Last Updated on 6 months by Shaikh Mainul Islam
বর্তমান সময়ে এন্ড্রয়েড মোবাইল ব্যবহারের মাত্রা প্রতিনিয়তই বেড়ে চলছে। কিন্তু নতুন অনেক এন্ড্রয়েড ব্যবহারকারী জিমেইল সম্পর্কে জানে না। কিন্তু এন্ড্রয়েড ব্যবহার কারী হিসেবে জিমেইল আইডি খোলার নিয়ম সম্পর্কে যথেষ্ট ধারণা রাখা দরকার।
এন্ড্রয়েড ভার্সনের বেশিরভাগ সফটওয়ার ব্যবহার করার জন্য জিমেইল একাউন্টের দরকার হয়। এর মধ্যে ইউটিউব, গুগল, প্লে স্টোর, ক্রোম, যেকোনো ব্রাউজার ব্যবহারের জন্য জিমেইল একাউন্টের দরকার হয়। সব কথার এক কথা অনলাইন দুনিয়ায় আপনাকে আসতে অবশ্যই অবশ্যই জিমেইল আইডি খোলার নিয়ম জানতে হবে।
আজকে আমরা জানবো, জিমেইল কি, ইমেইল কি, জিমেইল আইডি খোলার নিয়ম, প্লে স্টোরে জিমেইল আইডির প্রয়োজনীয়তা, জিমেইল আইডির গুগল ড্রাইভের সুবিধা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। জিমেইল আইডি খোলার নিয়ম সহ জিমেইল সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য, সুবিধা অসুবিধা জানতে সম্পূর্ণ পোস্টটি বিস্তারিত পড়তে থাকুন।
জিমেইল কি । ইমেইল কি । Gmail ID
জিমেইল হল এক ধরনের অয়েব মেইল। জিমেইলের সার্ভিস দেয় গুগল। গুগল এটিকে একদম বিনা, মূল্যে গ্রাহকদের এই সেবা দিয়ে থাকে।
সর্বসাধারণের জন্য জিমেইল উন্মুক্ত হয় ২০০৭ এ। জিমেইলকে গুগল মেইলও বলা হয়ে থাকে।
ইমেইল হলোঃ ইলেক্ট্রনিক মেইল। অর্থাৎ ইলেক্ট্রনিক চিঠি হলো ইমেইল। ইমেইল হয়ে থাকে কোম্পানি ভিত্তিক।
যেমন গুগলের হলো জিমেইল। ইয়াহুর হলো ইয়াহুমেইল।
শুধু মাত্র জিমেইল সর্বসাধারণের জন্য ফ্রি।
বাকি অন্যান্য মেইল ব্যবহার করার জন্য গ্রাহকদের পেমেন্ট করতে হয়।
জিমেইল আইডি খোলার উপায় । Rules for opening Gmail ID
জিমেইল আইডি খোলার জন্য এন্ড্রয়েড মোবাইল হলে অটোমেটিক জিমেইল নামক একটি সফটওয়ার ইন্সটল করা থাকে। সেই জিমেইল সফটওয়ারে প্রবেশ করতে হবে।
আপনি কম্পিউটার থেকে জিমেইল একাউন্ট খুলতে চাইলে যেকোনো ব্রাউজের গিয়ে Creating Gmail Account লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টের প্রথম লিংকে প্রবেশ করতে হবে।
অধিক ইউজার এন্ড্রয়েড ব্যবহারকারী। তাই আমি এন্ড্রয়েড মোবাইলের নিয়মে সিরিয়াল করে ধাপে ধাপে লিখে দিচ্ছি।
বলে রাখা ভালো, কম্পিউটারের ক্ষেত্রেও একই ভাবে জিমেইল আইডি খুলতে হয়।
চলুন জেনে নেওয়া যাক সিরিয়াল অনুযায়ী জিমেইল আইডি খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
১) আপনার মোবাইল থেকে জিমেইল সফটওয়ারে প্রবেশ করতে হবে। বা যেকোনো ব্রাউজার থেকে Create Gmail Account লিখে সার্চ দিতে হবে।
আরও পড়ুনঃ ডোমেইন হোস্টিং কি । ওয়েব হোস্টিং কেন প্রয়োজন
২) পরবর্তী স্টেপের পেজ ভিউতে নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট একাউন্ট লেখা আছে। ক্রিয়েট একাউন্টে ক্লিক করতে হবে।
