এশিয়া কাপ 2022 সময়সূচী । Asia cup 2022 schedule

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

আমাদের এশিয়ার মধ্যে ক্রিকেট প্রেমিক, ক্রিকেট প্রিয়, ক্রিকেট পাগল মানুষদের কাছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অত্যন্ত উত্তেজনার আকর্ষণীয় টুর্নামেন্ট। প্রতি এক বছর পর পর এশিয়া মহাদেশের ক্রিকেট খেলায় মান মান সম্পন্ন দলগুলো নিয়ে এশিয়া কাপ টি ২০ এর আয়োজন করা হয়।আজকে আমরা জানবো এশিয়া কাপ 2022 সময়সূচী সম্পর্কে।

এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ থাকলেও ক্রিকেটে নিজেদের সফল প্রমান করতে পারাদের নিয়ে এই এশিয়া কাপ টুর্নামেন্ট করা হয়ে থাকে। এই টুর্নামেন্টে ২০২২ সালে সরাসরি ৫ টি দল অংশগ্রহণ করবে। আর চারটি দল কয়ালিফায়ার ম্যাচ খেলে তার মধ্য থেকে একটি দল মূল টুর্নামেন্টে অংশগ্রুহন করবে।

আজকে আমরা জানবো  এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশের বা দলের নাম, এশিয়া কাপ 2022 সময়সূচী, asia cup 2022 schedule,। সরাসরি যেসব দল এশিয়া কাপের মূল পর্বে খেলবে। কোন কোন দেশ কয়ালিফায়ার ম্যাচ খেলবে এবং একটি দল কিভাবে মূল পর্বে আসতে পারবে। জানবো। বাংলাদেশের এশিয়া কাপ 2022 এর দল। চলুন জেনে নেওয়া যাক এশিয়া কাপ 2022 সময়সূচী সম্পকে বিস্তারিত।

২০২২ সালে এশিয়া কাপে অংশগ্রহণকারী দলের নাম । 2022 asia cup schedule

অন্যান্য বছরের মতো এবছরও দুই পর্বে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। একটি কোয়ালিফায়ার পর্ব, অন্যটি মূল পর্ব। এর মধ্যে কোয়ালিফায়ার পর্ব থেকে চারটি দলের মধ্যে একটি দল মূল পর্বে অংশগ্রহন করবে। আর মূল পর্বে পাঁচটি দল থাকছে আগে থেকেই।

মূল পর্বে সরাসরি খেলার জন্য যোগ্যতা সম্পন্ন দল হলোঃ

১) বাংলাদেশ,

২) ভারত,

৩) শ্রীলঙ্কা,

৪) আফগানিস্তান,

৫) পাকিস্তান।

এই পাঁচটি দল তদের ক্রিকেট পারফর্মেন্সের দিক থেকে এগিয়ে থাকায় সরাসরি খেলায় অংশগ্রহণ করছে। মোট ছয়টি   দল এবারের এশিয়া কাপের মূল পর্ব খেলবে। এর মধ্যে পাঁচটি দল এগুলো। বাকি একটি দল কোয়ালিফায়ার পর্ব খেলে জয়ী হয়ে আসবে মূল পর্বে।

এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ অনলাইনে দেখুন একদম ফ্রিতে

এশিয়া কাপ 2022 এ কোয়ালিফায়ার পর্বে খেলবে যে চারটি দলঃ

১) হংকং,

২) কুয়েত,

৩) সিঙ্গাপুর,

৪) আরব আমিরাত।

এই চারটি দল কোয়ালিফায়ার পর্ব খেলে এর মধ্য থেকে একটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। এবার দেখে নেওয়া যাক এশিয়া কাপ 2022 সময়সূচী অনুযায়ী কোয়ালিফায়ার ম্যাচ কয় তারিখ শুরু হবে এবং কোন দল কোন দলের সাথে খেলবে।

এশিয়া কাপ ২০২২ গ্রুপ সমূহ

প্রত্যেক বছরের মতো এশিয়া কাপ 2022 এ দুইটি গ্রুপ করা হয়েছে। গ্রুপ A এবং গ্রুপ B। দখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপেঃ

A/এ দলের গ্রুপ সমূহঃ ভারত, পাকিস্তান, এবং কোয়ালিফায়ার থেকে যে দল মূল পরবে খেলবে সেই দল।

B/বি গ্রুপের সল সমুহঃ শ্রীলঙ্কা, আফগানিস্থান এবং বাংলাদেশ।

এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ সময়সূচী ২০২২ । Asia Cup Qualifier Match Schedule 2022

এশিয়া কাপ 2022 শুরু হবে চলতি মাসের ২০ তারিখ থেকে। ২০ আগস্ট ২০২২ থেকে শুরু হয়ে ২৪ আগস্ট ২০২২ পর্যন্ত চলবে এশিয়া কাপ 2022 এর কোয়ালিফায়ার ম্যাচ সমূহ। এই সময়ের মধ্যে চারটি দলের প্রত্যেকটি দল ২ ই করে ম্যাচ খেলবে।

