জুলাই মাসের দিবস সমূহ জেনে নিন

Last Updated on 12 months by Shaikh Mainul Islam

ইংরেজি বছরের সপ্তম মাস জুলাই। বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশ ইংরেজি বছরের হিসেবে চলে। আমাদের বিভিন্ন সময়ে জুলাই মাসের দিবস সমূহ বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সমূহ জানার দরকার হয়।

প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট জুলাই মাসের দিবস সমূহ এ। ইংরেজি জুলাই মাসে কিছু গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক দিবস আছে। তবে এই সব দিবসে সরকারি ছুটি থাকে না।

আরও পড়ুনঃ জুন মাসের দিবস সমূহ জেনে নিন

আজকের পোষ্টে আমরা জানবো, জুলাই মাসের দিবস সমূহ, জুলাই মাসের সকল জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সমূহ সম্পর্কে। এবং জানবো এইসব দিবসের মধ্যে কোন দিবসে সরকারি ছুটি থাকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

জুলাই মাসের দিবস সমূহ

জুলাই মাসে খুব বেশি জাতীয় কিংবা আন্তর্জাতিক দিবস নেই। জুলাই মাসে যেসব দিবস আছে তা নিচে উল্লেখ করা হলোঃ

আরও পড়ুনঃ  ১৭ মার্চ জাতীয় শিশু দিবস কেন ? ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন

  • ১লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস (১৯২১ সাল থেকে পালিত হয়ে আসছে)। 
  • ১লা জুলাই আন্তর্জাতিক সমবায় দিবস – (১৯৯৫ সাল থেকে জুলাইয়ের প্রথম শনিবার পালিত হয়ে আসছে)।
  • ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস এবং বিশ্ব ইউএফও দিবস।
  • ৪ জুলাই ইউএসএর স্বাধীনতা দিবস (১৭৭৬ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ৬ জুলাই আন্তর্জাতিক চুম্বন দিবস (২০০০ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ৭ জুলাই আন্তর্জাতিক চকলেট দিবস (২০০৯ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস (১৯৮৭ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ১২ জুলাই বিশ্ব মালালা দিবস (২০১৩ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ১৫ জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস (২০১৪ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ১৭ জুলাই বিশ্ব বিচার দিবস (২০১০ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ১৮ জুলাই ম্যান্ডেলা দিবস (১৯৯০ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস (১৯৬৬ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ২৮ জুলাই বিশ্ব হ্যাপাটাইটিস দিবস (২০০৮ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস (২০১০ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ৩০ জুলাই বিশ্ব বন্ধুত্ত দিবস (১৯৫৮ সাল থেকে পালিত হয়ে আসছে)।
  • ৩১ জুলাই বিশ্ব রেঞ্জার দিবস (সাল থেকে পালিত হয়ে আসছে)।

এর মধ্যে উপরের কোনও দিবসেই সরকারি ভাবে ছুটি নেই। তবে শুক্রবার কিংবা শনিবার হওয়ায় কয়েকটি দিবসে ছুটি পাওয়া যেতে পারে।

আজ কি দিবস বাংলাদেশে কিংবা Days of July in Bangladesh লিখে সার্চ করলে আপনি জুলাই মাসের সকল দিবস সম্পর্কে জানতে পারবেন।

জুলাই মাস এর দিবস নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, এতক্ষণে নিশ্চয়ই জুলাই মাসের দিবস সমূহ সম্পর্কে জানতে পেরেছেন। তবে এই পোষ্টে উল্লেখিত দিবস সমূহ ব্যতিত আরও একাধিক দিবস জুলাই মাসে থাকতে পারে।

আরও পড়ুনঃ  ২৬ শে মার্চ এর বক্তব্য দেওয়ার নিয়ম ( নমুনা বক্তব্য সহ)

তবে আপনি যদি নির্দিষ্ট একটি দিন বা তারিখে দিবস জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন।

এছাড়াও আমাদের অন্যান্য সকল মাসের দিবস এবং বিভিন্ন জাতীয় এবং গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে পোস্ট পড়তে বাংলা ব্লগ ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.