৩) ব্যক্তিগত জিমেইল খুলতে চাইলে ফর মাই সেলফ সিলেক্ট করতে হবে। আর নিজের বিজনেসের জন্য জিমেইল খুললে টু মাই বিজনেস এ ক্লিক করতে হবে। এরপর নেক্সট বা পরবর্তী অপশনে যেতে হবে।
৪) পরবর্তী স্টেপে নিজের নামের প্রথম অংশ এবং দ্বিতীয় ঘরে নামের শেষ অংশ দিতে হবে। নেক্সট বা পরবর্তী অপশনে যেতে হবে।
৫)পরবর্তী অপশনে আপনার জন্ম তারিখ মাস এবং বছর চাওয়া হবে। এবং আপনার লিঙ্গ সম্পর্কে জানতে চাওয়া হবে। অর্থাৎ আপনি পুরুস নাকি মহিলা নাকি তৃতীয় লিঙ্গের অধিকারি তা উল্লেখ করতে হবে। জন্ম তারিখ বসিয়ে দিন।
এবার নিশ্চিত করুন আপনি কোন লিঙ্গের। অর্থাৎ লিঙ্গ সিলেক্ট করুন। এবং নেক্সট বা পরবর্তীতে ক্লিক করুন।
এখানে বলে রাখা ভালো, বয়স চেষ্টা করবেন ১৮ বছর দেওয়ার জন্য।
পরবর্তীতে কিছু সাইটে ১৮ বছর না হলে এই জিমেইল দিয়ে কাজ করতে পারবেন না।
জিমেইল আইডি খোলার রুলস
৬) এবার আপনার ইউজারনেম এর বিষয়। জিমেইল আপনার নাম অনুযায়ী অটোমেটিক ২ টি ইউজারনেম সাজেস্ট করবে।
তৃতীয় নাম্বারে আপনি কাস্টমাইজ করে একটি জিমেইল ইউজারনেম তৈরি করতে পারবেন।
অর্থাৎ, এই ইউজারনেম আপনার জিমেইলের নামের মতো ব্যবহার হবে।
এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন।
সেক্ষেত্রে নামের শেষে জন্ম তারিখ বা মোবাইল নাম্বারের শেষের দুই সংখ্যা দিতে পারেন।
তবে, আপনার দেওয়া ইউজারনেম আপনি নাও পেতে পারেন।
আপনার আগে এটি কেউ ব্যবহার করলে ওই ইউজারনেমে আপনি একাউন্ট খুলতে পারবেন না। এরকম হলে অন্য ইউজারনেম দিয়ে চেষ্টা করুন।
৭) এরপর পরবর্তী ধাপে আসার জন্য আপনাকে একটি জিমেইল পাসওয়ার্ড লিখতে হবে।জিমেইল পাসওয়ার্ড টি অবশ্যই শক্তিশালি জিমেইল পাসওয়ার্ড হতে হবে। এবং এটি আপনাকে মনে রাখতে হবে। এরপর পরবর্তী স্টেপে যেতে হবে।
৮) এরপর আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। এটি মূলত দেওয়া হয় আপনার জিমেইল একাউন্টের সুরক্ষা বাড়াতে।
কখনো পাসওয়ার্ড ভুলে গেলে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন নাম্বার দিয়ে।
৯) সর্বশেষ আপনার মোবাইল নাম্বার নিশ্চিতের পর গুগল দ্বারা জিমেইল সম্পর্কিত সকল শর্ত মেনে নিতে হবে। সেখানে নিচে আই এগ্রি অপশনে ক্লিক করে সম্মতি প্রকাশ করুন। বেশ শেষ আপনার জিমেইল আইডি খোলার নিয়ম জানা।এভাবেই আপনি একটি জিমেইল আইডি খুলতে পাবেন খুব সহজেই।
প্লে স্টোরে জিমেইল আইডি প্রয়োজনীয়তা । Gmail ID
প্লে স্টোর হলো এন্ড্রয়েড মোবাইলের যেকোনো সফটওয়ার ডাউনলোড করে ইন্সটল করার স্টোর। অর্থাৎ এন্ড্রয়েডের সকল সফটওয়ার গুগল প্লে স্টোরে থাকে। সেখান থাকে এন্ড্রয়েড ইউজার নিজ দরকার মতো সফটওয়ার নামিয়ে নেয়।
আরও পড়ুনঃ গুগল একাউন্টের পাসওয়ার্ড হারিয়ে গেলে করণীয়
যখন সফটওয়ার ডাউনলোড করতে হয় তখন প্লে স্টোরে জিমেইল আইডি লগইন করা থাকতে হয় অবশ্যই।
