Last Updated on 1 year by Shaikh Mainul Islam
ব্যাংকে যেসব ধরনের একাউন্ট খোলা যায় তার মধ্যে যৌথ ব্যাংক একাউন্ট একটি। সাধারণত কোনো প্রতিষ্ঠান বা একাধিক ব্যক্তির একক হিসাবের ক্ষেত্রে যৌথ ব্যাংক একাউন্ট খোলা হয়। তাই আজকে যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানবো।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | Create Joint bank account” এ।
আজকে আমরা, যৌথ ব্যাংক একাউন্ট কি, ব্যাংক একাউন্ট ধরন, যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম প্রয়োজনীয় ডকুমেন্ট সমুহ এবং সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানবো।
যৌথ ব্যাংক একাউন্ট কি
যেসব ব্যাংক একাউন্ট খোলার সময় একাধিক ব্যাক্তিকে মালিকানা করা হয় সেসব ব্যাংক একাউন্ট কে যৌথ ব্যাংক একাউন্ট বলে। আরও সহজভাবে বললে, যৌথ ব্যাংক একাউন্ট হচ্ছে একাধিক ব্যক্তির অধীনে কোনো একটি ব্যাংক একাউন্ট খোলাকে বোঝায়।
তবে যৌথ ব্যাংক একাউন্ট হতে পারে দুইজন ব্যক্তির মধ্যে। যেমন, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, বাবা-ছেলে, মা-মেয়ে, বাবা-মা, ভাই-বোন, ব্যবসায়ী পার্টনার। এছাড়াও যেকোনো প্রতিষ্ঠানের নামে যৌথ ব্যাংক একাউন্ট হতে পারে। যার মধ্যে উদাহরণ স্বরূপ বলতে গেলে বলা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য ব্যাংক একাউন্ট, যেকোনো ট্রাস্ট কোম্পানির ব্যাংক একাউন্ট হতে পারে একটি যৌথ ব্যাংক একাউন্ট হিসেবে।
বাংলাদেশে মোট কত প্রকার ব্যাংক একাউন্ট রয়েছে?
বাংলাদেশের প্রায় সব ব্যাংকে সব ধরনের ব্যাংক একাউন্ট খোলার সুযোগ রয়েছ। এর মধ্যে বেশ কিছু ধরনের একাউন্ট ব্যাক্তি চাইলেই প্রায় সব ব্যাংকে খুলতে পারবেন নিজের সুবিধা মতো। চলুন জেনে নেওয়া যাক সব ব্যাংকে অধিক পরিচালিত কিছু একাউন্টের ধরন সম্পর্কে।
১) সাধারণ একাউন্ট। (চলতি একাউন্ট)।
২) সঞ্চয় একাউন্ট (Savings account)
৩) ডিপোজিট একাউন্ট (Deposit Account)
৪) ডিপিএস একাউন্ট (DPS Acount)
৫) যৌথ একাউন্ট (joint account)
এই ধরনের ব্যাংক একাউন্টগুলো সাধারণত সকল ব্যাংকে চালু আছে। তবে ব্যাংক বিশেষে অন্যান্য কয়েক ধরনের ব্যাংক একাউন্ট খোলার সুযোগ আছে। তবে সব থেকে আনন্দের কথা হচ্ছে, সকল ব্যাংকে যৌথ ব্যাংক একাউন্ট খোলা যায়। তাই যৌথ ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনাকে ব্যাংক খুজে খুজে হয়রান হতে হবে না।
আপনার নিকটস্থ যেকোনো ব্যাংকে গিয়ে যৌথ ব্যাংক খোলার আবেদন করতে পারবেন যেকোনো ব্যাংক ওপেনিং দিনে। এবার চলুন জেনে নেওয়া যাক, যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং যৌথ ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজ পত্র দরকার।
যৌথ একাউন্ট খোলার নিয়ম
