জীবন নিয়ে উক্তি । Change your life in Bangla

এই পোষ্টে আলোচিত বিষয় সমূহ

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

জীবন সবসময় আনন্দ, বেদনাকে ঘিরেই চলমান।কিন্তু সবসময় দেখা যায় আনন্দের সময় খুব তারাতারি শেষ হলেও দুঃখের সময় যেন শেষ হয় না। এর কারণ আমরা মানসিকভাবে দুঃখকে মেনে নিতে শিখতে পারিনি। জীবন নিয়ে উক্তি এর আজকের আর্টিকেলে আমরা জীবন সম্পর্কে আলোচনা করবো। জানবো জীবন নিয়ে উক্তি মূলক কথা।

সুন্দর জীবন উপভোগ করার জন্য আমাদের উচিত আনন্দকে যেভাবে গ্রহণ করি ঠিক সেভাবে দুঃখকে গ্রহণ করা। আমাদের মনে রাখা উচিত, জীবন চিরস্থায়ী নয়। 

একইরকম আনন্দ এবং দুঃখ কোনোটাই আমাদের জীবনে স্থায়ী না। জীবন নিয়ে উক্তি ছবি আজকের এ লেখায় জীবন নিয়ে থাকছে বিশেষ কিছু কথা যা বাস্তব জীবন নিয়ে কিছু কথা হিসেবে জানতে পারবেন। 

জীবন ভীষণ সুন্দর শুধু ধরতে জানতে হবে । জীবন নিয়ে উক্তি

জীবন নিয়ে উক্তি ছবি । জেভাবে চালাতে হবে জীবন।

আপনি যদি আপনার জীবনের থেকে অন্য কারোর জীবনকে প্রাধান্য দিয়ে থাকেন তাহলে আপনি নিজেই নিজেকে আনন্দের জীবন থেকে একধাপ দূরে সরিয়ে দিলেন।

পরিবার বা প্রিয়জন যার যেটুকু প্রাপ্য তাকে সেটুকু প্রাপ্য দিন। দেখবেন জীবন অনেক সুন্দর।

কেউ চাইলেই জীবনে শুধু আনন্দই অর্জন করতে পারে না। আবার কেউ চাইলেও আনন্দ ধরে রাখতে পারে না। যারা আনন্দ পেয়ে তৃপ্তি অর্জন করতে পারে না তাদের জন্য জীবনের সুখ না।

এমন লোকদের জন্য জীবন মানে অসহ্য, দুঃখ, কষ্ট, হতাশা। 

জীবনকে বোঝার জন্য জীবন নিয়ে কবিতা লেখা বই পড়ে থাকলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। বুঝতে পারবেন জীবন নিয়ে স্ট্যাটাস মুলক কথা যা আপনাকে অনুপ্রেরণা দিবে। ব্যর্থ জীবন নিয়ে উক্তি খুজছেন? 

আমাদের প্রত্যেক মানুষের জীবনে প্রথমে দুঃখ আশা উচিত। তবেই সুখের আনন্দ অনুভব করতে পারবো। আমরা কেন জানি দুঃখকে ফেস করতে শিখতে চাই না।

জীবন নিয়ে কিছু বললেই কি তা উক্তি হয়ে যায় ? 

প্রজাপতির মতো একটি জিনিস সুখ। এটিকে চেপে ধরলে হারিয়ে যাবে ছেরে দিলে অন্যের হয়ে যাবে। যেখানে  জীবন নিয়ে উক্তি খোজা হলো বিলাসিতা। 

জীবন নিয়ে উক্তি বলতে গিয়ে পৃথিবী বিখ্যাত ব্যক্তি মাইকেল জর্ডন বলেন, “ আমার জীবনে আমি বারবার ব্যর্থও হয়েছি বলেই আজ আমি সফল হয়েছি”। 

পৃথিবী খ্যাত মানব মরিস  ওয়েস্ট জীবন নিয়ে উক্তি দিতে গিয়ে বলেছেন, “যদি আপনি ঝড়ের জন্য অপেক্ষা করে সম্পূর্ণ জীবন ব্যয় করেন, তাহলে কখনোই আপনি রোদ পোহাবেন (উপভোগ) না”।  

“জীবন সমস্যা সমাধান যোগ্য নয়, অভিজ্ঞতার বাস্তবতা মাত্র” বলে উল্লেখ করেন সোরেন কিয়ের কেগার্ড। 

আপনি অন্যের জন্য কি করছেন? জীবনের অন্যতম অবিরাম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। – মারটিন লুথার কিং। 