গুগল অটোমেটিক ভাবে এটিকে পরিচালনা করে থাকে। তাই কোনোভাবেই জিমেইল আইডি ছাড়া প্লে স্টোর ব্যবহার করার চিন্তা করাও অসম্ভব। এক্ষেত্রে আপনার জিমেইলের তথ্য প্লে স্টোর সেভ করে রাখে। তাই এন্ড্রয়েড মোবাইলের সকল সফটওয়ার ব্যহার করতে প্লে স্টোর যেমন একমাত্র ভসা তেমনই সফটওয়ার ডাউনলোড করার জন্য প্লে স্টোরের রুলস মেনে তবেই ডাউনলোড করতে পারবেন।
জিমেইল আইডির গুগল ড্রাইভের সুবিধা । জিমেইল আইডি খোলার উপায়
জিমেইল আইডি খোলার নিয়ম জানা হয়ে গেল। এবার জেনে নেওয়া যাক জিমেইল আইডির গুগল ড্রাইভের সুবিধা সমূহ। আমরা অনেকেই জানি না গুগল ড্রাইভ কি এবং কিভাবে উপকার করে।
আপনি একটি জিমেইল আইডি খুললে তার ভেতরে গুগল ড্রাইভ নামে একটি অপশন পাবেন।
আরও পড়ুনঃ খুবই কম দামে অত্তাধিক ভালো কিছু টেকনো মোবাইল নিয়ে নিন
যেখানে ১৫ জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন অনলাইনে। অর্থাৎ ওই ১৫ জিবি মেমরিতে সকল তথ্য সেভ করে রাখতে পারবেন। আপনার ফোন হারিয়ে যাক, ভেঙ্গে যাক নষ্ট হয়ে যাক। তবুও আপনার জিমেইল আইডিটি অন্য মোবাইলে লগইন করলেই সকল তথ্য একইরকম দেখতে পাবেন।
জিমেইল আইডি সম্পর্কিত FAQS
জিমেইল গুগলের একটি ফ্রি প্রোডাক্ট। এটি ২০০৭ সালে সাধারণ ব্যহারকারিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
না। শুধু কল আসবে যাবে আর অফলাইনে এসএমএস করা যাবে। তবে কিছু এন্ড্রয়েড আবার নতুন ওপেন করার সময়েইই জিমেইল আইডি চেয়ে থাকে।
এন্ড্রয়েড মানেই সফটওয়ারের ব্যবহার আর সফটওয়ার ভাবার আগে আপনাকে জিমেইল নিয়ে ভাবতে হবে।
উপরের সম্পূর্ণ পোস্টটি পড়ালেই আপনি জিমেইল আইডি খোলার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। এবং একা একা জিমেইল আইডি খুলতে পারবেন।
মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে তবে স্কিপ করা যায়। তবে নিজ স্বার্থে ব্যবহার করা সবথেকে ভালো।
জিমেইল আইডি নিয়ে সর্বশেষ । Rules for opening Gmail ID
আজকে আমরা জানতে পেরেছি জিমেইল আইডি খোলার নিয়ম সম্পর্কে। জানতে পেরেছি নতুন জিমেইল আইডি খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত। জেনেছি জিমেইল আইডি কি আর ইমেইল আইডি কি।জেনেছি জিমেইল আইডি কিভাবে খুলবো।
আশা করছি সম্পূর্ণ পোস্টটি পড়ার পরে জিমেইল আইডি কিভাবে খুলবো এই বিষয়ে আর কোনো দ্বিধা থাকবে না।
আরও পড়ুনঃ মোবাইল ব্যাংকিং কি? কিভাবে করা হয় অনেক টাকা আয়
এরপরেও কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানান। আমাদের প্রতিনিধি খুব তারাতারি আপনার কমেন্টের উত্তর দিবেন।
এছাড়াও বিভিন্ন বিষয়ে নিয়মিত আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
চোখ রাখুন আমাদের ওয়েবসাইটের অফিসিয়াল ব্লগের ফেসবুক পেজ Easy Solution এ।
7 thoughts on “জিমেইল আইডি খোলার নিয়ম । Rules for opening Gmail ID”