প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি । প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লগে। আজকে আমরা জানবো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে এবং প্রাকৃতিক গ্যাস সম্পর্কিত সকল তথ্য।

প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম একটি সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে মানুষ সভ্য জাতি হিসেবে নিজেদের প্রকাশের পরপরই। কিন্তু প্রাকৃতিক গ্যাস দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে।ফলে একটা সময়ে গিয়ে নিশ্চয়ই প্রাকৃতিক গ্যাসের অভাব হবে।

আজকের পোষ্টে আমরা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে, প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ কত, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে এসব বিষয়ে বিস্তারিত জানবো। প্রাকৃতিক গ্যাস সম্পর্কিত সকল বিষয়ে জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। 

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি (ব্যাখ্যা সহ)

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসে শতকরা ৯৭.৩৩% মিথেন মূল উপাদান হিসেবে উপস্থিত থাকে। এছাড়া অন্যান্য উপাদান যেমন ইথেন, প্রোপেন, কার্বন দায়ী অক্সাইড, অক্সিজেন, হাইড্রজেন, হাইড্রজেন সালফাইড সহ সামান্য পরিমাণ অন্যান্য জিনিস উপস্থিত থাকে।

আরও পড়ুনঃ বায়োগ্যাস কি (সুবিধা সমূহ) । বায়োগ্যাস প্লান্ট তৈরির পদ্ধতি

অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন এবং অন্যান্য উপাদানের পরিমাণ হচ্ছেঃ

১) মিথেনঃ ৯৭.৩৩%

২) ইথেনঃ ১.৭২%

৩) প্রোপেনঃ ০.৩৫%

৪) ঊচ্চতর কার্বনের শিকল যুক্ত অংশঃ ০.১৯%

৫) কার্বন ডাই অক্সাইডঃ ০.০৫%

৬) অক্সিজেনঃ০.০২%

৭) হাইড্রোজেনঃ ০.০৩%

৮) হাইড্রোজেন সালফাইডঃ ০.০১%

৯) অন্যান্যঃ ০.৩%

উপরের সকল উপাদান মিলে মোট ১০০% প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করে।এর মধ্যে মিথেনের পরিমাণ সবথেকে বেশি। প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৭.৩৩% তাই মিথেনকে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান বলা হয়।

প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?

অনেকেই জানতে চান প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত আবার অনেকে জানতে চান প্রাকৃতিক গ্যাসে ম্থেন কি পরিমাণ থাকে। আপনাদের জন্য জানানো যাচ্ছে যে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৭.৩৩% ।

শুধু তাই ই নয়। বরং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান এই মিথেন গ্যাস।

যা শতকরা ১০০% এর ৯৭.৩৩% ই মিথেন। যা প্রাকৃতিক গ্যাসের পায় শতভাগ মিথেন থাকে।

প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?

প্রাকৃতিক গ্যাসে হচ্ছে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। প্রাকৃতিক গ্যাস প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার হয়। প্রাকৃতিক গ্যাসের সাহায্যে তাপশক্তি উতপাদিত হয়। এবং সেই উৎপাদিত তাপশক্তি থেকে বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।

সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি?

দেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিলো সিলেটের হরিপুরে। ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র উৎপন্ন হয়েছে।

এরপরে সর্বশেষ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিলো সিলেটের জকিগঞ্জে। সিলেটের জকিগঞ্জে ২০২১ সালে এই সর্বশেষ প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়। শুধু তাই ই নয়। সিলেটের জকগিঞ্জে ৪৮ বিলিয়ন ঘনফুট গ্যাস আছে বলে কত্রিপক্ষ জানায়।

যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় ১২৭৬ কোটি টাকার সমান।

আরও পড়ুনঃ ফ্রিজ ঠাণ্ডা না হওয়ার কারণ

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস্খেত্র হিসেবে তিতা গ্যাস ক্ষেত্র স্বীকৃত।

১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি থেকে এই বৃহৎ গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়।

দেশে রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি কোনটি?

আরপিজিসিএল যার পূর্ণ অর্থ রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। এটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি বৃহত্তম গ্যাস সংস্থা। আরপিজিসিএল তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে।

আরপিজিসিএল পেট্রোবাংলার অধীনে প্রাকৃতিক গ্যাস রুপান্তরের কাজ সম্পাদন করে।

প্রাকৃতিক গ্যাসের দুটি ব্যবহার কি

দেশে উৎপাদিত মোট প্রাকৃতিক গ্যাসের শতকরা ৩৯% প্রাকৃতিক গ্যাস ব্যায় হয় বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হয়।

যা মোট উৎপন্ন প্রাকৃতিক গ্যাসের সবথেকে বেশি ব্যবহারের একটি ব্যবহার।

এবং শিল্পক্ষেত্রে উৎপাদনশীল খাতে দেশে মোট প্রাকৃতিক গ্যাসের উৎপন্নকৃত গ্যাসের ১৭% প্রাকৃতিক গ্যাস ব্যবুহার করা হয়।

এটিও মোট উৎপাদনকৃত প্রাকৃতিক গ্যাসের শতকরা ১৭% গ্যাস ব্যবহার হয়।

অর্থাৎ বলা যায় যে, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ এবং উৎপাদন খাতে।

আরও পড়ুনঃ বিশুদ্ধ পানি কাকে বলে??  

তাই খুব সহজে বলা যায় যে, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রে উৎপাদনশীল খাতে দেশে উৎপন্ন প্রাকৃতিক গ্যাসের অনেক বড় একটি অংশ ব্যবহার হয়।

প্রাকৃতিক গ্যাস প্রধান উপাদান নিয়ে সর্বশেষ

আজকের পোষ্টে আমরা জেনেছি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত, প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে, প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ, সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি কোনটি।

এছাড়াও প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আরও অনেক বিষয়ে জেনেছি। আশা করছিপ্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি এ সকল তথ্য আপনাদের জানাতে পেরেছি।

এরপরে প্রাকৃতিক গ্যাস সম্পর্কিত আরও কিছু জানার থাকলে কমেন্ট করী জানান। আমরা আপনার কমেন্টের উত্তর দিবো।

এছাড়াও আমাদের গ্যাস ক্যাটাগরিতে প্রবেশ করে গ্যাস সম্পর্কিত সকল তথ্য পাবেন।

আমাদের সকল আর্টিকেল পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ফলো করে সাথে থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ

3 thoughts on “প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি । প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.