Last Updated on 7 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “দাখিল পরীক্ষার রুটিন ২০২৩ মাদ্রাসা বোর্ড অর্থাৎ মাদ্রাসা এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ এর সময়সূচি সম্পর্কিত” এই পোষ্টে। একজন দাখিল পরীক্ষার্থী ২০২৩ এর শিক্ষার্থীর জন্য এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত ২০ মার্চ ২০২৩ তারিখ জেনারেল বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এক সাথেই ২০২৩ সালের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, চলতি মাস তথা ৩০ এপ্রিল থেকে শুরু হবে ২০২৩ সালের দাখিল পরীক্ষা। মূল পরীক্ষা চলবে ২৫ মে ২০২৩ পর্যন্ত। ২৫ মে এর পরে পরীক্ষা কেন্দ্র নিয়ম মতো ব্যবহারিক পরীক্ষা নিয়ে নিবে।
আরও পড়ুনঃ দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
আজকের পোষ্টে আমরা জানবো দাখিল পরীক্ষার রুটিন ২০২৩ মাদ্রাসা বোর্ড এর সময়সূচি ২০২৩ সম্পর্কে বিস্তারিত। জানবো, কয় তারিখ কি পরীক্ষা, কখন শুরু হবে পরীক্ষা, কোন বিষয়ের কোড কত, কোন পরীক্ষা কি বার এবং দাখিল পরীক্ষা সংক্রান্ত নিয়ম এবং সতর্কতা মুলক সব বিষয়ে।
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf । ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি
সর্বপ্রথমে জেনে নেওয়া যাক দাখিল পরীক্ষার রুটিন ২০২৩ মাদ্রাসা বোর্ড অর্থাৎ মাদ্রাসা এসএসসি পরীক্ষার রুটিন 2023 এর বিস্তারিত সকল তথ্য।
এস এস সি দাখিল পরীক্ষার রুটিন ২০২৩
প্রিয় দাখিল পরীক্ষার্থী ২০২৩ এর শিক্ষার্থী, তোমাদের পরীক্ষা সন্নিকটে। আশা রাখছি দাখিল পরীক্ষা ২০২৩ এ তোমাদের প্রস্তুতি ভালো। তোমরা নির্ভুল পরীক্ষার রুটিন পেতে এই পোস্টটি ফলো করবে।
তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের দাখিল পরীক্ষার রুটিন ২০২৩ তোমাদের জানানোর জন্য নিচে প্রকাশ করছি।
পরীক্ষা | বিষয় | কোড | তারিখ ও বার |
১ম | কুরান মাজিদ ও তাজভিদ | ১০১ | ৩০ এপ্রিল, রবিবার |
২য় | আরবি প্রথম পত্র | ১০৩ | ২ মে, মঙ্গলবার |
৩য় | আরবি দ্বিতীয় পত্র | ১০৪ | ৩ মে, বুধবার |
৪র্থ | গণিত | ১০৮ | ৭ মে, রবিবার |
৫ম | আকাইদ ও ফিকাহ | ১৩৩ | ৮ মে, সোমবার |
৬ষ্ঠ | বাংলা প্রথম পত্র | ১৩৪ | ৯ মে, মঙ্গলবার |
৭ম | বাংলা দ্বিতীয় পত্র | ১৩৫ | ১০ মে, বুধবার |
৮ম | হাদিস শরিফ | ১০২ | ১১ মে, বৃহস্পতি |
৯ম | ইংরেজি ১ম পত্র | ১৩৬ | ১৪ মে, রবিবার |
১০ম | ইংরেজি ২য় পত্র | ১৩৭ | ১৬ মে, মঙ্গলবার |
১১ম | পৌরনীতি ও নাগরিকতা, কৃষি শিক্ষা, গারস্থ বিজ্ঞান, মানতিক, উর্দু, ফার্সি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় | ১১১, ১১৩, ১১৪, ১১২, ১১৬, ১২৩, ১৪৩ | ১৭ মে, বুধবার |
১২ম | ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান | ১০৯, ১৩০ | ১৮ মে, বৃহস্পতি |
১৩ম | জীববিজ্ঞান | ১৩২ | ২১ মে, রবিবার |
১৪ম | রসায়ন, তাজভিদ নসর ও নজম, তাজভিদ (হিজবুল কোরআন) | ১৩১, ১১৯, ১২১ | ২৩ মে, মঙ্গলবার |
১৫ম | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১১৪ | ২৪ মে, বুধবার |
১৬ম | উচ্চতর গণিত | ১১৫ | ২৫ মে, বৃহস্পতি |
