Last Updated on 8 months by Shaikh Mainul Islam
একজন পরীক্ষার্থীর পরীক্ষা যতটা ভালো হয় ফলাফল ততটা সন্তোষজনক না হলেই হতাশ হয়ে যায়। কিন্তু আশাজনক ফলাফল না হলে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ থাকে। তাই আজকে আমরা জানবো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় । online board challange” এ।
আজকের পোষ্টে আমরা জানবো, বোর্ড চ্যালেঞ্জ কি, কি কি কারণে বোর্ড চ্যালেঞ্জ করা হয়, কি কি লাগে বোর্ড চ্যালেঞ্জ করতে, কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়? এবং বোর্ড চ্যালেঞ্জ বিষয়ে বিস্তারিত।
বোর্ড চ্যালেঞ্জ কি?
বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণ হচ্ছে, কোনো বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীর রেজাল্ট এক বা একাধিক বিষয়ে ফেল বা অকৃতকার্য অথবা আশানুরুপ ফল না হলে শিক্ষা বোর্ডকে উক্ত খাতাটি পুনরায় চেক করে দেখার জন্য আবেদন করাকে বোঝায়।
আরও সহজ ভাবে বললে, ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরীক্ষা অনুযায়ী রেজাল্ট ভালো হয়নি, অথবা অনেক ভালো পরীক্ষা দিয়েছেন তবুও ফেল করছেন।
এবার আপনি বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড আপনার খাতাটি পুণরায় চেক করে আবারো ফলাফল প্রকাশ করবে।
উল্লেখযোগ্য যেসব কারণে বোর্ড চ্যালেঞ্জ করা হয় তা হচ্ছেঃ
- A+ কিংবা গোল্ডেন মিস হলে
- খুব ভালো পরীক্ষা দিয়েও ফেল করলে
- আশানুরূপ ফলাফল না হলে বোর্ড চ্যালেঞ্জ করা যায়
আপনি উপরের যেকোনো এক বা একাধিক কারণ সহ আপনার রেজাল্ট পরবর্তী নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।
বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা দেখা হয় কিভাবে
অনেকের ধারণা এমন যে, বোর্ড চ্যালেঞ্জ করলে বুঝি খাতাটি আবার নতুন করে দ্বিতীয় কোনও শিক্ষক দেখেন। তবে এমন ধারণা কিন্তু একদমই ভুল।
রেজাল্ট পাবলিশের পরে নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করলে সেই খাতাগুলি পুনরায় দেখা হয় না।
আরও পড়ুনঃ কিভাবে ssc রেজাল্ট দেখবো ২০২৪ (নাম্বার সহ মার্কশীট)
বোর্ড চ্যালেঞ্জ করলে যেসব বিষয়ে মুলত পুনর্বিবেচনা করা হয় তা হচ্ছেঃ
- সকল প্রশ্নের উত্তরে মার্কস দেওয়া হয়েছে কি না
- খাতার সকল মার্কস সঠিক ভাবে যোগ করা হয়েছে কি না
- খাতার প্রাপ্ত মার্কস শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে কি না
- বোর্ডে পাঠানো নাম্বার প্রকাশ করা হয়েছে কি না সঠিকভাবে
বোর্ড চ্যালেঞ্জ করলে এর বাহিরে কোনো কিছু দেখা হয় না একটি খাতার। তবে অনেক সময় অফিসিয়াল নির্দেশনার বাহিরে গিয়ে স্যাররা চাইলে ১ বা ২ মার্কস বাড়িয়ে রেজাল্টে পরিবর্তন আনতে পারেন।
তবে, এটা শুধু মাত্র পাশ ফেল এর সময়ে বিবেচনা করা হয়ে থাকে। তাও সব ক্ষেত্রে না। এর কারণ বোর্ড এর নির্দেশনা বহির্ভূত কাজ এটি।
অন্যদিকে সবথেকে ভালো বিষয় হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জ করলে কখনো নাম্বার কমানো হয় না। অর্থাৎ, খাতা আবারো পর্যবেক্ষণ করলে যদি দেখে ভুলে আপনাকে বেশি দেওয়া হয়েছে। তবুও নাম্বার কমানো হবে না।
এজন্য রেজাল্ট পরিবর্তন করার ক্ষেত্রে রেজাল্ট কমার বা নাম্বার কমার ভয় বা আশংকা না থাকায় নির্দ্বিধায় বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করতে পারবেন।
বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কি কি লাগে
সবকিছুর মতো বোর্ড চ্যালেঞ্জ করার ক্ষেত্রেও বোর্ড থেকে দেওয়া নিয়ম মানতে হয়।
রেজাল্ট প্রকাশের পরপর বোর্ড থেকে বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে করনীয় এবং সময়সীমা জানিয়ে দেওয়া হয়।
বোর্ড চ্যালেঞ্জ করতে যেসব বিষয় লাগেঃ
আরও পড়ুনঃ এসএসসি রেজাল্ট চেক (Number with marksheet)
যে সব শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করতে চান তার
