Last Updated on 9 months by Shaikh Mainul Islam
দেশের অন্যতম টেলিকম অপারেটর রবি। রবি সিম গ্রাহকদের অনেকেরই জরুরি মুহূর্তে রবি সিমের ব্যালেন্স শেষ হয়ে যায়। কিন্তু রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কোড না জানায় ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন না।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স কোড । Robi emergency balance code” এ।
আজকে আমরা জানবো রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কোড, Robi Emergency Balance চেক কোড এবং রবি অ্যাপ সম্পর্কে বিস্তারিত।
রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কোড
অসংখ্য রবি গ্রাহকদের মাঝে অনেকেরই প্রতিনিয়ত জরুরি দরকারে Robi emergency balance code জানার প্রয়োজন হয়। রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কোড হচ্ছে *123*007#.
এই কোড ডায়াল করলে আপনি আপনার Emergency Balance on Robi SIM এ পাবেন। ১০ থেকে টাকা ইমার্জেন্সি দেওয়া হয়।
Robi SIM emergency balance code is *123*007#. By dialing this code you will get emergency balance on your Robi SIM. A emergency balance 10 – 100 taka is provided.
আরও পড়ুনঃ রবি এমবি চেক কোড
আপনার Robi SIM Emergency Balance Code দরকার হয় ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আর ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য। দুইটি আলাদা কোডের মাধ্যমে এই কাজ দুটি করতে পারবেন। ইমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করবেন হচ্ছে *১২৩*০০৭#।
আরও পড়ুনঃ জিপি এমবি চেক করার কোড
এছাড়াও আরও একটি কোড ব্যবহার করে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন। কোডটি হচ্ছে *1#. এই কোডটি ডায়াল করলে আপনার Robi Emergency Balance একটিভ হয়ে যাবে।
রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড
কোন কোড ডায়াল করে রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে হয় তা জানা গেল। এবার জানবো ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড। ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পর ব্যবহারের পরে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স হিসেবে অবশিষ্ট আছে তা দেখার প্রয়োজন হয়।
আপনার রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *222#. এই কোডটি ডায়াল করে আপনি রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স চেক করে নিতে পারবেন খুব সহজেই।
আরও পড়ুনঃ রবি সিমে ইমারজেন্সি ব্যালেঞ্চ কোড
Emergency balance check code for your Robi SIM is *222#. By dialing this code you can easily check emergency balance on Robi SIM.
রবি সিমে ব্যালেন্স চেক কোড
মূলত রবি সিমের মূল ব্যালেন্স এবং Robi Emergency Balance দুই ধরনের ব্যালেন্স চেক করার জন্য একই কোড ব্যবহার হয়। আর সেই রবি সিমে ব্যালেন্স চেক কোড হচ্ছে *২২২#। Robi SIM balance check code is *222#.
আরও পড়ুনঃ নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম
কোডটি আপনার রবি সিম থেকে ডায়াল করলেই আপনার মোবাইলে নোটিফিকেশন এর মাধ্যমে ব্যালেন্স জানাবে।
আপনি মূলত এই কোডের মাধ্যমে রবি সিমের সব ধরনের ব্যালেন্স চেক করতে পারেন।
my robi app apk
যুগের সাথে তাল মিলিয়ে অন্যান্য সিমের মতো রবি সিম ও এন্দ্রয়েদ ভারসনে রবি অ্যাপ সেবা চালু করেছে।
সকল এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করতে পারবেন নিজ নিজ রবি সিমের সকল সেবা এক জায়গায় পেতে।
my robi app apk ডাউনলোড করে আপনার রবি সিমে থেকে লগইন করে আপনার সিমের ব্যালেঞ্চ চেক, মিনিট চেক, ইন্টারনেট চেক, ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া এবং ইমার্জেন্সি ব্যালেন্স চেক সহ সব করতে পারবেন একই অ্যাপ থেকে।
আরও পড়ুনঃ রবি এমবি দেখে কিভাবে
অ্যাপটি শুধু মাত্র এন্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
অসাধারণ সব ফিচারে রবি সিম কোম্পানি my robi app apk প্রকাশ করেছে।
অ্যাপটি প্লে স্টোরে এবং গুগলে পেয়ে যাবেন। অথবা সরাসরি এখান থেকেও ডাউনলোড করতে পারেন।
রবি অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন my robi app apk download
রবি সিম সম্পর্কিত FAQS
রবি মিনিট দেখার কোড হচ্ছে *222*2#
রবি নাম্বার দেখার কোড হচ্ছে *২#. এই কোড দায়াল করেই রবি সিমের নিজের নাম্বার দেখতে পারবেন।
check your Robi SIM balance simply dial *222#
check your Robi internet balance simply dial *8444*88#.
রবি সিম ব্যালেঞ্চ কোড নিয়ে সর্বশেষ
আজকে আমরা রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কোড সহ রবি সিমের সকল কোড সম্পর্কে জেনেছি।
আশা করছি Robi Emergency Balance Check Code, Robi Emergency Balance Check Code, রবি ব্যালেন্স চেক কোড নিয়ে বিস্তারিত জেনেছেন।
রবি সিম কিংবা অন্য সকল সিমের কোড সম্পর্কে জানতে আমাদের অন্য সব পোষ্ট পড়তে All Telecom Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে Dainikkantha এ চোখ রাখুন।
9 thoughts on “রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কোড । Robi emergency balance code”