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত দাখিল পরীক্ষার সময়সূচি ২০২৩ এর পরীক্ষা উপরোক্ত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এই রুটিনটি এবং পরীক্ষার সার্বিক নিয়মাবলী জানতে এখানে ক্লিক করে দাখিল পরীক্ষার রুটিন এর PDF দেখে নিন।
দাখিল ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৩
প্রিয় দাখিল পরীক্ষার্থী ২০২৩ এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৩০ এপ্রিল থেকে শুরু করে ২৫ মে বৃহস্পতিবার তোমাদের লিখিত (মূল পরীক্ষা) অনুষ্ঠিত হবে। এরপর ২৭ মে ২০২৩ শনিবার হতে ৩ জুন ২০২৩ শনিবারের মধ্যে সকল পরীক্ষা কেন্দ্র রুটিন প্রকাশ করে সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নিবেন।
কেন্দ্র থেকে প্রকাশিত রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং সকল ব্যবহারিক পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হবে।
আরও পড়ুনঃ দরখাস্ত লেখার নিয়ম (নমুনা দরখাস্ত সহ)
ব্যবহারিক পরীক্ষা শেষে ৮ জুন ২০২৩ রবিবারের মধ্যে কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার সকল উত্তরপত্র, স্বাক্ষরলিপি, এবং অন্যান্য কাগজ মাদ্রাসা বোর্ডে জমা দিতে হবে (কেন্দ্রের দায়িত্ব)। তাই তোমাদের ব্যবহারিক পরীক্ষা ২৭ মে থেকে ৩০ মে এর মধ্যে শেষ করবে সকল পরীক্ষা কেন্দ্র। আশা করছি দাখিল পরীক্ষার রুটিন ২০২৩ মাদ্রাসা বোর্ড ব্যবহারিক পরীক্ষার রুটিন ও পেয়েছ।
দাখিল পরীক্ষা ২০২৩ সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর
প্রশ্নঃ কবে থেকে শুরু হবে দাখিল পরীক্ষা ২০২৩?
= ৩০ এপ্রিল ২০২৩ সকাল ১০ টা থেকে দাখিল পরীক্ষা ২০২৩ শুরু হবে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে প্রত্যেক পরীক্ষা।
প্রশ্নঃ দাখিল পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে?
= বরাবরের মতো দাখিল পরীক্ষার হলে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে।
প্রশ্নঃ ২০২৩ সালের দাখিল পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে?
=দাখিল পরীক্ষা ২০২৩ এর পরীক্ষা পুনঃপ্রকাশিত সিলেবাসে (শর্ট) ফুল মার্কে অনুষ্ঠিত হবে।
প্রশ্নঃ দাখিল পরীক্ষা কেন্দ্রে কি কি এলাউ না?
= বরাবরের মতো এবার অর্থাৎ ২০২৩ সালেও দাখিল পরীক্ষার হলে এডমিট কার্ড, রেজিস্ট্রিশন কার্ড, কলম পেন্সিল এবং সাধারণ ক্যালকুলেটর ব্যতিত কোনও ধরনের ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।
দাখিল পরীক্ষর রুটিন ২০২৩ মাদ্রাসা বোর্ড নিয়ে সর্বশেষ
প্রিয় দাখিল পরীক্ষার্থী ২০২৩ এর শিক্ষার্থী, আজকের পোষ্টে আমরা দাখিল পরীক্ষার রুটিন ২০২৩ মাদ্রাসা বোর্ড থেকে জেনেছি। এছাড়াও জেনেছি মাদ্রাসা এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
আশা করছি এই পোস্ট থেকে মাদ্রাসা এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ এর সময়, তারিখ বিষয় সহ সকল বিষয়ে জানতে পেরেছি।
এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করে জানান। কমেন্টে আপনার উত্তর দেওয়া হবে, ইনশাআল্লাহ। দাখিল পরীক্ষার সময়সূচি ২০২৩ এবং পড়াশোনা সংক্রান্ত অন্যান্য সকল পোস্ট পড়তে পড়াশোনা ক্যাটাগরিতে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। দাখিল পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।