Last Updated on 10 months by Shaikh Mainul Islam
প্রত্যেক বছর রমজান মাসে রোজা রাখার সাথে সাথে তারাবি পড়তে হয়। আর তখনই অনেকে তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহ জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহ (চার রাকাতের দোয়া সহ)” এ।
আরও পড়ুনঃ রোজা ভঙ্গের কারণ কয়টি ও কি কি
আজকের পোষ্টে আমরা তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহ চার রাকাত তারাবির পড়ে যে দোয়া পড়তে হয় তা বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ সহ বিস্তারিত জানবো।
তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহ
আমরা অনেকেই মসজিদে তারাবি নামাজ জামাতের সাথে পড়লেও অনেকে আছেন যে বাড়িতে একা একা বা কয়েকজন মিলে তারাবির নামাজ পড়ে।
কিন্তু একটা বিষয় ঘুরপাক খায় যে, তারাবি নামাজের শেষে কোন দোয়া পড়ে মোনাজাত করতে হবে তা নিয়ে।
আপনি যদি না জেনে থাকেন, আপনার উদ্দেশ্যে বলছি যে, তারাবি নামাজের স্পেশাল কোনও মোনাজাত নেই।
অর্থাৎ নির্ধারিত কোনও একটি দোয়া পড়ে মোনাজাত না করলে তারাবি নামাজ হবে না এমন ধারণা একদম ভুল।
আরও পড়ুনঃ রোজার সময়সূচি । সেহরি ও ইফতারের সময়সূচি
তবে, প্রাচীনকাল থেকেই একটি দোয়া অনেক প্রচলিত হয়ে আসছে যা পড়ে তারাবি নামাজের মোনাজাত করা হয়।
এর অন্যতম কারণ এই দোয়াটির অর্থ অনেক সুন্দর চাঞ্চল্যকর এবং আল্লাহর প্রশংসায় পরিপূর্ণ।
কিন্তু আপনি এই দোয়াটি না পারলে অন্য যেকোনো দোয়া পড়েও তারাবি নামাজের মোনাজাত করতে পারবেন।
এজন্য কোনও পাপ হবে না। আবার এই দোয়াটি দিয়েও তারাবি নামাজের মোনাজাত করা যাবে।
তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহ
اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ – الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ– بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّا-رُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ – الرَّحِمِيْنَ…
দোয়াটির বাংলা উচ্চারণঃ
“আল্লাহুম্মা ইন্না নাস – আলুকাল জান্নাতা-ওয়া নাউ জুবিকা মিনান-নার। ইয়া খলিক্বাল জান্নাতি ওয়ান-নার। বিরাহ – মাতিকা ইয়া আঝিঝুইয়া গফফা- ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জাব্বার, ইয়া খালিকু ইয়া – বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান-নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া – মুঝির। বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন”।
তারাবির দোয়াটির বাংলা অর্থঃ
আমি পবিত্রতা ঘোষণা করছি তাঁর, যিনি ইহ জগৎ ও পর জগতের মালিক। সেই আল্লাহর মহিমা বর্ণনা করছি যিনি মহিমাময়, শক্তিময়, গৌরবময় এবং বৃহত্তর। আমি সেই প্রতিপালকের গুণগাণ করছি, যিনি চিরঞ্জীব, যিনি কখনও নিদ্রা যান না এবং যার কখনও মৃত্যু ঘটে না। পুতঃ পবিত্র মহান আল্লাহ। তিনি আমাদের, ফেরেশতাকুল ও আত্মাসমূহের পালনকর্তা। আল্লাহ্ ছাড়া কোন ইলাহ বা মাবুদ নেই, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমরা আপনার কাছে বেহেশত চাচ্ছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি।
এই দোয়াটি আপনি পারলে করবেন তারাবি নামাজ শেষ করে। তবে একবারে তারাবি পড়া শেষে বেতের নামাজ আদায়ের পরেও করা যায়।
তবে এমন ধারনা করলে তা ভুল হবে যে, এই দোয়া পড়ে তারাবির মোনাজাত না করলে বুঝি তারাবির নামাজ আদায় হবে না বা পাপ হবে।
আপনি যদি মসজিদে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করেন তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন যে, প্রত্যেক চার রাকাত পরপর একটু বেশী সময় ইমাম বসে থাকেন।