মোট ম্যাচ হবে চারটি। এই চারটি ম্যাচে যে দলের পয়েন্ট বেশি হবে তারা সরাসরি মূল পর্বে চলে যাবে। এবং বাকি তিন দল বাদ পরবে এবারের এশিয়া কাপের টুর্নামেন্ট থেকে।

 Asia Cup 2022 Schedule । Asia cricket tournament cup 2022

মোট চারটি ম্যাচ কোন দল কার সাথে খেলবে কয় তারিখে তা দেখে নেওয়া যাক।

ম্যাচবার তারিখ দলভেন্যু সময় 
০১শনিবার২০ আগস্টসিঙ্গাপুর বনাম হংকংআল আমিরাতরাত ৮ টা
০২রবিবার২১ আগস্টআরব আমিরাত বনাম কুয়েতআল আমিরাতরাত ৮ টা
০৩সোমবার২২ আগস্টআরব আমিরাত বনাম সিঙ্গাপুরআল আমিরাতরাত ৮ টা
০৪মঙ্গলবার২৩ আগস্টকুয়েত বনাম হংকংআল আমিরাতরাত ৮ টা
০৫বুধবার২৪ আগস্টকুয়েত বনাম সিঙ্গাপুরআল আমিরাতবিকাল ৫ টা
০৬বুধবার২৪ আগস্টহংকং বনাম আরব আমিরাতআল আমিরাতরাত ৯ টা

এশিয়া কাপ মূল পর্ব 2022 মূল পর্বের সময়সূচী । asia cup 2022 schedule

মূল পর্বের খেলা শুরু হবে ২৭ আগস্ট। এবং এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

মূল পর্বের এশিয়া কাপ ২০২২ সময়সূচি

২৪ আগস্ট এশিয়া কাপের কোয়ালিফায়ার পর্ব শেষ হওয়ার পর ২৭ আগস্ট থেকে এশিয়া  কাপ 2022 এর মূল পর্ব শুরু হবে। শেষ হবে ১১ সেপ্টেম্বর ২০২ এ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলার মধ্য দিয়ে।

আরও পড়ুনঃ সাকিব আল হাসান এর উঠে আসার গল্প

চলুন দেখে নেওয়া যাক এশিয়া কাপ 2022 সময়সূচী সহ বিস্তারিত সকল তথ্য। জেনে নেওয়া যাক কোন দল কয় তারিখ কোন দলের সাথে কখন কথায় খেলবে এশিয়া কাপ ২০২২। চলুন দেখে নেই এশিয়া কাপ ২০২২ সময়সূচি।

এশিয়া কাপ 2022 সময়সূচী – Asia cup 2022 schedule

সাকিব আল হাসানের জীবন কাহিনী

ম্যাচবারতারিখ দল vs দলগ্রুপভেন্যু 
শনিবার২৭ আগস্টশ্রীলঙ্কা V আফগানিস্তান B – বি দুবাই
রবিবার২৮ আগস্টভারত V পাকিস্তান A – এ দুবাই
মঙ্গলবার৩০ আগস্টবাংলাদেশ V আফগানিস্তান B – বিশারজাহ
বুধবার৩১ অগাস্টভারত V কোয়ালিফায়ারএ – Aদুবাই
বৃহস্পতিবার১ সেপ্টেম্বরবাংলাদেশ V শ্রীলংকাবি – Bদুবাই
শুক্রবার২ সেপ্টেম্বরকোয়ালিফায়ার V পাকিস্তানএ – Aশারজাহ
শনিবার৩ সেপ্টেম্বর B1 vs B2সুপার ৪শারজাহ
রবিবার৪ সেপ্টেম্বর A1 vs A2সুপার ৪দুবাই
মঙ্গলবার৬ সেপ্টেম্বর A1 vs B2সুপার ৪দুবাই
১০বুধবার৭ সেপ্টেম্বর A2 vs B2সুপার ৪দুবাই
১১বৃহস্পতিবার৮ সেপ্টেম্বর A1 vs B2সুপার ৪দুবাই
১২শুক্রবার৯ সেপ্টেম্বর B1 vs A2সুপার ৪দুবাই
১৩রবিবার
১১ সেপ্টেম্বর
Fainal – ফাইনালসুপার ৪দুবাই
এশিয়া কাপ 2022 সময়সুচি

এশিয়া কাপ 2022 সময়সূচী অনুযায়ী প্রত্যেকটি খেলা বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে।

উপরের সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে এবছরের এশিয়া কাপ ২০২২ এর মূল পর্বের সকল ম্যাচ। মূল পর্বে মোট ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুল মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করা পাঁচটি দল এবং কোয়ালিফায়ার পর্বে চ্যাম্পিয়ন একটি দল সহ মোট ছয়টি দল এই ১৩ টি ম্যাচ খেলবে।

