Last Updated on 7 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, “নগদ একাউন্ট দেখার নিয়ম” শিরোনামে এই পোস্টটি পড়তে আসছেন, যার কারণে বুঝে নিতে পারি যে, আপনি একজন নগদ গ্রাহক কিংবা নগদ নতুন ব্যবহারকারী।
তাই আপনি নগদ কোড নাম্বার দেখতে অথবা নগদ একাউন্ট সম্পর্কিত যেকোনো তথ্য জানতে এসেছেন।
এই পোষ্টে নগদ একাউন্ট কয় ভাবে দেখা যায়, নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট পরিচালনা করার নিয়ম, কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম থেকে শুরু করে নগদ কোড নাম্বার, নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানবো।
নগদ একাউন্ট দেখার উপায় সমূহ
নগদ একাউন্ট দেখা যায় কয়ভাবে বলতে মূলত বোঝায় কয়ভাবে নগদ মোবাইল ব্যাংকিং এর একাউন্ট পরিচালনা করা যায়।
দুই ভাবে নগদ একাউন্ট পরিচালনা করা যায়। উপায় দুটি হচ্ছেঃ
আরও পড়ুনঃ নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম
- নগদ অ্যাপ ব্যবহার করে।
- ম্যানুয়ালি নগদ কোড নাম্বার ডায়াল করে।
আরও পড়ুনঃ মোবাইল ব্যাংকিং কি ? সুবিধা অসুবিধা সমূহ
আপনি একজন নগদ গ্রাহক হলে এর দুই উপায়েই নগদ একাউন্ট দেখার নিয়ম অনুযায়ী দুই ভাবেই আপনার নগদ একাউন্ট দেখতে অর্থাৎ পরিচালনা করতে পারবেন।
অর্থাৎ আপনি নগদ অ্যাপ এবং নগদ ম্যানুয়াল কোড ডায়াল করে আপনার নগদ একাউন্ট পরিচালনা করতে পারবেন।
নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম
প্রিয় নগদ গ্রাহক, নগদের সবথেকে জনপ্রিয় এবং সুবিধামুলক একাউন্ট পরিচালনা করার অপশন হচ্ছে নগদ অ্যাপ। নগদ অ্যাপ থেকে সেন্ড মানি ফ্রি করা যায়। ক্যাশ আউট চার্জ ডায়াল করে ম্যানুয়ালি ক্যাশাউট এর থেকে অনেক কম।
আরও পড়ুনঃ নগদে টাকা দেখার নিয়ম জেনে নিন
এছাড়া নগদ অ্যাপ ব্যবহার করে লেনদেন করলে কোনও রকম নাম্বার ভুল হয়ে টাকা অন্য দিকে চলে যাওয়া হয়না বললেই চলে।
এছাড়াও নগদ অ্যাপ এ হাজার ফিচার আছে যা নগদ ম্যানুয়ালি কোড ডায়াল করে একাউন্ট পরিচালনা করলে পাওয়া যায় নাহ।
তাই নিঃসন্দেহে সকল নগদ ব্যবহারকারীর নগদ অ্যাপ ব্যবহার করা উচিত।
তবে নগদ অ্যাপ ব্যবহার করার জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে। থাকতে হবে ইন্টারনেট কানেকশন।
এবং যেই সিমে আপনার নগদ একাউন্ট খোলা যেই সিমটি ওই অ্যান্ড্রয়েড মোবাইলে থাকতে হবে।
আরও পড়ুনঃ নগদ একাউন্ট দেখার কোড
এখানে নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করে নগদ অ্যাপ নামাতে হবে। এরপর আপনার ইতিমধ্যে একাউন্ট থাকলে লগইন অপশনে ক্লিক করে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।
প্রবেশ করার পর আপনি আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখা থেকে শুরু করে সবকিছু দেখতে পাবেন। তবে আপনাকে অবশ্যই আপনার নগদ একাউন্ট খোলা সিমটি আপনার এনড্রয়েড মোবাইলে থাকতে হবে।
অফিসিয়াল নগদ অ্যাপ ডাউনলোড করতে পোষ্টের নিচে থাকা প্রশ্ন উত্তর পর্বে থাকা লিঙ্কে ক্লিক করুন।
কোড নাম্বার ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনার যদি এনড্রয়েড মোবাইল না থাকে তাই বলে কি আপনি নগদ একাউন্ট ব্যবহার করবেন না? অবশ্যই ব্যবহার করবেন।
আপনি আপনার বাটন মোবাইল থেকে কিংবা এনড্রয়েড মোবাইলে ডাটা না থাকলে এনড্রয়েড থেকেও কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম অনুযায়ী নগদ একাউন্ট দেখা সহ্য সব কার্যক্রম করতে পারেন।
তবে নগদ অ্যাপ এবং নগদ কোড ডায়াল করে একাউন্ট দেখা এর মধ্যে নগদ অ্যাপ এর অপশন অনেক বেশী এবং এর সুবিধাও অনেক।
আরও পড়ুনঃ নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
নগদ একাউন্ট দেখার জন্য ডায়াল করুণ *167# এই নাম্বারটি।
