Last Updated on 7 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “ইউরো কাপ কে কতবার নিয়েছে অর্থাৎ ইউরো কাপ কে কতবার জিতেছে” এ পোষ্টে। আজকের পোষ্টে ইউরো কাপ চ্যাম্পিয়ন লিস্ট সহ ইউরো কাপ সম্পর্কিত সব বিষয়ে জানবো।
সারা বিশ্বের বিভিন্ন দেশে ছরিয়ে আছে বাংলাভাষা ভাষী ফুটবল প্রেমী। ফুটবল বিশ্বব্যাপী একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। আর এর অন্যতম একটি অংশ ইউরো কাপ। ইউরোপ এর দেশগুলোর সমন্নয়ে তৈরি ইউরো ফুটবল এসোসিয়েশন দ্বারা পরিচালিত।
অফিসিয়ালি ইউরোপীয় ফুটবল এসোসিয়েশনের (উয়েফা) বলা হলেও সর্বক্ষেত্রে এটি ইউরো কাপ নামেই পরিচিত। এই ইউরো কাপে ইউরোপ এর দেশ সমুহের পুরুষ ফুটবল দলগুলো খেলে থাকে।
আরও পড়ুনঃ ব্যালন ডি অর কে কতবার পেয়েছে (আপডেট সহ)
আজকের পোষ্টে আমরা জানবো, ইউরো কাপ কে কতবার নিয়েছে, ইউরকাপ কে কতবার জিতেছে, সর্বাধিক কে কতবার ইউরো কাপ নিয়েছে, ইউরো কাপ কে কতবার পেয়েছে এবং ইউরো চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত সব বিষয়ে।
চলুন উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত সর্বশেষ আপডেট জেনে নেওয়া যাক।
উয়েফা ইউরো ১৯৬০ থেকে ২০২০
১৯৬০ সাল থেকে শুরু হওয়া উয়েফা ইউরো কাপ প্রতি চার বছর পরপর ইউরোপীয় কোনও এক দেশে অনুষ্ঠিত হয়।
১৯৬০ সাল থেকে প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত ইউরো কাপ মোট ১৬ বার অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ২০২০ সালে উয়েফা ইউরো কাপ ২০২০ ইউরোপে অনুষ্ঠিত হয়েছে।
আগামি ইউএফা ইউরো কাপ ২০২৪ অনুষ্ঠিত হবে ১৪ জুন ২০২৪ থেকে ১৪ জুলাই ২০২৪ পর্যন্ত। ২০২৪ সালের ইউয়েফা ইউরো কাপ অনুষ্ঠিত হবে জার্মানির ১১ টি শহরের ১০ টি আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে।
আরও পড়ুনঃ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট
এখন পর্যন্ত জার্মানি এবং স্পেন ৩ বার করে উয়েফা ইউরো কাপ অর্জন করেছে। ২ বার করে উয়েফা ইউরো কাপ অর্জন করে একসাথে দ্বিতীয় অবথানে আছে ইতালি ও ফ্রান্স।
এবং ১ বার করে উয়েফা ইউরো ফুটবল কাপ অর্জন করেছে চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও গ্রিস দেশের ফুটবল দল (পুরুষ)।
আর পড়ুনঃ কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে (চ্যাম্পিয়ন লিস্ট আপডেট সহ)
চলুন নিচের চার্ট থেকে দেখে নেওয়া যাক কোন দল কত সালে উয়েফা ইউরো কাপ জয় করছে। এবং কোন সালের ফাইনাল উয়েফা ইউরো কাপ কোন দেশ আয়োজক ছিলও।
দল | চ্যাম্পিয়ন | আয়োজক দেশ |
---|---|---|
রাশিয়া | ১৯৬০ | রাশিয়া |
স্পেন | ১৯৬৪ | স্পেন |
ইতালি | ১৯৬৮ | ইতালি |
জার্মানি | ১৯৭২ | বেলজিয়াম |
চেক প্রজাতন্ত্র | ১৯৭৬ | যুগোস্লাভিয়া |
জার্মানি | ১৯৮০ | ইতালি |
ফ্রান্স | ১৯৮৪ | ফ্রান্স |
নেদারল্যান্ডস | ১৯৮৮ | জার্মানি |
ডেনমার্ক | ১৯৯২ | সুইডেন |
জার্মানি | ১৯৯৬ | ইংল্যান্ড |
ফ্রান্স | ২০০০ | বেলজিয়াম ও নেদারল্যান্ড |
গ্রিস | ২০০৪ | পর্তুগাল |
স্পেন | ২০০৮ | অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড |
স্পেন | ২০১২ | পোল্যান্ড ও ইউক্রেন |
পর্তুগাল | ২০১৬ | ফ্রান্স |
ইতালি | ২০২০ | ইউরোপ |
এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন কোন দেশ বা কোন দল কত বার কোন কোন সালে উয়েফা ইউরো কাপ জয় লাভ করছে। এবার উয়েফা ইউরো কাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য জেনে নিবো।
উয়েফা ইউরো কাপ সম্পর্কিত বিস্তারিত
উয়েফা ইউরো ফুটবল কাপ অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পরপর। এই খেলায় শুধু মাত্র ইউরোপের যে সব দেশ ফুটবল খেলে সেই সব দেশ এই খেলায় অংশগ্রহণ করে।
বিশ্বের অন্যান্য খেলার মতো এই খেলায় আয়োজক দেশ বাছায় পর্ব ছাড়াই মূল পর্ব খেলার জন্য নির্বাচিত হয়।
