ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

Last Updated on 8 months by Shaikh Mainul Islam

 প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের নিয়ম” এ। প্রত্যেক মুসলমানের জন্য এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দীর্ঘ এক মাস রমজান মাস শেষ হয় ঈদুল ফিতরের রোজা তথা রোজার ঈদের মাধ্যমে শেষ হয় রোজা। ঈদের নামাজ বা ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব (হানাফি অনুযায়ী) যার তাৎপর্য অনেক বেশী।

অনেকেই ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম সম্পর্কে অনেকে জানতে চান। কারণ, বছরে মাত্র দুই বার ঈদের নামাজ পড়া হয়।

আর এই লম্বা সময় ঈদের নামাজের চরচা না থাকায় আবার ঈদের নামাজ অতিরিক্ত তাকবীর বিশিষ্ট হওয়ায় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঈদুল ফিতরের নামাজের নিয়ম ভুলে যায়।

আরও পড়ুনঃ এ বছর ফিতরা কত টাকা ২০২৪। ফিতরা দেওয়ার নিয়ম

ঈদুল ফিতরের নামাজের নিয়ম ভুলে যাওয়ার কারণে ঈদের নামাজের ময়দানে ভুল করে বসে। অতিরিক্ত তাকবিরের সময় রুকু সিজদাহ করতে দেখা যায় অনেক মানুষকে।

এটা তাদের অনিচ্ছাকৃত হলেও এমন ভুল সংশোধন করা উচিত।

তাই, আমাদের আজকের পোস্টে আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম এই দুইটি বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি সব জানবো। ঈদের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে হলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

ইদুল ফিতরের নামাজের নিয়ত

প্রিয় পাঠক, আমাদের মুসলিমদের মধ্যে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে বহুকাল থেকেই।

এর মধ্যে অন্যতম হচ্ছে সব ধরনের সব নামাজে নিয়ত করা মুখে উচ্চারণ করার জন্য নিয়ত মুখস্ত করে নামাজের সময় তা পড়া।

অথচ, নিয়ত মুখে পড়ার কোনও জিনিস বা বিষয় নয়।

হজ এবং উমরাহ হজ ব্যতিত কোনও ধরনের নামাজ কিংবা ইবাদতে নিয়ত মুখে উচ্চারণ করে করার কোনও বিধান বা দলিল নেই। এটি করা সম্পূর্ণ বিদআত।

আপনি যখন নামাজে দাঁড়াবেন, কিনবা নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে ঠিক তখন আপনার নামাজের নিয়ত হয়ে যাবে।

অবাক হচ্ছেন? জি এটাই সত্য। আলেম ওলামাদের থেকেও আমরা শিওর হয়ে তবেই আপনাদের এমন তথ্য দিয়ে থাকি।

আমাদের জানতে চাওয়া আলেমদের মধ্যে একজন আলেমও কোনও ধরনের নামাজের নিয়ত করতে বলেন নাই।

বরং বলেছেন নামাজে নিয়ত মুখে উচ্চারণ করা বিদআত।

আরও পড়ুনঃ বাংলাদেশে ঈদুল ফিতর কবে ২০২৪ । 2024 সালের রোজার ঈদ কবে

এরপরেও অনেকে পূর্ব পুরুশদের দেখে আসা অনুযায়ী সব ধরনের নামাজে নিয়ত করতে চান।

আজকে পোষ্টের শিরোনাম যেহেতু ঈদুল ফিতরের নামাজের নিয়ত সেহেতু আজকের পোষ্টে আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ত আরবিতে, ঈদুল ফিতর নামাজের বাংলা নিয়ত আরবি উচ্চারণ সহ জানবো।

তবে আগেই বলে রাখি, ঈদের নামাজ, ওয়াক্তের নামাজ কিংবা অন্যান্য যেকোনো নামাজের ক্ষেত্রে মনে মনে কিংবা মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনও বিধান নেই।

এরপরেও যারা ঈদুল ফিতরের নামাজের নিয়ত আরবিতে এবং বংলায় জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে নিয়ত নিচে উল্লেখ করা হচ্ছে।

ঈদুল ফিতরের নামাজের নিয়ত আরবিতে এবং বাংলায়

ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ত আরবিত অর্থাৎ রোজার ঈদের নামাজের নিয়ত আরবিতে করতে চান অনেকে।

তাই অনেকে আরবিতে রোজার ঈদ বা ঈদুল ফিতরের নামাজ বা রোজার ঈদের নামাজের নিয়ত লিখে সার্চ করে থাকেন।

আবার অনেকে ঈদুল ফিতর নামাজের বাংলা নিয়ত খুঁজে থাকেন। কারণ তারা বাংলাতে ঈদের নামাজের নিয়ত করতে চান।

চলুন নিচে ঈদুল ফিতরের নামাজের নিয়ত আরবিতে এবং ঈদুল ফিতর নামাজের বাংলা নিয়ত দেখে নেওয়া যাক।

ঈদুল ফিতরের নামাজ নিয়ত আরবিতেঃ “নাওয়ইতু আনউসা ল্লিয়া লিল্লাহি তায়লা রকা আতাই সালাতিল ইদিল ফিতর, মায়া সিত্তাতি তাকবিরাতি ওয়াঝি বুল্লাহি তায়ালা ইকতাহাইতু বিহাজাল ইমাম, মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু – আকবার”

