বিপিএল সময়সূচী 2023 । BPL 2023 schedule (পয়েন্ট আপডেট সহ)

Last Updated on 8 months by Shaikh Mainul Islam

শুরু হচ্ছে বিপিএল এর নবম আসর বিপিএল 2023. ক্রিকেট বিশ্বে অন্যতম এক্তি ক্রিকেট লিগ বিপিএল যা বাংলাদেশে হয়ে থাকে। আজকে আমরা বিপিএল সময়সূচী 2023 জানবো।

প্রতি বছর ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমে বিপিএল এর আসর মাঠে গড়ায়।এরি ধারাবাহিকতায় বিপিএল 2023 শুরু হচ্ছে ৬ জানুয়ারি ২০২৩ এ। যা শেষ হবে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি। এই পোষ্টে জানবেন কোন দলের খেলা কখন সেই সময়সূচী ২০২৩ বিস্তারিত।

এই পোষ্টে আমরা বিপিএল ২০২৩ সম্পর্কিত সকল তথ্য জানবো। এবং প্রত্যেক ম্যাচ শেষে খেলার ফলাফল এই পোষ্টে আপডেট করে জানানো হবে। এবং টেবিল পয়েন্ট আপডেট করে জানিয়ে দেওয়া হবে। তাই বিপিএল সময়সূচী 202 সহ ২০২৩ এর বিপিল এর সকল তথ্য এবং সকল ম্যাচের আপডেট জানতে এই পোস্টটি আপনার জন্য যথেষ্ট।

আশা করছি এই পোস্টটি থেকেই  আপনি প্রত্যেকটি বিপিএল ম্যাচ শেষে সকল তথ্য জানতে পারবেন। চলুন বিপিএল সময়সূচী 2023 সহ সকল তথ্য জেনে নেওয়া যাক।

বিপিএল সময়সূচী ২০২৩ । বিপিএল আজকের খেলা

এখানে ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া বিপিএল এর নবম আসর এর সকল দলের খেলার সময়সূচী দেখা যাবে। চলুন তাহলে বিপিএল সময়সূচী অনুযায়ী বিপিএল আজকের খেলা অর্থাৎ বিপিএল সময়সূচী 2023 সালের সময়সূচী দেখে নেওয়া যাক।

ম্যাচসময়বিজয়ীতারিখস্টেডিয়াম
চট্টগ্রাম vs সিলেট2.30 pmসিলেট৬.১.২৩মিরপুর
কুমিল্লা vs রংপুর7.15 pmরংপুর৬.১.২৩মিরপুর
ঢাকা vs খুলনা2 pmঢাকা৭.১.২৩মিরপুর
বরিশাল vs সিলেট7 pmসিলেট৭.১.২৩মিরপুর
কুমিল্লা vs সিলেট2 pmসিলেট৯.১.২৩মিরপুর
খুলনা vs চট্টগ্রাম7 pmচট্টগ্রাম৯.১.২৩মিরপুর
বরিশাল vs রংপুর2 pmবরিশাল১০.১.২৩মিরপুর
ঢাকা vs সিলেট7 pmসিলেট১০.১.২৩মিরপুর
চট্টগ্রাম vs বরিশাল2.30 pmবরিশাল১৩.১.২৩চট্টগ্রাম
খুলনা vs রংপুর7.15 pmখুলনা১৩.১.২৩চট্টগ্রাম
কুমিল্লা vs বরিশাল2 pmবরিশাল১৪.১.২৩চট্টগ্রাম
চট্টগ্রাম vs ঢাকা7 pmচট্টগ্রাম১৪.১.২৩চট্টগ্রাম
ঢাকা vs সিলেট2 pmসিলেট১৬.১.২৩চট্টগ্রাম
চট্টগ্রাম vs কুমিল্লা7 pmকুমিল্লা১৬.১.২৩চট্টগ্রাম
খুলনা vs রংপুর2 pmখুলনা১৭.১.২৩চট্টগ্রাম
কুমিল্লা vs সিলেট 7 pmকুমিল্লা১৭.১.২৩চট্টগ্রাম
কুমিল্লা vs ঢাকা2 pmকুমিল্লা ১৯.১.২৩চট্টগ্রাম
বরিশাল vs রংপুর7 pmবরিশাল১৯.১.২৩চট্টগ্রাম
চট্টগ্রাম vs খুলনা2.30 pmখুলনা২০.১.২৩চট্টগ্রাম
ঢাকা vs বরিশাল7.15 pmবরিশাল২০.১.২৩চট্টগ্রাম
চট্টগ্রাম vs রংপুর2 pmরংপুর২৩.১.২৩মিরপুর
কুমিল্লা vs ঢাকা7 pmকুমিল্লা ২৩.১.২৩চট্টগ্রাম
বরিশাল vs সিলেট2 pmসিলেট২৪.১.২৩মিরপুর
ঢাকা vs খুলনা7 pmঢাকা২৪.১.২৩মিরপুর
রংপুর vs সিলেট2.30 pmরংপুর২৭.১.২৩সিলেট
চট্টগ্রাম vs বরিশাল7.15 pmবরিশাল২৭.১.২৩সিলেট
কুমিল্লা vs খুলনা2 pmকুমিল্লা২৮.১.২৩সিলেট
চট্টগ্রাম vs সিলেট7 pmসিলেট২৮.১.২৩সিলেট
ঢাকা vs রংপুর2 pmরংপুর৩০.১.২৩সিলেট
খুলনা vs সিলেট7 pmসিলেট৩০.১.২৩সিলেট
ঢাকা vs বরিশাল2 pmঢাকা৩১.১.২৩সিলেট
কুমিল্লা vs খুলনা7 pmকুমিল্লা ৩১.১.২৩সিলেট
বরিশাল vs খুলনা2.30 pmবরিশাল৩.২.২৩মিরপুর
ঢাকা vs রংপুর7.15 pmরংপুর৩.২.২৩মিরপুর
চট্টগ্রাম vs কুমিল্লা2 pmকুমিল্লা৪.২.২৩মিরপুর
রংপুর vs সিলেট7 pmরংপুর ৪.২.২৩মিরপুর
চট্টগ্রাম vs ঢাকা2 pmচট্টগ্রাম৭.২.২৩মিরপুর
কুমিল্লা vs বরিশাল7 pmকুমিল্লা৭.২.২৩মিরপুর
খুলনা vs সিলেট2 pmসিলেট৮.২.২৩মিরপুর
চট্টগ্রাম vs রংপুর7 pmরংপুর৮.২.২৩মিরপুর
কুমিল্লা vs রংপুর2.30 pmকুমিল্লা ১০.২.২৩মিরপুর
বরিশাল vs খুলনা7.15 pmখুলনা১০.২.২৩মিরপুর
রংপুর vs বরিশাল 1;30 pmরংপুর ১২.২.২৩মিরপুর
সিলেট vs কুমিল্লা 6;30 pmকুমিল্লা ১২.২.২৩মিরপুর
সিলেট vs রংপুর6;30 pmসিলেট ১৪.২.২৩মিরপুর
সিলেট vs কুমিল্লা6;30 pmকুমিল্লা১৬.২.২৩মিরপুর
বিপিএল সময়সূচী 2023 । BPL 2023 schedule

