Last Updated on 4 weeks by Shaikh Mainul Islam
মুসলিম প্রধান দেশে প্রত্যেক রমজানে যাদের উপর ফিতরা আদায় করা প্রযোজ্য তারা ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন এর ঘোষণা অনুযায়ী তা জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ফিতরা কত টাকা ২০২৫ । ইসলামিক ফাউন্ডেশন” এ।
আজকের পোষ্টে আমরা ফিতরা কি, ফিতরা দেওয়ার সঠিক সময়, ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন, ফিতরা কাদের দেওয়া যাবে না সহ ফিতরা সম্পর্কে বিস্তারিত জানবো।
ফিতরা কি
প্রত্যেক বছর রমজানের শেষ দিকে ইসলামের বিধান অনুযায়ী সচ্ছল প্রত্যেক মুসলমানের সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করতে হয়। রমজানের রোজার শেষে রোজার ভঙ্গের কারণে এই বিধান করা হয়েছে।
আরও পড়ুনঃ এ বছর ফিতরা কত টাকা ২০২৫ । ফিতরা দেওয়ার নিয়ম
রমজানের শেষে অর্থাৎ ঈদের দিনে গরীব দুঃখী অসচ্ছল মানুষদের ভালো এক বেলা খাবারের অর্থ দেওয়ার মাধ্যমে রোজার ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত ভুল শুধরে রোজাকে পরিপূর্ণ করার একটি মাধ্যমে ফিতরা।
আরও পড়ুনঃ রহমত মাগফিরাত নাজাত এর দোয়া ও করনীয়
কিন্তু ফিতরা কত টাকা দিতে হয় এটি প্রত্যেক বছর দেশের সরকারি ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন থেকে হিসাব করে নির্ধারণ করে দেওয়া হয়।
নবীজির সময়ে যেভাবে খাবারের নির্দিষ্ট পরিমাণ ফিতরা দেওয়া হতো সেরকম দেশের সরকার হিসাব করে জনগনের ফিতরা দেওয়ার পরিমাণ ও কাজটি অত্যন্ত সহজ হয়ে যায়।
ফিতরা দেওয়ার সঠিক সময়
রমজান মাসের শেষ দিকে এবং রোজার ঈদের নামাজের আগে ফিতরার টাকা প্রকৃত হকদারদের দিতে হয়।
বিশেষ করে শেষ দুই রোজা এবং ঈদের দিন ঈদের নামাজের আগে।
আরও পড়ুনঃ লাইলাতুল কদর সূরা
তবে বিশেষ কোনও কারণে ঈদের নামাজের পরেও ফিতারার টাকা দেওয়া যাবে। তবে, কারণ ভেদে তখন সাধারণ দানের সাওয়াব হয়ে থাকে।
ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন
প্রত্যেক বছরের ধারাবাহিকতায় ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করে যে ২০২৫ সালে জনপ্রতি ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা দিতে হবে।
আরও পড়ুনঃ জাকাত কি, কাকে বলে? জাকাত কাদের উপর ফরজ?
