Last Updated on 10 months by Shaikh Mainul Islam
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশী, আর সেই ঈদ বন্ধুদের ছাড়া জমে নাকি। আর ঈদকে আরও আনন্দময় করতে আমরা বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস দিয়ে থাকি।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস । ঈদ মোবারক স্ট্যাটাস” এ।
আরও পড়ুনঃ প্রবাসীদের ঈদ স্ট্যাটাস
আজকের পোষ্টে আমরা ঈদে বন্ধুদের উদ্দেশ্য করে লেখা যায় এমন কিছু বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস বা ঈদ মোবারক স্ট্যাটাস লেখা দেখব।
বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে এমনকি কর্ম জীবনে বন্ধু কত বড় ভুমিকা এখে থাকে সেটা আমাদের সবার জানা।
কিন্তু ঈদের সময়ে স্বাভাবিক ভাবেই আমরা নিজ পরিবারের সাথে গ্রামে ঈদ কাটিয়ে থাকি।
আরও পড়ুনঃ রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ mp3 download
তাই অনেক সময় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার কিংবা ঈদ পালন করার সুযোগ হয় না। তাই বলে বন্ধুকে নিয়ে ঈদ ঈদ স্ট্যাটাস মিস হবে না।
আরও পড়ুনঃ ঈদুল ফিতরের স্ট্যাটাস
বন্ধুদের জানাই ঈদ মোবারক এই ধরনের মজার মজার আবার বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস বিশেষ করে ইমোশনাল কিছু লিখে পোস্ট করার জন্য অনেক সময় আমরা কি লিখবো তা খুঁজে বেড়াই।
আরও পড়ুনঃ প্রবাসীদের ঈদ স্ট্যাটাস
তাই আজকে আমরা অনেকের বাস্তব জীবনের সাথে মিলিয়ে এই পোষ্টে বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস দেওয়ার মতো বেশ কিছু স্ট্যাটাস পোস্ট বা এসএমএস লেখা দেখবো।
আরও পড়ুনঃ ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন কিভাবে করবেন ? পোষ্টার ডিজাইন শিখে নিন
এই লেখাগুলো ছন্দ ছন্দ করে মিলিয়ে পোস্ট করা হয়নি। তবে কেউ যদি এই স্ট্যাটাস দেওয়া লেখনি গুলো মন থেকে অর্থ বুঝতে পারে তবেই কেউ এই লেখার মর্ম বুঝবে।
আরও পড়ুনঃ ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস । ভালোবাসা দিবস ও ইসলাম
বন্ধুদের ছাড়া যেখানে জীবন চলে না সেখানে ঈদ চলে কিভাবে। দুঃখ সুখে বন্ধুই আমাদের পাশে থাকে। তাই বন্ধুর জন্য ঈদ মোবারক এর বেশ কিছু ঈদের স্ট্যাটাস দেখে নেওয়া যাক।
বন্ধু ঈদ মোবারক স্ট্যাটাস
ঈদে বন্ধুদের নিয়ে ঈদ স্ট্যাটাস ০১
তোরা আমাকে একটি নতুন জীবন উপহার দিয়েছিস। তোদের ছাড়া বোধ হয় আমার পথ চলাটা থেমেই যাচ্ছিলো। তোদের অবদানের কথা বলে বিপদে পড়তে চাই না।
শুধু চাই তোরা আজকের ঈদের দিনের মতো সবসময় ভালো থাকিস। – বন্ধু।
বন্ধুদের নিয়ে ঈদ স্ট্যাটাস ০২
আল্লাহ নিশ্চয়ই যা করেন আমাদের ভালোর জন্য করেন। তাইতো তোদের মতো কয়েকটা বন্ধু নামের ভাই বোন পেয়েছি।
জীবনের অনেক বড় একটি অংশ তোরা। বন্ধনটা অন্তত অটুট রাখিস জীবনের শেষ দিন পর্যন্ত।
- ঈদ মোবারক বন্ধুগুলা।
বন্ধুদের নিয়ে ঈদ স্ট্যাটাস ০৩
বছরের সব দিনগুলা তোদের সাথে কাটাই। কিন্তু পরিবারের দিকে তাকিয়ে ঈদ করতে হয় বাড়িতে।
একদিন আমার অনেক বড় একটি বাড়ি হবে। সেখানে আসিস ঈদের দিন।
- ঈদ মোবারক বন্ধু।
বন্ধু নিয়ে ঈদ মোবারক স্ট্যাটাস ০৪
