Last Updated on 1 year by Shaikh Mainul Islam
অন্যান্য সিম ব্যবহারকারীর সংখ্যার থেকে এয়ারটেল সিম ব্যবহারকারী কম হলেও দিনকে দিন এর সংখ্যা বেড়েই চলছে। আর এই বিষয়কে কেন্দ্র করে আজকে আমরা এয়ারটেল সিমের সকল কোড সম্পর্কে জানবো।
প্রতিদিন এয়ারটেল এর গ্রাহক বাড়ার কারণ এয়ারটেল সিম কোম্পানি দেশের সকল জায়গায় আসতে আসতে তাদের পরিষেবার মান উন্নত করছে। এবং শিক্ষার্থীদের মদ্ধে এই সিম ব্যবহার করার সংখ্যা বাড়ছে অনেক বেশি।
তাই, এয়ারটেল সিম ব্যবহারকারীদের কথা চিন্তা করে আজকে আমরা এয়ারটেল সিমের যাবতীয় সকল কোড জানব। যা একজন এয়ারটেল ব্যবহারকারীদের অবশ্যই জানা উচিত।
এয়ারটেল মিনিট চেক কোড
অনেক এয়ারটেল ইউজারকারী জানে না যে এয়ারটেল সিমের মিনিট চেক করে কোন কোড দিয়ে। আর এটা জানার জন্য অনেকেই গুগলে এয়ারটেল মিনিট চেক কোড বাংলাদেশ লিখে সার্চ করে থাকেন।
এয়ারটেল মিনিট চেক করার কোড হচ্ছে *৭৭৮*০# অর্থাৎ *৭৭৮*০# এয়ারটেল ইউজার ডায়াল করে তার এয়ারটেল সিমে কত মিনিট আছে তা দেখতে পাবেন। *77# হচ্ছে এয়ারটেল মিনিট চেক করার কোড।
Airtel minutes check code is *778*0#..That is *778*0# airtel user can see how many minutes are available in his airtel sim.
এয়ারটেল ব্যালেন্স চেক কোড
অনেকেই নতুন এয়ারটেল সিম কিনে ব্যবহার করার প্রথম দিকে এয়ারটেল ব্যালান্স চেক করার কোড জানেন না। আর জন্য নতুন সিমের ব্যালান্স চেক করতে পারেন না।
আবার অনেকে প্রথমদিকে এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রিয়জনিও কোড জানেন না।
আরও পড়ুনঃ রবি সিমের এমবি দেখে কিভাবে । রবি এমবি চেক কোড
এয়ারটেল ব্যালেন্স চেক কোড হচ্ছে *77*8#. অর্থাৎ *৭৭*৮# এই কোডটি ডায়াল করে এয়ারটেল মূল ব্যালেন্স চেক করা যায়।
Airtel balance check code is *77*8#. That is, Airtel main balance can be checked by dialing this code *77*8#.
এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স কোড
জরুরি প্রয়োজনে আমাদের অনেকেরই মোবাইলে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার দরকার হয়।
কিন্তু এয়ারটেল সিম অতটা জনপ্রিয় বা ইউজার না থাকায় অনেকেই জানেন না এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স কোড কি।
আরও পড়ুনঃ জিপি এমবি চেক করার কোড
অর্থাৎ, এয়ারটেল ইমারজেন্সি ব্যালেন্স নিতে চাইলে যে কোডটি ডায়াল করতে হবে সেটি হচ্ছে *141# অথবা *8#।
To get Airtel emergency balance the code to dial is *141# or *8#.
এবং ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পর সেই ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *7778# অথবা *1#.
এই কোড দুইটির যেকোনো একটি কোড ডায়াল করেই এয়ারটেল সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক করা যাবে।
এতক্ষণে আমরা এয়ারটেল কোড সমূহ জেনেছি। আমরা এখন এয়ারটেল এর আর কিছু কোড জানবো।
এয়ারটেল এর অন্যান্য কোড । এয়ারটেল সিমের কোড
আপনি যদি এয়ারটেল নাম্বার চেক করতে চান তাহলে আপনার এয়ারটেল সিম থেকে ডায়াল করতে হবে *2#. অর্থাৎ *২# ডায়াল করে এয়ারটেল নাম্বার চেক করা হয়।
আরও পড়ুনঃ রবি সিমে ইমারজেন্সি ব্যালেঞ্চ কোড
এয়ারটেল এমবি চেক কোড হচ্ছে *666#. অর্থাৎ *666# ডায়াল করে আপনি এয়ারটেল ইন্টারনেট চেক করতে পারবেন।
Airtel MB check code is *666#. That is by dialling *666# you can check the airtel internet.
এয়ারটেল সিমের সকল কোড নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা এয়ারটেল সিমের সকল কোড – All Airtel SIM Codes সম্পর্কে জেনেছি। জেনেছি এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোড।
আশা করছি এই পোস্ট থেকে এয়ারটেল সিমের সকল কোড জানতে পেরেছেন।
এরপরে এয়ারটেল সিম সম্পর্কে আর কিছু জানতে চাইলে কমেন্ট করে জানান।
এছারা সিম সম্পর্কিত আমাদের সকল পোস্ট দেখতে আমাদের মোবাইল ক্যাটাগরি ভিজিট করুন।
এবং চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
1 thought on “এয়ারটেল সিমের সকল কোড । All Airtel SIM Codes”