শুক্রবারে আসরের পরের আমল । আসরের পরের বিশেষ আমল

Last Updated on 2 months by Shaikh Mainul Islam

মুসলিম জাতি বিশ্বাস করেন যে, মৃত্যুর পরে কিয়ামত, আখিরাত আছে, এই জীবনের শেষ থাকলেও সেই জীবনের কোন শেষ নেই। তাই শুক্রবারে আসরের পরের আমল যাতে রয়েছে অগনিত ফজিলত তাই জানতে চান অনেকে।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “শুক্রবারে আসরের পরের আমল” এ। এই পোস্টটি প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ “সালাতুল হাজত” সালাত আদায়ের উপকার ও নিয়ম

আজকের পোষ্টে আমরা পবিত্র শুক্রবার আসরের নামাজ পড়ার পরে কি কি আমল রয়েছে, কি করলে ৮০ বছরের গুনাহ মাফ হয় এবং ৮০ বছর নফল ইবাদতের সাওয়াব হয় এবং এছারাও শুক্রবারে আসরের অন্যান্য সকল ইবাদত সম্পর্কে বিস্তারিত জানবো।

শুক্রবারে আসরের পরে গুরুত্বপূর্ণ আমল

অন্যান্য দিনের তুলনায় জুমার দিন অর্থাৎ শুক্রবারে অনেক বেশি সাওয়াব পূর্ণ ইবাদত আছে। সব দিন আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ নিজেই শুক্রবারের কিছু আমলের অনেক বেশি তাৎপর্য ঘোষণা দিয়েছেন।

হাদিস থেকে এসেছে যে,

কোন ব্যক্তি যদি একটি দুরুদ প্রত্যেক জুমার দিন আসরের নামাজের পড়ে নামাজের স্থানে বসা অবস্থায় ৮০ বার পাঠ করেন আল্লাহ ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন। এবং একই সাথে ৮০ বছর নফল ইবাদত করার সাওয়াব দিবেন, সুবহানাল্লাহ।

দুরুদটি হচ্ছেঃ  اَللَّهُمَّ ..صَلِّ عَلَى.. مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا

দুরুদের বাংলা উচ্চারণঃ “আল্লাহুম্মা সাল্লি আ-লা মুহাম্মাদিনি নাবিয়্যিলল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা”।

আরও পড়ুনঃ ইশরাকের নামাজ পড়ার নিয়ম

উপরের এই দোয়াটি প্রত্যেক জুমার দিন আসরের নামাজের পরে নামাজের জায়নামাজে বসেই ৮০ বার পাঠ করতে হয়।

আল্লাহ চাইলে এই দুরুদ কবুল করে নিয়ে ওই ব্যক্তির ৮০ বছরের পাপ মাফ করে দিতে পারেন। একই সাথে ৮০ বছর নফল ইবাদতের সাওয়াব দান করতে পারেন।

আশা করছি জুমার দিন তথা শুক্রবারে আসরের পরের আমলের মধ্যে অন্যতম একটি আমল সম্পর্কে জানতে পেরেছেন।

শুক্রবারের অন্যান্য সকল আমল সমূহ

প্রিয় পাঠক, এতক্ষণে নিশ্চয়ই শুক্রবারের আসরের পরের দোয়া জেনে গিয়েছেন। জেনে গেছেন জুমার দিনে ৮০ বছরের গুনাহ মাফের আমল সমূহ সম্পর্কে।

তবে, শুক্রবারে আসরের পরের আমল শুধু মাত্র এটুকুই নয়। এছারাও আরও অনেক আমল আছে যার তাৎপর্যও অনেক।

চলুন, জেনে নেই শুক্রবারের আসরের পরে সকল দোয়া সম্পর্কে।

  • সুরা কাফ তিলাওয়াত করা।
  • বেশি বেশি দুরুদ পাঠ করা।
  • বেশি বেশি জিকির করা।
  • কোরআন তিলাওয়াত করা।

আরও পড়ুনঃ যে আমল গুলো সহজে ইমানদারকে জান্নাতে নিয়ে যাবে

জুমার দিনে এই আমল সমূহ সম্পর্কে হাদিসে বিস্তারিত ব্যাখ্যা আছে। যেখানে শুক্রবারে আসরের পরের আমল হিসেবে উপরে উল্লেখিত দুরুদ পড়ে এই আমলগুলি সম্পর্কে বিস্তারিত বলা আছে।

সব দিন আল্লাহর সৃষ্টি। এই দিনগুলোতেই যে আল্লাহ সবার দোয়া কবুল করে নিবেন বিষয়টা এমন না।

ইসলামের পরিধি অনেক বিস্তৃত। আল্লাহ তার নিজের ইচ্ছা অনুযায়ী যার দোয়া ভালো লাগবে তার দোয়া কবুল করবেন।

আরও পড়ুনঃ  হাদিসের আলোকে নামাজের নিষিদ্ধ সময় সমূহ

সবসময় আমাদের আল্লাহর অনুগত শিকার করে দোয়া করতে থাকতে হবে। মনে রাখতে হবে দোয়া কবুল করার মালিক আমার আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে অবগত।

শুক্রবারের আমল সম্পর্কিত FAQS

জুমার দিনে যে দোয়া পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়?

“আল্লাহুম্মা সাল্লি আ-লা মুহাম্মাদিনি নাবিয়্যিলল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা”।

বিস্তারিত মেইন পোষ্টে উল্লেখিত।

শুক্রবারের আসরের পরে অন্যতম আমল সমূহ কি কি?

সুরা কাফ তিলাওয়াত করা।
বেশি বেশি দুরুদ পাঠ করা।
বেশি বেশি জিকির করা।
কোরআন তিলাওয়াত করা।

আসরের নামাজের পরের আমল নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা শুক্রবারে আসরের পরের আমল সম্পর্কে জেনেছি। কোরআন হাদিস থেকে এই পোষ্টে উল্লেখিত সব বিষয়ে আমরা সুন্দর ভাবে জেনেছি।

আশা করছি শুক্রবারের বিশেষ আমল সম্পর্কে সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। এরপরেও এই বিষয়ে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

সকল ইবাদত আমল এবং ইসলাম সম্পর্কে আর বিস্তারিত জানতে আমাদের ইসলাম ক্যাটাগরিতে ভিজিত করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিওয়াল ফেসবুক পেজ Dainikikantha এ।

4 thoughts on “শুক্রবারে আসরের পরের আমল । আসরের পরের বিশেষ আমল”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.