আনন্দ হলো মানুষের মনের ব্যাপার । জীবন নিয়ে উক্তি । জীবন নিয়ে কিছু কথা 

সবথেকে সুখের জিনিস মানসিক শান্তি। মানসিক শান্তি কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। একমাত্র নিজেকে সঠিক জীবন যাপন করার মাধ্যমে আপনি সবসময় মানসিক শান্তি পেয়ে থাকবেন। 

মানসিক শান্তির অন্যতম ঔষধ নিজের মনকে সব মুহূর্তে স্থির রাখতে পারা। মনকে স্থির রাখতে পারলেই আপনি অর্ধেক মানসিক শান্তি অর্জন করে ফেলছেন।

এজন্য জীবনে প্রত্যাশিত অথবা অপ্রত্যাশিত কোনো বিষয়েই এতটা অস্থির হওয়া যাবেনা যেটা আনন্দের সীমা অতিক্রম করে ফেলে। 

ছোট কিংবা বড় যেকোনো প্রাপ্তিতে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এবং যাদের অবদান ছিলো তাদের কৃতজ্ঞতা দিয়ে সেখানেই আনন্দ শেষ করা যেতে পারে।  

হতাশ নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ।  Change your life in Bangla 

জীবনকে উপভোগ করুন , জীবন সুন্দর। রঙ্গিন জীবন নিয়ে উক্তি ছবি । জীবন নিয়ে উক্তি

হতাশ হয়ে কখনো সাফল্য পাওয়া যায় না। যায়না সুন্দর জীবনের ছোঁয়া পাওয়া। আপনি আমি যেমন আছি পৃথিবীর অন্য প্রান্তে কেউ একজন আপনার আমার জায়গায় আসার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছে। তাহলে আপনি হতাশ হলে সেটা কি নিজের জীবনের প্রতি নিজের অসন্তুষ্টি প্রকাশ হবে না? 

অন্যদিকে, কৃতজ্ঞতা প্রকাশ করা শিখতেই হবে। কারোর জন্য আপনার এক বিন্দু উপকার হলে আপনি ততটুকুই কৃতজ্ঞতা প্রকাশ করুন। জীবন নিয়ে উক্তি পেয়ে যাবেন।

অর্থাৎ, জীবনের মূল প্রয়োজন মানসিক শান্তি পেয়ে যাবেন। 

হতাশা এবং অসন্তোষ প্রকাশ করা থেকে বিরত থাকুন। জীবন সুন্দর হবে।

সুন্দরভাবে চাপ মুক্ত অবস্থায় আপনি উপভোগ করতে পারবেন সুন্দর পৃথিবী। 

জীবন সুন্দর রাখতে সবসময় যা মনে রাখতে হবে । জীবনের উক্তি – Change your life

দুঃখের সময় বেশি বেশি আনন্দিত হতে হবে এই ভেবে যে, দুঃখ যত বেশি আনন্দ সুখ তত সন্নিকটে। মনে রাখতে হবে, হারানোর কিছু নেই পাওয়ার আছে অনেক কিছু। জীবনকে সব মুহূর্তে গ্রহণ করতে শিখতে হবে। মনে রাখতে হবে জীবন কখনো চিরস্থায়ী হয় না। 

মহা পণ্ডিত আব্রাহাম লিংকন বলেছিলেন, “আপনার জীবনের কয়েক বছর নয় বরং শেষ পর্যন্ত।

বরং আপনার বছরে জীবন কতটা সেটা বেশি গুরুত্বপূর্ণ। 

চলার পথে লক্ষণীয় । যেভাবে চালাবেন আপনার জীবন । জীবন নিয়ে উক্তি

জীবনের একটা সময় নিজেকে চলতে শিখতে হয়। তবে এই চলার পথ সেই চলার পথ না। এই পথ অনেক কষ্টের পথ। অনেক বাস্তবতার পথ হলো জীবন চালানোর পথ।

জীবনের পুরো সময় জুড়ে আপনাকে অবশ্যই চলার পথে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যাতে করে জীবনে চলার পথে আপনি হোঁচট না খান।

নিজের দুচোখ মেলে পৃথিবী দেখতে হবে। মন প্রান ভরে দেখতে হবে এই পৃথিবী। আবেগ মানব জীবনের অন্যতম একটি বিষয়। এই আবেগকে প্রকাশ করা যাবে না কারোর সামনে। 

তবে, শুধু আবেগ থেকে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া যাবে না। আবেগের কাছে জীবনের বিবেক ঠকে যেতে দিবেন না।

