কোরবানির পশুর বয়স এবং কোরবানির পশু নির্ধারণে লক্ষণীয়

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “কোরবানির পশুর বয়স এবং কোরবানির পশু নির্ধারণে লক্ষণীয়” এ বিষয়ে বিস্তারিত। এই পোষ্টটি কোরবানির পশু ক্রয়ের আগে অবশ্যই জানা উচিত।

আল্লাহর খুশীর জন্য আরবি জিলহজ মাসের নির্দিষ্ট সময়ে সারা মুসলিম জাতি কোরবানি আদায় করে থাকে। আর এই কোরবানির অন্যান্য নিয়মের মধ্যে কোরবানির পশু নির্ধারণ এবং কোরবানির পশুর বয়স সম্পর্কে অবশ্যই জানতে হবে।

আরও পড়ুনঃ কোরবানির দোয়া । কোরবানি সম্পর্কে হাদিস 

এই পোষ্টে আমরা কোরবানির পশু নির্ধারণে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে এবং কোরবানি দেওয়ার উদ্দেশ্যে কোন প্রাণীর বয়স কেমন হবে কোন প্রাণীর শারিরিক অবস্থা কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত জানবো।

কোরবানির পশুর বয়স

আমরা আমাদের সুবিধা এবং সামর্থ্য অনুযায়ী কেউ গরু কেউ ছাগল আবার দেশের বাহিরে কেউ দুম্বা বা উট কোরবানি দিয়ে থাকি।

কিন্তু, প্রত্যেকটি পশুর জন্য কোরবানি দেওয়ার আগে কত বয়স হতে হবে তা ইসলামিক ভাবে নির্ধারণ করা আছে। আবার বয়স কম বেশি হলেও পশুর আকার গঠন অনুযায়ী আলাদা মাসায়েল আছে।

আরও পড়ুনঃ হজের নিয়ত আরবি ও বাংলা । হজ্জের নিয়ত নিয়ে বিস্তারিত

চলুন জেনে নেওয়া যাক কোন পশু কোরবানির জন্য কত দিন বা বছর হতে হবে….

  • গরুর দিয়ে কোরবানি করার ক্ষেত্রে গরুর কমপক্ষে ২ বছর হতে হবে।
  • মহিষ দিয়ে কোরবানি করার ক্ষেত্রে মহিষের বয়স কমপক্ষে ২ বছর হতে হবে।
  • ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি করস্র ক্ষেত্রে ছাগল, ভেড়া ও দুম্বার বয়স মিনিমাম ১বছর হতে হবে।
  • উট দিয়ে কোরবানি করার ক্ষেত্রে উটের বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে।

আরও পড়ুনঃ কুরবানির প্রশ্ন উত্তর । কুরবানির আলোচনা

তবে, এসকল পশু যদি শারীরিক ভাবে সবল থাকে এবং দেখতে উপরে উল্লেখিত বয়সের মত হৃষ্টপুষ্ট হয় তাহলে সে সকল পশু দিয়ে কোরবানি করা যাবে। তবে, না করাই ভালো।

কোরবানির পশু কেনার ক্ষেত্রে লক্ষণীয়

প্রিয় পাঠক, আসছে পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ। কয়েকদিনের মধ্যে কোরবানির পশু কেনাকাটা শুরু হয়ে যাবে। কিন্তু কোরবানির পশু কেনার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখা জরুরি।

এসব বিষয় বৈজ্ঞানিক এবং কোরআন হাদিস থেকে নেওয়া যা কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে মনে রাখা উচিত।

কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয় দেখতে হবে তা হচ্ছেঃ

  • পশু দেখতে হবে সুন্দর
  • নিখুঁত বা দোষত্রুটি মুক্ত পশু হতে হবে।
  • অধিক গোশত অর্থাৎ স্বাস্থ্য ভালো হতে হবে।
  • হৃষ্টপুষ্ট বা এক কথায় প্রথম দেখায় যা পছন্দ হয়ে যায়।
  • পশুর বয়স হয়েছে কি না। 
  • পশুটি সুস্থ স্বাভাবিক আছে কি না।
  • কোরবানির জন্য পশুর মিনিমাম বয়সের মত দেখতে কি না।

এসব বিষয় বিবেচনা করে কোরবানির পশু নির্বাচন করতে হবে। তবে, এমন কিেছু বিষয়ে আছে যে কোরবানির পশু ক্রয়ের সময় চিন্তা করা যাবে না।

এসব বিষয় চিন্তা করলে কোরবানিতে সাওয়াবখ এর পরিবর্তে পাপ হওয়ার সম্ভাবনাও থেকে যায়। চলুন জেনে নেওয়া যাক কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে যেসব বিষয়ে চিন্তা বা হিসাব করা যাবে না।

মহানবী হজরত মুহাম্মদ সাঃ বলেন, চার ধরনের পশু থেকে কোরবানি করা যাবে না। যে চার ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না তা হচ্ছে:

  • অন্ধ পশু
  • রোগাগ্রস্ত পশু
  • পঙ্গু পশু
  •  আহত পশু 

এছাড়াও কোরবানির পশু কেনার ক্ষেত্রে নিচের বিসয়গুলি মাথায় রাখতে হবে।

  • অমুকের করোরবানির পশু অনেক বড় সবাই এমনটা বলবে বলে বড় পশু কেনা যাবে না।
  • কোরবানির পশুতে কি পরিমাণ গোশত হবে তা হিসাব করা যাবে না।
  • কোরবানির পশুতে কয় কেজি হবে এবং কেজি কত টাকা করে পরবে সে হিসাব করা যাবে না।

এসব বিষয়ে সরবচ্চ সতর্ক থাকতে হবে। কারণ, আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে বলেন যে, “তোমাদের কোরবানির রক্ত মাংশ কিছুই আল্লাহর কাছে পৌছায় না, পৌছায় শুধু তাকওয়া”।

সুতরাং কোরবানি পশুর ক্ষেত্রে এসকল বিষয়ে সঠিক ভাবে খেয়াল রেখে কোরবানিড় পশু কর‍্য করতে হবে।

এবার আমরা কোরবানির পশু সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর জানবো। এই প্রশ্ন উত্তরগুলি সাধারণত মানুষ জানতে চেয়ে থাকেন।

কোরবানি পশু সংক্রান্ত প্রশ্ন উত্তর

প্রঃ কোন কোন পশু কোরবানি দেওয়া যায়?

= গরু, ছাগল, মহিষ, দুম্বা এবং উট করবানি দেওয়া যায়। বিশেষ করে আমাদের দেশে গরু এবং ছাগল কোরবানি দেওয়া হয়।

প্রঃ কোরবানির ছাগলের বয়স কত হতে হবে?

= কোরবানির ছাগলের বয়স অন্তত ১ বছর হতে হবে। তবে সাস্থ শরীর ভালো থাকলে এবং সার্বিক দিক ঠিক থাকলে দুই এক মাস কম হলেও তা কোরবানি দেওয়ার বিধান আছে।

প্রঃ কোরবানির পশুর কি কি খাওয়া হারাম ?

=স্বাভাবিক ভাবে পশুর যেসব অংশ খাওয়া হারাম কোরবানির পশুরও একি জিনিস খাওয়া হারাম। বাকি সকল কিছু খাওয়া হালাল।

প্রঃ কোরবানির পশুর দাঁত দেখা হয় কেন?

= সাধারণত গরু বিশেষ দুটি দাত উঠে দুই বছর বয়স পূর্ণ হলে। তবে বয়স হওয়া জরুরি, দাত ওঠা জরুরি না। তবে দাত দেখে পশুর বয়সের বিষয়ে একটি ধারণা পাওয়া যায় মাত্র।

কোরবানির পশুর বয়স নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা কোরবানির পশুর বয়স এবং কোরবানির পশু নির্ধারণে করনীয় সম্পর্কে জেনেছি।

আশা করছি, এই পোস্ট থেকে কোরবানি করার ক্ষেত্রে কোন পশুর কত বছর বয়স হতে হবে তা জানতে এবং বুঝতে পেরেছেন।

আরও পড়ুনঃ হজের নিয়ম কানুন । শুরু থেকে শেষ পর্যন্ত হজ্জ করার নিয়ম জেনে নিন

এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

এবং কোরবানি সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে ইসলাম ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

1 thought on “কোরবানির পশুর বয়স এবং কোরবানির পশু নির্ধারণে লক্ষণীয়”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.