Last Updated on 9 months by Shaikh Mainul Islam
অন্যতম জনপ্রিয় একটি সিম হচ্ছে বাংলালিংক। যার ফলে প্রতিদিন অসংখ্য গ্রাহক পাচ্ছে বাংলালিংক। তখন নতুন অবস্থায় অনেকে নিজের বাংলালিংক নাম্বার চেক করার কোড জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “বাংলালিংক নাম্বার চেক করার কোড | বাংলালিংক সিমের সকল কোড” এ।
আরও পড়ুনঃ রবি সিমের এমবি দেখে কিভাবে । রবি এমবি চেক কোড
আজকের পোস্টে আমরা বাংলালিংক নাম্বার চেক করার কোড, বাংলালিংক সিমের মিনিট চেক কোড সহ সকল কোড সম্পর্কে বিস্তারিত জানবো।
বাংলালিংক সিমের সকল কোড
প্রিয় বাংলালিংক ইউজার এই পোষ্টে আপনাদের জন্য বাংলালিংক নাম্বার চেক করার কোড সহ বাংলালিংক সিম সংক্রান্ত সকল কোড দিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে আপনার দরকারি কোডটি নিয়ে ব্যবহার করতে পারেন।
আরও পড়ুনঃ রবি সিমে ইমারজেন্সি ব্যালেঞ্চ কোড
বাংলালিংক সিমের নাম্বার দেখে *511# ডায়াল করে। অর্থাৎ বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *511# এই কোডটি।
এরপরে বাংলালিংক সিমের এমবি চেক করে *5000*500# এই কোডটি ডায়াল করে। অর্থাৎ বাংলালিংক এমবি চেক নাম্বার হচ্ছে *5000*500# এই কোডটি।
আরও পড়ুনঃ জিপি এমবি চেক করার কোড
বাংলালিংক ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হয় *124# এই কোড ডায়াল করে।
অর্থাৎ বাংলালিংক সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *124# এই কোডটি।
banglalink emergency balance নেওয়ার কোড হচ্ছে *874*0# অথবা *121*1# কোডগুলো।
অর্থাৎ *874# অথবা *121*1# এই কোডটি দাইয়াল করে ১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত এমারজেন্সি ব্যালেন্স পাওয়া যায়।
বাংলালিংক মিনিট চেক কোড হচ্ছে *121*100# কোডটি।
অর্থাৎ *121*100# ডায়াল করলেই আপনি আপনার বাংলালিংক সিমে থাকা মিনিট দেখতে পাবেন। একই সাথে মিনিটের মেয়াদও দেখতে পারবেন একই মেসেজে।
বাংলালিংক নাম্বার চেক কোড সম্পর্কিত সর্বশেষ
আজকের পোষ্টে আমরা বাংলালিংক নাম্বার চেক কোড সহ বাংলালিংক সিম সম্পর্কিত সকল কোড জেনেছি।
জেনেছি বাংলালিংক নাম্বার এক করার কোড, জেনেছি বাংলালিংক মিনিট চেক, জেনেছি বাংলালিংক এমবি চেক করার কোডগুলো।
আশা করছি পোস্টটি পড়ার পর বাংলালিংক সিমের কোনও কোড অজানা থাকবে না। এরপরেও আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানান।
এছাড়া আমাদের সকল আর্টিকেল পড়তে নিয়মিত ওয়েবসাইট ভিজিট করুন। এবং চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।