Last Updated on 11 months by Shaikh Mainul Islam
অনলাইনে প্যাসিভ ইনকাম করার সবথেকে সহজ উপায় হচ্ছে গুগল এডসেন্স। গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার মতো সহজ আর কোনো উপায় অনলাইন থেকে আয় করার ক্ষেত্রে নাই বললে চলে।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “গুগল এডসেন্স তেকে টাকা ইনকাম | গুগল এডসেন্স এর আয় বৃদ্ধি করার উপায়” এ।
আজকের পোা্টে আমরা গুগল এডসেন্স থেকে টাকা ইনাকম করার উপায় সমূহ, গুলগ এডসেন্স আয় কিসের উপর নির্ভর করে এবং গুগল এডসেন্স এর আয় বৃদ্ধি করার উপায় সম্পর্কে বিস্তারিত জানবো।
গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার উপায় সমূহ
আপনি যদি আমাদের ব্লগের নিয়মিত পাঠক হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে, এর আগে আমরা Google Adsense সম্পর্কে অনেকগুলি পোস্ট করেছি।
যেখানে Google Adsense থেকে টাকা ইনকাম করার বিষয়ে স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করেছিহ্।
তাই খুব সংক্ষেপে আরও একবার জানানোর চেষ্টা করবো, গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার উপায় সমূহ সম্পর্কে।
আপনি দুটি উপায়ে গুগল এডসেন্স থেকল টাকা আয় করতে পারবেন। যে দুই উপায়ে গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে পারবেন তা হচ্ছে:
আরও পড়ুনঃ গুগল এডসেন্স পাওয়ার উপায় । গুগল এডসেন্স একাউন্ট
- website monetization
- Youtub Channel monetization
অর্থাৎ, আপনি যদি একটি ওয়েবসাইটের কিংবা ইউটিউব চ্যানেলের মালিক হয়ে থাকেন তাহলে ব্লগ কন্টেন্ট এবং ভিডিও কন্টেন্ট দিয়ে আপনার ওয়েবসাইট এবং চ্যানেল মনিটাইজেশন করে টাকা আয় করতে পারবেন।
আপনি যখন গুগলে সার্চ করে কোনো ব্লগ ওপেন করেন তখন দেখা যায় লেখার মধ্যে বিভিন্ন ধরনের Advertise শো করে।
আবার যখন YouTube এ ভিডিও দেখতে যান তখন ভিডিও এর মধ্যে বিভিন্ন ধরনের Advertise শো করে।
এই সব এডগুলি Google Adsense থেকে মনিটাইজেশন করতে পারলে তবেই দেখা যায়।
আর যারা এত পরিশ্রম করে সময় দিয়ে কন্টেন্ট লিখে এবং ভিডিও তৈরি করে পাবলিশ করে থাকে তাদের এই এডসেন্স এপ্রুভ হয়ে এড শো করার মাধ্যমে টাকা ইনকাম হয়।
আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে, এই পোস্টের লেখাগুলি যখন পরছেন তখন এই পোস্টের লেখার মধ্যে বেশ কয়েকটি Google Advertise শো করছে।
এই পোস্টের লেখার মধ্যে শো করা গুগল এডগুলি থেকে ওয়েবসাইট থেকে ইনকাম করে থাকি।
আশা করছি এতক্ষণে আপনি এটা বুঝতে পারছেন যে গুগল এডসেন্স থেকে কয়ভাবে এবং কিভাবে টাকা ইনকাম করা যায়।
গুগল এডসেন্স এর আয় বৃদ্ধি করার উপায়
আপনি সঠিকভাবে কাজ করে sign up for google adsense করে গুগল এডসেন্স এপ্রুভ পেয়ে গেলেন।
এডসেন্স এপ্রুভ পাওয়ার পরে যে সমস্যাটি সবথেকে বড় বাধা হয়ে দাড়াবে Gogle Adsense থেকে ইনকাম করার পথে সেটি হচ্ছে Page RPM, CPC, CTR ইত্যাদি।
এবার বলতে পারেন যে, ভাই এগুলি আবার কি জিনিস? আর এগুলির জন্য কেন ই বা আপনার গুগল এডসেন্স এর ইনকাম হবে না বা বৃদ্ধি পাবে না?
