Last Updated on 1 year by Shaikh Mainul Islam
আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬ তম আসর। এশিয়া মহাদেশের ৬ টি দেশ অংশ নেবে এবারের এশিয়া কাপের পর্বে। আর তাই আজকে আমরা এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি, এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল দেখব।
প্রিয় ক্রিকেট প্রেমি পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি এবং এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল” এ।
এই পোস্ট থেকে পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ এর সকল তথ্য এবং ম্যাচ পরবর্তী আপডেট জানতে পারবেন। জানতে পারবেন প্রত্যেক ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট। তাহলে চলুন একেএকে এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি সহ বিস্তারিত সকল বিষয়ে জেনে নেওয়া যাক।
এশিয়া কাপ ২০২৩ এর যাবতীয় তথ্য
২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তানে হয়ার কথা থাকলেও ভারতের পক্ষপাতিত্বের কারণে হাইব্রিড মদেল খেলা হিসেবে কিছু ম্যাচ শ্রিলঙ্কায় অনুষ্ঠিত হবে।
৩০ আগস্ট ২০২৩ থেকে শুরু করে ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এবারের ১৬ তম আসরের এশিয়া কাপের আসর।
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান এবং নেপাল এই ৬ টি দেশ দুইটি গ্রুপে খেল্বে এবারের এশিয়া কাপ ২০২৩।
আরও পড়ুনঃ এশিয়া কাপ লাইভ খেলা দেখার উপায় । ফ্রিতে এশিয়া কাপ দেখুন ঘরে বসে
- গ্রুপ এঃ ভারত, পাকিস্তান এবং নেপাল।
- গ্রুপ বিঃ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
এবারের এশিয়া কাপের খেলার নিয়ম হচ্ছে, প্রথমে গ্রুপের মধ্যে সবাই সব দলের সাথে একটি করে ম্যাচ খেলবে।
এরপর গ্রুপে বেশি পয়েন্ট অর্জন করা ২ টি করে দুই গ্রুপ থেকে মোট ৪ টি দল সুপার ৪ এ খেলবে।
এই পোষ্টের প্রথম টেবিলে খেলার প্রত্যেক ম্যাচের সময়সূচি এবং দ্বিতীয় টেবিলে পয়েন্ট টেবিল দেখে নিতে পারবেন।
উল্লেখ্য যে, প্রত্যেক ম্যাচ শেষে আপডেট করা হবে।
নিচে সুপার ৪ এর ম্যাচের বর্ণনা দেওয়া আছেহ।
এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচি, ফলাফল সহ
প্রিয় পাঠক, এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি, দল ও পয়েন্ট টেবিল নিচে দেওয়া হলো।
উল্লেখ্য যে, প্রত্যেক ম্যাচ শেষে এই পোস্ট সহ আমাদের সকল পোষ্টে খেলার ফলাফল এবং পয়েন্ট টেবিল আপডেট করে জানিয়ে দেওয়া হবেহ।
ম্যাচ | তারিখ ও বার | সময় | ফলাফল |
পাকিস্তান vs নেপাল | ৩০ আগস্ট | বিকাল ৪ টা | পাকিস্তান |
বাংলাদেশ vs শ্রীলঙ্কা | ৩১ আগস্ট | দুপুর ১ঃ৩০ | শ্রীলংকা |
পাকিস্তান vs ভারত | ২ সেপ্টেম্বর | দুপুর ১ঃ৩০ | অসমাপ্ত |
বাংলাদেশ vs আফগান | ৩ সেপ্টেম্বর | দুপুর ২ টা | বাংলাদেশ |
ভারত vs নেপাল | ৪ সেপ্টেম্বর | দুপুর ১ঃ৩০ | ভারত |
শ্রীলঙ্কা vs আফগান | ৫ সেপ্টেম্বর | বিকাল ৩ঃ৩০ | শ্রীলঙ্কা |
