মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা । মা দিবসের শুভেচ্ছা বাণী

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের ব্লগ পোস্ট “মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা অর্থাৎ মা দিবসের শুভেচ্ছা বাণী” এ। এই পোষ্টটি সকল মা ভক্ত সন্তান্দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা, মা দিবসের শুভেচ্ছা বাণী, মা দবসের স্ট্যাটাস দেওয়ার মত কিছু কথা, মা দিবসের শুভেচ্ছা বাণী, মা দিবসের শুভেচ্ছা সহ সব বিষয়ে বিস্তারিত।

আরও পড়ুনঃ জীবন আপনাকে যা শেখায় না

এছাড়াও এই পোস্টে আমরা মা দিবস সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে জানবো। জানবো মা দিবসে মানে কি, মা দিবস কত সালে, 2023 সালের মা দিবস কবে, মা দিবস মার্চ নাকি মেয়ে এ পালন করা হয়, বিশ্ব মা দিবস সম্পর্কে বিস্তারিত।

মা দিবসে

আমরা সবাই কোনো না কোনো মায়ের সন্তান। সন্তানের জন্য বাবা মা বিশেষ করে মায়ের আত্মত্যাগ কখনোই লেখা কিংবা বক্তৃতায় ফুটিয়ে তোলা অসম্ভব।

আমরা মা দিবসে মায়েদের বিভিন্ন উক্তি কিংবা বাণী দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।

কিন্তু, প্রক্রিত অর্থে শুভেচ্ছা তো দূরে থাক, আমাদের শরীরের চামড়া থেকে মাকে এক জোড়া জুতা তৈরি করে দিলেও মায়ের বুকের এক ফোটা দুধের ঋণ শোধ করা সম্ভব না। তবে, মা দিবস সন্তান্দের জন্য মায়েদের কষ্ট, ত্যাগ, তিতিক্ষার কথা আমাদের মনে করিয়ে দেয়।

আরও পড়ুনঃ সম্পর্ক ভেঙ্গে যায় যে পাঁচ কারণে 

বছরের প্রত্যেকটি দিন যদি মা দিবস হয়, তবুও যেন মায়ের অবদান ফুটিয়ে তোলা হয় না।

তাই শুধু মাত্র মা দিবসেই নয়, বরং সবসময় প্রত্যেক দিন মাকে মায়ের মর্যাদা, মায়ের প্রাপ্য সম্মান দিতে হবে।

মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা

বিশ্ব মা দিবসে আমরা সবাই মাকে শুভেচ্ছা জানিয়ে থাকি। এজন্য আমরা মা দবসের শুভেচ্ছা বার্তা বা মা দিবসের শুভেচ্ছা বাণী -তে কি লিখব তা খুঁজতে গুগলে সার্চ করে থাকি। চলুন, নিচে মা দিবসের শুভেচ্ছার কয়েকটি ইউনিক বাণী দেখে নেওয়া যাক।

