Last Updated on 4 months by Shaikh Mainul Islam
নগদ মোবাইল ব্যাংকিং এই মুহূর্তে সবথেকে সেরা জনপ্রিয়তায় অবস্থান করছে। তাই, নগদ একাউন্ট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি।
যার মধ্যে অধিকাংশ ব্যক্তি নগদ এর একাউন্ট দেখার কোড ভুলে যায়। তাই বারবার নগদ এর একাউন্ট দেখার কোড লিখে google এ সার্চ দেয়।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “নগদ এর একাউন্ট দেখার কোড । নগদ একাউন্ট চেক পদ্ধতি” এ।
আজকের পোষ্টে আমরা নগদ একাউন্ট দেখার উপায় সমূহ, নগদ এর একাউন্ট দেখার কোড, নগদ অ্যাপ থেকে একাউন্ট দেখার উপায় সহ নগদ সম্পর্কে বিস্তারিত জানবো।
নগদ একাউন্ট দেখার উপায় সমূহ
মূলত দুই ভাবে নগদ একাউন্ট দেখা যায়। নগদ এর একাউন্ট দেখার কোড সম্পর্কে জানতে বিস্তারিত পড়তে থাকুন।
একটি উপায় হচ্ছে সরাসরি নাম্বার ডায়াল করে নগদ একাউন্ট দেখা যায়। আর নগদ একাউন্ট দেখার অন্য উপায় হচ্ছে নগদ সফটওয়ার/ অ্যাপ এর মাধ্যমে। তাহলে নগদ একাউন্ট দেখার দুইটি উপায় হচ্ছেঃ
আরও পড়ুনঃ nagad agent account open
১) নাম্বার ডায়াল করে। যেকোনো মোবাইল থেকেই এটি করা যায়।
২) নগদ সফটওয়ার বা অ্যাপ থেকে। শুধু মাত্র এনড্রয়েড মোবাইল থেকে এটি সম্ভব।
নগদ একাউন্ট দেখার কোড
Nagad Account দেখার কোড হচ্ছে *167# এই নাম্বার ডায়াল করে নগদ কোড দেখা যাবে।
এই উপায়ে মূলত বাটন মোবাইল থেকে মানুষ নগদ একাউন্টে প্রবেশ করে। তবে এন্দ্রয়েড মোবাইলেও এই পদ্ধতিতে নগদ একাউন্ট দেখা যায়।
নগদ অ্যাপ থেকে একাউন্ট দেখার উপায়
এনড্রয়েড মোবাইলের প্লে স্টোর থেকে নগদ লিখে সার্চ দিলে নগদের অফিসিয়াল সফটওয়ার দেখতে পাবেন।
সেখান থেকে সফটওয়ারটি ইন্সটল করে নিতে হবে। এরপর আপনার নগদ একাউন্ট করা মোবাইল নাম্বার দিয়ে লগইন করবেন।
আরও পড়ুনঃ nagad balance check
এন্দ্রয়েড মোবাইলে একবার সফটওয়ারটি ইন্সটল করে একাউন্ট লগইন করে নিলে পরবর্তীতে শুধু পাসওয়ার্ড দিলেই হবে। অ্যাপ এ দেওয়া আছে একাধিক ফিচার যা জীবনকে করে তোলে আরও সহজ।
Nagad App ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Nagad App download
নগদ একাউন্ট ব্যবহারে সীমাবদ্ধতা
নগদ একাউন্ট ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা নগদ থেকে করা হয়েছে শুধু ফিন্যান্সিয়াল অপরাধ এবং তাদের শর্তাবলী মানতে। চলুন জেনে নেওয়া যাক নগদ একাউন্ট ব্যবহারে সীমাবদ্ধতা।
আরও পড়ুনঃ কিভাবে নগদ একাউন্ট খুলব ?
