এশিয়া মহাদেশের দেশগুলোর নাম | এশিয়া মহাদেশ সম্পর্কে সকল তথ্য

Last Updated on 12 months by Shaikh Mainul Islam

৪৯ টি দেশ নিয়ে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন ৪,৪৫,৭৯,০০০ বর্গ কিমি বা ১,৭১,৩৯,৪৪৫ মাইল। এশিয়া মহাদেশের দেশগুলোর নাম এবং এশিয়া মহাদেশ সম্পর্কে অনেকে জানতে চান।

প্রিয় পাঠক স্বাগত আমাদের আজকের পোস্ট “এশিয়া মহাদেশের দেশগুলোর নাম এবং এশিয়া মহাদেশের সকল তথ্য” এ। এই পোষ্টে থাকছে এশিয়া মহাদেশের দেশগুলোর নাম দেশগুলোর রাজধানীর নাম সহ এশিয়া মহাদেশের সকল গুরুত্বপূর্ণ তথ্য।

আজকের পোষ্টে আমরা জানবো, এশিয়া মহাদেশের দেশগুলোর নাম দেশগুলোর রাজধানীর নাম, এশিয়া মহাদেশের আয়তন, জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা সহ সকল বিষয়ে। এশিয়া মহাদেশের সকল তথ্য জানতে সম্পূর্ণ পোষ্টটি পড়ুন।

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম

বর্তমানে এশিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্র আছে ৪৯ টি। অর্থাৎ ৪৯ টি স্বাধীন দেশ নিয়ে এশিয়া মহাদেশ গঠিত। অর্থাৎ এশিয়া মহাদেশের স্বাধীন ও সার্বভৌম দেশের সংখ্যা ৪৯ টি।

চলুন এশিয়া মহাদেশের দেশ কয়টির নাম, রাজধানীর নাম, আয়তন এবং জনসংখ্যা জেনে নেওয়া যাক।

দেশরাজধানীআয়তনজনসংখ্যা
আফগানিস্তানকাবুল৬,৫২,২৩০ কিমি৩,০৪,১৯,৯২৮
আর্মেনিয়াইয়েরেভান২৯,৭৪৩ কিমি২৯,৭০,৪৯৫
আজারবাইজানবাকু৮৬,৬০০ কিমি৯৪,৯৩,৬০০
বাহরাইনমানামা৭৬০ কিমি১২,৪৮,৩৪৮
বাংলাদেশঢাকা১,৪৭,৬১০ বর্গ কিমি১৬,১০,৮৩,৮০৪
ভুটানথিম্ফু৩৮,৩৯৪ বর্গ কিমি৭,১৬,৮৯৬
ব্রুনাইবন্দর সেরি
বেগাওয়ান
৫,৭৬৫ বর্গ কিমি৪,০৮,৭৮৬
কম্বোডিয়ানমপেন১,৮১,০৩৫ বর্গ কিমি১,৪৯,৫২,৬৬৫
চিনবেইজিং৯৫,৯৬,৯৬১ বর্গ কিমি১৩৪,৩২,৩৯,৯২৩
সাইপ্রাসনিকোসিয়া৯,২৫১ বর্গ কিমি১১,৩৮,০৭১
পূর্ব তিমুরদিলি১৪,৮৭৪ বর্গ কিমি১১,৪৩,৬৬৭
জর্জিয়াতিবি‌লিসি৬৯,৭০০ বর্গ কিমি৪৫,৭০,৯৩৪
ভারতনতুন দিল্লি৩২,৮৭,২৬৩ বর্গ কিমি১২০,৫০,৭৩,৬১২
ইন্দ্রনেশিয়াজাকার্তা১৯,০৪,৫৬৯ বর্গ কিমি২৪,৮৬,৪৫,০০৮
ইরানতেহরান১৬,৪৮,১৯৫ বর্গ কিমি৭,৮৮,৬৮,৭১১
ইরাকবাগদাদ৪,৩৮,৩১৭ বর্গ কিমি৩,১১,২৯,২২৫
ইসরায়েলজেরুসালেম২০,৭৭০ বর্গ কিমি৭৫,৯০,৭৫৮
জাপানটোকিও৩,৭৭,৯১৫ বর্গ কিমি১২,৭৩,৬৮,০৮৮
জর্ডানআম্মান৮৯,৩৪২ বর্গ কিমি৬৫,০৮,৮৮৭
কাজাখস্তানআস্তানা২৭,২৪,৯০০ বর্গ কিমি১,৭৫,২২,০১০
উত্তর কোরিয়াপিয়ং ইয়াং১,২০,৫৩৮ বর্গ কিমি২,৪৫,৮৯,১২২
দক্ষিণ কোরিয়াসিউল৯৯,৭২০ বর্গ কিমি৪,৮৮,৬০,৫০০
কুয়েতকুয়েত সিটি১৭,৮১৮ বর্গ কিমি২৬,৪৬,৩১৪
কিরগিজিস্তানবিশকেক১,৯৯,৯৫১ বর্গ কিমি৫৪,৯৬,৭৩৭
লাওসভিয়েনতিয়েন২,৩৬,৮০০ বর্গ কিমি৬৫,৮৬,২৬৬
লেবাননবৈরুত১০,৪০০ বর্গ কিমি৪১,৪০,২৮৯
মালয়েশিয়াকুয়ালালামপুর৩,২৯,৮৪৭ বর্গ কিমি২,৯১,৭৯,৯৫২
মালদ্বীপমালে২৯৮ বর্গ কিমি৩,৯৪,৪৫১
মঙ্গোলিয়া উলানবাটর১৫,৬৪,১১৬ বর্গ কিমি৩১,৭৯,৯৯৭
মিয়ানমারনেপিডো৬,৭৬,৫৭৮ বর্গ কিমি৫,৪৫,৮৪,৬৫০
নেপালকাঠমান্ডু১,৪৭,১৮১ বর্গ কিমি২,৯৮,৯০,৬৮৬
ওমানমাস্কাট৩,০৯,৫০০ বর্গ কিমি৩০,৯০,১৫০
পাকিস্তানইসলামাবাদ৭,৯৬,০৯৫ বর্গ কিমি১৯,০২,৯১,১২৯
ফিলিস্তানজেরুসালেম৬,২২০ বর্গ কিমি৪২,২৫,৭১০
ফিলিপাইনম্যানিলা৩,০০,০০০ বর্গ কিমি১০,৩৭,৭৫,০০২
কাতারদোহা১১,৫৮৬ বর্গ কিমি১৯,৫১,৫৯১
রাশিয়ামস্কো১,৭০,৯৮,২৪২ বর্গ কিমি১৪,২৫,১৭,৬৭০
সৌদি আরবরিয়াদ২১,৪৯,৬৯০ বর্গ কিমি২,৬৫,৩৪,৫০৪
সিঙ্গাপুরসিঙ্গাপুর৬৯৭ বর্গ কিমি৫৩,৫৩,৪৯৪
শ্রীলঙ্কাশ্রী জয়াবর্ধনপুর
কোট
৬৫,৬১০ বর্গ কিমি২,১৪,৮১,৩৩৪
সিরিয়াদামেস্ক১,৮৫,১৮০ বর্গ কিমি২,২৫,৩০,৭৪৬
তাজিকিস্তানদামেস্ক১,৪৩,১০০ বর্গ কিমি৭৭,৬৮,৩৮৫
থাইল্যান্ডদামেস্ক৫,১৩,১২০ বর্গ কিমি৬,৭০,৯১,০৮৯
তুরস্কআঙ্কারা৭,৮৩,৫৬২ বর্গ কিমি৭,৯৭,৪৯,৪৬১
তুরকমেনিস্তানআশগাবাত৪,৮৮,১০০ বর্গ কিমি৫০,৫৪,৮২৮
সংযুক্ত আরব
আমিরাত
আবুধাবি৮৩,৬০০ বর্গ কিমি৫৩,১৪,৩১৭
উজবেকিস্তানতাশখন্দ৪,৪৭,৪০০ বর্গ কিমি২,৮৩,৯৪,১৮০
ভিয়েতনামহ্যানয়৩,৩১,২১০ বর্গ কিমি৯,১৫,১৯,২৮৯
ইয়েমেনসানা৫,২৭,৯৬৮ বর্গ কিমি২,৪৭,৭১,৮০৯
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম

প্রিয় পাঠক, উপরের ছকে এশিয়া মহাদেশের সকল দেশ তথা ৪৯ টি স্বাধীন দেশের নাম, রাজধানীর নাম এবং জনসংখ্যা এর তথ্য জানতে পারলাম।

প্রিয় পাঠক, উপরের ছকে এশিয়া মহাদেশের সকল দেশ তথা ৪৯ টি স্বাধীন দেশের নাম, রাজধানীর নাম এবং জনসংখ্যা এর তথ্য জানতে পারলাম।

এশিয়া মহাদেশের পরিচিতি

মোট ৭ টি মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ সর্ববৃহৎ মহাদেশ হিসেবে স্বীকৃত। বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে ৪৯ টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে। সর্বশেষ এশিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত হয় পূর্ব তিমুর।

এশিয়া মহাদেশে প্রায় ৪৫৬ কোটি লোক বসবাস করে  যা পৃথিবীর ৬০ ভাগ জনসংখ্যারও বেশি।

আরও পড়ুনঃ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি । প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে

আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম দেশ চীন। এবং আয়তনের দিক থেকে এশিয়ার সবথেকে খুদ্র দেশ মালদ্বীপ।

বিশ্বের বৃহত্তম সাগর এশিয়া মহাদেশের চীন দেশের দক্ষিণ চীন সাগর। একই সাথে এশিয়ার গভীরতম হ্রদের মালিক এশিয়া মহাদেশ।

এশিয়া মহাদেশ সম্পর্কিত FAQS

এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে?

মহাদেশে সর্বশেষ ৪৯ টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আছে। উপরের ছক থেকে দেশগুলির নাম জেনে নিতে পারেন।

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?

এশিয়া মহাদেশের মধ্যে আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকে চীন বড়।

Asia সবচেয়ে ধনী দেশ কোনটি?

এশিয়ার সবচেয়ে ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত।

এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?

Asia এর দীর্ঘতম নদী হচ্ছে চীনের ইয়াংজি নদী।

এশিয়া মহাদেশে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি?

পূর্ব তিমুর এশিয়া মহাদেশে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র।

পৃথিবীর মোট ভুমির কত ভাগ ভুমি এশিয়া মহাদেশের মধ্যে?

পৃথিবীর মোট ভুমির তিন ভাগের এক ভাগ এশিয়া মহাদেশের মধ্যে অন্তর্গত।

এশিয়া মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

এশিয়া মহাদেশকে ৬ ভাগে ভাগ করা হয়েছেঃ

দক্ষিণ এশিয়া দক্ষিণ 
দক্ষিণ পূর্ব এশিয়া 
পূর্ব এশিয়া
পশ্চিম এশিয়া
উত্তর-পশ্চিম এশিয়া
মধ্য এশিয়া 

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা এশিয়া মহাদেশের দেশগুলোর নাম, রাজধানীর নাম, আয়তন এবং জনসংখ্যা জেনেছি।

আশা করছি এশিয়া মহাদেশ সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন।

এরপরেও এশিয়া মহাদেশ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। ভিজিট করুন আমাদের আন্তর্জাতিক ক্যাটাগরিতে।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.