তাই আপনি যদি নগদ একাউন্ট কোনটি ভালো তাহলে বলবো নগদ অ্যাপ। তবে নগদ অ্যাপ ব্যবহার করার জন্য আপনার অবশ্যই এনড্রয়েড মোবাইল লাগবে। এবং ইন্টারনেট সংযোগ লাগবে।
Nagad সম্পর্কিত FAQS
Nagad account দেখার নিয়ম ২ টি। তা হচ্ছেঃ
নগদ অ্যাপ ব্যবহার করে।
ম্যানুয়ালি নগদ কোড নাম্বার ডায়াল করে।(*167#)
আপনার সুবিধা অনুযায়ী এর যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে আপনি আপনার nagad balance check করতে পারবেন।
আপনি আপনার মোবাইলের Play store এ গিয়ে Nagad app লিখে সার্চ করুন। এবার ইন্সটল করে নিন। সরাসরি নগদ app download করতে চাইলে Nagad App এ করুন।
এই মুহূর্তে Nagad App থেকে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১২ টাকা ৫০ পয়সা ক্যাশ আউট চার্জ কাটে Nagad.
এবং Islami Nagadd app থেকে ক্যাশ আউট করলে ১৫ টাকা ক্যাশ আউট চার্জ কাটে।
নগদ balance check কোড হচ্ছে *167#. ডায়াল করে ৭ নাম্বার অপশনে My Nagad এ প্রবেশ করে পাসওয়ার্ড বসালেই আপনি আপনার nagad balance check করতে পারবেন।
দেশ সেরা অন্যতম মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান Nagad এর সাপোর্টে কথা বলার জন্য আপনি বেশ কয়েকটি উপায় ব্যবহার করতে পারেন। তা হচ্ছেঃ
Nagad helpline number: 16167 অথবা 096 096 16167
Nagad helpline Email: [email protected]
নগদ হেদ অফিসঃ Delta Dahlia Tower – 36 Kemal Ataturk Avenue – Banani, Dhaka -1213
উপরে সবকয়টি মাধ্যম ব্যবহার করে nagad helpline এ যোগাযোগ করতে পারলেও সবথেকে সহজ মাধ্যম হচ্ছে মোবাইল নাম্বার ব্যবহার করে Nagad helpline এ যোগাযোগ করা।
নগদ অ্যাপ সম্পর্কে সর্বশেষ
আজকের পোস্ট থেকে আমরা জেনেছি নগদ মোবাইল ব্যাংকিং এর একাউন্ট দেখার নিয়ম কয়টি এবং কি কি।
আরও পড়ুনঃ কিভাবে নগদ একাউন্ট খুলব ? নগদ একাউন্ট খোলার নিয়মাবলী জেনে নিন
কোন নিয়মে নগদ একাউন্ট দেখা সহজ এবং সেবা পাওয়া যায় ভালো।
আশা করছি আজকের পোস্ট থেকে একটু হলেও নগদ একাউন্ট সম্পর্কিত তথ্য জানতে পেরেছেন।
নগদ, বিকাশ সহ সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কিত তথ্য জানতে আমাদের Nagad Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
bookmarked!!, I like your website!
Yes! Finallyy something about read me.
Thank you for the good writeup. It in trujth was
a enjyment account it. Glance complex to far brought agreeable from you!
However, how can wwe keep in touch?
Thank you for the good writeup. It in trujth was
a enjyment account it
সাথে থাকার জন্য ধন্যবাদ।
Very important post.knowing many information from your post.
Very helpful post thanks you so much
Thank you for your comment.
post ti pore onek valo laglo
অনেক কিছু জনা গেল ধন্যবাদ
আপনার মূল্যবান মন্তব্য প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ। Dainikkantha এর সাথেই থাকুন।
মাশাআল্লাহ.. আপনার পোস্টটি খুব ভাল লাগলো.. অনেক উপকৃত হলাম।
আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।
Nice article.
এতো সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
এখাণ থেকে অণেক কিছু সিখলাম আপণাকে ধণ্যবাদ.
Tһanks for fіnally talking abοut নগদ একাউন্ট দেখার নিয়ম । নগদ সম্পর্কে বিস্তারিত জেনে
নিন
Thanks for any other informative site. Ƭhe place else could I get that kind of info wrіtten in such aan ideal means?
I’ve a venture that I’m simply noᴡ running on, аnd I’ve been at the llok out
for such informatіon.