আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে (ডাউনলোড লিংক সহ)

Last Updated on 10 months by Shaikh Mainul Islam

ফ্রিতে অনলাইন থেকে যেকোনো অডিও/ ভিডিও ডাউনলোড করার অন্যতম মাধ্যম হচ্ছে ভিটমেট অ্যাপ। কিন্তু মোবাইল প্লে স্টোরে ভিটমেট না থাকায় অনেকেই আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে তা জানতে চায়।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে (ডাউনলোড লিংক সহ) এ।

এই পোস্ট থেকে আমরা ভিটমেট কি, কি কাজে ব্যবহার হয় এবং আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে অর্থাৎ ভিটমেট ডাউনলোড করার সঠিক উপায় সম্পর্কে বিস্তারিত জানবো।

ভিটমেট কি, ভিটমেট এর ব্যবহার

ভিটমেট হচ্ছে একটি অ্যাপস যার মাধ্যমে ফ্রিতে অনলাইনের সকল প্লাটফর্মের ভিডিও নিজের প্রয়োজন মতো ডাউনলোড করা যায়।

মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার সব ডিভাইসেই ভিটমেট ব্যবহার করা যায়। তবে সব ধরনের ডিভাইসে ভিটমেট ব্যবহারের নিয়ম এক না।

অনলাইন থেকে অত্যন্ত সহজেই মোবাইলের মেমোরি কার্ডে অডিও ভিডিও, আবার ভিডিও থেকে শুধু অডিও ডাউনলোড করে নেওয়ার জন্য ফ্রিতে সব থেকে সহজ মাধ্যম হচ্ছে ভিটমেট অ্যাপ।

আরও পড়ুনঃ ডোমেইন হোস্টিং কি । ওয়েব হোস্টিং কেন প্রয়োজন

তবে, আপনি এই অ্যাপ যদি মোবাইলে ব্যবহার করতে চান  তাহলে মোবাইলে থাকা Google Play Store থেকে এই অ্যাপ নামাতে পারবেন না।

কারণ এই আসল Vidmate App মোবাইলের প্লে ষ্টোরে নেই। এমনিতে মোবাইলের Play Store Vidmate app নামে অনেক অ্যাপ থাকলেও সেই সব অ্যাপ Original Vidmate App না।

আপনি যদি কম্পিউটার কিংবা ট্যাবে ভিটমেট ব্যবহার করতে চান তাহলে কম্পিউটার/ ট্যাবে ভিটমেট ডাউনলোড এবং ব্যবহার করার নিয়ম জেনে নিন।

আসল ভিটমেট ডাউনলোড করার নিয়ম

আপনি যদি আপনার এন্ডয়েড মোবাইলে আসল ভিটমেট ডাউনলোড করে ব্যবহার করতে চান তাহলে Google থেকে আসল ভিটমেট নামাতে হবে।

মোবাইলে আসল ভিটমেট ডাউনলোড করতে নিচের পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ খেয়াল করুনঃ

আরও পড়ুনঃ  গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

  • মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে Google এ প্রবেশ করুন।
  • Vidmate App download লিখে গুগলে সার্চ করুন।
  • এবার সার্চ রেজাল্ট এ আসা প্রথম সার্চ ফলাফলে ক্লিক করুন।
  • এবার আপনি Vidmate App Download অপশনটি দেখতে পাচ্ছেন।

এখান থেকে আপনি অরিজিনাল বা আসল ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে নিচে দেওয়া লিংক থেকেও আসল ভিটমেট apk download করতে পারেন।

সরাসরি ভিটমেট অ্যাপস ডাউনলোড করতে আসল ভিটমেট apk download এ ক্লিক করুন।

আশা করছি এবার আপনার মোবাইলে ভিডমেট ডাউনলোড করতে সমস্যা হবে না। আর ভিডমেট অ্যাপ ইন্সটল করেই ব্যবহার করতে পারবেন।

Vidmate App ইন্সটল করার পরে আপনি যেকোনো প্লাটফর্ম (ইউটিউব/ ফেসবুক/ ইত্যাদি) থেকে যেকোনো ভিডিও এর লিংক কপি করে Vidmate App এ পেস্ট করেও সহজেই সবকিছু ডাউনলোড করা যাবে।

আসল ভিটমেট নিয়ে FAQS

ভিটমেট ডাউনলোড করব কিভাবে ?

এই পোস্টে ভিটমেট ডাউনলোড সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছেহ।

ভিটমেট অ্যাপ থেকে কি কি করা যায়?

Vidmate App থেকে সব জায়গা থেকে যেমনঃ ইউটিউব, ফেসবুক সহ সবজায়গাতে থাকা অডিও ভিডিও সব ধরনের ফাইল ডাউনলোড করা যায়। এবং এটি ব্যবহার করা খুবই সহজ।

ভিটমেট অ্যাপ ব্যবহার করা কি নিরাপদ?

অ্যাপ ইন্সটল করার সময়ে কিছু অনুমতি নিয়ে থাকে। সেখানে বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন এই অ্যাপ আপনার মোবাইলের কি কি অনুমতি চাচ্ছে।
তবে, সাধারণত এটি একটি দীর্ঘদিনের স্বনামধন্য অ্যাপ। এটি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ নয় এটা নিশ্চিত বলা যায়।

ভিটমেট অ্যাপ কি কি ডিভাইসে ব্যবহার করা যায়?

স্মার্ট মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এবং ট্যাবে ভিটমেট ব্যবহার করা যায়।

তবে ব্যবহার পদ্ধতি একটু ভিন্ন।

উপরে উল্লেখিত লিংক থেকে কম্পিউটার বা ট্যাবে ভিটমেট অ্যাপ ব্যবহার করার উপায় জেনে নিতে পারেন।

ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন?

আপনি নিশ্চয়ই গুগলের প্লে ষ্টোর থেকে ভিটমেট ডাউনলোড করার চেষ্টা করেছেন।

তবে, বলে রাখা ভালো যে, প্লে ষ্টোর থেকে আপনি ভিটমেট এর অরিজিনাল অ্যাপ কখনোই প্লে ষ্টোরে পাবেন না।
শুধু মাত্র গুগল থেকে সরাসরি ভিটমেট অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে হয়।

উপরে দেওয়া লিংক থেকেও ডাউনলোড করে নিতে পারেন।

ভিটমেট অ্যাপ কেন এত জনপ্রিয়?

ভিটমেট এর মতো আর কোনো অ্যাপ ফ্রিতে এত সুন্দর ভাবে ভিডিও/ অডিও ডাউনলোড করার সুযোগ রাখেনি।

তবে Vidmate App এ কিছুটা এড দেখায় কিন্তু এটা ভিটমেট এর সার্ভিস হিসেবে কোনো সমস্যা ই না।

আসল ভিটমেট ডাউনলোড । সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জানতে পেরেছি আসল ভিটমেট ডাউনলোড করব (ডাউনলোড লিংক সহ)।

এছাড়াও কিভাবে এবং কি কি ডিভাইসে ভিটমেট ডাউনলোড করা যায় এবং এর জনপ্রিয়তার কারণ জেনেছি।

আশা করছি আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে এতক্ষণে আপনার এই প্রশ্নের উত্তর পেয়েছেন।

ভিটমেট সহ এমন সব বিষয় সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Online tips and tricks ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

2 thoughts on “আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে (ডাউনলোড লিংক সহ)”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.