Last Updated on 8 months by Shaikh Mainul Islam
ক্রিকেট প্রেমীদের অনেকে ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে সে সম্পর্কে সঠিক তথ্য জানতে চান। আজকে ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে সে বিষয়ে বিস্তারিত সকল তথ্য জানবো।
প্রতি চার বছর পরপর ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অধীনে ওয়ানডে স্বীকৃত দেশগুলো নিয়ে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা হয়। ১৯৭৫ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ১৩ টি ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি।
আরও পড়ুনঃ বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান । সব ম্যাচের হিসাব (আপডেট সহ)
আজকের পোষ্টে আমরা জানবো কোন দেশ কতবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। এবং কোন দেশ কতবার ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল খেলেছে। চলুন ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে শিরোনামে বিস্তারিত সব জেনে নেওয়া যাক।
কোন দেশ কতবার ওয়ানডে বিশ্বকাপ নিয়েছে
১৯৭৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৩ টি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় যার মধ্যে ৬ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অস্ট্রেলিয়া ক্রিকেট টীম। ওয়ানডে বিশ্বকাপ জয়ের হিসাবে দুইবার চ্যাম্পিয়ন হয়ে একই অবস্থানে আছে ভারত এবং ওয়েস্টইন্ডিজ ক্রিকেট টীম। এছাড়া একবার করে ওয়ানডে বিশ্বকাপ অর্জন করে ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
চলুন নিচের চার্ট থেকে বিশ্বকাপ আয়জনের সাল, বিজয়ী দল এবং রানার্স আপ দল দেখে
সাল | ফাইনালে দুই দল | জয়ী দল |
---|---|---|
১৯৭৫ | ওয়েস্টইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া | ওয়েস্টইন্ডিজ (৯২ রানে বিজয়ী) |
১৯৭৯ | ওয়েস্টইন্ডিজ বনাম ইংল্যান্ড | ওয়েস্টইন্ডিজ (৯২ রানে বিজয়ী) |
১৯৮৩ | ভারত বনাম ওয়েস্টইন্ডিজ | ভারত (৪৩ রানে বিজয়ী) |
১৯৮৭ | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | অস্ট্রেলিয়া (৭ রানে জয়ী) |
১৯৯২ | পাকিস্তান বনাম ইংল্যান্ড | পাকিস্তান (২২ রানে জয়ী) |
১৯৯৬ | শ্রীলংকা বনাম অস্ট্রেলিয়া | শ্রীলংকা (৭ ইউকেটে জয়ী) |
১৯৯৯ | অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান | অস্ট্রেলিয়া (৮ উইকেটে জয়ী) |
২০০৩ | অস্ট্রেলিয়া বনাম ভারত | অস্ট্রেলিয়া (১২৫ রানে জয়ী) |
২০০৭ | অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা | অস্ট্রেলিয়া (৫৩ রানে জয়ী) |
২০১১ | ভারত বনাম শ্রীলংকা | ভারত (৬ উইকেটে জয়ী) |
২০১৫ | অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া (৭ ইউকেটে জয়ী) |
২০১৯ | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | ইংল্যান্ড (রান সমান,মোট বাউন্ডারি হিসাব) |
২০২৩ | অস্ট্রেলিয়া বনাম ভারত | অস্ট্রেলিয়া (৪২ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ী) |
উপরের চার্ট থেকে স্পষ্ট জানা গেলো কোন দেশ কত সালে ওয়ানডে বিশ্বকাপ নিয়েছে। এক্ষণ আমরা ওয়ানডে বিশ্বকাপ সম্পর্কে আরও কিছু তথ্য জানবো।
আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিকবার জয়ী দল সমূহ
এবার সর্বাধিক বার ওয়ানডে বিশ্বকাপ পাওয়া দলের একটি চার্ট দেখবো। নিচের চার্ট থেকে সর্বাধিক বার ওয়ানডে বিশ্বকাপের দলগুলো দেখে নেওয়া যাক।
