Last Updated on 5 months by Shaikh Mainul Islam
দীর্ঘ ১০ বছরের পড়াশোনার ফলাফল এসএসসি। একজন শিক্ষার্থী SSC পরীক্ষা দেওয়ার পর জানতে চান কিভাবে ssc রেজাল্ট দেখবো ২০২৪ তাও আবার মার্কশীট সহ।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “কিভাবে ssc রেজাল্ট দেখবো ২০২৪ (নাম্বার সহ মার্কশীট)” এ।
আজকের পোষ্টে আমরা কিভাবে ssc রেজাল্ট দেখবো ২০২৪, কিভাবে এসএসসি পরীক্ষার মার্কশীট বের করবো ঘরে বসে এবং আমাদের মাধ্যমে রেজাল্ট বের করার উপায় সম্পর্কে বিস্তারিত জানবো।
এসএসসি রেজাল্ট দেখার উপায় সমূহ
সাধারণত ২ পদ্ধতিতে ssc রেজাল্ট দেখা যায়। এর দুটি পদ্ধতি ই বেশ জনপ্রিয় এবং খুবই সহজ। চলুন, জেনে নেওয়া যাক এসএসসেই রেজাল্ট দেখার দুইটি উপায় সমূহ।
- এসএমএস এর মাধ্যমে SSC রেজাল্ট চেক
- অনলাইন থেকে SSC রেজাল্ট দেখা যায়।
আরও পড়ুন: বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম সহ আপডেট জেনে নিন
বিশেষ করে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে লাখ লাখ শিক্ষার্থী ওয়েবসাইটে প্রবেশ করায় অলাইন থেকে রেজাল্ট দেখতে একটু বিড়ম্বনার শিকার হতে হয়।
ঠিক তখনই মোবাইল এসএমএস এর মাধ্যমে ssc রেজাল্ট দেখা যায় খুব সহজে।
আরও পড়ুনঃ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
যেকোনো উপায়ে এসএসসি রেজাল্ট বের করতে উপরে উল্লেখিত ২ উপায় ই জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাকঃ
এসএমএস এর মাধ্যমে SSC রেজাল্ট দেখার নিয়ম
মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে SSC রেজাল্ট বের করা একদম সহজ। এজন্য আপনাকে কয়েকটি পদ্ধতি ধাপে ধাপে সম্পন্ন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
- মোবাইলের এসএমএস অপশনে গিয়ে SSC লিখবেন
- স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ইংরেজি বড় হাতের অক্ষরে
- স্পেস দিয়ে আপনার বোর্ড পরীক্ষার রোল নাম্বার
- স্পেস দিয়ে আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সাল
- এবার এই মেসেজটি পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে
প্রত্যেক এসএমএস এর জন্য ফি প্রযোজ্য। মেসেজটি সেন্ড করার মুহূর্তের মধ্যেই আপনাকে ফিরতি একটি এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ SSC Result কিভাবে দেখবো (মার্কশীট সহ)
আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন। কোন বিষয়ে কি গ্রেড পেয়েছেন তার সব উল্লেখ করে একটি মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। একটি উধারণ স্বরূপ এসএমএস লিখে দিচ্ছি।
এটি দেখলে আরও সহজ ভাবেই বুঝতে পারবেন আপনার করা এসএমএস টি কেমন হবে।
SMS BODY: (SSC DHA 777777 2022)
SSC <space> DHA <space> Your SSC Roll <space> 2022
বিঃদ্রঃ DHA হচ্ছে ঢাকা শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর। বড় হাতের তিন অক্ষর। আপনি আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর একই জায়গায় বসাবেন। 777777 হচ্ছে রোল। আপনি 77777 এর জায়গায় আপনার রোল দিয়ে এসএসসি রেজাল্ট পেতে এসএমএস করবেন।
নাম্বার সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখতে এখানে ক্লিক করুন।
আপনার শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর জানতে google এ সার্চ করুন। অথবা আপনার এডমিট কার্ড থেকে দেখে নিন।
অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪
কয়েকটি ধাপে অনলাইনে একটি সরকারি ওয়েবসাইট যেখানে সকল পাবলিক পরীক্ষার ফলাফল আপলোড করা হয়।
সেখান থেকে আপনার নির্দিষ্ট তথ্য দিয়ে যেকেউ যেকোনো সময়ে সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন।
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার উপায়
চলুন অনলাইনে এসএসসি রেজাল্ট বের কয়ার ধাপ সমূহ দেখে নেওয়া যাক।
১) প্রথমে Education Board Results নামের একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটিতে প্রবেশের পর নিচের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
(ওয়েবসাইটে প্রবেশ লিংক পোষ্টের শেষে দেওয়া আছে)
২) ওয়েবসাইটের লিংকে প্রবেশের পর উপরের পেজ ভিউ এর মতো দেখতে পাবেন।
সেখানে দেখবেন কয়েকটি তথ্য দেওয়ার এবং অটোমেটিক সিলেক্ট করার অপশন দেওয়া আছে।
৩) উপরের পেজ ভিউতে Examination অপশনে গিয়ে ডান পাশে একটি এরো চিহ্নতে ক্লিক করে SSC/ Dakhil অপশন সিলেক্ট করবেন।
