প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস । প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

Last Updated on 10 months by Shaikh Mainul Islam

আমাদের প্রবাসি ভাইয়েরা দিনের পর দিন সব ফেলে হাজার হাজার মাইল দূরে পরে থাকা প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস খুজে থাকেন তাদের মনের কষ্ট প্রকাশের জন্য।

প্রিয় প্রবাসী পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস । প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস” এ।

আজকের পোষ্টে আমরা প্রবাসীদের ঈদের সময়কার মনের কিছু চাপা কষ্টের কথা শেয়ার করবো। এগুলি প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস হিসেবে প্রবাসীরা লিখে থাকেন।

প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস

যেহেতু আপনি এই পোস্টটি পড়ছেন সেহেতু নিঃসন্দেহে আপনি একজন প্রবাসী। আপনাদেরকে জানাই সালাম।

প্রবাসীরা দিনের পর দিন সব ঈদ আনন্দ পরিবার ছেড়ে ভিন দেশে পার করে থাকেন।

তাই, ঈদের সময়ে বিভিন্ন দেশের প্রবাসিরা তাদের স্ট্যাটাসের মাধ্যমে মনের কষ্ট লিখে প্রকাশ করে কিছুটা হলেও নিজেকে হাল্কা করতে চান।

আরও পড়ুনঃ  প্রবাসীদের ঈদ স্ট্যাটাস ২০২৪ । ঈদ মোবারক স্ট্যাটাস 2024

তাই ই পোস্ট আমরা প্রবাসীদের মনের কিছু কথা সহজ ও সুন্দরভাবে লিখে প্রকাশ করছি। এই সব লেখাগুলি কোনও না কোনও প্রবাসী ভাইদের লেখা।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ১

ঈদ মানে আনন্দ, পরিবারের আনন্দ ধরে রাখতে আমি আজ বিদেশে। আমার পরিবারের জন্য সবটুকু দিয়ে দিতেও রাজি।

তবুও চাই পরিবার ভালো থাকুক। থাকুক তারা আনন্দে, তা যদি হয় আমি ছাড়াও।

  • ঈদ মোবারক প্রাণের পরিবার।

আরও পড়ুনঃ ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ২

একজন বাবা-ই বুঝে সন্তানকে রেখে ঈদ করার কষ্ট। অথছ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমাদের প্রবাসীদের জন্য হয়ত সবই ভিন্ন। ভিন্ন ঈদের অর্থ টুকুও। বাবা-মা, আমার সন্তানদের দেখে রেখো।

স্ত্রী, সন্তানদের নিয়ে ভালো থেকো। আমি আছি তোমাদের জন্য। আছি জীবনের সবটুকু দিয়েই।

  • ঈদ মোবারক প্রিয় পরিবার।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ৩

অনিচ্ছা সত্যেও বাবার কথায় আজ আমি বিদেশে। প্রবাসী হয়েছি বলেই সদ্য জন্ম নেওয়া সন্তান আর তার মা কে দেশে রেখেই চলে এসেছি।

স্ত্রীকে রেখে এসেছি তারই মনের বিরুদ্ধে। তার মতে দেশে টাকা ইনকামের কত পথও ছিলো।

আসলেই তাই, তবে তা এখন অতীত। বর্তমান যে আমাকে কতটা পিঁড়া দেয় তা কাকে বোঝাই।

  • বাবা তোমাদের সবাইকে ঈদ মোবারক।
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ৪

টাকার কাছে আসলে সবই অসহায়। না হলে, টাকার জন্যে বাবা মা সন্তানদের থেকে আজ এত দূরে থাকতাম না। প্রবাসীদের কষ্ট অনেক সময় তার পরিবারও বুঝতে চায় না।

আর ও পড়ুনঃ হারিয়ে ফেলছেন না-তো আপনার ভালোবাসাকে

স্ত্রীর চাই অনেক টাকা। বাবার চাই অনেক বড় বাড়ি। সন্তানদের কত বায়না তো আছেই। এগুলি পূরণেই আমার যত শান্তি। প্রবাসীদের আবার ঈদ কিসের হ্যা।