সৃষ্টিকর্তা থেকে আপনাকে উপহার দেওয়া আপনার জীবন। সুতরাং উক্তি জীবন নিয়ে আপনার ছিনীবিনি করার কোনো অধিকার নেই। 

প্রত্যেকের জীবনে কম বেশি খুশির সংবাদ পেয়ে থাকি। এক্ষেত্রে কোনো খুশীর সংবাদে অনেক বেশি পরিমাণে আনন্দিত হওয়া যাবে না যা সীমার বাহিরে চলে যায়। একই ভাবে কোনো দুঃখের সংবাদে অতিরিক্ত ভেঙ্গে পড়া যাবে না। মনে রাখতে হবে ভেঙ্গে পড়া মানে হেরে যাওয়া।

আর আপনি জীবন নিয়ে উক্তি নিয়ে এতদুর যখন পড়তে পড়তে আসছেন আপনি আর যা হন হেরে যাওয়ার মানুষ না। 

হেরে যাওয়া মানুষের মধ্যে পড়তে পারেন না।

চলার পথে অবশ্যই বর্জন করতে হবে অতিরিক্ত লোভ এবং ফাও পাওয়ার আশা। লোভ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। নিজের সততা, বিবেক, সত্যবাদিতা এর সবগুলি আপনি নিজের মাঝে বাচিয়ে রাখেন।

দেখবেন জীবনে চলার পথে কোনো বাধা পেতে হবে নাহ। 

বিশ্বাস করুন, অন্ধ বিশ্বাস নয় । নিজেকে নিয়ে উক্তি

জীবন নিয়ে উক্তি। জীবন নিয়ে উক্তি ছবি
অন্ধ বিশ্বাস এবং পরনির্ভরশীলতা থেকে দূরে থাকুন। এগুলি মারাত্মক ব্যধি। জীবন সুন্দর নিজ হাতে পরিচালনে করতে পারলে তবেই। জীবন নিয়ে উক্তি

বর্তমান সময়ে বিশ্বাস বলতে শুধু মুখে থাকলেও বাস্তবে বিশ্বাস বলতে কিছু নেই।বিশ্বাস মানুষকে অনেক কিছু করতে সাহায্য করে।

সেই ক্ষেত্রে বিশ্বাস সঠিক ভাবে কাজ করলেও আজকাল মানুষের প্রতি বিশ্বাস করা বড়ই কষ্টের। 

তাই কাউকে দরকারের বেশি বিশ্বাস করা থেকে দূরে থাকুন। মনে রাখবেন বিশ্বাস যুগে যুগে অনেক সম্পর্ককে নষ্ট করছে। 

নিজের সকল কাজ নিজে করার চেষ্টা করুন।

নিজের কাজ অন্যকে দিয়ে করাচ্ছেন মানে আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

সবসময় আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করুন এবং নিজেকে বিশ্বাস করতে শিখুন।

তবেই আপনার জীবন সবার থেকে বেশি সুন্দর হবে। 

টাকা পয়সাকে নিজের দায়িত্বে রাখুন । নিজেকে নিয়ে উক্তি স্ট্যাটাস

একটা অতি পরিচালিত কথা আছে, টাকা যখন যার হাতে তখন তার কথাই বলে। অর্থাৎ, আপনার ইনকামের টাকা যা আপনি মাথার ঘাম পায়ে ফেলে আয় করছেন তা নিজের কাছে রাখুন। জীবন নিয়ে উক্তি এর সব থেকে অন্যতম একটি অংশ এটি।

এমনকি পরিবারের কারোর সাথেও শেয়ার করে টাকা রাখতে যাবেন না। এতে সম্পর্কের চরম অবনতি হবে।

আপনি অবশ্যই আপনার আয়ের একটি অংশ দান করবেন এবং পরিবারের সবার চাহিদা মেটাবেন।

টাকার এক্সেস দিয়ে ভালোবাসতে যাবেন না। এতে আপনার তাদের সাথে সম্পর্কের চরম অবনতি হবে। 

জীবনকে সহজ সুন্দর রাখতে যা করবেন । নিজেকে নিয়ে উক্তি । জীবন নিয়ে উক্তি ছবি

আপনি আপনার কর্ম জগতে সততার সাথে কাজ করবেন।

নিজেকে শুধু সৎ দাবী করলেই হবে না বরং সততার সাথে কর্মস্থলে সার্ভিস দিতে হবে। নিজ নিজ ধর্ম পালন করুন।

বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারীরা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। 

জীবনকে সুন্দর রাখার জন্য শরীর এবং মন উভয়কে সুন্দর রাখত হবে। এজন্য নিয়মিত ব্যাম করতে হবে।