আরও পড়ুনঃ google adsense account ।গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায়
প্রিয় পাঠক, এতক্ষণে আজকের পোস্টের মূল কথা শুরু করলাম।
কারণ, এডসেন্স একাউন্ট থেকে ইনকাম বৃদ্ধি করার জন্য বা বেশি বেশি ইনকাম করার জন্য আমাদের জানতে হবে কিসের উপর নির্ভর করে এডসেন্স ইনকাম বা Adsense Earning?
Adsense income মূলত নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের উপর। চলুন যেনে নেওয়া যাক:
আরও পড়ুনঃ গুগল এডসেন্স থেকে টাকা আয় । গুগল এডসেন্স পাওয়ার উপায়
- CPC এর উপর
- CTR এর উপর
- Page RPM এর উপর
- সাইট লোডিং স্পিডের উপর
- বাউন্সরেটের উপর
- ভিজিটরের পরিমাণের উপর
- ব্লগের ভাষার উপর (কোন ভাষায় ব্লগিং করেন তার উপর)
- ব্লগের ভিজিটরদের লোকেশনের উপর (কোন দেশের ট্রাফিক বেশি আস)
- কোন ধরনের ব্লগ লিখেন তার উপর
- কেন ধরনের Keyword টার্গেটেড পোস্ট লিখেন তার উপর
- কোন লোকেশনের Hosting ব্যবহার করেন তার উপর
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছপন যে, Google Adsense থেকে ভালো পরিমাণ টাকা আয় করতে চাইলে ঠান্ডা মাথায় ধরে ধরে কাজ করতে হবে।
আর তাই উপরের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনার সঠিক ভাবে জেনে সেভাবে আপমার সাইটে প্রয়োগ করতে হবেহ্।
এবার তাহলে চলুন, আজকের লগের পরবর্তী স্টেপে Google Adsense income বাড়ানোর জন্য উপরে উল্লেখিত বিষয়গুলি সম্পর্কে সঠিক তথ্য এবং আপনার সাইটে প্রয়োগ সম্পর্কে জেনে নেওয়া যাক:
গুগল এডসেন্স এর আয় বাড়ানোর জন্য করণীয়
দেখুন, গুগল এডসেন্স পাওয়া মানেই আপনি কাড়ি কাড়ি টাকা আয় করতে পারবেন বিষয়টা এমন না।
কারণ, গুগল এডসেন্স একাউন্টের ইনকাম কেমন হবে সেই বিষয়ে আমরা রিসার্চ করতে গিয়ে উপরের ১১ টি বিষয় পেয়েছি।
এই ১১ টি বিষয় যদি আপনি আপনার সাইটে সঠিক ভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি এডসেন্স এপ্রুভ পাওয়ার কয়েক মাসের মধ্যেই খুব ভালো একটা পরিমাণ টাকা আয় করতে পারবেন।
ডোমেইন হোস্টিং
প্রথমেই ভালো একটি কোম্পানি থেকে আপনাকে ডোমেইন হোস্টিং নিতে হবে।
কারণ, সার্ভার জনিত সকল বিষয়ে একটি ভালো ডোমেইন এবং হোস্টিং কোম্পানি আপনাকে সেরা সার্ভিস দিতে পারবে।
এক্ষেত্রে আপনি নেপচিপ এবং হোস্টিঙ্গার থেকে নিতে পারেন। নেপচিপ থেকে ডোমেইন হোস্টিং নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন।
এক্ষেত্রে ওয়েবসাইটের হোস্টিং এর সাথে ডোমেইন এর ফুল সেটআপ করে একটি ফ্রি থিম সেট করে দেওয়া হবে। বিস্তারিত জানতে আমাদের কন্ট্রাক্ট পেজে মেসেজ করুন।
CPC: Cost per Click
গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম বৃদ্ধির জন্য CPC খুব গুরুত্বপূর্ণ । CPC এর ফুল মিনিং হচ্ছে Cost Per Click.