অন্যান্য ধরনের ব্যাংক একাউন্ট খোলার প্রসেস খুব সহজ হলেও যৌথ ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে ভেরিফায়ার এর বিষয়টা বেশ বেশি রুলস পূর্ণ। অর্থাৎ, যৌথ ব্যাংক একাউন্ট খুলতে হলে সাধারণ একাউন্ট খোলার তুলনায় অনেক বেশি রুলস মানতে হয়। যৌথ ব্যাংক একাউন্ট খোলার কি সেই নিয়ম? চলুন জেনে নেওয়া যাক যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।
জয়েন্ট ব্যাংক একাউন্ট খোলার সাধারণ নিয়ম । Rules for opening a joint bank account
১) যৌথ ব্যাংক একাউন্ট খোলার জন্য দুইজন ব্যাক্তির স্বাক্ষর এবং আবেদন পত্রের প্রয়োজন হয়। এবং একাউন্ট খোলার সমএ ব্যক্তি দুজনকে ব্যাংকে উপস্থিত থাকতে হবে।
২) দুইজন ব্যক্তির মধ্যে ব্যাংক একাউন্ট পরিচালনার জন্য কে থাকবে টা স্পষ্ট উল্লেখ করতে হবে।
৩) দুইজন ব্যক্তির মধ্যে কোনো একজন বা দুইজনই মারা গেলে কে বা কারা টাকা উত্তোলন করতে পারবেন সেই বিষয়ে তথ্য নিশ্চিত করতে হবে। এবং যাদের তথ্য দেওয়া হবে তাদের বিস্তারিত তথ্য এবং তাদের অনুমতি নিতে হবে উপস্থিত রেখে।
৪) একজন কিংবা দুইজন ব্যাক্তিই যদি মারা যান তাহলে ওই যৌথ ব্যাংক একাউন্টটি ব্যাংক থেকে হিসাব ক্লোজ করে ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুনঃ অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত
৫) দুই জনের মধ্যে যৌথ ব্যাংক একাউন্ট পরিচালনার প্রধান দায়িত্বে যে থাকবে সে চাইলে হচ্ছে যৌথ ব্যাংক একাউন্টটি বন্ধ করে দিতে পারেন। তবে এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা দ্বিতীয় জনের সাথে যোগাযোগ করবেন।
যৌথ ব্যাংক একাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
অন্যান্য ব্যাক বা অন্যান্য ধরনের ব্যাংক একাউন্ট খুলতে যেমন কিছু ডকুমেন্ট লাগে। ঠিক তেমন যেকোনো ব্যাংকে যৌথ ব্যাংক একাউন্ট খোলার জন্য কিছু ডকুমেন্ট দরকার হয়। চলুন জেনে নেওয়া যাক যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী কি কি ডকুমেন্ট লাগবে একটি যৌথ ব্যাংক একাউন্ট খুলতে।
১) যে দুইজন ব্যক্তির আওতায় ব্যাংক যৌথ ব্যাংক একাউন্ট থাকবে তাদের উভয়ের জাতীয় পরিচয়/ জন্ম নিবন্ধন এর ফটোকপি জমা দিতে হবে। ( জাতীয় পরিচয় পত্র সবথেকে জরুরি)
২) উভয় ব্যক্তির দুই বা ততোধিক রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি যা সদ্য তোলা হতে হবে।
৩) নমিনি বা নমিনিগণের বিস্তারিত তথ্যের বিবরণ জমা দিতে হবে উক্ত ব্যাংকের চাওয়া অনুযায়ী।
৪) ইউটিলিটি বিল যেটা হচ্ছে বিদ্যুৎ, গ্যাস পানি কিংবা নেট বিলের যেকোনো একটির কপি জমা দিতে হবে।
৫) টিন সার্টিফিকেট এবং ব্যাংক থেকে নিদিষ্ট করে দেওয়া পরিমান টাকা জমা দিতে হবে।
