গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় । জিমেইল পাসওয়ার্ড রিকভারি

Last Updated on 11 months by Shaikh Mainul Islam

আজকের পোষ্টের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি তা জানবো। এবং জিমেইল পাসওয়ার্ড রিকভারি করা শিখবো। মূলত গুগল একাউন্টই হচ্ছে জিমেইল একাউন্ট। তাই টাইটেলে দুইটি বিষয় দেখে বিভ্রান্ত হবেন না। জিমেইল গুগলেরই একটি প্রোডাক্ট।

জিমেইল একাউন্টকেই মূলত গুগল একাউন্ট বলা হয়ে থাকে। বিশ্বব্যাপী গুগল তাদের গ্রাহকদের ফ্রিতে জিমেইল একাউন্ট খোলার সার্ভিসটি দিয়ে থাকে। এজন্য জিমেইল এত জনপ্রিয় এবং অধিক ব্যবহার যোগ্য একটি পণ্য। যেহেতু জিমেইল সেবা গুগল থেকে ফ্রি দেওয়া হয়ে থাকে তাই গুগল একাউন্ট খোলার জন্য শতকরা প্রায় শতভাগ লোকই জিমেইল একাউন্ট খুলে থাকে।

আজকের পোষ্টে আমরা জানবো, গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এবং জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ বা রিকভারি করার উপায় সম্পর্কে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে এই বিষয়ে শতভাগ স্পষ্ট বুঝতে পারবেন। চলুন, জেনে নেওয়া যাক গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা জিমেইল পাসওয়ার্ড রিকভারি করার উপায় সম্পর্কে।

গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করব

সাধারণত একবার গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট খোলার পরে সেই তথ্য মোবাইলে বা ব্যবহারকৃত ডিভাইসে অটোমেটিক সেভ হয়ে থাকে। তাই আমরা বেশিভাগ মানুষ জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাই। অনেকে আবার কোথাও লিখে রাখেন কিন্তু পরে আর মনে থাকে না।

আমাদের জেনে রাখা উচিত জিমেইল একাউন্ট আমাদের বাড়ির তালার মতো। জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাওয়া মানে বাড়ির তালা দেওয়া চাবি হারিয়ে ফেলা। যেকেউ আপনার সর্বনাশ করতে পারে।

একইসাথে আপনার সকল তথ্য আপনি হারাতে পারেন। আবার জিমেইল আইডির গুগল ড্রাইভে কোনও ব্যক্তিগত তথ্য রাখা থাকলে তা হারাবেন চিরতরে।

আরও পড়ুনঃ ডোমেইন হোস্টিং কি । ওয়েব হোস্টিং কেন প্রয়োজন

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, একটি গুগল একাউন্টের বা জিমেইলার পাসওয়ার্ড মনে রাখা কতটা গুরুত্বপূর্ণ। এবার আসি আসল কথায়।

গুগল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবো কিভাবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ জিমেইল আইডি কিভাবে খুলবো (নতুন জিমেইল আইডি খুলুন সঠিক নিয়মে)

আপনি আপনার মোবাইল কিংবা যেকোনো ডিভাইস থেকে আপনার জিমেইল পাসওয়ার্ড চেঙ্ক কিংবা জিমেইল পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন।

নিচের পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ ছবি সহ দেখুন। তবে খুব সহজেই মুহূর্তের মধ্যে গুগল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।

এবার আমরা গুগল একাউন্টের পাসওয়ার্ড কিংবা গুগল একাউন্ট রিকভারি করা শিখবো।

গুগল পাসওয়ার্ড পরিবর্তন কিংবা গুগল পাসওয়ার্ড পরিবর্তন করতেও এই একই পদ্ধতি অবলম্বন করতে হবে।

যে জিমেইল আইডিটির পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই আইডিটি আপনার মোবাইলে থাকলে নিচের ১ নং বিষয়টি থেকে শুরু করবেন। এবং যদি আপনার জিমেইল আইডিটি মোবাইলে লগইন না থাকে  তাহলে আপনি যে মোবাইল বা ডিভাইস থেকে আপনার গুগল বা জিমেইল আইডিটি রকভারি করবেন সেই ডিভাইসের জিমেইলে প্রবসেহ করে  ৪-১ নিচের এত নাম্বার থেকে প্রবরতি পদক্ষেপ অনুজা গুগল একাউন্ট রিভারি করবেন।

গুগল পাসওয়ার্ড ভুলে গেলে । জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন ? রিকভারি করুন

১) প্রথমে আপনার মোবাইলের Gmail অপশনে গিয়ে ডান পাশে উপরের ডিকে আপনার জিমেই আইডির ছবি কিংবা নামের প্রথম অক্ষর দেখা যাবে নিচের ছবির মতো।

সেখানে ক্লিক করলে নিচের ছবির মতো একটি পেজ ভিউ আসবে।

গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় । জিমেইল পাসওয়ার্ড রিকভারি