বিপিএল ২০২৩ স্টেডিয়াম । বিপিএল নবম আসরে আজকের খেলা

উপরের চার্ট থেকে এতক্ষনে বিপিএল সময়সূচী 2023 জেনেছি। এখন জেনে নেওয়া যাক এবারের অর্থাৎ বিপিএল এর নবম আসর ২০২৩ সালের বিপিএল কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চলুন দেখে নেওয়া যাক দেশের কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল ২০২৩ এর সবগুল ম্যাচ।

এবারের অর্থাৎ বিপিএল এর নবম আসর ২০২৩ এর সকল ম্যাচ মোট তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্টেডিয়াম তিনটির নাম এবং দর্শক ধারণ সংখ্যা জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ) 

১) শেরে- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা। ( দর্শক ধারণ সঙ্খ্যা মোট ২৬ হাজারের মতো)।

২) সিলেট শাহজালাল আন্তর্জাতিক ক্রিকেত স্টেডিয়াম, সিলেট। (দর্শক ধারণ সংখ্যা মোট ১৮ হাজার ৫০০ এর মতো)।

৩) জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। (দর্শক ধারণ সংখ্যা ১৮ হাজার ১১ জনের মতো।

আর পড়ুনঃ বিপিএল 2023 খেলোয়ার তালিকা ।All team squad bpl 2023 (আপডেট সহ)

কত তারিখের কোন কোন দলের খেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে তা জানতে পেরেছেন। এখন নিশ্চয়ই বিপিএল ২০২৩ এর সময়সূচী এবং স্থান নিয়ে অজানা কিছু নেই।

বিপিএল 2023 পয়েন্ট টেবিল সকল দলের । বিপিএল এর পয়েন্ট টেবিল ২০২৩

ডিয়ার ক্রিকেট প্রেমী, বিপিএল ২০২৩ শুরুর পর থেকে প্রত্তেক ম্যাচ খেলার শেষে নিচের টেবিল থেকে জেনে নিতে পারবেন বিপিএল 2023 পয়েন্ট টেবিল সম্পর্কে। দেখে নিতে পারবেন কে কত পয়েন্ট পেয়েছে সেই বিষয়ে বিস্তারিত।

আরও পড়ুনঃ বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচী ২০২২

বিপিএল নবম আসর 2023 এ মোট সাতটি দল অংশগ্রহণ করবে। প্রত্যেকটি দল ১২ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে পয়েন্ট টেবিল এবং রান রেট(যদি পয়েন্ট সমান হয়) হিসাবে প্রথম চারটি দল দুইটি ম্যাচ খেলবে। সেখান থেকে জয়ী দুই দল ফাইনালে খেলবে। এবং পরাজিত দুই দল তৃতীয় দল নির্ধারণি হিসেবে এক্তি ম্যাচ খেলবে।

