বর | ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা | 0 – 3 | রাত ১টা |
১৫ ডিসেম্বর | ফ্রান্স বনাম মরক্কো | ২ – ০ | রাত ১টা |
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ (বাংলাদেশ সময়)
তারিখ | ম্যাচ | সময় (BD) | ফলাফল |
১৭ ডিসেম্বর | ক্রোশিয়া – মরক্কো | রাত ৯টা | ২ -১ |
ফাইনাল (বাংলাদেশ সময়)
তারিখ | ফাইনাল | জয়ী দল | সময় (BD) |
১৮ ডিসেম্বর | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | আর্জেন্টিনা | রাত ৯টা |
ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ও দল
এবারের ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ মোট ৩২ টি দল অংশগ্রহন করছে ৮ টি গ্রুপে। গ্রুপ A,B, C, D, E, F, G, H গ্রুপে। চলুন দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন দল অংশগ্রহন করছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এ।
আরও পড়ুনঃ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট
A গ্রুপ এর দল সমুহঃ কাতার, ইকুয়েডর, সেনেগাল এবং নেদ্যারল্যান্দস।
B গ্রুপ এর দল সমূহঃ ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র এবং ওয়েলস।
C গ্রুপ এর দল সমুহঃ আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড।
D গ্রুপ এর দল সমুহঃ ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং টুনিশিয়া।
E গ্রুপ এর দল সমুহঃ স্পেন, কোস্টারিকা, জার্মানি এবং জাপান।
F গ্রুপ এর দল সমুহঃ বেলজিয়াম ,কানাডা, মরক্কো এবং ক্রোয়েশিয়া।
G গ্রুপ এর দল সমুহঃ ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।
H গ্রুপ এর দল সমুহঃ পর্তুগাল, ঘানা, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ সম্পর্কে আরও কিছু তথ্য
এতক্ষণে নিশ্চয়ই আপনি ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি দেখে নিয়েছেন। এও জেনেছেন কিভাবে এবারের ফিফা বিশ্বকাপ খেলা সম্পন্ন হবে। এছাড়াও জেনেছেন ২০২২ ফিফা বিশ্বকাপ কোন দেশে হচ্ছে। আজকের ফুটবল খেলার সময়সূচি কিংবা টিভিতে আজকের ফুটবল খেলা সূচি দেখতে পাবেন ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি অনুযায়ী।
আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
এবছর ফিফা ইসসকাপ ২০২২ সময়সূচি অনুযায়ী কাতারে মোট ৮ টি স্টেডিয়ামে ৬৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং প্রতিটি দল থাকবে ২৬ জনের সমন্বয়ে। চলত বছরের ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২২ এর পর্দা উঠবে।
ফিফা বিশ্বকাপ সম্পর্কিত FAQS
ফিফা বিশ্বকাপ ২০২২ এ ৮ টি গ্রুপে মোট ৩২ টি দল অংশগ্রহন করবে।
টি স্পোর্টস এবং জি ইভি বা গাজী তিভি এবং বিটিভি অর্থাৎ বাংলাদেশ তেলিভিশন ফিফা বিশ্বকাপের সকল ম্যাচ সরাসরি সম্প্রচারিত করছে। এছাড়াও আপনি Toffe সহ বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইট সার্চ করে ফ্রিতে ফিফা বিশ্বকাপের সকল ম্যাচ সরাসরি লাইভ দেখতে পারবেন।
প্রতিটি ম্যাচ শেষে এই পোষ্টের মাধ্যমে প্রত্যেক ম্যাচের কোন দল কয়টি গোল দিয়েছে এবং কোন দল জয়ী হয়েছে টা জানতে পারবেন। এজন্য আপনাকে এই পোস্টটি শেয়ার করে তাইম্লাইনে রেখে দিন কিংবা সার্চ করে প্রত্যেক ম্যাচ শেষে দেখতে হবে। এছাড়াও এই বিষয়ে আপডেট পাবেন আমাদের ফেসবুক পেজে।
ফিফা বিশ্বকাপ ২০২২ নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে মূলত আমরা জেনেছি ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি সম্পর্কে। জেনেছি কোন দল কোন গ্রুপের অন্তর্ভুক্ত। এছাড়াও জেনেছি এবারের ফিফা বিশ্বকাপে খেলার নিয়মাবলী অর্থাৎ কয়টি স্টেপে খেলা ফাইনাল অব্দি মাথে গড়াবে।
আশা করছ এই বিষয়ে খুব সুন্দর ভাবেই বুয়ঝতে পেরেছেন। এছাড়াও আজকে আমরা ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি অনুযায়ী মোট কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কাতারের কোন কোন স্টেডিয়ামে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী
এরপরেও ফিফা বিশ্বকাপ সম্পর্কিত আরও কোনও তথ্য জানতে চাইলে এই পোষ্টের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং আপনার প্রিয় দলের নাম জানান। জানাতে পারেন আপনার প্রিয় খেলোয়াড়ের নাম।
সবাই চায় তার নিজ দল ফিফা বিশ্বকাপ জয়লাভ করুক। কিন্তু দিন শেষে একটি দলই জয়লাভ করবে। তাই খেলাকে বিনোদন হিসেবেই নেওয়া উচিত। অতিরিক্ত মাতামাতি একটি জাতিকে পর্যন্ত শেষ করে দেয়।
আমাদের সকল পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। জয়েন হয়ে নিন আমাদের ফেসবুক গ্রুপে।
আমাদের ফেসবুক গ্রুপ ভিজিট করতে ক্লিক করুন Dainikkantha Facebook Page এ।
বিশ্বকাপের সময়সূচি সংক্রান্ত অনেকগুলো পোস্ট দেখলাম তার মধ্যে আপনার টা বেশ ভালোই ছিল
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ফিফা বিশ্বকাপের সকল আপডেট একটি পোস্টে পাওয়ায় আপনার যখনই ফিফা সম্পর্কিত তথ্য দরকার তখনই পোস্টটি পড়বেন।
Dainikkantha সর্বদা ভিজিটরদের সকল তথ্য একটি পোস্টে দেওয়ার চেষ্টা করে।
ধন্যবাদ।