জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps । জন্ম নিবন্ধন ডাউনলোড pdf

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

প্রত্যেক নাগরিকের ডাটা নির্ধারিত রাখার লক্ষে জন্ম নিবন্ধন কার্ড অনলাইন করার সময় চলছে। এজন্য অনেকেই জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এবং জন্ম নিবন্ধন ডাউনলোড pdf খুজে থাকেন।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps । জন্ম নিবন্ধন ডাউনলোড pdf” এ।

আজকের পোষ্টে জানবো, জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps অর্থাৎ অ্যাপ নাকি ওয়েবসাইট কোনটি থেকে করবেন এবং জন্ম নিবন্ধন ডাউনলোড pdf করবেন সে সব বিষয়ে বিস্তারিত জানবো।

জন্ম নিবন্ধন অনলাইন কি

আগে ইউনিয়ন পরিষদে গিয়ে একটি জন্ম নিবন্ধন কার্ড করেই সব জায়াগায় ব্যবহার করা হতো। সেক্ষেত্রে দেখা যেত ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন কার্ড আছে। অনলাইনে আপডেট করার রীতি শুরু হওয়ার পর থেকে এটি বন্ধ হয়েছে।

অনলাইনের বদৌলতে এখন প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন কিংবা আইডি কার্ড অনলাইনে সরকারি সার্ভারে আপডেট করে রাখলে পৃথিবীর যেকোনো জায়গায় বসে জন্ম তারিখ এবং নাম্বার দিয়ে যেকেউ বের করে যাচাই করতে পারবে।

আরও পড়ুনঃ নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম 

আরও সহজভাবে বলতে গেলে, ব্যক্তির নির্দিষ্ট তথ্য দিয়ে অনলাইনে সার্চ করলে তথ্য পাওয়ার পুরো বিষয়টাকে জন্ম নিবন্ধন অনলাইন করা বলে।

অর্থাৎ, আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার জন্ম নিবন্ধন কার্ড অনলাইন করিয়ে থাকেন তাহলে যেকোনো সময়ে আপনি তা দেখতে এবং ডাউনলোড pdf করতে পারবেন খুব সহজেই।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করার উপায়

আপনি যেকোনো জন্ম নিবন্ধন অনলাইনে চেক করতে পারেন জন্ম নিবন্ধন সংক্রান্ত ওয়েবসাইট BDRIS থেকে।

এক্ষেত্রে শুধু মাত্র দরকার যার জন্ম নিবন্ধন চেক করবেন তার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ।

এখন পর্যন্ত সরকারি কোনো অ্যাপ তৈরি হয়নি যেখান থকে আপনি জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

শুধু মাত্র সরকারি ওয়েবসাইট BDIRS থেকে জন্ম নবন্ধন যাচাই অনলাইন চেক এবং জন্ম নিবন্ধন ডাউনলোড pdf করতে পারবেন।

আরও পড়ুনঃ  অনলাইনে মাতৃত্বকালীন ভাতা কিভাবে পাওয়া যায়

চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম সমূহঃ

  1. প্রথমে bdris ওয়েবসাইটে  প্রবেশ করতে হবে। (link নিচে দেওয়া আছে)
  2. এরপর নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখা যাবে।
  3. birth registration number এর ঘরে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে।
  4. date of birth এর ঘরে জন্ম তারিখ বসাতে হবে।
  5. নিরাপত্তা জনিত কারণে একটি ক্যাপচা (২ টি সংখ্যার যোগ বা বিয়োগ) পূরণ করে খালি ঘরে বসাতে হবে।
  6. search বাটনে ক্লিক করতে হবে।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps

এবার যদি আপনার দেওয়া যকল তথ্য সঠিক থাকে এবং এই জন্ম নিবন্ধন টি অনলাইন করা থাকে তাহলে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ডিসপ্লে তে জন্ম নিবন্ধন এর সকল তথ্য জন্ম নিবন্ধন আকারে দেখা যাবে।

উল্লেখ্য যে, আপনি যে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিবেন তা অবশ্যই নির্ভুল ভাবে দিতে হবে।

এবং নিচের ক্যাপচায় যোগ, বিয়োগ, গুণ কিংবা ভাগ থাকতে পারে। যা থাকবে সেই ভাবে ক্যাপচা পূরণ করতে হবে।

বিঃদ্রঃ জন্ম তারিখ এর ঘরে প্রথমে বছরে এবং মাস আর শেষে তারিখ বসাতে হবে। উদাহরণঃ (2001-09-16)

সরাসরি BDRIS ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করতে এখানে ক্লিক করুন

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps কি?