স্বাস্থ্য সম্মত খাবার খেতে হবে। 

জীবন সম্পর্কে অনেক কিছুতো জানা হলো। এবার জীবন নিয়ে অধিক জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

জীবন নিয়ে অধিক জিজ্ঞেসিত প্রশ্ন বা FAQS

হতে পারে এর মধ্যে আপনারো প্রশ্নের উত্তর আছে। 

প্রশ্ন ১) আপনি কে এবং আপনার মূল্য কতটুকু ? । জীবন নিয়ে উক্তি ছবি

উত্তর – প্রত্যেক মানুষেরই একটা নিজস্বতা, একটা ওজন আছ। যে মানুষটি সারাদিন রিকশা চালায় দিন শেষে সেও একটা পরিবারের সদস্য, যেখানে ষে কারোর বাবা কারোর ছেলে কারোর ভাই।

আপনাকে আগে নিজেই নিজেকে চিনতে হবে।

না হলে আপনি কখনোই আপনার মূল্য কতটুকু তা বুঝতে পারবেন না। 

নিজেকে জিগ্যেস করুন,আমি কে? কি আমার নিজস্বতা। আমার মূল্য কততুকু। তবেই জীবন সুন্দরহবে। জীবন নিয়ে উক্তি সত্যিই দরকার। এতে মানুষ হবে অনুপ্রানিত।  

প্রশ্ন ২) আপনার জীবনের উদ্দেশ্য কি ? । রঙ্গীন জীবন নিয়ে উক্তি ছবি

উত্তরঃ আপনি সারাদিন কাজ করেই যাচ্ছেন কিন্তু আপনি জানেন না কাজগুলি কেন করছেন।

তাহলে ওই কাজের কোন অনুপ্রেরণা বা মোটো পাবেন না। জীবন সুন্দর। 

শুধু মাত্র একটি সঠিক উদ্দেশ্য স্থির ভাবে খুজে বের করুন। এবং সেই লক্ষ্যে পৌঁছানো অনুযায়ী কাজকরুন।

দিন শেষে আপনি আপনার অবস্থান থেকে দেখবেন আপনি ই সেরা। 

প্রশ্ন ৩) জীবনের উদ্দেশ্য কেমন হওয়া উচিত? 

উত্তরঃ আমাদের প্রত্যেকের জীবনের ভিত্তি জীবনের অরজন জীবনের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন।

যেমন আমি বিছানায় শুয়ে শুয়ে যদি কোটিপতি হওয়ার শপ্ন দেখি তাহলে কি তা কোনো দিন পূর্ণ হবে?

না। কোটিপতি হতে হলে আপনাকে মেধা আর পরিশ্রম করতে হবে। 

অন্যদিকে সবকিছু বাদ্দিয়ে শুধু বই নিয়ে পরে থাকলে হবে না এই ভেবে যে একদিন আমি বিসিএস প্রাপ্ত হবো। সুতরাং নিজ এবং পরিবারকে নিয়ে ভেবে আপনাকে এগতেহবে।

মনে রাখতে হবে জীবন অনেক সুন্দর যদি তা সঠিক ভাবে পরিচালনা করা যায়।

জীবন নিয়ে উক্তি এর থেকে আর কি বা দিতে পারে। 

সর্বশেষে । জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস । নিজেকে নিয়ে লেখা

জীবন একটি সাহসী কিংবা দুঃসাহসী কাজ অথবা কিছু না, বলেছিলেন হেলেন কেলের।

অতএব জীবনে চ্যালেঞ্জ নিতেই হবে।

যতক্ষণ সম্ভব চেষ্টা চালিয়ে যেতে হবে।

নিজেকে নিয়ে উক্তি অর্থাৎ নিজের জীবনকে নিয়ে উক্তি খুজে বের করে জীবন পথ চলার সাথে কাজে লাগাতে হবে।  

আজকে আমরা জানতে চেষ্টা করেছি নিজেকে নিয়ে উক্তি অর্থাৎ, নিজের জীবনকে সুন্দর করার জন্য নিজেকে সাবলীল ভাবে চালানোর জন্য নিজেকেই খুজে বের করতে হবে পথ তাও আবার নিজের ভিতর থেকে। 

আশা করছি আজকের পোস্টটি পড়ার পর এ বিষয়ে আর কোনো ভ্রান্ত ধারণা বা অজ্ঞতা থাকলো না। 

সব বিষয়ে নিত্য নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।লাইক দিয়ে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। 

3 thoughts on “জীবন নিয়ে উক্তি । Change your life in Bangla”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.