ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস । ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২৩

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

কম বাজেটে বড় ডিসপ্লে অধিক RAM ও ROM যুক্ত ফোনের জন্য ইনফিনিক্স মোবাইল সবথেকে বেটার অপশন। আর তাই ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস জানতে চেয়ে থাকেন।

প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২৩” এ। এই পোষ্টে বেশ কিছু মডেলের ইনফিনিক্স মোবাইল প্রাইস দেখবো।

আরও পড়ুনঃ কিস্তিতে মোবাইল কিনতে চাইলে করণীয় কি

আজকের পোষ্টে আমরা, ইনফিনিক্স মোবাইল হট ৮, ইনফিনিক্স মোবাইল হট 10, ইনফিনিক্স মোবাইল ১১, ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস ১১,infinix mobile price in bangladesh 12, ইনফিনিক্স মোবাইলের বাংলাদেশ প্রাইস ৪-৬৪ সহ আরও কিছু ইনফিনিক্স মডেলের বাংলাদেশি প্রাইস জানবো।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের প্রাইস

প্রিয় পাঠক, ইনফিনিক্স মোবাইলকে বলা হয় গরীবের আইফোন। এর অর্থ, কম টাঁকায় ভালো মানের তথা বড় ডিসপ্লে, বেশী র‍্যাম রোম এবং ভালো মানের ক্যামেরা যুক্ত মোবাইল হচ্ছে ইনফিনিক্স মোবাইল।

আরও পড়ুনঃ কিভাবে মোবাইল চার্জ দিলে মোবাইলের ব্যাটারি ভালো থাকে

নিচে সংক্ষিপ্ত আকারে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস সহ মডেল এর  ডিটেইল জানবো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 

ইনফিনিক্স মোবাইল হট ৮ – Infinix Hot 8

  • ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি।
  • মেইন ক্যামেরাঃ ১৩ মেগা পিক্সেল।
  • সেলফি ক্যামেরাঃ ৮ মেগা পিক্সেল।
  • মেমোরিঃ ২/৩২ – ৪/৬৪ জিবি র‍্যাম রোম। 
  • ব্যাটারিঃ লিথিয়াম ৫০০০ মিলি অ্যাম্পিয়ার।
  • প্রাইসঃ ১১ হাজার ৪৯০ টাকা।

এক কথায় ইনফিনিক্স মোবাইল হট ৮ দাম অনুযায়ী অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেক বেশি ই ভালো। কারণ এই প্রাইসের মধ্যে এত হাই কনফিগার মোবাইল অন্ন ব্রান্ড দিতে পারছে নাহ। আপনি চাইলে ইনফিনিক্স মোবাইল হট ৮ ব্যবহার করার জন্য নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।

ইনফিনিক্স মোবাইল হট 10 – Infinix Hot 10

  • ডিসপ্লেঃ ৬.৭৮ ইঞ্চি।
  • মেইন ক্যামেরাঃ ২০ মেগা পিক্সেল।
  • সেলফি ক্যামেরাঃ  ৮ মেগা পিক্সেল।
  • মেমোরিঃ 64/3GB RAM, 64/ 4GB RAM, 128/4 GB RAM, 128 / 6GB RAM
  • ব্যাটারিঃ ৫২০০ মিলি এম্পিয়ার।
  • প্রাইসঃ ১২ হাজার ৯৯০ টাকা। (৪ জিবি র‍্যাম ১২৮ জিবি রোম)।

আপনার প্রাইস যদি ১৩ হাজার তাকার হয় এবং বড় ডিসপ্লে যুক্ত মোবাইল চান তাহলে নিঃসন্দেহে ইনফিনিক্স মোবাইল হট ১০ মডেলের মোবাইলটি ব্যবহার করার জন্য নিয়ে নিতে পারেন।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস ১১

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি।
  • মেইন ক্যামেরাঃ ৫২ মেগা পিক্সেল।
  • সেলফি ক্যামেরাঃ ১৬ মেগা পিক্সেল।
  • মেমোরিঃ ৪/৬৪ বা ৬/১২৮ জিবি র‍্যাম রোম।
  • ব্যাটারিঃ ৫০০০ মিলি এম্পিয়ার।
  • চারজিংঃ ৩৩ ওয়াট ফাস্ট চারজিং।
  • প্রাইসঃ ১১ হাজার ৯৯০ টাকা।

আরও পড়ুনঃ টেকনো ফোনের দাম

এক কথায় এত কম দামে এমন ফিচারের স্মার্ট মোবাইল ফোণ পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার তা যিনি ফোণের খব্র রাখেন তিনি বোঝেন। নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস ১২
  • ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্চি।
  • মেইন ক্যামেরাঃ ১৫ মেগা পিক্সেল।
  • সেলফি ক্যামেরাঃ ৮ মেগা পিক্সেল।
  • মেমোরিঃ 4GB/128GB & 6GB/128GB
  • ব্যাটারিঃ ৫০০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি।
  • প্রাইসঃ 4GB+128GB- 16,299 Taka
  • 6GB+128GB- 16,499 Taka