মা, একটি অক্ষরের মা,

কিন্তু এই মা ছাড়া পৃথিবীতেই আসা সম্ভব না।

সম্ভব না এই সুন্দর পৃথিবীর স্বাদ নেওয়া।

মা, মাগো, আমায় তোমার পায়ের নিচে জায়গা দাও মা।

  • শুভ মা দিবস মা।

আরও পড়ুনঃ নিজের সাথে নিজের লড়াই করে বাঁচতে হবে

পৃথিবী যত নিষ্ঠুর হোক,

মা কখনো নিষ্ঠুর হয় না।

মায়ের তুলনা মা নিজেই।

আমি গর্বিত আমার আদর্শ,

মায়ের আদর্শ সন্তান হতে পেরে।

  • শুভ মা দিবস মা।

মা সবসময় মা ই হয়,

মায়ের অবদান কখনো শোধ করবার নয়।

মা, আপনি আমার জীবনের পথ প্রদর্শক।

  • শুভ মা দিবস আম্মু।

পৃথিবী দেখিয়েছে যে সে তুমি মা,

তোমাকে আমার পৃথিবী করে কাটিয়ে দিতে চাই জীবন।

মাগো, মা তোমার পায়ের নিচে আমায় দাও ঠাই মা।

  • শুভ মা দিবস মা

মা, আপনি আমার মা, আপনি আমার পৃথিবী,

মা আপনি আমার আলো, আপনি আমার সব।

মাগো, আমাকে কখনো করে দিয়েন না পর।

  • শুভ মা দিবস।

এভাবে আমরা মা দিবসে আমাদের মনের ভিতরের আবেগ মায়া জড়ানো কথা দিয়ে মা দিবসের শুভেচ্ছা বাণী লিখতে পারি। মা দিবস বা বিশ্ব মা দিবস মায়েদের ত্যাগ কে মনে করিয়ে দিয়ে তাদের অধিকার স্মরণ করার একটি মাধ্যম মাত্র।

উপরের লেখাগুলো আপনি মা দিবসের স্ট্যাটাস হিসেবেও পোস্ট করতে পারেন। এবার চলুন মা দিবস নিয়ে অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

মা দিবসে নিয়ে প্রশ্ন উত্তর

মা দিবস মানে কি বোঝানো হয়?

কয়েক যুগ আগে থেকে বছরের নির্দিষ্ট একটি দিনে মা দিবস বা বিশ্ব মা দিবস পালন করা হয়। প্রত্যেক বছরের মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালন করা হয়। তবে বিশ্বের অনেক দেশে মার্চ মাসেও পালন করে।

মা দিবস কত সালে পালন করা শুরু হয়?

১৯১৪ সাল থেকে বিশ্ব মা দিবস পালন করে আসা হচ্ছে।

মা দিবস মার্চ নাকি মে মাসে পালন করা হয়?

বিশ্বের বেশিরভাগ দেশে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালন করা হয়। তবে অনেক দেশে মা দিবস পালিত হয় মার্চ মাসে। কিন্তু, বিশ্ব হিসাব অনুযায়ী মে মাস হচ্ছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মা দিবস হচ্ছে মে মাসে।

প্রথম মা দিবস কোন সালে পালন করা হয় কত সালে?

১৯১৪  সাল থেকে প্রথম মা দিবস পালন করা হয়। ১৯১৪ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে পালন করে।

2023 সালের মা দিবস কবে?

২০২৩ সালের মা দিবস হচ্ছ্ব ১৪ মে ২০২৩। এর কারণ ২০২৩ সালের মে মাসের দ্বিতীয় রবিবার হচ্ছে ১৪ মে। তাই এবারের অর্থাৎ ২০২৩ সালের মে মাসের মা দিবস ১৪ মে অনুষ্ঠিত হবে।

প্রতি বছর মা দিবস পরিবর্তন হয় কেন ?

আন্তর্জাতিক হিসাব অনুযায়ী মে মাসের দ্বিতীয় রবি বার মা দিবস পালন করা হয়। আর চন্দ্র সূর্য এর সময়ের পরিবর্তনের জন্য সময় ঘুরে যায়।
আবার এল পি আর এর জন্য সময় চেঞ্জ হয়। তাই প্রতি বছর মা দিবস পরিবর্তন হয়।

মা দিবসে মাকে শুভেচ্ছা জানানো নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্টে “মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা তথা মা দিবসের শুভেচ্ছা বাণী” সম্পর্কে জেনেছি।

আরও পড়ুনঃ ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস । ভালোবাসা দিবস ও ইসলাম

আশা করছি এই পোস্ট থেকে মা দিবসে মাকে শুভেচ্ছা জান্যে খুদে বার্তা তথা মা দিবসের শুভেচ্ছা বাণী সম্পর্কে অনেক বিষয়ে জেনেছি।

সর্বশেষ মা দিবস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্তর পেয়েছি।

আশা করছি মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা তথা মা দিবসের শুভেচ্ছা বাণী এই পোস্ট থেকে মা দিবস সম্পর্কে অনেক বিষয়ে জেনেছি।

এছাড়াও এই সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়তে Bangla Blog category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে  Dainik kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ  Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.