২) উপরের ছবিটির মতো পেজ ভিউ আসার পরে Manage your Google Account লেখার উপরে ক্লিক করবেন।

ক্লিক করার পরে নিচের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন। 

জিমেইল একাউন্টের রিকভারি

৩) উপরের ছবির মতো একটি পেজ ভিউ আসার পরে লাল চিহ্ন দিয়ে মার্ক করা Security অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচেরদিকে গিয়ে Password নামে একটি অপশন পাবেন।

Password অপশনে ক্লিক করার পরে নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।

গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করতে হয়

৪) উপরের ছবির মতো পেজ ভিউএদেখতে পাচ্ছেন। এবার যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে তাহলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পাসওয়ার্ড বসিয়ে নতুন পাসওয়ার্ড কনফার্ম করবেন।

আর যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে নিচে Forgot Password অপশনে ক্লিক করবেন।

৪-১) যদি আপনি যে ডিভাইস থেকে জিমেইল রিকভারি করবেন সেই ডিভাইসের জিমেইল অপশনে যাওয়ার পর উপরের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখবেন। এরপর সেখানে আপনার জিমেইল আইডিটি বসিয়ে দিবেন সঠিক ভাবে।

(যারা অন্য ডিভাইস থেকে রিকভারি করবেন তাদের জন্য এই অপশন)

৫) এরপর আপনার সর্বশেষ ব্যবহারকৃত পাসওয়ার্ড দিতে বলবে।

যদি মনে না থাকে তাহলে নিচে Try another option নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করবেন।

আরও পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র চেক করার উপায়

৬) এরপর জিমেইল আইডি খোলার সময়ে ব্যবহারকৃত মোবাইল নাম্বার কিংবা অন্য একটি জিমেইল আইডি দিতে বলবে।

৭) আপনার ব্যবহারকৃত মোবাইল নাম্বার কিংবা জিমেইল আইডি দিয়ে Next অপশনে ক্লিক করলে ওই নাম্বার বা ইমেইলে একটি কোড পাঠাবে। সেই কোডটি বসাতে হবে।

৮) এরপরে নতুন একটি শক্তিশালি পাসওয়ার্ড পর পর দুইবার লিখতে হবে। এরপর Next অপশনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন শেষ।

গুগল পাসওয়ার্ড পরিবর্তন নিয়ে সতর্কতা

জিমেইল আইডির গুরুত্ত আর বলতে চাইনা। কারন সবাই ইতিমধ্যে জেনেছেন একটি জিমেই বা গুওল আইডির গুরুত্ত কততুকু। তাই নিজের জিমেল কিংবা গুগল একাউন্ট পাসওয়ার্ড নিজের আয়ত্তে রাখুন।

অথবা খুব শক্তিশালি ভাবে বসিয়ে কিছু নাম সাল এগুলর সাথে মিশিয়ে সেটি আকারিঙ্গিতে লিখে রাখুন।

আরও পড়ুনঃ আইডি কার্ড দিয়ে সিম চেক

মনে রাখবেন জিমেইল আইডি একবার হ্যাক হলে আপনার জীবন একপ্রকার হুমকির মুখে চলে আসবে।

এই নিয়ে অন্য একদিন অন্য কোনও তপিকে জানবো।

গুগল পাসওয়ার্ড নিয়ে সর্বশেষ

আজকের পোষ্টে আমরা গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি তা জেনেছি।

জেনেছি গুগল একাউন্ট এবং জিমেইল একাউন্ট এক কি না সেই বিষয়ে। জেনেছি জিমেইল আইডি রিকভারি ক্রয়ার উপায় সম্পর্কে।

আরও পড়ুনঃ মাউস কোন ধরনের ডিভাইস

আশা করছি আজকের পোষ্টের পরে গুগল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ কিংবা জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ কিংবা গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করব তা জেনেছি।

আরও পড়ুনঃ গুগল কিভাবে কাজ করে

এই বিষয়ে আর কোনও সমস্যা থাকার কথা না।

এরপরে আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমরা কমেন্টে আপনার সমস্যার সমাধান করে দিবো।

এছাড়াও আমাদের সকল আর্টিকেল নিয়মিত পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ

8 thoughts on “গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় । জিমেইল পাসওয়ার্ড রিকভারি”

  1. পছন্দের স্যার ,

    আমার জিমেইল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেছি। আমার খুব প্রয়োজন।

    অতএব, আমার জিমেইল অ্যাকাউন্ট রিসেট দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

    Reply
    • আপনি আপনার মোবাইলের জিমেইল অপশন থেকে আপনার জিমেইলের পাসওয়ার্ড ফরগেট করে নতুন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। এর জন্য পোস্টটি ভালোভাবে পড়ুন। পোষ্টের মধ্যে খুব সহজভাবে পাসওয়ার্ড ফরগেট করার নিয়ম কিংবা জিমেইল আইডি রিকভারি করার নিয়ম উল্লেখ করা আছে। ধন্যবাদ।

      Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.