অর্থাৎ, CPC বলতে আপনার সাইটে শো করা এড এর মধ্যে কোনো ভিজিটর ক্লিক করলে এক ক্লিকে গুগল আপনাকে যত টাকা বা ডলার দিবে তাই বোঝায়।
তাই, ইনকাম বাড়ানোর জন্য আপনার High CPC Keyword বেছে নিয়ে কন্টেন্ট লিখতে হবে।
এতে করে ওই কিওয়ার্ড সার্চ করে আপনার পোস্ট ভিজিট করলে আর সেই ভিজিটর আপনার এড এ ক্লিক করলে আপনার ইনকাম অটোমেটিক বৃদ্ধি পাবে।
High CPC Keyword কি এবং কিভাবে খুজতে হয় তা আমরা পরবর্তী কোনো একটি পোষ্টে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো।
CTR: google adsense Click Through Rate
আপনার ব্লগে এডসেন্স আপ্রুভ পাওয়ার পর এড সেট করলেন। এরপর আপনার সকল কন্টেন্টে এড শো করা শুরু হয়েছে।
এবার ভিজিটর রা ব্লগ পড়তে এসে এড এ ক্লিক করছে।
আপনার ব্লগে শো করা এড এ শো করা প্রতি ১০০ এড কি পরিমাণ ক্লিক পরেছে তার পরিমাণকেই CTR: Google Adsense Click Through Rate বোঝায়।
আরও পড়ুনঃ কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব । গুগল এডসেন্স একাউন্ট সম্পর্কে জেনে নিন
আরও সহজ ভাবে বললে, আপনার ওয়েবসাইটে শো করা প্রত্যেক ১০০ এড এর মধ্যে কয়টি এড এ ভিজিটর রা ক্লিক করলো এর গড় হিসাব ই হচ্ছে Google Adsense CTR.
একটি সাইতে এই CTR সরবচ্চ ১ থেকে ১৫ পর্যন্ত হতে পারে। তবে ১০ এর উপরে গেলে এটি চিন্তার কারণ হয়ে দারায়।
এবং নতুন এডসেন্স একাউন্টেড় ক্ষেত্রে CTR ১৫ পর্যন্ত হলে যেকোনো সময়ে এডসেন্স একাউন্ট ডিজেবল করে দিতে পারে গুগল।
তাই জেনে রাখুন্ কিভাবে আপনার গুগল এডসেন্স একাউন্ট ভালো রাখবেনঃ গুগল এডসেন্স একাউন্ট নিরাপদ রাখতে করনীয় । Google Adsense Account
RPM: Revenue Per Mile
অনেকে জানতে চান আপনার ব্লগে প্রতি ১ হাজার ভিউতে কত টাকা ইনকাম হবে? হ্যা। এটি জানতে পারবেন আপনার ব্লগে যুক্ত করা এডসেন্স ড্যাশবোর্ডে দেখতে পাওয়া page RPM কত তাই দেখে।
এবার প্রশ্ন জাগতে পারে যে, Page RPM বৃদ্ধি কিসের উপর বৃদ্ধি করে?