  • ঈদ মোবারক স্বার্থবাদী প্রাণের প্রিয় পরিবার।

এই লেখাগুলো প্রায় প্রত্যেক প্রবাসীদের মনের কথা। তবে, এগুলি প্রকাশের মাধ্যমে নিজের মনের কষ্ট অনেকটা কমবে বলে আশা করি। আবার পরিবার একটু হলেও বুঝতে পারবে প্রবাস জীবন নিয়ে।

সবসময় সব কষ্ট চাপিয়ে রেখে নিজের জীবনকে অর্থহীন করা ঠিক না। কষ্ট প্রকাশ করুন। দেখবেন সমাধান নিশ্চিত হবে। কারণ, দিন শেষে মানসিক শান্তি অনেক বেশী গুরুত্বপূর্ণ।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

এইতো মোদের জীবন। প্রবাস আর প্রবাসীতেই সীমাবদ্ধ। কেন জেন মাঝে মাঝে খুব অসহায় লাগে।

মনে হয় প্রবাস জীবন কবে শেষ হবে। কবে বাড়ি ফিরে সন্তানকে কোলে নিয়ে ঘুমাবো।

কবে সন্তান বাবা বলে দৌড়ে কাছে আসবে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবো।

  • আজ ঈদের দিনে এই দোয়াই করি।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

কেন জানি বারবার মনে হয়। কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে যাই। বাড়িতে খুব বড় করে ব্যবসা দিয়ে পরিবার নিয়ে সাথে থাকি। কিন্তু, তা কি আর সম্ভব?

তাতে যে বাবা মায়ের মুখের দিকে তাকাতে পারবো না। যাচ্ছে যেভাবে দিন চলে যাক না। প্রবাসী -ই তো। কত প্রবাসী স্বপ্ন নিয়ে আসে।

ফিরে যায় বস্তাবন্দী লা*শ হয়ে। তাদের জীবন কেন যেন জীবন না।কত টাকা খরচ করে বিদেশ আসতে হয়। অথচ সেই টাকায় দেশেই কত কিছু করা যায়।

  • প্রবাসীদের আবার ঈদ কিসের।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

পরিবারে এক কথা, যদি – কিন্তু – তবুও যেন বিদেশেই থাকি। মনকে যেন অনেক শক্ত করি। লাখ লাখ মানুষ থাকছে, আমি কেন পারবো না।

কিন্তু পরিবার বুঝলো না প্রবাসী জীবন কতটা কষ্টের। প্রবাসীদের আবার ঈদ কিসের। মনেই তো আনন্দ নেই।

  • ভালো থাকবেন স্বজনরা।
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম বিদেশ। লাখ টাকা আয় করবো, পাঠাবো বাড়িতে এই স্বপ্ন দেখাই ছিলও ভুল। কিছুতেই নিজেকে মানাতে পারছি না।

তারাতারি প্রবাস ছেড়ে বাড়িতে যাবো। বাড়িতেই শুরু করবো নতুন কিছু। তবু পরিবারকে সাথে নিয়ে থাকতে চাই।

  • ঈদ মবারক প্রিয় দেশবাসী।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস

প্রবাসীদের কোনও ঈদ হয় না। কারণ তারা আসেই কাজের জন্য। কাজ করবে টাকা আয় করবে। ঈদ তো প্রবাসীর স্ত্রীর জন্যেও না। সে তো সবাইকে পেলেও স্বামীকে পায় না।

আরও পড়ুনঃ নিজের সাথে নিজের লড়াই করে বাঁচতে হবে

বছরের ঈদের দিনেও স্বামী থাকে ভিন দেশে। অথচ দেশেই কত টাকা আয়ের পথ ছিলও। ঈদ মোবারক রেখে আসা পরিবারকে।

  • ঈদ মোবারক প্রাণের স্ত্রী।

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ১০

কোনও ব্যক্তি যদি জানতো প্রবাস জীবন কত কষ্টের তাহলে প্রবাসীদের নিয়ে বাজে মন্তব্য করত না। আমরা প্রবাসী হয়ে দেশের অবদান রাখি।

আরও পড়ুনঃ ঈদুল ফিতরের স্ট্যাটাস

আর দেশের মানুষ আমাদ্র মানুষ ই মনে করে না। মনে রাখে না দেশকে কোটি কোটি ডলার রেমিট্যান্স এনে দেই সেসব কথা।