- বোর্ডের নাম,
- রোল নাম্বার,
- যেসব বিষয়ে আবেদন করবেন তার সাবজেক্ট কোড,
- শিক্ষার্থীর নিজস্ব সচল মোবাইল নাম্বার,
- বোর্ড থেকে নির্ধারণ করা ফি (প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী নির্ধারিত)
- ব্যালেন্স থাকা টেলিটক সিম (যদি নিজে করতে চান)
বোর্ড চ্যালেঞ্জ ফি বাবদ প্রত্যেক বছর বিষয় প্রতি ১৫০ টাকা ধার্য করা হয়। এবার আপনি কোন কোন সাবজেক্ট এর কয় পেপারে আবেদন করবেন সেই কয়গুন ১৫০ টাকা আপনাকে দিতে হবে।
আমাদের থেকে এসএসসি রেজাল্ট বের করার উপায়
শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা শিক্ষার্থীর এসএসসি রেজাল্ট বের করে দিয়ে থাকি। আর এর পুরোটা আপনি অনলাইনে ঘরে বসে করতে পারবেন।
আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করতে চাইলে নিচের যেকোনো একটি মাধ্যমে যোগাযোগ করুন।
আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখা এবং রেজাল্ট পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করতে নিচে যোগাযোগ করুন
Facebook Page: Dainikkantha
Whatsapp: 01752808514 (Personal Bkash+Nagad)
আমাদের মাধ্যমে রেজাল্ট বের করতে হলে নিচের স্টেপগুলি ফলো করুনঃ
আপনার বোর্ড নাম, রোল, রেজিষ্ট্রেশন নাম্বার এবং পরীক্ষা সাল লিখে মেসেজ করুন। এবং উপরোক্ত নাম্বারে ২০ টাকা সেন্ড মানি করে লাস্ট ৪ সংখ্যা বলুন।
উল্লেখ্য যে আমাদের মাধ্যমে নাম্বার সহ মার্কশিট বের করার জন্য ২০ টাকা এবং বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সাবজেক্ট প্রতি ৫০ টাকা চার্জ প্রযোজ্য।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
2024 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। বোর্ড চ্যালেঞ্জ এর নোটিশ ও দিয়েছে শিক্ষাবোর্ডগুলো। দেখে নেওয়া যাক ২০২৪ সালের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম এর নোটিশঃ
আরও পড়ুন: বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪
২০২৪ সালের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন এর সময় ১৩ মে থেকে ১৯ মে ২০২৪ পর্যন্ত।
আপনার পরীক্ষা ভালো হলে অবশ্যই ফলাফল চেঞ্জ হবে এবং ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে।
এবার তাহলে চলুন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ জেনে নেওয়া যাক।
- টেলিটক সিম থেকে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিন।
- শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর বড় হাতে লিখে স্পেস দিন।
- শিক্ষার্থীর বোর্ড পরীক্ষার রোল নাম্বার লিখে স্পেস দিন।
- যেসব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেসব বিষয়ের সাবজেক্ট কোড লিখুন।
- একাধিক সাবজেক্ট হলে (,) দিয়ে দিয়ে সবগুলি বিষয়ের সাবজেক্ট কোড লিখুন।
- মেসেজটি চেক করে দেখুন সব ঠিক আছে কি না দেখে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিন।
উপরের নিয়ম অনুযায়ী একটি মেসেজ সেন্ড করার পরে টেলিটক সিমেই একটি ফিরতি এসএমএস আসবে।
সেখানে এই আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে এবং এই আবেদন করতে সম্মত আছেন কি না তা জানতে চেয়ে একটি গোপন পিন বা কোড দেওয়া হবে।
আরও পড়ুনঃ SSC Result Check 2024 with Marksheet
আপনি যদি আবেদন করতে আগ্রহী থাকেন এবং বোর্ড চ্যালেঞ্জ আবেদন নিশ্চিত করতে চান তাহলে ফিরতি আবার আরেকটি এসএমএস পাঠাতে হবে।
এক্ষেত্রে দ্বিতীয় বার টেলিটক সিম থেকে আবার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবেঃ
- মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিন।
- এরপর Yes লিখে স্পেস দিন।
- এরপর ফিরতি এসএমএস এ আসা গোপন PIN নাম্বার টি লিখে স্পেস দিন।
- এরপর আপনার ব্যক্তিগত যেকোনো একটি সচল মোবাইল নাম্বার দিন।
- এবার মেসেজটি চেক করে সঠিক ভাবে সব লিখছেন কি না তা দেখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
এভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। যে নাম্বারটি আপনি দ্বিতীয় মেসেজে দিয়েছেন সেই সিমে একটি কনফার্মেশন মেসেজ গেছে। যেখানে বলা হয়েছে আপনার বোর্ড চ্যালেঞ্জ এর আবেদনটি সঠিক ভাবে সম্পন্ন হয়েছে।
কিভাবে করবেন এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ
বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনি তিনটি উপায় অবলম্বন করতে পারেনঃ
- নিজে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারেন
- কম্পিউটারের দোকানে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারেন।
- আমাদের কাছ থেকে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারেন।
এক্ষেত্রে আপনি নিজে করলে ভালো। কিন্তু এজন্য আপনার টেলিটক সিম থাকা লাগবে। আবার, বিগত দিনে দেখা গেছে অনেকেই নিজে নিজে করতে গিয়ে ভুল কর বসছে। পরে আর আবেদন ই করতে পারেনি।
আবার কম্পিউটারের দোকান থেকে করতে গেলে আপনার কাছ থেকে বোর্ড চ্যালেঞ্জ ফি এর বাহিরে আবেদন চার্জ বাবদ প্রত্যেক সাবজেক্ট প্রতি ৫০/ ১০০ টাকা নিবেন।
বাহিরের কম্পিউটারের দোকানগুলিতে বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রতি সাবজেক্টে ১০০ টাকা করে নিয়ে থাকে। তবে আপনি চাইলে আমাদের মাধ্যমে ৫০ টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারেন।
এছারা অনেকগুলি বিষয়ে করলে নির্দিষ্ট একটি ডিস্কাউন্ট তো আছেই। আর আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করলে তা হবে নির্ভুল, এবং দ্রুত।
আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করাতে চাইলে নিচে উল্লেখিত তথ্য সমূহ আমাদের Facebook অথবা WhatsApp এ পাঠিয়ে দিবেন।
- শিক্ষার্থীর বোর্ড নাম,
- রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার,
- বোর্ড চ্যালেঞ্জ করতে আগ্রহী সাবজেক্ট সমূহের কোড
- শিক্ষার্থীর সচল মোবাইল
উপরের তথ্যগুলি আমাদের টিমকে দিন। আমাদের টীম খুব কম সময়ের মধ্যে আপনার সাথে যোগাযোগ করে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি সম্পন্ন করে দিবেন।
আমাদের সাথে যোগাযোগের জন্য নিচের মাধ্যমগুলি ব্যবহার করুনঃ
- Facebook: Dainikkantha
- WhatsApp: 01752808514
- Website Contact form: Contact
বিঃদ্রঃ বোর্ড চ্যালেঞ্জের যাবতীয় ফি শুধু মাত্র নগদ/ বিকাশ এবং ইসলামী ব্যাংক এর মাধ্যমে গ্রহণ করা হয়।
বোর্ড চ্যালেঞ্জ করলে কি পাশ দেওয়া হয়
না, বোর্ড চ্যালেঞ্জ করলেই পাশ করিয়ে দেওয়া হয় না। এমনকি দ্বিতীয় বার খাতা দেখাও হয় না।
শুধু মাত্র খাতার সব লেখায় মার্কস দেওয়া হয়েছে কি না, মার্কস যোগ সঠিক আছে কি না এসব দেখা হয়।
আমাদের মধ্যে থাকা অনেকের ভুল ধারনা যে, বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো পাশ করিয়ে দেওয়া হয়।
কিন্তু বিষয়টা একদম ই এমন না। তবে, পরীক্ষা ভালো হলে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হয়ে আসেবে।
আর সব থেকে ভালো বিষয় এই যে, বোর্ড চ্যালেঞ্জ করলে কখনো মার্কস কমানো হয় না।
online board challange bd নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জেনেছি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় এবং online board challange bd 2023 কিভাবে করাতে পারবেন সে বিষয়ে বিস্তারিত।
আশা করছি এই পোষ্ট থেকে বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত সবকিছু খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছি।
এরপরেও বোর্ড চ্যালেঞ্জ কিনবা এই সম্পর্কিত আমাদের অন্যান্য আরও সকল পোষ্ট পড়তে Education Category ভিজিট করুন।
নিয়মিত সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
5 thoughts on “কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় । online board challange”