সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ । লাইলাতুল কদর সূরা বাংলা

Last Updated on 10 months by Shaikh Mainul Islam

গৌরবময় রাত “লাইলাতুল কদর” -কে কেন্দ্র করে আল্লাহ পবিত্র লাইলাতুল কদর সূরা নাজিল করেন। তাই, আমাদের সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ জানা জরুরি।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ । লাইলাতুল কদর সূরা বাংলা” এ।

আরও পড়ুনঃ লাইলাতুল কদরের দোয়া । শবে কদরের আমল সমূহ

আজকে আমরা লাইলাতুল কদর সূরার পরিচয়, সূরা লাইলাতুল কদর এর ফজিলত ও নাজিলের ইতিহাস, সূরা কদর এর আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং ইংরেজি অর্থ সহ বিস্তারিত জানবো।

লাইলাতুল কদর সূরার পরিচয়

আল্লাহ তায়ালা এই ৫ আয়াত বিশিষ্ট সূরা কদর নাজিল করেন মক্কায়। সূরা কদর অন্য সব সূরার চেয়ে আলাদা একটি সূরা। কারণ এই সূরা লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে আল্লাহ নাজিল করেন।

লাইলাতুল কদর সূরা একটি মাক্কী সূরা। কদর শব্দের অর্থ মহাত্ম ও সম্মান। তাই লাইলাতুল কদরকে মহাত্ম বা  সম্মানের সূরা বলা হয় ।

আরও পড়ুনঃ লাইলাতুল কদরের দোয়া

মক্কায় অবতীর্ণ হওয়া সূরা কদর পবিত্র কোরআন এর ৯৭ তম সূরা হিসেবে স্বীকৃত। লাইলাতুল কদর সূরার আয়াত সংখ্যা ৫ টি। এবং সুরাটিতে রুকুর সংখ্যা একটি।

সূরা কদরে উল্লেখ আছে যে, পবিত্র কোরআন নাজিল হয় রমজানের পবিত্র কদরের রাতে। এবং এই রাত হাজার মাসের চেয়ে উত্তম।

আল্লাহ বলন, “হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম লাইলাতুল কদর বা শবে কদর রাতের ইবাদত। তাই কদরের রাতে গুরুত্ব এত বেশি।

আরও পড়ুনঃ ইতিকাফ করার নিয়ম

সূরা কদর এরঃ

  • সুরা ধরণঃ মাক্কী
  • সূরা নংঃ ৯৭ নং
  • আয়াত সংখ্যাঃ ৫ টি
  • রুকু সংখ্যাঃ ১ টি
  • কদর অর্থঃ মাহাত্ত বা সম্মান

সূরা কদরের ফজিলত

পবিত্র কোরআন এর অন্যতম সূরা লাইলাতুল কদর বা সুরাতুল কদর। সুরাতুল কদরে আল্লাহ স্পষ্ট বলেছেন কদরের রাতের ইবাদতের বিষয়ে।

পবিত্র রমজান মাসে নাজিল হয় মহাগ্রহন্থ পবিত্র কোরআন। এজন্য অন্যান্য মাসের চেয়ে রমজান মাসের ইবাদতে সাওয়াব অর্থাৎ ফায়েদা অনেক বেশী।

আরও পড়ুনঃ শবে কদরের নামাজের নিয়ম ও নিয়ত

আর রমজান মাসের রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর সবচেয়ে মহিমান্বিত, তাৎপর্য পূর্ণ একটি রাত।

আল্লাহ তায়ালা পবিত্র কোরানের সুরাতুল কদরে বলেন, 

“আমি একে (পবিত্র কোরআন) নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো ‘কদরের রাত’ কি? হাজার রাতের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাতের ইবাদত”। -(সূরা কদর এর আয়াত ১ থেকে ৩)

সূরা কদরের ফজিলত সম্পর্কিত ব্যাখ্যায় মুফাসসিরকুল হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন,

“কদরের রাতের ইবাদত অন্য হাজার হাজার রাতের ইবাদতের চেয়ে বেশী উত্তম”। (তথ্যঃ তাফসিরে ইবনে আব্বাস, পৃষ্ঠা নং  ৬৫৪)

আরও পড়ুনঃ শাওয়ালের ছয় রোজা রাখার নিয়ম

অন্যদিকে তাবেই মুজাহিদ (র.) এই সূরার ফজিলত সম্পর্কে বলেন,

“এই সুরার ভাবার্থ হচ্ছে, এই রাতের (কদরের রাতের) ইবাদত যেমন, তেলাওয়াত, দরুদ, কিয়াম ও অন্যান্য আমল অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে অতি উত্তম”।

সকল মুফাসসিররা সূরা কদরের ফজিলতের ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই ব্যাখ্যা দিয়েছেন, আর এটাই সঠিক। (তথ্য সুত্র খণ্ড ১৮, পৃষ্ঠা নং ২২৩)

একজন মুসলিম হিসেবে এক রাত ইবাদত করে হাজার রাত ইবাদতের সমান সাওয়াব বা ফায়েদা পাওয়া যাবে।

সূরা কদর (আরবি, বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ)

প্রিয় পাঠক, এবার সূরা কদর এর আরবি ও বাংলা উচ্চারণ তাও ইংরেজি অর্থ সহ দেখবো। চলুন সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ ও ইংরেজি অর্থ জেনে নেওয়া যাক।

লাইলাতুল কদর সূরা -আরবি, বাংলা, ইংরেজি (তথ্য ক্রেডিট alqurans)

সূরা কদর সম্পর্কিত FAQS

লাইলাতুল কদরে কোন সূরা পড়তে হয় ?

লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ পড়ার জন্য কোথাও কোনও সূরা নির্ধারিত বলা হয়নি।

সূরা ফাতিহার সাথে আপনি আপনার মতো করে যেকোনো সূরা পড়তে পারেন। এতেই শবে কদরের নামাজ হবে।

সূরাতুল কদরের আয়াত সংখ্যা কয়টি?

পবিত্র কোরানের ৯৭ তম সূরা কদর এর আয়াত সংখ্যা ৫।

সূরা কদর কত নাম্বার সুরা ?

সূরা কদর পবিত্র কোরানের ৯৭ তম সূরা। পবিত্র কোরআনে ১১৪ টি সুরার মধ্যে সূরা কদর ৯৭ তম সূরা।

লাইলাতুল কদরের অপর নাম কি?

শবে কদর এর বাংলা অর্থ হচ্ছে অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত।

আর কদর শব্দের অর্থ ম্মান, মর্যাদা, মহাসম্মান। সূরা কদরকে সূরাতুল কদর বা সূরাতুল কদর বলা হয়।

লাইলাতুল কদর অর্থ কি?

লাইলাতুল কদর শব্দের অর্থ মহিমান্বিত রাত।

সূরা কদর নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা সূরা কদর সম্পর্কিত সকল তথ্য জেনেছি। ছাড়াও জেনেছি সূরা কদর এর আরবি-বাংলা উচ্চারণ এবং ইংরেজি-বাংলা অর্থ।

রমজান সহ ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন Dainikkantha এ।

3 thoughts on “সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ । লাইলাতুল কদর সূরা বাংলা”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.