অর্থাৎ আপনার বাসা বাড়িতে মোট সদস্য সংখ্যার (নাবালগ সহ, এমনকি ঈদের আগের দিন জন্মগ্রহণ করলে তারও ফিতরা দিতে হবে) প্রত্যেকের জন্য ফিতরা অন্তত ১১৫ টাকা করে দিতে হবে।
চাইলে এর বেশী অর্থাৎ ২৯৭০ টাকাও দেওয়া যাবে। এবার ক্লিয়ার করে বুঝতে পারছেন ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করছে।
এ বছর ফিতরার পরিমাণ জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ফিতরা কাকে দেওয়া যাবে
দুস্থ গরীবদের ফিতরা দেওয়া যাবে। আরও সহজ ভাবে বললে, এমন সব লোক যাদের কাজ করে খাওয়ার সক্ষমতা নেই তাদেরকে ফিতরা দেওয়া যাবে।
যারা শারীরিক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, এবং খুবই অসচ্ছল পরিবারের সদস্য। এমন ব্যক্তিকে নিঃসন্দেহে ফিতরার টাকা দেওয়া যাবে।
অনেকে জানতে চান অসচ্ছল আত্মীয়দের ফিতরা বা ফিতরার টাকা দেওয়া যাবে কি না। হ্যাঁ।
যে ব্যক্তি তার পরিবারের ফিতরার টাকা দান করবেন তার আত্মীয় স্বজন বা তার শশুর কুলের কেউ যদি চলতে অসচ্ছল হয় তাহলে নিঃসন্দেহে ফিতরা দেওয়া যাবে।
আরও পড়ুনঃ রোজার ঈদের নামাজের নিয়ম
এমনকি আপন ভাই কিংবা আপন বোন হলে তাকেও ফিতরা দেওয়া যাবে। আত্মীয় দের মধ্যে ফিতরার টাকা দিলে একাধিক সাওয়াব হবে।
কারণ, আত্মীয় কিংবা রক্তের সম্পর্কের কেউ অসচ্ছল, কাজ করতে অক্ষম থাকে তাকে তার আত্মীয়দের দেখভাল করার হুকুম রয়েছে।
সেক্ষেত্রে আপনি যদি আপনার আত্মীয়কে ফিতরার টাকা দেন তাহলে একদিকে ফিতরার টাকা দেওয়া হবে অন্যদিকে আত্মীয়ের হক পূর্ণ হবে।
আরও পড়ুনঃ লাইলাতুল কদরের দোয়া । কদরের নামাজের নিয়ম জেনে নিন
সার্বিক দিক বিবেচনা করা ফিতরার টাকা অসচ্ছল, অক্ষম আত্মীয়দের আগে প্রাপ্য।
এরপর নিকট তম অসচ্ছল, গরীব, দুস্থ প্রতিবেশিদের ফিতরার টাকা দেওয়া যাবে।
তবে ফিতরার টাকা যাকেই দেন দেওয়ার আগে এটুকু নিশ্চিত হতে হবে যে, এই ব্যক্তি ফিতরার টাকার জন্য প্রাপ্য।
এবং ঈদের দিনে একবেলা ভালো খাওয়ার জন্য এই ব্যক্তির আসলেই ফিতরার টাকা দরকার।
আর ফিতরার টাকা কাকে দিচ্ছেন সে প্রকৃত অর্থে ফিতরার টাকা পাওয়ার যোগ্য কি না তা বিবেচনা করে ফিতরার টাকা দিবেন।
কারণ, আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে, তেলে মাথায় তেল দেওয়া।
অর্থাৎ, যার আছে আমরা তাকে আরও দেই। এতে প্রকৃত ভাবে যার দরকার সে পাওয়া থেকে বঞ্চিত হয়।
ফিতরা কাকে দেওয়া যাবে না
প্রিয় পাঠক, ফিতরা কাকে দেওয়া যাবে সে বিষয়ে যদি আপনি বুঝতে পারেন তাহলে ফিতরা কাকে দেওয়া যাবে না তাও স্পষ্ট বোঝা উচিত।
আরও পড়ুনঃ এ বছর ফিতরা কত টাকা ২০২৫ । ফিতরা দেওয়ার নিয়ম
যে সব ব্যক্তি শারীরিক মানসিক ভাবে সক্ষম কাজ করে আয় ইনকাম করার জন্য সেসব ব্যক্তিকে ফিতরা দেওয়া থেকে বিরত থাকতে হবে।
ফিতরা দেওয়ার সময় অর্থাৎ রমজানের শেষ দিকে দেখা যায় সুস্থ সবল সুঠাম দীহের অধিকারি মানুষ বাজারে বাজারে পথে ঘাটে মানুষের কাছে ভিক্ষা করার নামে ফিতরার টাকা চায়।
আরও পড়ুনঃ শবে কদরের নামাজের নিয়ম । শবে কদরের নামাজের নিয়ত (বিস্তারিত)
