কোরবানির গোশত বন্টনের নিয়ম । কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হয়

Last Updated on 12 months by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “কোরবানির গোশত বন্টনের নিয়ম তথা কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হয়” এ। এই পোষ্টটি সকল মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজেকে শুদ্ধ বা আত্মশুদ্ধির জন্য কোরবানি অন্যতম। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, “কোরবানির রক্ত মাংশ কিছুই আল্লাহ তায়লার কাছে পৌঁছায় না। পৌঁছায় শুধু তাকওয়া”।

আজকের পোষ্টে আমরা কোরবানির গোশত বন্টনের নিয়ম সম্পর্কে কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানবো। 

জানবো, কোরবানির মাংশ কয় ভাগে ভাগ করতে হয়, মহানবী কিভাবে কুরবানির গোশত ভাগ করতেন এবং কোরবানির গোস্ত বণ্টনের হাদিস সমূহ।

কোরবানির গোশত বন্টনের নিয়ম সমূহ

আমাদের সমাজে কোরবানির গোশত বণ্টনের অনেকগুলি নিয়ম দেখা যায়। যেখানে বেশিরভাগ ক্ষেত্রে কোরআন হাদিসের সাথে মিল নেই। অনেক জায়গায় আবার ব্যক্তি কোরবানি দিয়ে সব গোশত নিজ পরিবারের জন্য সংরহ করে রেখে দেন।

চলুন, কোরআন, হাদিস এবং সাহাবিদের বলে যাওয়া তথ্য অনুযায়ী কোরবানির গোশত বন্টনের নিয়ম সমূহ বিস্তারিত আকারে জেনে নেই।

আরও পড়ুনঃ কোরবানির দোয়া । কোরবানি সম্পর্কে হাদিস 

  • কোরবানির মাংশ তিন ভাগ করে এক ভাগ নিজ পরইবারের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং এক ভাগ পাড়া প্রতিবেশী গরিব মিসকিন দের মধ্যে বিলিয়ে দিতে হবে। বিভিন্ন আলেমদের মতে এটা মুস্তাহাব।
  • নিজ পরিবারের জন্য প্রয়োজনীয় গোশত রেখে বাকি সকল গোশত পাড়াপ্রতিবেশী, আত্মীয় স্বজন এবং গরিব মিসকিন দের মধ্যে বিলিয়ে দিতে হবে।
  • নিজ পরিবারের লোক সংখ্যা বেশি হলে আর গোশতের পরিমান কম হলে পুরোটাও নিজ পরিবারের জন্য রেখে দেওয়া যাবে। এটি জায়েজ।
  • ব্যক্তি চাইলে কোরবানি করে সম্পূর্ণ কোরবানির গোশত বিলিয়ে দিতে পারবেন। এটাও জায়েজ।

কোরবানির গোশত বণ্টনের ক্ষেত্রে যেসব বিষয় লক্ষণীয়

কোরবানির মুল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির মনকে পরিশুদ্ধ করা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মন পবিত্র থাকলে, বং কোরবানির জন্য ক্রয় করা পশু হালাল টাকার হলে কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে তার তাকওয়া পৌঁছে যায়। হাদিস থেকে নেওয়া।

তাই, কোরবানির গোশতও বণ্টন করের ক্ষেত্রে আপনার পরিস্থিতি অনুযায়ী উপরের যেকোনো একটি ফলো করতে পারেন।

তবে, নিজের মনকে পরিশুদ্ধ রাখতে হবে। এছাড়াও কোরবানির গোশত বণ্টনে যেসব বিষয়ে লক্ষ্য রাখবেন তা হচ্ছেঃ

আরও পড়ুনঃ ২০২৩ সালের কুরবানির ঈদ কত তারিখে । ঈদুল আযহা ২০২৩ কত তারিখে ?

  • আপনার কাছের গরিব, মিসকিন, পাড়া প্রতিবেশী, এবং আর্থিক ভাবে আপনার থেকে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে কেউ যেন বাদ পরে কষ্ট না পায়।
  • আপনার থেকে সামর্থ্যবান ব্যক্তিকে কোরবানির গোশত দেওয়া জরুরি না।
  • আত্মীয় স্বজনরা যেন কোরবানির গোশত থেকে কোন ভাবেই বাদ না পরে।
  • কোরবানি দেওয়ার উদ্দেশ্য যেন শুধু মাত্র গোশত দিয়ে ফ্রিজ পূর্ণ করা না হয়।
  • কোরবানির উদ্দেশ্য যেন হয় আল্লাহকে সন্তুষ্টি এবং নিজেকে পরিশুদ্ধ করা।

আরও পড়ুনঃ কুরবানির প্রশ্ন উত্তর । কুরবানির আলোচনা

আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানিকে কবুল করে নিন। সবাইকে সঠিক ভাবে কোরবানি আদায় করার তৌফিক দিন।

কোরবানির গোশত বণ্টনের নিয়ম সংক্রান্ত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ কোরবানির মাংস কতদিন রাখা যাবে?

= কোরবানির মাংস রেখে রেখে না খাওয়াটাই অতি উত্তম। তবে দীর্ঘদিন কোরবানির মাংস রেখে খাওয়া যাবে না।

প্রশ্নঃ কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হয়?

= কোরবানির মাংস ভাগ করার ব্যাপারে বেশ কয়েকটি বিষয় নির্ভর করে। তবে সমান তিন ভাগে কোরবানির মাংস ভাগ করে বিলি করার বিধান রয়েছে। এটি জায়েজ। এছারাও আরও উপায় উপরে উল্লেখিত।

প্রশ্নঃ কোরবানির গরুর ভাগের নিয়ম কি?

= একটি গরুর থেকে শাতটি ভাগে কোরবানি দেওয়া যায়। অর্থাৎ, একটি গরু থেকে সর্বাধিক ৭ জনে কোরবানি দিতে পারবেন। যদি প্রত্যেকে এক ভাগ করে গরু কোরবানি দেন।

প্রশ্নঃ মহানবী সাঃ কিভাবে কোরবানির গোশত ভাগ করতেন?
= মহানবী সাঃ নিজের জন্য এক বেলা রান্নার মত কিছু পরিমান গোশত রেখে বাকি সব এতিম, মিসকিন সহ আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দিতেন।

প্রশ্নঃ ছাগল দিয়ে কোরবানি দিলে কি টা হবে?
= হ্যা। ছাগল দিয়ে কোরবানি দেওয়া যাবে। তবে ছাগলের ক্ষেত্রে অন্তত এক বছর বয়স হতে হবে। এবং হৃষ্টপুষ্ট সুস্থ সবল ছাগল হতে হবে।

কোরবানির গোশত বণ্টনের নিয়ম নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা কোরবানির গোশত বন্টনের নিয়ম তথা কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হয় তা জেনেছি।

আরও পড়ুনঃ হজের নিয়ত আরবি ও বাংলা । হজ্জের নিয়ত নিয়ে বিস্তারিত

কোরবানির মাংস ভাগ করা নিয়ে বিস্তারিত সবকিছু জেনেছি। আজকের পোষ্টে যাকিছু জেনেছি সবকিছু কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে।

আশা করছি এই পোস্ট থেকে কোরবানির গোশত বণ্টনের নিয়ম সম্পর্কে সম্পূর্ণ জানতে পেরেছি।

এরপরে এই নিয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

কোরবানি এবং ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে আমাদের ইসলাম ক্যাটাগরি ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেটে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.