সেদিন তোদের পিকআপ গাড়িতে করে বেধে নিয়ে আসবো। একসাথে ঈদ করবো। রান্না করে খাব।
তোদের সাথে কাটানো সবগুলো সময় তখনও সৃতি হয়ে থাকুক যখন আমি আমরা থাকব না।
- ঈদ মোবারক নিস কলিজা।
বন্ধুদের নিয়ে ঈদ স্ট্যাটাস ০৫
সেদিন মাত্র রোজা শুরু হয়েছে। অথচ রাত পোহালে ঈদ। সময় কত তারাতারি যায়। কিন্তু তোরা যেন এভাবে তারাতারি ই হারিয়ে আস না।
- ঈদ মোবারক বান্ধবি।
বন্ধুদের নিয়ে ঈদ স্ট্যাটাস ০৬
বন্ধু, ঈদের দিন অন্তত সবকিছু ভুলে চল আমাদের টিম আবার শক্তিশালি করে গড়ে তুলি। আমি চাই আমরা সবাই মিলে বাঁচতে।
চল বন্ধু চল, জীবনকে খুজি একসাথে হাতে হাত রেখে।
- ঈদ মোবারক বন্ধু।
বন্ধুদের নিয়ে ঈদ স্ট্যাটাস ০৭
দোস্ত, তোরা বাড়িতে যে ঈদের আনন্দ করবি, সেই আনন্দ থেকে একটু আনন্দ একটু রেখে দিস।
মেসে আসার পরে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবো।
এখন আপাতাত তোদের ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা রইলো। তোদের আর পারলাম না মানুষ করতে। অথচ তোদের জন্য এত কষ্ট করি।
- ঈদ মোবারক বন্ধু।
এভাবে বন্ধুদের সাথে সম্পর্ক অনুধাবণ মুলক কয়েকটি বাক্যে কিছু একটা লিখবেন।
এরপর শেষে ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক জানিয়ে দিবেন।
বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস লেখার নিয়ম
দেখুন, সবার এক ধরনের বন্ধু হয় না। তবে দিন শেষে বন্ধু মানে বন্ধুই। প্রকৃত অর্থে বন্ধু আসলেই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা সময়ে হাত বাড়িয়ে দিয়ে থাকে।
তাই, আপনার বন্ধুদের সাথে আপনার সম্পর্ক কোন ধরনের সেই অনুযায়ী স্ট্যাটাস আপনি নিজেই লিখতে পারবেন।
অনেক সময় আছে, খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথে মনমালিন্য হয়। ঈদের দিন ঠিকই মনে পড়ে তাকে।
আরও পড়ুনঃ বাংলাদেশে ঈদুল ফিতর কবে
তখন তাকে নিয়ে এক বা দুই বাক্যে দেওয়া যায় ঈদ স্পেশাল স্ট্যাটাস। চলুন এমন কিছু স্ট্যাটাস দেখে নেওয়া যাক।
সেই কলেজ লাইফ পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পথে। এই সময়টাতে সবকিছু ঠিক থাকলেও ঠিক নেই কলেজ জীবনে টিফিন শেয়ার, বিছানার শেয়ার করা বন্ধুটা।
আরও পড়ুনঃ এ বছর ফিতরা কত টাকা
তার আমার এখন অনেক বন্ধু। কিন্তু দিন শেষে আজ একবার তার কথা মনে পরে।
ভালো থাকিস তোর জেদ আর আমার প্রতি হাজারো অভিজগ নিয়ে। ঈদ মোবারক তোকে আর তোর সব বেষ্ট ফ্রেন্দদেরকে।
এভাবে আপনি হাজার হাজার স্ট্যাটাস দিতে পারবেন তবুও কারো স্ট্যাটাসের সাথে আপনার স্ট্যাটাস মিলবে না।
বন্ধুদের ঈদ স্ট্যাটাস নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস এবং ঈদ মোবারক স্ট্যাটাস লেখার নিয়ম সহ কিছু নমুনা স্ট্যাটাস জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে আপনি আপনার বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস দেওয়ার মতো কিছু খবু আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর লেখা পেয়েছেন।
ঈদ স্ট্যাটাস ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
1 thought on “বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস । ঈদ মোবারক স্ট্যাটাস”