ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম সহ বিস্তারিত জেনে নিন

Last Updated on 11 months by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলো নাম” এ। আজকের পোষ্টে ইউরোপের মুসলিম দেশগুলোর নাম এবং দেশগুলোর রাজধানীর নাম জানবো।

১ ল জানুয়ারি ২০২২ এর তথ্য মতে সারা দেশে মোট জনসংখ্যা ৭৮০ কোটি। এর মধ্যে ১৯০ কোটি মুসলমান। (তত্থঃ উইকিপিডিয়া)। অর্থাৎ সারা বিশ্বের মোট জনসংখ্যার ২৪ ভাগ মানুষ মুসলিম। এর মধ্যে ২০ ভাগের বেশী মুসলিম এশিয়া মহাদেশে। তবে নতুন খবর হচ্ছে যে, সারা বিশ্বে মুস্লিমের সংখ্যা খুব দ্রুত বারছে।

অন্যদিকে ইউরোপ মহাদেশে মোট জনসংখ্যার মোট মুসলমানের সংখ্যা ৬.০ যা বিশ্ব মুসলমানের জনসংখ্যার হিসেবে ২.৭ ভাগের মতো। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইউরোপ মহাদেশে মুসলমান জনসংখ্যা কতটা কম।

আরও পড়ুনঃ  ইউরোপের ২৬ টি দেশের নাম । ইউরোপ সম্পর্কিত সবকিছু জেনে নিন

তার মদ্ধেও কিছু দেশ ইউরোপ মহাদেশের মধ্যে আছে যেখানে তুলনামুলক বেশ কিছু মুসলমান বাস করে। এবং কয়েকটি দেশ আছে যে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম।

আজকের পোষ্টে আমরা জানবো, ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম, মুসলিম দেশের রাজধানীর নাম এবং ইউরোপের মুসলমান সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। এছাড়াও সারা বিশ্বের মুসলমানদের নিয়ে বেশ কিছু বিষয়ে জানবো আজকের ব্লগে।

ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম ও রাজধানী

ইউরোপ মহাদেশে পূর্ণ স্বাধীন দেশ ৫০ টি। এর মধ্যে ১২ টি দেশে মোট জনসংখ্যার ১০ থেকে ১০০ ভাগ মুসলমান। এছাড়াও কিছু দেশ আছে যেখানে মোট জনসংখ্যার ১০ ভাগের কম অর্থাৎ ১ থেকে ১০ ভাগ পর্যন্ত মুসলমান জনসংখ্যা আছে।

চলুন নিচে ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম, দেশগুলোর রাষ্ট্র ধর্ম কি, রাজধানীর নাম কি এবং কতজন মুসলমান দেশটিতে বসবাস করছে টা নিচের চার্ট থেকে দেখে নেওয়া যাক।

দেশরাজধানীরাষ্ট্রধর্মমোট জনসংখ্যামুসলমান
আজারবাইজানবাকুধর্মনিরপেক্ষ৯৯১১৬৪৬৯৬.৭ %
বসনিয়া ও হার্জেগোভিনাসারায়েভোইসলাম ও খ্রিস্ট৪০ লাখের মতো৫০%
আলবানিয়াতিরানাধর্মনিরপেক্ষ ৩০ লাখের মতো৬০%
জর্জিয়াতিবিলিসিঅর্থডক্স খ্রিস্টান২.৪৫ লাখের মতো
কসোভোপ্রিস্টিনাধর্মনিরপেক্ষ ২০ লাখ৯৭.০০%
তুরস্কআঙ্কারাধর্মনিরপেক্ষ ৯৬.৫%
আলবেনিয়াতিরানাধর্মনিরপেক্ষ২৫ লাখের বেশী৬০%
উত্তর ম্যাসেডোনিয়াস্কোপজে২০ লাখের বেশি৫০%
বুলগেরিয়ায়সোফিয়াধর্মনিরপেক্ষ৭২ লাখের মতো১৮%
সাইপ্রাসেনিকোসিয়াসাইপ্রিয়ট অর্থোডক্স
চার্চ
১৮%
জর্জিয়াতিবিলিসি৩৫ লাখের বেশী১০.৭%
মন্টেনিগ্রোপডগোরিকা৮ লাখের মতো২০.৩%
রাশিয়ামস্কোপ্রায় ১৫ কোটি১৫% 
ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম

সারা বিশ্বে মুসলিম জনসংখ্যা

প্রিয় পাঠক, উপরের চার্ট থেকে ইউরোপ মহাদেশের মুসলিম দেশের সকল তথ্য জানতে পেরেছেন। তবে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই সকল তথ্য কাছাকাছি সঠিক। উইকিপিডিয়া থেকে নেওয়া হলেও উইকিপিডিয়াও এই ক্ষেত্রে শতভাগ সঠিক তথ্য ইতে পারে না। তবে ধারণা করার জন্য যথেষ্ট।

এবার আমরা সারা বিশ্বে মুসলিম জনসংখ্যা সম্পর্কিত কিছু অধিক জিজ্ঞেসিত প্রশ্ন উত্তর সম্পর্কে জানবো। চলুন জেনে নেওয়া যাক।

ইউরোপে মুসলিম দেশ কয়টি মোট ?

ইউরোপে মুসলিম দেশ মোট ৭ টির মতো। তবে ইউরোপের মোট ১২ দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ মুসলিম। উপরের চার্ট থেকে দেখে নিতে পারেন।

পৃথিবীতে মুসলিম দেশ কয়টি?

পৃথিবীতে মোট ৫৬ টি দেশ মুসলিম প্রধান দেশ। তবে অন্যান্য দেশেও কম বেশী মুসলমান বসবাস করে।

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত মোট?

পৃথিবীতে মুসলিম জনসংখ্যা মোট ১৯০ কোটি। মোট ৭৫৫ কোটি জনসংখ্যার ১৯০ কোটি যা মোট জনসংখ্যার ২০ ভাগের বেশী।

ভারতে মুসলিম জনসংখ্যা কত শতাংশ মোট?

ভারতের মোট জনসংখ্যার ১৪.২% মুসলিম।

আফ্রিকার মুসলিম দেশ কয়টি মোট?

আফ্রিকার সব দেশগুলোতে কম বেশী মুসলিম রয়েছে। আফ্রিকার মোট জনসংখ্যার ৪৫% মুসলিম।

ক্রোয়েশিয়া মুসলিম কত মোট?

ক্রোয়েশিয়া মুলিম জনসংখ্যা মোট  ৬৪,০৫৭ জন। এটি দেশের মোট জনসংখ্যার ১.৪৭% হয়। অর্থাৎ ক্রোয়েশিয়ার মোট জনসংখ্যার ১.৪৭% মুসলমান।

বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান ধর্ম কোনটি?

ইসলাম। ইসলাম বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান ধর্ম।

এশিয়ার মুসলিম দেশ কয়টি?

বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার ৬৬% এর বেশী মুসলিম এশিয়া মহাদেশে। এশিয়ার সবগুলো দেশ সাধারণত মুসলিম দেশ। (কয়েকটি ব্যতিত)। তবে ব্যতিত দেশগুলতেও অসংখ্য মুসলিম বসবাস করে।

পৃথিবীতে মুসলিম দেশ কয়টি মোট?

সারা বিশ্বে মোট ৫৬ টি দেশ মুসলিম প্রধান দেশ।

তবে বিশ্বের এমন কোনও দেশ নেই যে দেশে একজন মুসলমান ব্যক্তিও বাস করেন না।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?

আয়তন অরথতা বৃহৎ এর দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে কাজাখস্তান। এবং জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া।

ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলো নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম, রাজধানীর নাম, রাষ্ট্র ধর্ম, মোট জনসংখ্যা এবং মোট মুসলমান জনসংখ্যার পরিমাণ জানতে পেরেছি।

এছাড়াও এই পোস্ট থেকে আমরা বিশ্ব মুসলিম সম্পর্কেও নেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর পেয়েছি। আশা করছিএই পোস্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাজে আসবে।

নিয়মিত এমন সব পোস্ট পেতে আমাদের আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভিজিট করুন।

এছাড়া আমাদের সকল পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে কামাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha ভিজিট করুন।

1 thought on “ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম সহ বিস্তারিত জেনে নিন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.