এরা ফিতরারা টাকা নেওয়ার নামে এটি এদের একটি ব্যবসার মতো।
এই ধরনের লোক শুধু ফিতরার টাকাই না বরং সব ক্ষেত্রে ব্যবসায়ীক ভাবে এমন কাজ করে থাকে।
তাই, আপনার অবশ্যই উচিত, ফিতরার টাকা যে সব গরীব দুঃখী, দুস্থ লোক তাদের খুঁজে বের করে ফিতরার টাকা নিজ হাতে গিয়ে দিয়ে আসা।
ফিতরার টাকা দেওয়া গরীবদের প্রতি অর্থবানদের করুণা নয় বরং ইসলামিক বিধান অনুযায়ী অর্থবানদের দায়িত্ব এবং কর্তব্য।
নিজ হাতে গরীব, দুঃস্থদের ফিতরার টাকা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসা।
২০২৫ এর ফিতরা FAQS
২০২৫ সালে অর্থাৎ এ বছর জনপ্রতি ফিতরার পরিমাণ জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা ।
সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা ওয়াজিব।
হ্যাঁ। কোনও পরিবারে যদি ঈদের আগের দিন কোনও সন্তান জন্মগ্রহণ করে তাহলে ঐ সন্তানের জন্যেও ফিতরারা টাকা তার পরিবারের কর্তার আদায় করতে হবে।
অবশ্যই যাবে।
নিজ ভাই – বোন, আত্মীয়দের মধ্যে যদি কেউ অসচ্ছল, দরিদ্র, কাজ করতে অক্ষম থাকে তাহলে তাদের অবশ্যই ফিতরার টাকা পাওয়ার হক আগে।
এতে আত্মীয় বা রক্তের সম্পর্কের প্রতি হক আদায় করা হবে আবার ফিতরাও দেওয়া হবে।
তবে, এক্ষেত্রে ফিতরার থেকে বেশী কিছু টাকা এওয়া অতি উত্তম।
ফিতরা দেওয়ার সঠিক সময়, প্রত্যেক রমজান মাসের শেষ দিক থেকে শুরু করে ঈদুল ফিতর তথা রোজার ঈদের নামাজের আগ পর্যন্ত।
হ্যাঁ দেওয়া যাবে। তবে তা ফিতরার টাকা হিসেবে গণ্য হবে না।
সাধারণ সময়ে সাধারণ দানের মতো স্বাভাবিক দান হিসেবে কবুল হবে।
তবে ফিতরা হিসেবে আদায় হবে না। তাই, ঈদের নামাজের আগেই ফিতরার টাকা আদায় করতে হবে।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় এর অধিনস্ত সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
সেই ১৯৭৫ সাল থেকে এই পর্যন্ত প্রত্যেক বছর রমজান শুরুর পর পর ইসলামিক ফাউন্ডেশন সাদাকাতুল ফিতর বা ফিতরার হিসাব নির্ধারণ করে জনপ্রতি কত টাকা ফিতরা আদায় করতে হবে বা দিতে হবে তা প্রকাশ করে থাকে।
ইসলামিক ফাউন্ডেশন ফিতরা ২০২৫ নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জেনেছি ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন।
অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন থেকে এবছর ২০২৫ সালে কত টাকা ফিতরা নির্ধারণ করে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত।
এবং জেনেছি ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন ও ফিতরা কাকে দেওয়া যাবে এবং ফিতরা কাকে দেওয়া যাবে না সে বিষয়ে বিস্তারিত।
ফিতরা এবং ইসলাম সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়ার জন্য Islamic info Category ভিজিট করুন।
নিয়মিত সকল পোস্ট পড়ার জন্য Dainik kantha করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।
4 thoughts on “ফিতরা কত টাকা ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন”