Last Updated on 10 months by Shaikh Mainul Islam
বর্তমান সময়ে প্রতি সেকেন্ডে যে ডিভাইসটি আমাদের দরকার হয় সেটি হচ্ছে মোবাইল ফোন। কিন্তু মোবাইলের দাম বেশি হওয়ায় অনেক সময় নতুন মোবাইল কিনতে পারে না অনেকে। তাই আজ কিস্তিতে মোবাইল কেনার উপায় সম্পর্কে জানবো।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “কিস্তিতে মোবাইল কেনার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন” এ।
আজকের পোষ্টে আমরা জানবো, কয়ভাবে কিস্তিতে মোবাইল কেনা যায়, কিস্তিতে মোবাইল কিনতে পারবেন কারা, সরাসরি কিস্তিতে মোবাইল কেনার উপায়, অনলাইনে কিস্তিতে মোবাইল কেনার উপায় এবং এই সম্পর্কিত বিস্তারিত।
কিস্তিতে মোবাইল কেনার উপায় সমূহ
মোবাইলের গুরুত্ত অনেকে জানলেও এটা জানেন না যে চাইলেই দুই ভাবেকিস্তিতে মোবাইল কেনা যায়। যে দুই উপায়ে কিস্তিতে মোবাইল কেনা যায় তা হচ্ছেঃ
- সরাসরি (স্থানীয় শো রুম/ দোকান) থেকে
- অনলাইনে বিভিন্ন শপ। শো রুম থেকে
আরও পড়ুনঃ কিস্তিতে মোবাইল কিনতে চাইলে করণীয় কি
আপনি চাইলেই বিভিন্ন শো রুম থেকে বা বিভিন্ন শপ থেকে সরাসরি কিংবা অনলাইনে তাদের সকল নিয়ম মেনে কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।
তবে, এই দুইটি উপায়ে কিস্তিতে মোবাইল কেনার জন্য উপায় সমূহ ভিন্ন। এর মধ্যে অনলাইন এবং সরাসরি এই দুইটি উপায়ে কিস্তিতে মোবাইল কেনার উপায়ের মধ্যে সরাসরি কিস্তিতে কেনা একদম সহজ।
কিস্তিতে মোবাইল কিনতে পারবেন কারা
সাধারণত সকল শ্রেনি পেশার মানুষ কিস্তিতে মোবাইল কিনতে পারবেন। এর মধ্যে হতে পারে ব্যবসায়ী, দোকানদার, বেসরকারি অথবা সরকারি চাকুরিজিবি, ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অন্যান্য সকল শ্রেনি পেশার মানুষ।
অর্থাৎ, প্রয়োজনের ভিত্তিতে যেকেউ উপযুক্ত ডকুমেন্ট দিয়ে কোম্পানির সকল নিয়ম মানতে সম্মত হলে এবং যোগ্য হলে তবেই আপনি কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।
কিস্তিতে মোবাইল কেনার জন্য সর্ব প্রথম মাসিক কিস্তি পরিশোধের জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা আয় বা মেনেজ করতে হবে।
তবেই যেকেউ মোবাইল কোম্পানির শর্ত অনুযায়ী কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।
সরাসরি কিস্তিতে মোবাইল কেনার উপায়
আপনি যে কোম্পানির মোবাইলই কিনেন না কেন আপনাকে মোবাইল কেনার জন্য কোম্পানি ভেদে আলাদা আলাদা নিয়ম অনুযায়ী ২০% থেকে সর্বাধিক ৬০% মূল্য মোবাইল ক্রয়ের সময়েই প্রদান করতে হবে।
আরও সহজ করে বলতে গেলে, আপনি যে মোবাইলটি ক্রয় করবেন সেই মোবাইলটির মোট দামের ২০% থেকে ৬০% টাকা আপনাকে প্রথমেই দিতে হবে।
এখন, আপনার ক্রয় করা মোবাইলের দাম যদি ১০ হাজার টাকা হয় তাহলে ২ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত টাকা প্রথমেই আপনাকে দিতে হবে। বাকি টাকা পরবর্তী ৬ মাস বা ১২ বছরে পরিশোধ করতে হবে।
আরও পড়ুনঃ টেকনো ফোনের দাম
আর কিস্তিতে ফোন বা মোবাইল কেনার জন্য এই সিস্টেমকে ডাউনপেমেন্ট সিস্টেম বলে। এবার সরাসরি কিস্তিতে মোবাইল কেনার জন্য যা যা লাগবেঃ
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- ভোটার আইডি কার্ডের ফটোকপি
- ২ জন সাক্ষী এবং তাদের ভোটার আইডি কার্ডের কপি
কিস্তিতে মোবাইল কেনার জন্য আপনাকে এমন কিছু শো রুম বা দোকান সম্পর্কে জানতে হবে যারা লোকাল ভাবে সরাসরি কিস্তিতে মোবাইল বিক্রি করে।
আমাদের দেশে এমন দুইটি প্রতিষ্ঠান আছে যারা কিস্তিতে সরাসরি মোবাইল বিক্রি করে। প্রতিষ্ঠান দুইটি হচ্ছেঃ
- ওয়ালটন
- সিঙ্গার।
আপনি আপনার নিকটস্থ বাজারেই ওয়ালটন অথবা সিঙ্গারের শো রুম খুজলেই পেয়ে যাবেন।
সেখান থেকে তাদের কাছে মোবাইল সহ যেসব প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট কিস্তিতে কিনতে পারবেন।
এছারাও, আপনার আশপাশের দোকানগুলোতে খোঁজ নিলেই জানতে পারবেন যে, কিছু কিছু দোকান মালিকরাও ক্রেতাদের কথ বিবেচনা করে বা অধিক মুনাফা লাভের আশায় কিস্তিতে মোবাইল বিক্রি করে।
আপনি চাইলেই সেইসব দোকান বা শো রুমে কথা বলে খুব সহজেই লোকাল ভাবে সরাসরি কিস্তিতিতে মোবাইল কিনতে পারবেন খুব সহজেই।
অনলাইনে কিস্তিতে মোবাইল কেনার উপায়
একমাত্র EMI পদ্ধতিতে অনলাইনে কিস্তির মাধ্যমে মোবাইল কিনতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ব্যাংকের একটি ক্রেডিট কার্ড থাকতে হবে।
এবং ওই কার্ডের নাম্বার এবং এক্সেস আপনি যে কোম্পানি থেকে মোবাইল কিনবেন ওদের দিলে প্রতি মাসে আপনার ব্যাংক একাউন্ট থেকে নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হবে।
আপনি আপনার ব্যাংক একাউন্টে টাকা রাখবেন আর সেখান থেকে কোম্পানি নিয়ে নিবেন মোবাইল প্রতিষ্ঠানটি।
তবে, আপনি এই পদ্ধতিতে কিনতে গেলে আপনার ক্রেডিট কার্ড একান্ত দরকার হবে। এটিকে বলা হয় ডিজিটাল পেমেন্ট মেথড।
আরও পড়ুনঃ ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস
এখানে আপনার যে কোনো ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডিবিবিএল কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এলাউ করা হয়ে।
তবে বেশিরভাগ সময়ে শুধু মাত্র ক্রেডিট কার্ড এলাউ করা হয়।
কিস্তিতে অনলাইনে ফোন কিনতে হলে দেশের বিভিন্ন জনপ্রিয় এবং নির্ভর যোগ্য ই কমার্স সাইটে ভিজিট করলেই আপনি তাদের কিস্তির সকল নিয়ম এবং শর্ত জেনে নিতে পারবেন।
আমরা আপনার জানার সুবিধার্থে শুধু মাত্র দেশ সেরা কিছু অনলাইন প্রতিষ্ঠানের নাম বলছি মাত্র।
আপনি এর যেকোনো একটি প্লাটফরম ব্যবহার করে মোবাইল কিনতে পারবেন।
- Daraz,
- Robishop,
- Walcart,
- ajkerdeal
- Grameenphone Online Shop,
এছারাও আরও অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি চাইলেই আপনার ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।