ঈদুল ফিতর নামাজের বাংলা নিয়তঃ “ হে আল্লাহ তায়লা আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামায অতিরিক্ত ছয় তাকবিরে সাথে ইমামের পিছনে কিবলা মুখি হয়ে আদায় করছি, – আল্লাহু – আকবার।

আপনি যদি ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ত করতে চান অর্থাৎ রোজার ঈদের নামাজের নিয়ত করতে চান এবং আরবিতে কিংবা বাংলায় করতে চান তাহলে উপরের নিয়তগুলি করতে পারেন।

তবে আবারো বলছি, অন্যান্য নামাজের মতো ঈদুল ফিতরের নামাজেও নিয়ত করার কোনও বিধান নেই।

আশা করছি ঈদুল ফিতর নামাজ পড়ার নিয়ত ও নিয়ম সম্পর্কে আপনাদের খুব সহজ সাবলীল স্পষ্ট একটি ধারণা দিতে পেরেছি।

ঈদুল ফিতরের নামাজের নিয়ম

প্রিয় পাঠক, আমরা এতক্ষণে ঈদুল ফিতর নামাজ পড়ার নিয়ত অর্থাৎ রোজার ঈদের নামাজের নিয়ত সম্পর্কে জেনেছি।

এবার আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন, ঈদুল ফিতরের নামাজের নিয়ম জেনে নেওয়া যাক।

ঈদুল ফিতরের নামাজের নিয়ম অন্যান্য নামাজের নিয়ম থেকে একটু আলাদা বা ভিন্ন। তাই, আমাদের সবার খুব ভালোভাবে জানা জরুরি।

নিচে দুই রাকাত পবিত্র ঈদুল ফিতরের নামাজের নিয়ম পয়েন্ট আকারে উল্লেখ করা হলও।

আরও পড়ুনঃ ঈদুল ফিতরে করণীয় বর্জনীয় সমূহ

  • অন্যান্য নামাজের মতো করে আল্লাহু আকবর বলে হাত বাধতে হবে। এরপর ছানা (ছুব হানাকা আল্লহুম্মা) পড়তে হবে।
  • এবার অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। এর মধ্যে প্রথম দুই তাকবির দিয়ে হাত কান অব্ধি তুলে ছেড়ে দেবেন। এবং তিন নাম্বার তাকবীর দিয়ে হাত বেঁধে ফেলবেন।
  • এবার হাত বাধার পড়ে আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হবে। এরপর ইমাম সুরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়বেন। (মুসল্লিদের শুনতে হবে)
  • এবার অন্য নামাজের মতোই রুকু এবং সিজদা করে প্রথম রাকাত শেষ করতে হবে।
  • প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতে ইমাম শুরা পড়বেন। দ্বিতীয় রাকাতে ইমামের সূরা পড়া শেষে রুকুতে যাওয়ারা আগে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে।
  • তিনটি তাকবিরেই হাত ছেড়ে দিবেন।প্রত্যেক তাকবির দিয়ে হাত উঠাতে হবে এবং ছেড়ে দিতে হবে। তিনটি তাকবিরের পরে চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যেতে হবে।
  • তারপর স্বাভাবিক নামাজের মতোই আখেরি বৈঠক শেষ করে নামাজ শেষ করবেন।

আরও পড়ুনঃ রোজার ঈদের নামাজের নিয়ম । ঈদুল ফিতরের নামাজ সম্পর্কিত বিস্তারিত

এভাবে দুই রাকাত পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ম জেনেছি।

দুই রাকাত নামাজের শেষে ইমাম মিম্বারে উঠে খুতবা ইবেন। একজন মুসল্লি হিসেবে খুতবা খুব বেশী মনোযোগ দিয়ে শোনা উচিত।

এভাবে আপনি দুই রাকাত পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করতে পারেন। আশা করছি ঈদের নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন।

ঈদুল ফিতর সম্পর্কিত প্রশ্ন উত্তর

ঈদুল ফিতর কোনটি?

রোজার ইদকে ঈদুল ফিতর বলা হয়। অর্থাৎ পবিত্র রমজান মাস শেষে সে ঈদ আসে তাকে রোজার ঈদ বলে।

ঈদুল ফিতরের নামাজে নিয়ত করতে হয়?

না। অন্যান্য নামাজের মতো মুখে উচ্চারণ করে ঈদুল ফিতরের নামাজেও কোনও নিয়ত করার বিধান নেই।

নামাজের উদ্দেশ্য নিয়ে ন আমাজ শুরু করাই নামাজের নিয়তের অংশ।

ঈদুল ফিতরের নামাজ কাযা আদায় করা যায়?

না। ঈদের নামাজ কাযা আদায় করার কোনও বিধান নেই।

তাই ঈদের নামাজ ছুটে গেলেও আপনি কাজা আদায় করতে পারবেন না।

ঈদের নামাজে আজান দেওয়া হয়?

না।ঈদের নামাজের আগে এই নামাজের উদ্দেশ্যে কোনও আজান দেওয়া হয় না।

ঈদের নামাজ সম্পর্কিত সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম জেনেছি। অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি, এই পোস্ট থেকে আমরা রোজার ঈদের নামাজের শুরু থেকে শেষ নিয়ত নিয়ম সবকিছু জেনেছি।

এরপরেও রোজার ঈদের নামাজের নিয়ত ও নিয়ম নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

এছাড়া ঈদুল ফিতর এবং ইসলাম সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়তে ইসলাম ক্যাটাগরি ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

1 thought on “ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.