  • ঈদ মোবারক অকৃতজ্ঞ দেশবাসী।

দেশে বসে পরিবারের সঙ্গে আমাদের যেমন ঈদ কাটে প্রবাস জীবনে প্রত্যেক প্রবাসীর ঈদ কাটে ঠিক এর বিপরীত ভাবে। কারণ, সেখানে প্রবাসী মানে কামলা অর্থাৎ কাজের লোক।

আরও পড়ুনঃ ১৪ ফেব্রুয়ারি নিয়ে ইসলামিক স্ট্যাটাস

তারা কাজ করতে যায় বিদেশ। ঈদের দিনও তাদের কাজের বাহিরে নয়। বাড়িতে ঈদের বাজার হলেও তাদের হয়ত হয় না।

উপরের সব লেখাগুলি একেকজন প্রবাসীদের মনের এবং জীবন থেকে নেওয়া। একজন প্রবাসী কতটা মানসিক ভাবে চাপ নিয়ে নিজেকে মানিয়ে নেয়।

প্রত্যেক মুহূর্ত কত কষ্ট নিয়ে সময় পার করতে হয় তা একমাত্র প্রবাসীরাই জানেন। সালাম ও শ্রদ্ধা সকল প্রবাসীদের।

প্রবাসীদের ঈদ স্ট্যাটাস নিয়ে বিশেষ কিছু কথা

প্রিয় পাঠক, মানুষের জীবন তো কত ভাবেই চলে। মানুষ কত ভাবেই তো টাকা ইনকাম করে পরিবার নিয়ে চলে।

কিন্তু, আমরা অতি লাভের আশায় পরিবার, সন্তান, স্ত্রী ফেলে বিদেশ যাই হার ভাঙ্গা পরিশ্রম করতে।

হয়ত এতে আমরা কিছু টাকা বেশী পাই এটা সত্য। কিন্তু দিন শেষে মানসিক শান্তি কতটা পাওয়া যায়?

এটা একমাত্র একজন প্রবাসী ই ভালো বলতে পারবেন। বলতে পারবেন প্রবাসে কষ্ট করে লড়াই করে বেঁচে থাকা বাংলাদেশীরা।

অনেক সময় দেখা যায় যে, প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ভাইরাল হয়েছে। কিন্তু, এই স্ট্যাটাস গুলো প্রবাসীরা কোন পর্যায়ের কষ্টে থাকলে দেয় তা কি কখনো চিন্তা করেছি?

টাকা ইনকামের জন্য প্রবাস জীবন কেন ধরতে হবে? স্ত্রী সন্তানদের কি শুধু টাকাই দরকার? দিন শেষে স্ত্রী সন্তানদের দরকার নেই? এটা কি কোনও জীবন? কথায় কথায় বিদেশ যেতে চাওয়া মানুষের এসব চিন্তা কেন আসে না?

সকল প্রবাসীদের বোঝার ক্ষমতা হোক যে, বিদেশে যেতে যত টাকা লাগে তা দিয়ে দেশে পরিবার নিয়েও অনেক কিছু করে খুব ভালো ভাবে জীবন যাপন করা যায়।

আল্লাহ সবাইকে যেখানেই রাখুন সুস্থ রাখুন। সকল প্রবাসীদের দৈনিক কণ্ঠ এর পক্ষ থেকে জানাই সালাম।

প্রবাসীদের ঈদ নিয়ে সর্বশেষ কিছু কথা

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস দেখেছি। মূলত প্রবাসীদের ইস স্ট্যাটাস এর এই স্ট্যাটাস দেওয়ার কথা গুলো তাদের মনের কথা।

বাংলাদেশ থেকে সারা বিশ্বে  কোটির কাছাকাছি প্রবাসী কাজের ক্ষেত্রে সারা বিশ্বে ছরিয়ে ছিটিয়ে আছে।

এদের প্রত্যেক ব্যক্তি নিজের পরিবার পরিজন দেশে রেখে অর্থ ইনকামের জন্য পাড়ি জমায়।

এইসব রেমিট্যান্স যোদ্ধাদের অর্থ ইনকাম করতে গিয়ে ঈদ অদের আনন্দ ত্যাগ করতে হয় বছরের পর বছর।

প্রবাসী ও প্রবাস সংক্রান্ত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Bangla Blog category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.