মাস শেষে আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা কেটে নেওয়া হবে। তাই প্রতিষ্ঠানে গিয়ে টাকা প্রদানের কোনো চিন্তা ই থাকছে না।
অনলাইনে কিস্তিতে মোবাইল কেনার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের তথ্য থাকায় সাধারণত আলাদা করে ভোটার আইডি কার্ড চাওয়া হয় না।
তবে, অনেক ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের কথা বলতেও পারে।
কিস্তিতে মোবাইল কেনা সম্পর্কিত FAQS
জি সত্যি ই কিস্তিতে স্মার্ট ফোন কিনতে পাওয়া যায়। কিস্তিতে আপনি সব ধরনের মোবাইল কিনতে পারবেন।
আপনি লোকাল ভাবে কিস্তির মাধ্যমে মোবাইল ফোন কিনতে চাইলে ওয়ালটন শো রুমে চলে যেতে পারেন।
এছাড়া সিঙ্গার বংলাদেশ লিমিটেড ও লোকাল ভাবে কিস্তিতে স্মার্ট মোবাইল ফোন ফোন বিক্রি করে থাকে।
আর ইএমআই মেথডে যেকোনো একটি অনলাইন শপ থেকে নিতে পারেন।
লোকাল ভাবে আপনি অনলাইনে কিস্তিতে অর্ডার করতে পারবেন না।
ইএমআই মেথডে চাইলে আপনি উপরে আমাদের বলা যেকোনো একটি প্রতিষ্ঠানে গিয়ে তাদের ওয়েবসাইট ভিজিট করে দেখেশুনে একটি স্মার্ট ফোন অর্ডার করতে পারবেন তাদের নিয়ম এবং শর্ত মেনে।
এটা খুবই স্বাভাবিক ব্যপার। তবে, বেশ কিছু কোম্পানি আছে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল তাকা পরিশোধ করেন তাহলে বেশি টাকা দেওয়া লাগছে না।
ওয়ালটন মোবাইলগুলো আপনি প্রথম ছয় মাসের মধ্যে কিস্তি পরিশোধ করতে পারলে বাড়তি টাকা লাগবে নাহ।
শিক্ষকদের ক্ষেত্রে এই সুবিধা ১০ মাস এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আত মাস ধয়া হয়।
কিস্তিতে মোবাইল কেনা নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা কিস্তিতে মোবাইল কেনার উপায় সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি এই পোষ্ট থেকে অনলাইনে এবং সরাসরি কিস্তিতে মোবাইল কেনার উপায়, করনীয় এবং নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
মোবাইল সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোষ্ট পড়তে Mobile Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
vai kesti ta amar altar mobile lajba
জি, আপনি কিস্তিতে মোবাইল কিনতে পারবেন। এজন্য আপনি আপনার নিকট তম ওয়ালটন শো রুমে ভোটার আইডি কার্ড আর সামান্য কিছু টাকা নিয়ে যোগাযোগ করুন। ধন্যবাদ।
ভাই আমি একটি কিস্তির মধ্যে মোবাইল কিনতে চাই
জি আপনি কিস্তিতে মোবাইল কিনতে পারবেন। এজন্য আপনাকে আপনার নিকটস্থ অয়ালটন কিংবা সিঙ্গার এর শো রুমে যোগাযোগ করতে হবে।
আপনি যে মোবাইলটি কিনবেন সেই মোবাইলের মোট টাকার নির্দিষ্ট একটি অংশ নগদ দিয়ে বাকি টাকা কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।
এক্ষেত্রে সকল সিদ্ধান্ত ওই শো রুমের ম্যানেজার নিবেন।
আশা করছি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।