এশিয়া কাপ সম্পর্কিত কিছু তথ্য

এশিয়া কাপ ২০২২ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু দেশটিটে অস্থিতিশীল পরিস্থিতি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ 2022 এর  সবগুলো ম্যাচ।

এখন পর্যন্ত মোট ১৪ বার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৪ বারে তিনটি দল এই কাপ পাওয়ার স্বাদ পেয়েছে।

১) ভারত ক্রিকেট দল ৮ বার এশিয়া কাপ পেয়েছে।

২) পাকিস্তান ক্রিকেট দল ২ বার এশিয়া কাপ পেয়েছে।

৩) শ্রীলংকা ক্রিকেট দল ৪ বার এশিয়া কাপ পেয়েছে।

বাংলাদেশ, আফগানিস্তান এখনো একবারও এশিয়া কাপের স্বাদ নিতে পারেনি। এবছর এশিয়া কাপের ফাইনাল খেলতে মুখিয়ে আছে টীম বাংলাদেশ।

এশিয়া কাপ ২০২২ এ টীম বাংলাদেশ । Asia Cup 2022 Team Bangladesh team

কয়েকদিন আগেইসাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলুন দেখে নেওয়া যাক এশিয়া কাপ 2022 এর বাংলাদেশ দলের প্লেয়ারদের।

বাংলাদেশের এশিয়া কাপের দল ২০২২

এশিয়া কাপ ২০২২ বাংলাদেশের ক্রিকেটারের নাম পারফরম্যান্স
১) সাকিব আল হাসান (অধিনায়ক) অল্রাউন্ডার – অধিনায়ক
২) এনামুল হক বিজয়।ওপেনার ব্যাটস ম্যান, বিকল্প কিপার
৩) মুশফিকুর রহিম। ব্যাটসম্যান – কিপার
৪) মাহমুদউল্লাহ রিয়াদ।ব্যাটসম্যান, বলার
৫) আফিফ হোসাইন দ্রুব।ব্যাটসম্যান, পার্টটাইম বলার
৬) মোসাদ্দেক হোসাইন সৈকত।অল্রাউন্ডার
৭) শেখ মাহাদী হাসান।অল্রাউন্ডার
৮) মোহাম্মদ সাইফ উদ্দিন।অল্রাউন্ডার
৯) হাসান মাহমুদ।পেসার
১০) মোস্তাফিজুর রহমান।পেসার
১১) নাসুম আহমেদ।স্পিনার
১২) সাব্বির রহমান।ব্যাটসম্যান
১৩) মেহেদী হাসান মিরাজ।অল্রাউন্ডার
১৪) এবাদত হোসেন।পেসার, লোয়ার অর্ডার ব্যাটসম্যান
১৫) পারভেজ ইমন।ওপেনার ব্যাটসম্যান
১৬) নুরুল হাসান সোহান।ব্যাটসম্যান ,কিপার
১৭) তাসকিন আহমেদপেস বলার
এশিয়া কাপ ২০২২ বাংলাদেশের দল

উপরে উল্লেখিত ১৭ জনকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে সাকিবের নেতৃত্বে এবারের এশিয়া কাপ খেলবে টীম বাংলাদেশ ক্রিকেট।

দেশের সকল ক্রিকেট প্রেমিক বাংলাদেশ দল দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে এমনটাই আশা সকলের।

এশিয়া কাপ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর । FAQS

এখন পর্যন্ত মোট কতবার এশিয়া কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ?

এখন পর্যন্ত মোট ১৪ বার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়।

ভারত কতবার এশিয়া কাপ অর্জন করেছে?

ভারত হচ্ছে সর্বমোট ৮ বার এশিয়া কাপ অর্জনের স্বাদ গ্রহণ করে।

২০২২ সালের এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে?

সংযুক্ত আরব আমিরাতে এ বছরের এশিয়া কাপ 2022 অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপ 2022 সময়সুচি কোথায় পাওয়া যাবে?

এশিয়া কাপ ২০২২ সময়সুচি হচ্ছে এই পোষ্টের মধ্যেই পেয়ে যাবেন। এশিয়া কাপ ২০২২ সময়সুচি সহ বিস্তারিত জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

এশিয়া কাপ ২০২২ সময়সুচি নিয়ে সর্বশেষ

আজকে আমরা জানতে পেরেছি এশিয়া কাপ 2022 সময়সুচি সহ আরও অনেক তথ্য। এই তথ্যগুলো একজন ক্রিকেট প্রেমিকের জানা খুবই দরকার। আশা করছি এশিয়া কাপ ২০২২ সম্পর্কে সবকিছু জানতে পেরেছেন।

এশিয়া কাপের আপডেট জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এছাড়া সকল আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ব্লগ শেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে।