আইপিএল পয়েন্ট টেবিল 2024 । আজকের আইপিএল আপডেট ২০২৪

Last Updated on 6 months by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত আইপিএল সংক্রান্ত আরও একটি পোস্ট “ আইপিএল পয়েন্ট টেবিল 2024 ও আজকের আইপিএল ম্যাচ ২০২৪ এর আপডেট ” এ।

বিশ্বের অন্যতম একটি ঘরোয়া ক্রিকেট লীগ আইপিএল। ভারতে অনুষ্ঠিত হয় ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই এর অধীনে। এই পোস্ট টি আইপিএল সিজন ২০২৪ এর শুরু থেকে শেষ পর্যন্ত সকল আপিএইল প্রেমিকদের জন্য অত্যন্ত জরুরি।

কারণ, আজকের পোষ্টে আমরা জানবো আইপিএল পয়েন্ট টেবিল 2024। পয়েন্ট টেবিল প্রত্যেক ম্যাচ শেষে আপডেট করে জানিয়ে দেওয়া হবে। 

আরও পড়ুনঃ আইপিএল ২০২৪ সময়সূচী । IPL schedule 2024 (পয়েন্ট টেবিল সহ)

এছাড়াও এই পোষ্টে প্রত্যেকটি আইপিএল ম্যাচ ২০২৪ শেষ হওয়ার সাথে সাথে ঐ ম্যাচ সংক্রান্ত ফলাফল দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আজকের আইপিএল ম্যাচ ২০২৪ এর সকল ম্যাচের আপডেট জানতে পারবেন এই পোস্ট থেকে।

আইপিএল পয়েন্ট টেবিল 2024

প্রিয় পাঠক, প্রথমেই আইপিএল পয়েন্ট টেবিল 2024 দেখে নিন। নিচে আইপিএল ২০২৪ এর আসরে অংশগ্রহণ করা সকল দলের প্রত্যেকটি ম্যাচের ফলাফল দেওয়া আছে।

এবং আইপিএল পয়েন্ট তেবিলের শেষে প্রত্যেকটি ম্যাচের ফলাফল সম্পর্কে আলাদা করে লেখা আছে। যেখান থেকে আপনি আইপিএল এর প্রত্যেকটি ম্যাচের সকল আপডেট ফলাফল জানতে পারবেন।

চলুন জেনে নেও যাক আইপিএল পয়েন্ট টেবিল 2023 সম্পর্কে সকল তথ্য (আপডেট তথ্য)।

দলমোট ম্যাচজয়পরাজয়পয়েন্টরান রেট
সুপার কিংস
(CSK)
2204+1.979
টাইটানস
(GT)
2112-1.425
দিল্লি ক্যাপিটাল
(DC)
2020-0.528
পাঞ্জাব কিংস
(PBKS)
3122+0.337
কলকাতা নাইট রাইডার্স
(KKR)
2204+1.047
লখনউ সুপার জায়ান্ট
(LSG)
2110+0.025
মুম্বাই ইন্ডিয়ানস
(MI)
2020-0.925
রয়েল চ্যালেঞ্জারস
(RCB)
3120-0.771
রাজস্থান রয়ালস
(RR)
2204+0.800
সানরাইজ হায়দ্রাবাদ
(SRH)
2213+0.675
আইপিএল পয়েন্ট টেবিল 2024 এর বিস্তারিত তথ্য।

ম্যাচ বাই ম্যাচ আইপিএল এর ফলাফল

প্রিয় পাঠক, উপরে উল্লখিত চার্ট থেকে আইপিএল ২০২৪ এর টেবিল পয়েন্ট প্রত্যেক ম্যাচ শেষে আপডেট সহ পেয়ে যাবেন।

আর এখান থেকে প্রত্যেক ম্যাচের সংক্ষিপ্ত তথ্য যেমন, কোন দল আগে ব্যাত করেছে এবং দুই দল কয় উইকেট হারিয়ে কত রান করেছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

তাই এই পোস্টটি আপনার সোশ্যাল সাইটে শেয়ার করে রাখতে পারেন। অথবা পরতিদিন ম্যাচ শেষে এই পোস্ট ভিজিট করে বিস্তারিত জেনে নিতে পারেন।

আরও পড়ুনঃ কলকাতা আইপিএল টিম ২০২৪ (team squad, schedule, point table)

২২ মার্চ পর্দা নামতে যাচ্ছে বিশ্বের অন্যতম ফ্রাঞ্জাইজি লীগ আইপিএল এর ১৭ তম আসর। প্রথম পর্যায়ে ২১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ করবে ১০ টি দল।

আইপিএল 2024 (ম্যাচ ১ – ৪)

২২ মার্চ ২০২৪ আজকের আইপিএল -চেন্নাই সুপার কিংস VS রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরঃ ম্যাচ ১

প্রথম ব্যাটিং করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। দলটি ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করেন। জবাবে চেন্নাই সুপার কিংস ৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করে জয় তুলে নেয়।

২৩ মার্চ ২০২৪ আজকের আইপিএল – দিল্লি ক্যাপিটাল VS পাঞ্জাব কিংসঃ ম্যাচ ২

টসে হেরে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটাল। দলটি ২০ অভার শেষে ১৭৪ রান করে ৯৯ উইকেট হারিয়ে। জবাবে পাঞ্জাব কিংস ৪ বল হাতে রেখে ৬ উইকেটে ১৭৭ রান করে সহজ জয় তুলে নেয়।

২৩ মার্চ ২০২৪ আজকের আইপিএল – সানরাইজ হায়দ্রাবাদ VS কলকাতা নাইটরাইডারসঃ ম্যাচ ৩

টসে হেরে প্রথমে ব্যাট করে কলকাতা নাইটরাইডারস। দলটি নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেত হারিয়ে ২০৮ রান করে। জবাবে সানরাইজ হায়দ্রাবাদ ২০ ওভারে ২০৪ রান করে ৭ উইকেট হারিয়ে। ফলে কলকাতা নাইটরাইডারস ৪ রানের অসাধারণ জয় পায়।

২৪ মার্চ ২০২৪ আজকের আইপিএল – রাজস্থান রয়াল VS লখনউ সুপার জায়ান্টঃ ,ম্যাচ ৪

টসে জিতে রাজস্থান রয়াল প্রথমে ব্যাট কর। নির্ধারিত ২০ ওভারে দলটি ১৯৩ রান করেন ৪ উইকেট হারিয়ে। জবাবে লখনউ সুপার জায়ান্ট ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। ফলে রাজস্থান রয়ালস ২০ রানের সহজ জয় তুলে নেয়।

আইপিএল ম্যাচ আপডেট ২০২৪ (ম্যাচ ৫-৯)

২৪ মার্চ ২০২৪ আজকের আইপিএল – মুম্বাই ইন্ডিয়ান VS গুজরাট টাইটানঃ ম্যাচ ৫

টসে হেরে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান। নির্ধারিত ২০ ওভারে দলটি ১৬৮ রান করে ৬ উইকেট হারিয়ে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬২ রান করে ৯ উইকেট হারিয়ে। ফলে গুজরাট টাইটান ৬ রানের অসাধারণ জয় তুলে নেয়।

২৫ মার্চ আজকের আইপিএল – রয়াল চ্যালেঞ্জার VS পাঞ্জাব কিংসঃ ম্যাচ ৬

টসে হেরে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস। দলটি নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান করে ৬ উইকেট হারিয়ে। জবাবে রয়াল চ্যালেঞ্জারস ১৯ ওভার ২ বলা ১৭৮ রান করে ৬ উইকেট হারিয়ে। ফলে সহজ জয় তুলে নেয় রয়াল চ্যালঞ্জারস।

২৬ মার্চ আজকের আইপিএল – চেন্নাই সুপার কিংস VS গুজরাট টাইটানঃ ম্যাচ ৭

টসে হেরে প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ২০৬ রান করে ৬ উইকেট হারিয়ে দলটি। জবাবে গুজরাট টাইটান ২০ ওভারে ১৩ রান করে ৮ উইকেট হারিয়ে। ফলে ৬৩ রানের সহজ জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।

২৭ মার্চ আজকের আইপিএল – সানরাইজ হায়দ্রাবাদ VS মুম্বাই ইন্ডিয়ানঃ ম্যাচ ৮

টসে হেরে প্রথম ব্যাট করে সানরাইজ হায়দ্রাবাদ। দলটি নির্ধারিত ২০ ওভারে ২৭৭ রান করে ৩ উইকেট হারিয়ে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান খেলতে নেমে ২০ ওভারে ২৪৬ রান করে ৫ উইকেট হারিয়ে। ফলে সানরাইজ হায়দ্রাবাদ ৩১ রানের সহজ জয় তুলে নেয়।

২৮ মার্চ আজকের আইপিল – দিল্লি ক্যাপিটাল VS রাজস্থান রয়ালসঃ ম্যাচ ৯

টসে হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়ালস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে দলটি। জবাবে খেলতে নেমে দিল্লি ক্যাপিটাল ২০ ওভার শেষে ১৭৩ রান করে ৫ উইকেট হারিয়ে। ফলে রাজস্থান রয়ালস ১২ রানের সহজ জয় তুলে নেয়।

বিঃ দ্রঃ প্রিয় পাঠক, আমাদের এই পোষ্টে আইপিএল এর প্রত্যেকটি ম্যাচের আপডেট পয়েন্ট টেবিল সহ বিস্তারিত আকারে দেওয়া হবে।

একজন আইপিএল এর দর্শকের কাছে আমাদের এই পোস্টটি অনেক বেশী গুরুত্বপূর্ণ হতে পারে।

তাই সবসময় এই পোস্ট এবং আমাদের ফেসবুক গ্রুপে চোখ রাখুন। প্রত্যেক ম্যাচ আইপিএল শেষে দেখুন আইপিএল পয়েন্ট টেবিল 2024 এই পোস্ট থেকে বিস্তারিত।

আইপিএল পয়েন্ট টেবিল 2024 নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, এই পোস্ট থেকে মূলত আইপিএল পয়েন্ট টেবিল 2024 এর সব বিষয়ে এই পোষ্টে জেনেছি।

আইপিএল সংক্রান্ত আমাদের অন্যান্য পোস্ট পড়তে IPL – india premier league Category ভিজিট করুন।

এছাড়া চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

1 thought on “আইপিএল পয়েন্ট টেবিল 2024 । আজকের আইপিএল আপডেট ২০২৪”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.