পেজ আরপিএম বৃদ্ধি করে আপনার পোস্ট কতটা তথ্য নির্ভর, ভিজিটর আপনার পোষ্টটি কতক্ষণ সময় নিয়ে পড়ল, ভিজিটর আপনার পোষ্টটি পড়ার পর ওই বিষয়ে অন্য কোনো ব্লগের পোস্ট পড়ছে কি না।
যখন কোনো ভিজিটর, একই বিষয়ে আপনার পোস্ট পড়ার পড়ে অন্য কোনো পোস্ট পড়তে যায় তখন গুগল মনে করে আপনার পোস্ট থেকে ভিজিটর ওই বিষয়ে সকল তথ্য পান নাই।
তখন আপনার পোস্টটিকে ধিরে ধিরে ভ্যালুলেস কন্টেন্ট করে দিবে।
তাই, অধিক Page RPM পেতে এমন ভাবে কন্টেন্ট লিখুন যেখানে ওই পোষ্টের টপিক সম্পর্কিত সকল তথ্য ভিজিটর পেতে পারেন।
website optimization
অনেক সময় যখন আমরা গুগলে সার্চ করে কোনো কিছু ওপেন করতে যাই তখন কিছু ক্ষেত্রে কিছু ওয়েবসাইট ক্লিক করার সাথে সাথে লোড নেয়।
আবার কিছু ক্ষেত্রে অনেক সময় নেয় লোড হওয়ার জন্য।
আপনার সাইটে পর্যবেক্ষণে রাখুন, যেন আপনার সাইটে এই লোডিং স্পিড অনেক ভালো থাকে। এবং লোডিং টাইম খুব কম হয়।
এতে করে আপনার সাইট ভিজিটর ফ্রেন্ডলি হবে। এবং এর উপর এডসেন্স এর ইনকাম বৃদ্ধি নির্ভর করে।
Bounce Rate
একটি পোস্ট ওপেন করার পর পোষ্টটি পড়া শেষে যদি ভিজিটর ওই ওয়েবসাইটের অন্য কোনো পোস্ট বা লিংক ভিজিট না করে ডিরেক্ট বের হয়ে যায় তখন Bounce Rate অনেক বৃদ্ধি পায়।
আর বাউন্স রেট বৃদ্ধি ওয়েবসাইটের ভালো ফলাফল বহন করে না।
Bounce Rate বেশি হলে গুগল মনে করে পোষ্টটি ভিজিটরদের খুব বেশি উপকারে আসছে না।
তাই Bounce Rate কমানোর জন্য কাজ করতে হবে।
আর এজন্য, আপনি পোস্ট করার সময় ওই পোস্ট রিলেটেড আপনার অন্যান্য পোষ্টের লিংক internal linking করে দিবেন।
একটি পোষ্টে অন্তত ২ থেকে ৩ টি internal link দেওয়ার চেষ্টা করবেন। এতে বাউন্স রেট কমবে।
ভিজিটর, ব্লগের ভাষা এবং লোকেশন
দেখুন, আপনার এডসেন্স এপ্রুভ মনিটাইজেশন পাওয়ার পরেও ইনকাম বৃদ্ধি সম্ভব না।
হ্যা, কিন্তু আপনার সাইতে প্রচুর পরিমাণ ভিজিটর থাকতে হবে। তাহলেই আপনার সাইট থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
আর যদি আপনি ইংরেজিতে ব্লগিং করেন তাহলেও মোটামুটি ভালো পরিমাণ ভিজিটর আপনার সাইতে নিয়মিত ভিজিট করতে হবে।
এর কারণ, ভিজিটর না আসলে কোনভাবেই আয় বৃদ্ধি করা সম্ভব না।
আরও পড়ুনঃ ব্লগিং করে কত টাকা আয় করা যায় ? ব্লগিং সম্পর্কে বিস্তারিত জেনে নিন
বাংলা ব্লগে প্রতি হাজারে ১ দলার থেকে ৩/৪ ডলার পাওয়া যায়।
কিন্তু, একটি ইংরেজি ব্লগে প্রতি ১ হাজারে ২০ থেকে ৫০ ডলার কিংবা তার বেশি আয় করা যায় গুগল এডসেন্স থেকে।
এর অন্যতম কারণ, বাহিরের দেশ থেকে ভিজিট হলে এডসেন্স এর ইনকাম অনেক বেশি হয়। আর বাহিরের মানুষ ইংরেজি কন্টেন্ট পড়ে থাকে।
তাই ইংরেজিতে কন্টেন্ট লিখলে আপনার ইনকাম ৩ থেকে ৪ গুণ বেশি হবে নিঃসন্দেহে।
আর আপনার সাইটে যদি প্রতিদিন ২০ থ্রক্র ৫০ টি ইউরোপ আমেরিকা থেকে ভিজিটর আসে তাহলে প্রতি মাসে আপনি ৫০০ থেকে ১০০০ ডলার আয় করতে পারবেন।