ওই সময়ে ইমাম এবং অনেক মুসল্লিরা খুব দ্রুততার সাথে কিছু দোয়া পাঠ করে। এই বিষয়ে স্পষ্ট হওয়া দরকার। চলুন জেনে নেওয়া যাক।
তারাবি নামাজের চার রাকাতের দোয়া অর্থ সহ
২০ রাকাত তারাবির প্রত্যেক চার রাকাত শেষে ইমাম এবং মুসল্লিরা একটি দোয়া পড়ে থাকে।
এই দোয়াটি বহু বছর ধরে আমাদের দেশে প্রচলিত হয়ে আসছে। তবে এই দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া না হওয়ার কোনও সম্পর্কে নেই।
মূলত, চার রাকাত তারাবির নামাজ আদায়ের পর কিছু সময় বিশ্রামের জন্য একটু বসে থাকার কথা উল্লেখ আছে।
আর সেই সময় টুকুতে আল্লাহর উবাদতের মধ্যে নিজেদের ব্যস্ত রাখার জন্য দোয়া দরুদ বা জিকির করা যেতে পারে।
তবে, এই সময়ে আপানি কোন দোয়া পড়ছেন বা পড়ছেন না এতে তারাবি নামাজের কোনও সম্পর্ক নেই।
দোয়া দরুদ পাঠ করলে আল্লাহ সাওয়াব দিবেন। তবে এখানে আপনি অন্য যেকোনো দোয়া করতে পারেন।
কোনও দোয়া না পারলে শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করতে পারেন।
আরও পড়ুনঃ রোজার নিয়ত ও ইফতারের দোয়া
এ নিয়ে আলেমদের মতামত হচ্ছে যেকোনো দোয়া দরুদ পড়লেই হবে। তবে না পরলেও পাপ নেই। এই দোয়া তারাবি নামাজের সাথে সম্পৃক্ত নয়।
প্রচলিত তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া আরবি অর্থাৎ সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি বাংলা অর্থ সহ জেনে নেই।
আরবিতে চার রাকাত তারাবি নামাজ শেষের দোয়াঃ سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ – سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَة- وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّن – وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ
চার রাকাত তারাবি শেষে পড়া দোয়ার বাংলা উচ্চারণঃ
“সুবহানাজিল মুলকি ওয়ালমালাকুতি, সুবহানা-জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়-বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রি য়ায়ি ওয়াল ঝাবারুত। সুবহানাল মালি-কিল হাইয়্যিল্লাজি-লা-ইয়ানামু ওয়া লা-ইয়ামুত আবা-দান আবাদা – সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালা-য়িকাতি ওয়ার – রূহ”।
চার রাকাত তারাবি নামাজের দোয়ার বাংলা অর্থঃ
আল্লাহ পবিত্রময় সাম্রাজ্য এবং মহত্ত্বের অধিপতি। তিনি পবিত্রময় সম্মান মহত্ত্ব এবং প্রতিপত্তিশালী সত্তা। ক্ষমতাবান, গৌরবময় এবং প্রতাপশালী তিনি পবিত্রময় ও রাজাধিরাজ যিনি চিরঞ্জীব। কখনো ঘুমায় না এবং চির মৃত্যুহীন সত্তা। আল্লাহ পবিত্রময় ও বরকতময় আমাদের, ফেরেশতাকুল এবং জিবরাইলের (আ.) এর প্রতিপালক।
তারাবির নামাজ সম্পর্কিত FAQS
অধিক মত অনুসারে তারাবি নামাজ ২০ রাকাত। তবে, অনেকের মতে তারাবি নামাজ ৮ রাকাত/ ১২ রাকাত।
প্রকৃত অর্থে তারাবির নামাজ ২০ রাকত।
যেদিন আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে সেইদিন থেকে যেদিন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে তার আগের দিন পর্যন্ত এশার নামাজের ফরজ ও সুন্নতের পর ২০ রাকাত নামাজ আদায় করতে হয়। এই নামাজকে তারাবির নামাজ বলে।
২০২৪ সালে বাংলাদেশে রোজার ঈদ হবে ১০ এপ্রিল ২০২৪ তারিখে।
না। তাআরাবি নামাজে ৪ রাকাত পরপর দোয়া পড়া বাধ্যতামূলক না। তবে দোয়া পড়লে ফায়দা (সাওয়াব) আছে।
তারাবির নামাজের মোনাজাত নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহ জেনেছি।
জেনেছি তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া আরবি এবং বাংলা অর্থ সহ।
আরও পড়ুনঃ ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি
রমজান ও তারাবি সহ ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।
10 thoughts on “তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহ ( চার রাকাতের দোয়া সহ)”