পাকিস্তান vs বাংলাদেশ | ৬ সেপ্টেম্বর | বিকাল ৩ঃ৩০ | পাকিস্তান |
বাংলাদেশ vs শ্রীলঙ্কা | ৯ সেপ্টেম্বর | বিকাল ৩ঃ৩০ | শ্রীলঙ্কা |
পাকিস্তান vs ইন্ডিয়া | ১০ সেপ্টেম্বর | বিকাল ৩ঃ৩০ | ইন্ডিয়া* |
ইন্ডিয়া vs শ্রীলঙ্কা | ১২ সেপ্টেম্বর | বিকাল ৩ঃ৩০ | ইন্ডিয়া |
পাকিস্তান vs শ্রীলঙ্কা | ১৪ সেপ্টেম্বর | বিকাল ৩ঃ৩০ | শ্রীলঙ্কা |
ভারত vs বাংলাদেশ | ১৫ সেপ্টেম্বর | বিকাল ৩ঃ৩০ | বাংলাদেশ |
ইন্ডিয়া vs শ্রীলঙ্কা | ১৭ সেপ্টেম্বর | বিকাল ৩ঃ৩০ | ইন্ডিয়া |
উপরের তেবিলের ডান পাশে ফলাফলের ঘরে প্রত্যেক ম্যাচ শেষে কোন দল জয়ী হয়েছে সেই দলের নাম জানতে পারবেন। এবং নিচে উল্লেখিত পোষ্টে কোন দল কয়টি ম্যাচ খেলছে কোন দল কয়টি ম্যাচ হাড়ছে এবং জিতছে এবং কোন দলের পয়েন্ট কত সে বিষয়ে আপডেট পাবেন।
এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল (প্রতি ম্যাচ শেষে আপডেট কৃত)
প্রিয় ক্রিকেট প্রেমিক পাঠক, এশিয়া মহাদেশে ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ছয়টি দেশের মধ্যে কোন দল সবথেকে এগিয়ে থাকে তা দেখার জন্য আমাদের প্রতি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল দেখার প্রয়োজন পরে।
তাই এবার আমরা নিচের চার্টে এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল থেকে প্রত্যেক দলের এশিয়া কাপ ২০২৩ এর সকল ফলাফলের আপডেট জানবো পয়েন্ট সহ।
চলুন, এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল দেখে নেওয়া যাক।
নিচের পয়েন্ট টেবিলটি গ্রুপ পর্ব থেকে সেরা চার দল সুপার ফোরে আসার পরের ম্যাচগুলোর হিসাব করে। (সুপার ৪ এর পয়েন্ট টেবিল)
দল | ম্যাচ | জয় | পয়েন্ট টেবিল | রান রেট |
বাংলাদেশ | 3 | 1 | 2 | -0.463 |
শ্রীলঙ্কা | 3 | 2 | 4 | -0.134 |
ভারত | 3 | 2 | 4 | +1.753 |
পাকিস্তান | 3 | 1 | ২ | -1.283 |
এখানে উপরের চার্ট দেখলেই বুঝতে পারবেন কোন দল কটটি ম্যাচ খেলে কয়টি ম্যাচে জয়লাভ করছে এবং দলটির পয়েন্ট টেবিল কত।
আশা করছি এই পোস্ট থেকে এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি আকারে চার্ট থেকে দেখতে পেয়েছেন।
বিঃদ্রঃ প্রয়োজন হলে চার্টটি একটি স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইলে রেখে দিন।
এশিয়া কাপ নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা এশিয়া কাপ ২০২৩ সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে চলমান এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচি এবং এশিয়া কাপ ২০২৩ এর পয়েন্ট টেবিল দেখতে পারছেন।
এরপরেও এশিয়া কাপ ২০২৩ নিয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।
খেলাধুলা সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়তে খেলাধুলা ক্যাটাগরি ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।
2 thoughts on “এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি আকারে দেখে নিন আপডেট পয়েন্ট টেবিল সহ”