সবথেকে বেশি এডসেন্স ইনকাম হয়ঃ ইউরোপ, আমেরিকা থেকে ভিজিটর থাকলে।
তাই ভিজিটর বৃদ্ধির জন্য নিয়মিত পোস্ট, কোয়ালিটিফুল পোস্ট করুন। তবেই ভিজতর ব্রিদ্ধি হবে। আর ভিজিটর বৃদ্ধি হলে আয় বৃদ্ধি সম্ভব।
ব্লগের ধরণ
অনেকে অনেক ধরণের ব্লগিং করে থাকেন। দুই প্রকার ব্লগ হতে পারে। মাইক্রো এবং ম্যাক্রো নিস। আরও সহজ ভাবে বললে,
ধরুন, আপনি খেলাধুলা সম্পর্কিত বিষয় নিয়ে শুধু লিখলেন। আবার আপনি চাইলে টেকনোলজি নিয়ে লিখলেন।
চাইলে আপনি সব বিষয় নিয়েও একটি সাইতে লিখতে পারেন।
এমন কিছু নিশ আছে যে বিষয়ে লিখে বেশি ইনকাম করা সম্ভব। যেমনঃ
- টেকনোলজি,
- আইটি,
- স্বাস্থ্য,ট্রাভেল ইত্যাদি।
তবে আপনি যেকোনো বিষয়ে লিখতে পারেন। এর কারণ, ব্লগিং এর আসল টেকনিকগুলো ধরতে পারলে সব্ধরনের ব্লগ থেকেই ইনকাম করা সম্ভব। কিছুটা কম বেশি হতে পারে। এছাড়া কিছুই না।
Google adsense related FAQS
একটি google adsense account এ আপনি মিনিমাম একটি এবং ম্যাক্সিমাম আপনার যতগুলি ইচ্ছা ততগুলি ওয়েবসাইট এড করতে পারবেন।
তবে, বেশি সাইট থাকলে কয়েকটি এডসেন্স একাউন্টে ভাগ করে নেওয়া নিরাপদ।
Youtube adsense এ কত টাকা আয় করা যায় টা নির্ভর করছে আপনার ইউটিউব ভিডিও কোয়ালিটি, কোন দেশের ভিজিটর, কোন বিসয়ের উপর ভিডিও এবং কি পরিমাণ ভিউ হয় তার উপর নির্ভর করে।
তাই, আপনি ইউটিউব থেকে কয় টাকা ইনকাম করতে পারবেন টা নির্ভর করবে আপনার ইউটিউব চ্যানেলের এই বিষয়গুলির উপর।
আপনার ব্লগ থেকে কত টাকা আয় করা যাবে তার পুরোটা নির্ভর করবে আপনার কন্টেন্ট, ভিজিটরের লোকেশন এবং কোয়ালিটি কন্টেন্ট এর উপর।
ব্লগের প্রতি ১ হাজার ভিজিটে কি পরিমাণ টাকা আয় করতে পারবেন টা নির্ভর করে আপনার ব্লগের পেজ আরপিএম এর উপর। বিস্তারিত এই ব্লগে উল্লেখ আছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ব্লগটি পড়ুন।
হ্যা, ইউটিউব চ্যানেল এবং গুগল ওয়েবসাইট একটি এডসেন্স একাউন্ট এ কানেক্ট করা যায়। এজন্য একটি হোস্টেড গুগল এডসেন্স একাউন্ট দরকার হবে।
গুগল এডসেন্স থেকে ইনকাম । সম্পর্কিত সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা “গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম । গুগল এডসেন্স এর আয় বৃদ্ধি করার উপায়” সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম । গুগল এডসেন্স এর আয় বৃদ্ধি করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে Google Adsense সম্পর্কে আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Online income category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
3 thoughts on “গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম । গুগল এডসেন্স এর আয় বৃদ্ধি”