অনেক বেশি ই বড় ইনফিনিক্স এর এই মোবাইলটি। ডিসপ্লে হিসেবে থাকছে প্রায় ৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে। বহন করা ব্যতিত ইনফিনিক্স এর এই মোবাইলটিও বেশ জনপ্রিয় একটি মোবাইল। দাম হিসেবে ফিচারও অনেক বেশি সুন্দর।

ইনফিনিক্স মোবাইল সম্পর্কিত বিশেষ কিছু কথা

বিঃদ্রঃ উপরে উল্লেখিত ইনফিনিক্স মোবাইলের দামে কিছুতা তারতম্য হতে পারে। তবে খুব একটা না। এবং আপনি যদি প্রকৃত মূল্য সহ ইনফিনিক্স মোবাইলের সঠিক তথ্য জানতে চান তাহলে ইনফিনিক্স মোবাইলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

দাম হিসেবে ফিচার নিঃসন্দেহে ইনফিনিক্স মোবাইলকে এত জনপ্রিয় করার মূল কারণ। তবে, আপনার যদি ইনফিনিক্স মোবাইল বা মোবাইলের লুক কিংবা ফিচার পছন্দ না হয় তাহলে নে কেনার পরামর্শ রইলো।

তবে বাজেটের মধ্যে বেস্ট ফিচার দেয়া ক্ষেত্রে এই মুহূর্তে ইনফিনিক্স ই সেরা। অনেকে জানতে চেয়ে থাকেন ইনফিনিক্স কেমন। ইনফিনিক্স মুলত আইটেল এর মালিকানাধীন একই মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান।

একাধিক নামে ব্রান্ড কিংবা কোম্পানি হলেও আইটেল এবং ইনফিনিক্স একই। শুধু মাত্র ব্রান্ডের নাম পরিবর্তন।

ইনফিনিক্স সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রিয় পাঠক, বরাবরের মতো এই পোষ্টেও পোস্ট সম্পর্কিত অধিক জিজ্ঞেসিত প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক। চলুন, infinix mobile price in bangladesh পোস্ট সম্পর্কিত প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক।

প্রঃ ইনফিনিক্স মোবাইল হট ৮ এর দাম কত?

= ইনফিনিক্স মোবাইল হট ৮ এর দাম ১১ হাজার ৪৯০ টাকা।

প্রঃ ইনফিনিক্স মোবাইল হট 10 বাংলাদেশ প্রাইস কত?

= ইনফিনিক্স মোবাইল হট 10 মডেলের বাংলাদেশ প্রাইস ১২ হাজার ৯৯০ টাকা।

প্রঃ ইনফিনিক্স মোবাইল এর বাংলাদেশ প্রাইস ১১ কত?

= ইনফিনিক্স ১১ মডেলের মোবাইলের দাম বাংলাদেশি বাজারে ১১ হাজার ৯৯০ টাকা।

প্রঃ ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস ১২ কত?

= ইনফিনিক্স মোবাইল ১২ মডেলের বাংলাদেশি প্রাইস ১৬ হাজার  ৪৯৯ টাকা।

প্রঃ ইনফিনিক্স মোবাইল দাম কত বাংলাদেশে?

= আপনি ইনফিনিক্স এর কোন মডেলের মোবাইল কিনতে চান তার উপর নির্ভর করছে মূল্য। কারণ ফিচার অনুযায়ী মোবাইলের দাম কম বেশি হয়ে থাকে। সঠিক দাম জানতে উপরে দেওয়া ইনফিনিক্সের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

প্রঃ সারা বাংলাদেশে ইনফিনিক্স মোবাইল সার্ভিস সেন্টার আছে সব জায়গায়?

=  হ্যা, দেশের প্রায় সব জায়াগায় ই ইনফিনিক্স মোবাইলের অফিশিয়াল কাস্টমার কেয়ার এবং সার্ভিস সেন্টার আছেহ। আপনি আপনার জেলা বা থানা লিখে ইনফিনিক্স সার্ভিস সেন্টার লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।

ইনফিনিক্স মোবাইল প্রাইস নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ইনফিনিক্স মোবাইল প্রাইস সম্পর্কে জেনেছি। আশা করছি এই পোস্ট থেকে infinix mobile price in bangladesh সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

আরও পড়ুনঃ বাংলালিংক মিনিট চেক কোড

এরপরেও আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানান। ভিজিট করুন আমাদের মোবাইল ক্যাটাগরি

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিশিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

4 thoughts on “ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস । ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২৩”

  1. ধন্যবাদ আপনাকে এতগুলো মোবাইলের দাম এক সঙ্গে দেওয়ার জন্য।

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.