প্রিয় পাঠক, জন্ম নিবন্ধন অনলাইন করা হয়েছে কি না তার জন্য সরকারি একমাত্র ভেরিফাইড ওয়েবসাইট হচ্ছে bdris. এই ওয়েবসাইট এর অধীনে কোনো অফিসিয়াল জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps নাই

তবে, অনেকে গুগল প্লে স্টোরে নিজেদের অ্যাপ থেকে bdris এর ওয়েবসাইট এর লিংক দিয়ে তাদের অ্যাপ থেকে জন্ম নিবন্ধন চেক করা যায় বলে মার্কেটিং করে।

আপনি যেভাবেই জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে চান আপনাকে BDIRS ওয়েবসাইট থেকেই করতে হবে।

আরও পড়ুনঃ বিধবা ভাতা আবেদন করার নিয়ম

তাই, জন্ম নিবন্ধন যাচাই অনলাইন যেক করার জন্য একমাত্র উপায় হচ্ছে bdris ওয়েবসাইট।

আর আমরা এই পোষ্টে জন্ম নিবন্ধন যাচাইয়ের একমাত্র সঠিক উপায় সম্পর্কে জেনেছি।

তাই সরাসরি বলা যায় যে, জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করার জন্য কোনো অফিসিয়াল apps নাই

আপনি ঠিক নিচে দেখতে পাওয়া ছবির মতো জন্ম নিবন্ধন দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন ডাউনলোড pdf

প্রিয় পাঠক,

উপরের নিয়ম অনুযায়ী আপনি যদি সার্চ করে জন্ম নিবন্ধন কার্ডটি নিচের ছবির মতো দেখতে পান তাহলে খুব সহজেই এটি অনলাইন কপি হিসেবে ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ হিসেবেও সেভ করতে পারেন।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps

“আপনার জন্ম নিবন্ধন কার্ড অনলাইন হলে এমন দেখাবে”

উপরের ছবিটির মতো যখন আপনি দেখতে পাবেন তখন ডান পাশে দেখবেন save as PDF অশন আছে।

আরও পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র চেক করার উপায়

উপরে save as PDF সিলেক্ট করে নিচে Save বাটনে ক্লিক করলেই আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ হিসেবে।

এবং এই পিডিএফ আপনার প্রয়োজন মতো প্রিন্ট করে নিতে পারবেন যেকোনো সময়ে।

জন্ম নিবন্ধন সংক্রান্ত FAQS

জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা কিভাবে চেক করতে হয়?

BDRIS ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা চেক করা যায় খুব সহজেই।

জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম?

এই পোষ্টের উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করেই BDRIS ওয়েবসাইট থেকে করা সম্ভব।

জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম কি?

উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করে জন্ম নিবন্ধন যাচাই করতে এবং ডাউনলোড করতে পারবেন।
আর ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে?

সরকারি নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধনের জন্ম তারিখ পরিবর্তন করতে ১০০ টাকা এবং নামের কিছু চেঞ্জ করতে ৫০ টাকা লাগে। এর বিনিময়ে বাংলা ইংরেজি ২ টি ভার্সনে নতুন কপি পাবেন।

পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম কি?

আপনি যে ইউনিয়ন বা পৌরসভা এর আওতায় সেখানে গিয়ে নির্দিষ্ট ফি প্রদান করে পুরাতন কপি জমা দিলে কিছু দিনের মধ্যে কর্তৃপক্ষ এটি অনলাইন করে দিবেন।

আপনাকে নিজের কোনো কাজ করতে হবে নাহ।

জন্ম নিবন্ধন যাচাই নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক app নাকি ওয়েবসাইট এবং কিভাবে করবো সে সম্পর্কে বিস্তারিত জেনেছি।

এছাড়াও জেনেছি কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন কপি বের করতে হয় সে বিষয়ে বিস্তারিত।

এরপরে জেনেছি জন্ম নিবন্ধন সম্পর্কিত অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর।

আশা করছি এই পোস্ট থেকে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক এবং জন্ম নিবন্ধন ডাউনলোড করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছি।

এরপরেও জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড সহ সরকারি সকল তথ্যমূলক সেবা পেতে আমাদের Government Service Information category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

18 thoughts on “জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps । জন্ম নিবন্ধন ডাউনলোড pdf”

  1. খুব ভাল লাগলো আপনার পোস্ট.. অনেক উপকৃত হলাম।

    Reply
  2. ধন্যবাদ ভাই এই রকম ভালো একটি post শেয়ার করার জন্য ❤

    Reply
  3. খুব প্রয়োজনীয় পোস্ট এরকম পোস্ট আরো চাই ধন্যবাদ।

    Reply
  4. সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

    Reply
  5. ধন্যবাদ ভাই এই রকম ভালো একটি post শেয়ার করার জন্য

    Reply
  6. এই সাইটে ইণকরে আমি অণেক কিছু যেণেছি যা আমার আগে যাণাছিলোণা ধণ্যবাদ.

    Reply
    • প্রকৃত অর্থে জন্ম নিবন্ধন যাচাই খুব ই সহজ। এই পোষ্টের নিয়ম অনুযায়ী করলেই খুব সহজে আপনি নিজেই ঘরে বসে এটি করতে পারবেন।

      ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য প্রদানের জন্য।

      Reply
  7. অতি জরুরি একটা পোস্ট ছিলো যেখানে জম্ম নিবন্ধন যাচাই ও ডাউনলোড করা সম্পর্কে বলা হয়

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.