১) প্রতিদিন সর্বাধিক ৫ বার মোট ৩০,০০০ টাকা ক্যাশ ইন করা যাবে।
২) প্রতিদিন সর্বাধিক ৫০ বার সেন্ড মানি করতে পারবেন। যেখানে মোট ২৫, ০০০ টাকা সেন্ড মানি করতে পারবেন।
৩) একটি নগদ একাউন্ট থেকে প্রতিদিন সর্বাধিক ৫০ বার মোট ১০, ০০০ টাকা মোবাইল রিচার্জ করা যাবে।
৪) প্রতিদিন সর্বাধিক ৫ বার ক্যাশ আউট করা যাবে। যেখানে টাকার পরিমাণ হবে মোট ২৫,০০০ টাকা।
নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম
অনেকের একাধিক নগদ একাউন্ট করার পরে ঝামেলা মনে হয়। তখন একটি একাউন্ট বন্ধ করার দরকার হয়। অনেক সময় ব্যক্তিগত অনেক কারণে একাউন্ট বন্ধ করার দরকার হয়। আবার অনেক সময় সিম হারিয়ে গেলে নগদ একাউন্ট বন্ধ করার দরকার হয়।
তাই নগদ একাউন্ট বন্ধ করার উপায় জেনে নেওয়া যাক। দুই ভাবে নগদ একাউন্ট বন্ধ করা যায়। চলুন জেনে নেওয়া যাক নগদ একাউন্ট বন্ধ করার উপায়গুলি।
নগদ একাউন্ট বন্ধ করার জন্য যা যা দরকার
১) ভোটার আইডি কার্ড হাতে থাকতে হবে।
২) সচল মোবাইল নাম্বারটি কাছে থাকতে হবে।
ঘরে বসে নগদ একাউন্ট বন্ধ করার জন্য প্রথমে উপরের বিষয় দুইটি সাথে নিয়ে নগদ হেল্পলাইনে কল করবেন। হেল্প লাইনে কল করে একাউন্ট বন্ধ করার বিষয়টি জানাবেন।
এরপর আপনাকে কিছু বিষয়ে জানতে চাবে। সঠিক এবং যৌক্তিক উত্তর দিতে পারলে তবেই নগদ কত্রিপক্ষ আপনার একাউন্টটি বন্ধ করে দিবে।
দ্বিতীয় উপায়ে হচ্ছে, আপনার নিকটস্থ নগদ কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে একাউন্ট বন্ধ করতে পারবেন।
এজন্য আপনাকে এনাইডি কার্ড এবং এক্টিভ সিম নিয়ে কাস্টমার কেয়ারে গেলে কাস্টমার কেয়ার থেকে আপনার একাউন্টটি বন্ধ করে দিবে।
nagad customer care যোগাযোগ করার উপায়
নগদ মোবাইল ব্যাংকিং সম্পর্কিত যেকোন তথ্য এবং সেবার জন্য ইমেইল কিংবা নগদ কাস্টমার কেয়ার নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। রাত দিন ২৪ ঘণ্টা নগদ কাস্টমার সেবা প্রদান দিয়ে থাকে।
আরও জানুনঃ নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম
১) নগদ হেল্প লাইন নাম্বার: ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭
২) নগদ ইমেইল এড্রেস: [email protected]
৩) নগদ ওয়েবসাইট এড্রেস: nagad.com.bd
নগদ সম্পর্কিত FAQS
Nagad একাউন্ট দেখার কোড হচ্ছে *১৬৭# এই এসএসডি টি।
বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক ১১ অক্টোবর ২০১৮ সালে এই ডিজিটাল আর্থিক সেবা চালু করা হয়।
অর্থাৎ নগদ চালু হয়েছে ১১ অক্টোবর ২০১৮ সালে।
Nagad বর্তমান সিইও হচ্ছে Rahel Ahmed, রাহেল আহমেদ।
নগদ একাউন্ট দেখার কোড নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা জানতে পেরেছি নগদ এর একাউন্ট দেখার কোড সম্পর্কে। এছাড়াও জেনেছি নগদ ব্যবহারে সীমাবদ্ধতা নিয়ম এবং নগদের বিভিন্ন বিষয়ে।
আশা করছি সম্পূর্ণ পোস্টটি পড়ার পরে নগদ নিয়ে আর কোনো অজানা কিছু থাকবে না। তারপরেও নগদ সম্পর্কে আরও কিছু জানার থাকলে Nagad Category তে ভিজিট করুন।
এবং সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ
13 thoughts on “নগদ এর একাউন্ট দেখার কোড । নগদ একাউন্ট চেক পদ্ধতি”