৪) দ্বিতীয় অপশনে Year নামের একটি অপশন দেওয়া আছে। Year এর ডান পাশে ক্লিক করে আপনি আপনার পরীক্ষা দেওয়ার সাল সিলেক্ট করে দিবেন।
৫) Board এর অপশনে লেখা Select One এর উপর ক্লিক করলে সকল বোর্ডের নাম দেখা যাবে।
সেখান থেকে আপনি আপনার বোর্ডের নাম সিলেক্ট করে দিবেন।
৬) এরপর Roll এর অপশনে গিয়ে ফাঁকা জায়গায় আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার লিখে দিবেন।
৭) এরপর Reg: No লেখা অপশনের ফাঁকা জায়গায় আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন।
৮) এরপরে নিচে যেকোনো দুইটি সংখ্যার যোগ/ বিয়োগ/ গুন/ ভাগ করার জন্য বলবে। যা বলবে সেটি করলে যে উত্তর হয় সেই উত্তরটি ফাঁকা স্থানে ইংরেজিতে লিখে দিবেন।
এবার নিচে Submit অপশনে ক্লিক করলেই আপনি আপনার এসএসসি রেজাল্ট ২০২৪ দেখতে পাবেন খুব সহজেই।
- Education Board Results
- Examination এ SSC/ Dakhil সিলেক্ট
- Year এ পরীক্ষার সাল সিলেক্
- Board এ বোর্ডের নাম সিলেক্ট
- Roll এপরীক্ষার রোল নাম্বার
- Reg: No এ পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার
- ক্যাপচা পুরন করবেন
- নিচে Submit অপশনে ক্লিক
- ফলাফল
মার্কশিট সহ অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার জন্য ভিজিট করুন educationboardresults এ।
আমাদের থেকে এসএসসি রেজাল্ট বের করার উপায়
শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা শিক্ষার্থীর এসএসসি রেজাল্ট বের করে দিয়ে থাকি। আর এর পুরোটা আপনি অনলাইনে ঘরে বসে করতে পারবেন।
আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করতে চাইলে নিচের যেকোনো একটি মাধ্যমে যোগাযোগ করুন।
আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখা এবং রেজাল্ট পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করতে নিচে যোগাযোগ করুন
Facebook Page: Dainikkantha
Whatsapp: 01752808514 (Personal Bkash+Nagad)
উল্লেখ্য যে আমাদের মাধ্যমে নাম্বার সহ মার্কশিট বের করার জন্য ২০ টাকা এবং বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সাবজেক্ট প্রতি ৫০ টাকা চার্জ প্রযোজ্য।
SSC রেজাল্ট সম্পর্কিত FAQS
আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখা এবং রেজাল্ট পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করতে নিচে যোগাযোগ করুন
Facebook Page: Dainikkantha
Whatsapp: 01752808514 (Personal Bkash+Nagad)
উল্লেখ্য যে আমাদের মাধ্যমে নাম্বার সহ মার্কশিট বের করার জন্য ২০ টাকা এবং বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সাবজেক্ট প্রতি ৫০ টাকা চার্জ প্রযোজ্য।
রেজাল্ট পাবলিশ হওয়ার পর এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে আপনি ssc রেজাল্ট দেখতে পাবেন খুব সহজে। বিস্তারিত জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
অনলাইনের মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করতে রোল নাম্বারের প্রয়োজন হয়। এজন্য আপনাকে রেজিস্ট্রেশন ও দিতে হবে।
আপনি আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার ব্যহার করে এই আর্টিকেলে বলা দ্বিতীয় নিয়মে ssc রেজাল্ট বের করতে পারবেন।
শুধু নাম দিয়ে এসএসসি রেজাল্ট বের করা যায় না।
উপরের নিয়ম অনুযায়ী বোর্ড নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন এবং অন্যান্য তথ্য দিয়ে আপনি এসএসসি রেজাল্ট বের করতে পারবেন।
ইতিমধ্যে এসএসসি রেজাল্ট প্রস্তুত সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের মে মাসের ১২ তারিখ অর্থাৎ ১২ মে ২০২৪ এ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে।
এইদিন দুপুর ১১ টা থেকে বোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানা যাবে।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থীরা অংশ নিয়েছে।
ssc রেজাল্ট দেখবো নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা কিভাবে ssc রেজাল্ট দেখবো সে সম্পর্কে জেনেছি। জেনেছি এসএমএস এর মাধ্যমে ssc রেজাল্ট দেখার উপায়।
এসএসসি সহ একাডেমিক সংক্রান্ত আমাদের অন্যান্য সকল বিষয়ে জানতে Education Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
5 thoughts on “কিভাবে ssc রেজাল্ট দেখবো ২০২৪ (নাম্বার সহ মার্কশীট)”