দল | বিজয়ী সংখ্যা | সাল |
---|---|---|
অস্ট্রেলিয়া | ৬ বার | ১৯৮৭,১৯৯৯,২০০৩, ২০০৭, ২০১৫, ২০২৩ |
ওয়েস্টইন্ডিজ | ২ বার | ১৯৭৫, ১৯৭৯ |
ভারত | ২ বার | ১৯৮৩, ২০১১ |
ইংল্যান্ড | ১ বার | ২০১৯ |
পাকিস্তান | ১ বার | ১৯৯২ |
শ্রীলংকা | ১ বার | ১৯৯৬ |
আশা করছি এতক্ষণে ওয়ানডে বিশ্বকাপ কে কতবার জিতেছে তা সম্পূর্ণ জানতে পারছেন। এখন ওয়ানডে বিশ্বকাপ সম্পর্কিত আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
আইসিসি ওয়ানডে রেংকিং
সর্বশেষ ২০২২ সালের ৭ ডিসেম্বরের ওয়ানডে রেংকিং এর তথ্য অনুযায়ী বর্তমানে ওয়ানডে রেংকিং এ প্রথমে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুনঃ ফিফা বিশ্বকাপ ২০২৪ সময়সূচি
নিচের চার্ট থেকে আইসিসি ওয়ানডে রেংকিং এর সর্বশেষ তালিকা দেখে নেওয়া যাক।
পজিশন | দল | রেটিং |
---|---|---|
১ | ইন্ডিয়া | ১২২ |
২ | অস্ট্রেলিয়া | ১১৬ |
৩ | পাকিস্তান | ১১৫ |
৪ | নিউজিল্যান্ড | ১০৪ |
৫ | ইংল্যান্ড | ১০১ |
৬ | সাউথ আফ্রিকা | ১০১ |
৭ | বাংলাদেশ | ৯৮ |
৮ | শ্রীলংকা | ৮৫ |
৯ | আফগানিস্তান | ৮২ |
১০ | ওয়েস্টইন্ডিজ | ৭৯ |
১১ | জিম্বাবুয়ে | ৫৭ |
১২ | স্কটল্যান্ড | ৪৮ |
১৩ | আয়ারল্যান্ড | ৪০ |
১৪ | নেপাল | ৩৫ |
১৫ | নেদ্যারল্যান্ড | ৩৪ |
১৬ | যুক্তরাষ্ট্র | ২৯ |
১৭ | নামিবিয়া | ২৯ |
১৮ | ওমান | ২৫ |
১৯ | ইউএই | ১৪ |
২০ | পাপুয়ানুগিনি | ০৪ |
এতক্ষণে আমরা আইসিসি ওয়ানডে রেংকিং সম্পর্কে জানলাম। আশা করছি আইসিসি ওয়ানডে রেংকিং জানা নিয়ে আর কোনো সমস্যা নাই। এবার আমরা ওয়ানডে বিশ্বকাপ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর জানবো।
আরও পড়ুনঃ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট
ওয়ানডে বিশ্বকাপ সম্পর্কিত প্রশ্ন উত্তর । FAQS
ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশ সপ্তম।
ভারত ওয়ানডে র্যাঙ্কিং এ চতুর্থ।
আগস্ট ২০০৬ এ জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে সাকিবের অভিষেক হয়।
১৯৭৫ সালে ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়। প্রতি চার বছর পরপর আইসিসি থেকে আয়োজন করা হয় ওয়ানডে বিশ্বকাপ।
১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি থেকে ওয়ানডে সদস্য স্ট্যাটাস লাভ করে।
অস্ট্রেলিয়া ৬ বার ওয়ানডে বিশ্বকাপ জয়লাভ করছে।
ভারত মোট ২ বার বিশ্বকাপ জয়লাভ করছে। (১৯৮৩, ২০১১)
ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে ব্লগের সর্বশেষ
আজকের পোষ্টে আমরা ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে সে বিষয়ে স্পষ্ট জানতে পেরেছেন। এছাড়াও জেনেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি। জেনেছি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং সম্পর্কে বিস্তারিত।
আরও পড়ুনঃ কে কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে
আজকের ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে পোস্টটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।
আরও পড়ুনঃ ব্যালন ডি অর কে কতবার পেয়েছে (আপডেট সহ)
খেলাধুলা সম্পর্কিত সকল আর্টিকেল পড়তে আমাদেরCricket Category ভিজিট করুন।
এছাড়া সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Daiinikkantha এ।
সব জানতে পারলাম।
ধন্যবাদ ভাইয়া।
Very Nice