৬) যৌথ ব্যাংক একাউন্ট যদি কোনো ট্রাস্ট প্রতিষ্ঠান হয় তবে ট্রাস্ট প্রতিষ্ঠানের দলিল এবং সকল ট্রাস্টির স্বাক্ষর দিতে হবে ব্যাংকের কাছে।
৭) যদি যৌথ ব্যাংক একাউন্টটি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে থাকে তবে ম্যানেজিং কমিটির রেজুলেশনের কপির প্রয়োজন হয়।
আরও পড়ুনঃ অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২২
এছাড়াও আরও কিছু ডকুমেন্ট ব্যাংক অনুযায়ী চাওয়া হয়ে থাকতে পারে। তবে স্বাভাবিক ভাবে এই ডকুমেন্টই যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী চাওয়া হয়ে থাকে।
আরও পড়ুনঃ চেক লেখার নিয়ম
এবার আমরা জানবো যৌথ ব্যাংক একাউন্ট খোলার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানবো। কারণ সবকিছুর মতো যৌথ ব্যাংক একাউন্টেও কিছু সুবিধা অসুবিধা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানার পরে যৌথ ব্যাক একাউন্ট খোলার সুবিধা অসুবিধা সমূহ।
যৌথ ব্যাংক একাউন্ট খোলার সুবিধাগুলো কি কি?
একাধিক মালিকানার অন্তর্ভুক্ত ব্যাংক একাউন্ট যৌথ ব্যাংক একাউন্ট বা কোনো প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট হয় তাহলে বেশ কিছু সুবিধা রয়েছে।
কি সেই সুবিধা যা যৌথ ব্যাংক একাউন্টে পাওয়া যায়? চলুন জেনে নেওয়া যাক যথ ব্যাংক একাউন্ট খোলার সুবিধা সমূহ।
আরও পড়ুনঃ জীবন বীমা কি কত প্রকার ও কি কি
১) সহজ এবং সকলের এক্সেস বা অনুমতি পাওয়া যায়।
২) যৌথ ব্যাংক একাউন্টে লেনদেন পরিচালনা করা একদম সহজ।
৩) প্রতিদিনের হিসাব পরিচালনা করা অত্যন্ত সহজ এবং দ্রুত সম্পন্ন।
৪) যৌথ ব্যাংক একাউন্ট এর মালিকানাকে পৃথক পৃথক ডেবিট কার্ড এবং পৃথক পৃথক চেক বই প্রদান করা হয়।
৫) যৌথ ব্যাংক একাউন্টের টাকা শতভাগ নিরাপদ। কারণ একাউন্ট ধারী ব্যক্তির একজনের অনুমতি ছাড়া বা সম্মতি ছাড়া অন্যজন ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না।
৬) অংশীদার টিকিয়ে রাখার জন্য হলেও যৌথ ব্যক্তিদের সম্পর্ক আগের থেকে মজবুত থাকবে সবসময়ে।
৭) যেকোনো ধরনের কঠিন এবং বড় বড় প্রজেক্টে আর্থিক সুবিধা পাওয়া আয় অনেক বেশি।
আরও পড়ুনঃ ইসলামী ব্যাংক লোন নেওয়ার পদ্ধতি
এছাড়াও ব্যাংক ভেদে যৌথ ব্যাংক একাউন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়।
বিশেষ ভাবে ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে। এই বিষয়ে ব্যাংক ম্যানেজার আপনাদের সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করবেন।
এবার জেনে নেওয়া যাক যৌথ ব্যাংক একাউন্ট খোলার অসুবিধা সমূহ সম্পর্কে।
যৌথ একাউন্ট খোলার অসুবিধা কি কি?
যেখানে সুবিধা আছে সেখানে কম বেশি অসুবিধা থাকবেই। ঠিক তেমনই যৌথ ব্যাংক একাউন্টে সামান্য কিছু অসুবিধা আছে। কি সেই অসুবিধা যা যৌথ ব্যাংক একাউন্টে দেখা যায়?
