Last Updated on 6 months by Shaikh Mainul Islam
বিশ্বের অন্যতম ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট আইপিএল যেটা ভারতে অনুষ্ঠিত হয়। আইপিএল ২০২৩ এ দশটি দল অংশগ্রহণ করবেন। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স যে দলটি কেকেআর নামে পরিচিত এই দলটি অনেক জনপ্রিয় একটি দল। কলকাতা আইপিএল টিম ২০২৩ সম্পর্কে জেনে নিন।
২০১৩ এবং ২০১৪ আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স আইপিএল কাপ জয় লাভ করে। দুই বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৩ এর জন্য খুব শক্তিশালি দল তৈরি করেছেন। বিভিন্ন দেশে সাফল্যের সাথে ফ্রাঞ্চাইজি খেলা বাঘা বাঘা ক্রিকেটারদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
আজকের পোষ্টে আমরা কলকাতা আইপিএল টিম ২০২৩ এর তালিকা দেখবো। দেখবো kolkata knight riders retained players 2023 এর তালিকা। আইপিএল ২০২৩ এ কলকাতা নাইট রাইডার্স এর ১০ টি ম্যাচ কখন কোথায় কখন অনুষ্ঠিত হবে তা দেখবো। এছাড়া কলকাতা রাইডার্স সম্পর্কিত আইপিএল ২০২৩ এর সকল তথ্য জানবো একটি পোস্টের মধ্য দিয়ে।
আইপিএল কলকাতা টিম ২০২৩ । KKR player list 2023
- Shardul Thakur (India) – বলার। বয়স ৩১।
- Andre Russell (West Indies) – বলিং অলরাউন্ডার। বয়স ৩৪।
- Venkatesh Iyer (India) – ব্যাটিং অলরাউন্ডার। বয়স ২৮।
- Rinku Singh (India) – ব্যাটসম্যান। বয়স ২৫ বছর।
- Sunil Narine (West Indies) – বলার। বয়স ৩৪।
- Harshit Rana (India) – বলার। বয়স ২১।
- Nitish Rana (India) – ব্যাটসম্যান। বয়স ২৯।
- Rahmanullah Gurbaz (afghanistan) – উইকেট কিপার, ব্যাটসম্যান। বয়স ২১।
- Shreyas Iyer (India) – ব্যাটসম্যান। বয়স ২৮।
- Tim Southee (new zealand) – বলার। বয়স ৩৪।
- Litton Das (Bangladesh) – উইকেট কিপার, ব্যাটসম্যান। বয়স ২৮।
- Varun Chakravarthy (India) – বলার। বয়স ৩১।
- Shakib Al Hasan (Bangladesh) – ব্যাটিং অলরাউন্ডার। বয়স ৩৫।
- Lockie Ferguson (new zealand) – বলার। বয়স ৩১।
- Umesh Yadav (India) – বলার। বয়স ৩৫।
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ)
এই ১৫ জনকে নিয়ে কলকাতা রাইডার্স তাদের এবারের আইপিএল ২০২৩ এর দল সাজিয়েছে। অ্যান্ডে রাসেল, শুনিল নারাইন, সাকিব আল হাসানের মতো তারকা প্লেয়ার নিয়ে কেকেআর এর এবারের দলটি অনেক সামঞ্জস্যপূর্ণ।
কলকাতা আইপিএল টিম ২০২৩ এর প্রত্যেকটি প্লেয়ার খুব ভালো ভাবে দলকে জিতিয়ে আনতে জানে। সব্দিক বিবেচনা করে বলা যায়, এবছর কলকাতা নাইট রাইডার্স তৃতীয় বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেই পারে।
আইপিএল ২০২৩ এ কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ সমূহ
আইপিএল ২০২৩ এর এবারের আসরে মত ১০ টি দল অংশগ্রহণ করবে। প্রত্যেকটি দল ৭ টি করে খেলা পাবে। মত ৭০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের সেরা ১২ টি স্টেডিয়ামে এই ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা কলকাতা আইপিএল টিম ২০২৩ সম্পর্কে বিস্তারিত জেনেছি।
জেনেছি কোন কোন দেশের কোন কোন প্লেয়ার খেলবে এবারের কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএল ২০২৩।
আশা করছি কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় 2023 সম্পর্কে জানতে পেরেছেন।
এছাড়াও আইপিএল ২০২৩ এর খেলা শুরু হওয়ার পর থেকে আমাদের ওয়েবসাইটে পয়েন্ট টেবিল দেখতে পাবেন। দেখতে পাবেন প্রত্যেক ম্যাচের খেলার আপডেট।
আশা করছি এই পোস্টটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন।
এছাড়াও আইপিএল এবং সকল খেলাধুলা সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে আমাদের খেলাধুলা ক্যাটাগরি ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল ব্লগ পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
2 thoughts on “কলকাতা আইপিএল টিম ২০২৩ (team squad, schedule, point table)”