আরও পড়ুনঃ আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান । ব্রাজিল আর্জেন্টিনার পরিসংখ্যান
অন্যদিকে বাকি সব দলকে বাছাই পর্বের কয়েকটি ধাপ পেরিয়ে যোগ্যতা অর্জন করে এই খেলার মূল পড়বে অংশগ্রহণ করতে হয়।
উয়েফা ইউরো ২০২০ সর্বশেষ ইউরো ফুটবল কাপ অনুষ্ঠিত হয় ২০২১ সালের ১১ জুলাই।
করোনা মহামারীর কারণে এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হয় খেলাটি। তবে সেটি উয়েফা ইউরো ২০২০ কাপ নামেই পরিচিত।
আরও পড়ুনঃ কে কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে
পরবর্তী ইয়েফা ইউরো কাপ ২০২৪ অনুষ্ঠিত হবে ২২৪ সালের ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। ২০২৪ সালের উয়েফা ইউরো ফুটবল কাপের আয়োজক দেশ জার্মান।
প্রিয় পাঠক, উয়েফা ইউরো কাপ নিয়ে আপনাদের মধ্যে জানার শেষ নেই।
আর তাই উয়েফা ইউরো কাপের শুরু থেকে এখন পর্যন্ত এর মধ্য থেকে আপনাদের অধিক জানতে চাওয়া প্রশ্নের উত্তর জানবো।
চলুন, ইউরো কাপ কে কতবার নিয়েছে তা জানার পড়ে এখন জেনে নেই ইউরো কাপ সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর।
উয়েফা ইউরো কাপ সম্পর্কিত FAQS
১৯৬০ থেকে এখন পর্যন্ত মোট ১৬ বার উয়েফা ইউরো কাপ অনুষ্ঠিত হয়েছে। ১৭ তম উয়েফা ইউরো কাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৭ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত।
জার্মানি ৩ বার, স্পেন ৩ বার, ইতালি ২ বার ও ফ্রান্স ২ বার, চেক প্রজাতন্ত্র ১ বার, পর্তুগাল ১ বার, নেদারল্যান্ডস ১ বার, ডেনমার্ক ১ বার ও গ্রিস ১ বার ইউরো কাপ অর্জন করেছে।
৩ বার করে কাপ নিয়ে সর্বোচ্চ বার কাপ অর্জন করেছে জার্মানি ও স্পেন।
এবং ২ বার করে কাপ নিয়ে সর্বোচ্চ দ্বিতীয় কাপ অর্জন করেছে ইতালি ও ফ্রান্স।
বাকি সবাই ১ বার করে উয়েফা ইউরো কাপ অর্জন করেছে।
ইউরো কাপ ২০২১ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিলো ২০২১ সালের ১১ জুলাই।
এখন পর্যন্ত ইউরো ফুটবল ফেডারেশন থেকে প্রকাশিত সময় অনুযায়ী ২০২৪ সালের ১৭ জুলাই উয়েফা ইউরো কাপ ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইউরো কাপ ৪ বছর পরপর অনুষ্ঠিত হয়। ইউরো কাপে শুধু মাত্র ইউরোপ এর দেশগুলোর ফুটবল দল অংশগ্রহণ করতে পারে
তবে আয়োজক দেশ ব্যতিত সব দশের বাছাই পর্ব খেলে মূল পড়বে আসতে হয়।
২০১৬ সালে ইউরো কাপ নিয়েছে পর্তুগাল দল। ফ্রান্স এ অনুষ্ঠিত হয়েছিলো ২০১৬ সালের ইউরো কাপ ২০১৬।
ইতালি আর ইংল্যান্ড ইউরো কাপ ২০২১ এর ফাইনাল খেলে। নির্ধারিত সময়এ ১-১ গল হওয়ায় খেলাতি পেনাল্টিতে যায়।
পেনাল্টিতে ইতালি ইংল্যান্ড ৩-২ গল লাভ করে। আর ইতালি জয় লাভ করে।
২০২০ সালের ইউরো কাপ ইতালি নিয়েছে। (এই খেলাটি ই করোনার জন্য ২০২১ সালে অনুষ্ঠিত হয়)
ইউরো কাপ কে কতবার নিয়েছে । সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা উয়েফা ইউরো কাপ কে কতবার নিয়েছে অর্থাৎ উয়েফা ইউরো কাপ কে কতবার জিতেছে তা জানতে পেরেছি।
এছাড়াও জেনেছি কত সাল থেকে উয়েফা ইউরো কাপ শুরু হয়েছে, এখন পর্যন্ত মোট কত বার উয়েফা ইউরো কাপ অনুষ্ঠিত হয়েছে।
কত সালে কোন দেশ উয়েফা ইউরো কাপের আয়োজক দেশ ছিলও সে সম্পর্কে বিস্তারিত সব জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে উয়েফা ইউরো কাপ কে কতবার নিয়েছে তা সহ উয়েফা ইউরো কাপ ১৯৬০ থেকে ২০২১ পর্যন্ত সব বিষয়ে জানতে পেরেছেন।
আজকের পোষ্টে উয়েফা ইউরো কাপ সম্পর্কে তথ্য নাই এমন কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।
ফুটবল এবং সকল খেলাধুলা সঙ্ক্রান্ত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে খেলাধুলা ক্যাটাগরিতে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।