দলমোট ম্যাচ
(১২)
জয়পরাজয়পয়েন্টরান রেট
খুলনা১২-০.৫৩৪
বরিশাল১২১৪+০.৫৪২
ঢাকা১২-০.৭৭৬
সিলেট১২১৮+০.৭৩৭
চট্টগ্রাম ১২-০.৮৭২
কুমিল্লা১২১৮+০.৭২৩
রংপুর১২১৬+ ০.১৬৫
বিপিএল এর পয়েন্ট টেবিল ২০২৩

বিপিএল সম্পর্কিত আর কিছু তথ্য ২০২৩

আজকে বিপিএল সময়সূচী 2023 অর্থাৎ BPL 2023 schedule অনুযায়ী সকল দলের খেলার সময়সূচী দেখেছি। এবং প্রত্যেক ম্যাচ শেষে আপডেট পয়েন্ট টেবিল দেখার সুবিধা রেখেছি।

আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

বিপিএল এ কোন দলে কোন দেশি এবং বিদেশি তারকা খেলবে এবং কোন দলে মোট কত জনকে নিয়ে দল ঘোষণা করা হয়েছে তা জানতে আমাদের খেলাধুলা ক্যাটাগরিতে ভিজিত করুন।

পর্যায়ক্রমে বিপিএল 2023 সময়সূচী অনুযায়ী সকল বিষয়ে পোস্ট লেখা হবে।

বিপিএল 2023 সময়সূচী সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর । FAQS

বিপিএল নবম আসর ২০২৩ এ মোট কতটি দল অংশগ্রহণ করবে?

উত্তরঃ বিপিএল নবম আসর 2023 এ মোট সাতটি দল অংশ্রগ্রহণ করবে।

বিপিএল ২০২৩ সকল ম্যাচ কিভাবে দেখব বিপিএল লাইভ খেলা?

উত্তরঃ এ বছর একদম ফ্রিতে খেলা দেখাবে দারাজ। দারাজ অ্যাপ ডাউনলোড করে ২০২৩ বিপিএল এর সকল ম্যাচ দেখতে পাবেন। এছারাও দারাজ এর ওয়েবসাইটে প্রবেশ করে খেলা দেখতে পারবেন।

একই সাথে কয়েকটি টিভি চ্যানেলে দেখতে পাবেন এবারের বিপিএল এর প্রত্যেকটি ম্যাচ।

বিপিএল এর পয়েন্ট টেবিল ২০২৩ দেখবো কিভাবে?

উত্তরঃ এই পোস্টের উপরের দিকে পয়েন্ট টেবিল দেওয়া আছে। প্রত্যেকটি ম্যাচ শেষে এই পোষ্টে প্রবেশ করে আপনি বিপিএল এর সকল দলের পয়েন্ট টেবিল এবং রান রেট দেখে নিতে পারবেন। এজন্য আপনি এই ওয়েবসাইট (dainikkantha) এর নাম মনে রেখে সরাসরি খেলাধুলা ক্যাটাগরিতে গিয়ে পোস্টটি দেখতে পারেন।

আরও পড়ুনঃ কে কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে

অথবা আপনার ফেসবুক কিংবা অন্য কোনও সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করে রাখতে পারেন, যাতে করে প্রত্যেক ম্যাচ শেষে আপনি খুব সহজেই পয়েন্ট টেবিল দেখে নিতে পারেন।

বিপিএল এর নবম আসর ২০২৩ এ সাকিব কোন দলে খেলবে?

উত্তরঃ বিপিএল এর নবম আসরে সাকিব আল হাসান বরিশালের হয়ে মাঠ মাতাবেন।

বিপিএল নবম আসর কুবে শুরু এবং ফাইনাল কবে?

উত্তরঃ বিপিএল নবম আসর ২০২৩ এর ৬ জানুয়ারিতে শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

বিপিএল নবম আসর ২০২৩ এ কোনও ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে?

উত্তরঃ বিপিএল এর নবম আসর রিজার্ভ ডে রাখা হয়েছে এলিমেনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচের জন্য।

বিপিএল ২০২৩ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ?

উত্তরঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই নিয়ে চার বার ফাইনাল খেলা দলটি কুমিল্লা ভিক্টোরিয়ান্স চতুর্থ বারের মতো বিপিএল চিয়াম্পিয়ন হয়েছে।

বিপিএল ২০২৩ সময়সূচী সম্পর্কিত সর্বশেষ

আজকের পোষ্টে আমরা বিপিএল সময়সূচী 2023 এর সকল তথ্য জেনেছি। জেনেছি বিপিএল 2023 সময়সূচী সম্পর্কে বিস্তারিত।

আশা করছি বিপিএল সময়সূচী 2023 এবং বিপিএল এর পয়েন্ট টেবিল ২০২৩ সম্পর্কে সকল তথ্য জেনেছি। এবং সকল ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট করে দেওয়া হবে।

বিপিএল এবং খেলাধুলা সম্পর্কিত আর পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটের খেলাধুলা ক্যাটাগরিতে ভিজিত করুন। এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।