ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা । ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা

Last Updated on 2 weeks by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা অর্থাৎ ইদ্মবারক শুভেচ্ছা বার্তা” এ। এই পোস্টটি ঈদের আমোদ প্রিয় লোকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দীর্ঘ এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতর বা রোজার ঈদে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পাঠান অর্থাৎ ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা দেন।

আরও পড়ুনঃ  প্রবাসীদের ঈদ স্ট্যাটাস । ঈদ মোবারক স্ট্যাটাস

এই বার্তাগুলো দেওয়ার জন্য অনেকে কি লিখবেন তা জানার জন্য অনেকে গুগলে চারচ করেন কি লিখবেন তা জানার জন্য।

আর তাই, আজকের পোষ্টে আমরা এমন কিছু লেখা দেখবো যা ঈদে মোবারক শুভেচ্ছা বার্তা অর্থাৎ ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা দেওয়ার মতো কিছু লেখা দেখবো।

ঈদ মোবারক স্ট্যাটাস

প্রিয় পাঠক, ঈদ মোবারক স্ট্যাটাস কিংবা ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা জানিয়ে অনেকে কিছু লেখার জন্য খুঁজে থাকেন যে কি লিখবেন কি বলবেন।

আপনি কোন জায়গায় ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন এবন কাকে বা কাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন তার উপর অনেক কিছু নির্ভর করে আপনি কি লিখবেন তার উপর।

আরও পড়ুনঃ বাংলাদেশে ঈদুল ফিতর কবে । সালের রোজার ঈদ কবে

যেমন, ফেসবুক ফ্রেন্ডদের ঈদের শুভেচ্ছা জানালে তা হবে একরকম। কারণ, ফেসবুকে বন্ধু সহপাঠী ছাড়াও আমাদের বড় রা থাকেন।

যেমন, পরিবার, শিক্ষক, সিনিওর ব্যক্তিরা। তাই আপনি চাইলেও ফেসবুকে বন্ধুদের নিয়ে উল্টাপাল্টা কিছু লিখতে পারেন না।

আবার কোনও নির্দিষ্ট ব্যক্তিকে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা দিতে চাইলে সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কেমন সেই অনুযায়ী কাজটি করতে হবে।

চলুন এবার আমরা কয়েকটি ফরমালিঈদ মোবারক শুভেচ্ছা বার্তা লেখা দেখে নেই। এই লেখাগুলো সাধারণত সবাইকে ফরমাল ঈদ শুভেচ্ছা হিসেবে পাঠানো কিংবা স্ট্যাটাস দেও যাবে।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা । ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি,

ঈদের আনন্দ ছরিয়ে পরুক সবার মাঝে অনাবিল।

  • ঈদ মোবারক সবাইকে।

আজ ঈদ আনন্দ আকাশে বাতাসে,

ঈদের খুশি বইছে মনে সবার মাঝে,

সবাইকে ঈদের শুভেচ্ছা।

ঈদ আমাদেরজ ইবনেন ইয়ে আসুক অনাবল সুখ শান্তি আর সমৃদ্ধি।

ঈদের হাওয়া বয়ে যাক সব পরিবারে। আপনার ঈদ ভালো কাটুক।

  • ঈদ মোবারক সবাইকে।

আরও পড়ুনঃ বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস । ঈদ মোবারক স্ট্যাটাস

পরিবারকে নিয়ে ঈদের সময়টা উদযাপন করুন,

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।

এবারের ঈদ হোক সবার মনের প্রাপ্তি,

আর ভালোবাসার মানুষগুলোর সাথে।

  • ঈদ মোবারক সবাইকে।

ঈদের গন্ধ বইছে চারিদিকে,

বইছে হাওয়ায় হাওয়ায় ঈদ উষ্ণতা,

আপনার ঈদকে ছরিয়ে দিন সবার মাঝে,

এটাই হবে আপনার পূর্ণতা।

  • ঈদ মোবারক প্রিয় ব্যক্তিত্ব।

এভাবে আপনি হাজার হাজার ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা লিখে পাঠাতে পারেন নিঃসন্দেহে।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা অর্থাৎ ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা দেখেছি।

এবং একই সাথে জেনেছি কিভাবে ঈদের শুভেচ্ছা বার্তা লিখতে হয়। আশা করছি এই পোস্ট থেকে আপনি ঈদের শুভেছা জাইয়ে খুদে বার্তা দেওয়ার মতো যথেষ্ট বিষয়ে জেনেছেন।

আরও পড়ুনঃ ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস । ভালোবাসা দিবস ও ইসলাম

এছাড়া আপনাদের জন্য আমরা হাজারের বেশী সহ বেশ কয়েকটি পোস্ট প্রকাশ করেছি দি স্ট্যাটাস বা ঈদ মোবারক লেখা অর্থাৎ ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস বা বার্তা সম্পর্কিত লেখা।

আরও পড়ুনঃ Romjaner oi Rojar sheshe elo khushir Eid mp3 song download

আপনি যদি, চান আরও কিছু ঈদের শুভেচ্ছা বার্তা লেখা দেখতে তাহলে আমাদের বাংলা ব্লগ ক্যাটাগরিতে করে অনেকগুলি পোস্ট থেকে এই বিষয়ের পোষ্টগুলো পরে নিন।

এই সম্পর্কিত আমাদের আরও পোস্ট পেতে বাংলা ব্লগ ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।

3 thoughts on “ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা । ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.