চলুন জেনে নেওয়া যাক যৌথ ব্যাংক একাউন্টের অসুবিধা সমূহ।
১) এক জনের অনুমতি ছাড়া অন্যজনে টাকা উতলন করতে পারবে না।
ফলে বিপদের সময় টাকা উত্তলন করা যায় না দুইজনেই উপস্থিত না থাকলে।
আরও পড়ুনঃ সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে করা যায়
২) দুই ব্যক্তির মতামত ছাড়া ব্যাংক একাউন্ট বা হিসাব বন্ধ করা যায় না।
৩) যেকোনো বিষয়ে দুই ব্যক্তিরই মতামত দিয়ে এক সিদ্ধান্তে পৌছাতে হবে।
আপনারা খেয়াল করলে দেখবেন যে অসুবিধার মধ্যে যেই বিষয়গুলি বলা হয়েছে তা আসলে সেরকম অসুবিধাও না।
তাই বলা যায় যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী যৌথ ব্যাংক একাউন্টে অসুবিধার থেকে নিঃসন্দেহে সুবিধা অনেক বেশি।
এবার যৌথ ব্যাংক একাউন্ট সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক।
Joint bank account related FAQS
ব্যাংক একাউন্ট করার যৌথ ব্যাংক একাউন্ট খোলার আবেদন করতে হয়। আবেদনটি যেই ব্যাংকে যৌথ একাউন্ট করবেন সেই ব্যাংকে করতে হবে।
যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম হচ্ছে আপনাকে একাধিক ব্যক্তি মিলে একটি ব্যাংক একাউন্ট খুলতে হবে।
যে একাউন্ট এর মালিক থাকবেন ওই দুইজন ব্যক্তি।
আপনি কিভাবে একটি যৌথ ব্যাংক একাউন্ট খুলবেন টা এই পোষ্টের মধ্যে বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন।
দেশের সকল সরকারি এবং বেসরকারি ব্যাংকে যেকোনো একাধিক ব্যক্তি উক্ত ডকুমেন্ট জমা দিয়ে এবং নিয়ম এনে যৌথ একাউন্ট খুলতে পারবেন।
তাই গ্রাহকের সুবিধা অনুযায়ী যে কোনো ব্যাংকের স্থানীয় শাখায় গেলেই যৌথ একাউন্ট খোলার আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের জন্য প্রাতিষ্ঠানিক ব্যাংক একাউন্ট খুলতে হয়। সেক্ষেত্রে একাধিক ব্যক্তির ডকুমেন্ট লাগবে। যা যৌথ ব্যাংক একাউন্ট হিসেবেই বিবেচিত হবে।
Joint bank account খোলা নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা জানতে পেরেছি যৌথ ব্যাংক একাউন্ট কি কিভাবে খুলতে হয় যৌথ ব্যাংক একাউন্ট। এবং যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
আরও পড়ুনঃ জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সহ বিস্তারিত
জেনেছি যৌথ ব্যাংক একাউন্ট খোলার জন্য কি কি দরকার এবং কিভাবে খুলতে হবে সেই বিষয়ে বিস্তারিত।
সর্বোপরি জেনেছি যৌথ ব্যাংক একাউন্ট খোলা নিয়ে আদ্দপান্থ সবকিছু। আশা করছি এই বিষয়ে সম্পূর্ণ বুঝাতে পেরেছি।
এরপরে কিছু অজানা থাকলে কমেন্ট করে জানান। আমাদের টীম আপনার কমেন্টের উত্তর দিবেন।
আরও পড়ুনঃ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিব ?
এছাড়াও বিভিন্ন বিষয়ে আমাদের নিয়মিত ব্লগ পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
এবং আমাদের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের
Facebook Page – DK POST । Facebook Group – DK POST । Telegram Channel – DK POST
4 thoughts on “যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম । Create Joint bank account ”