অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩

Last Updated on 7 months by Shaikh Mainul Islam

করোনা মহামারীর পরে ক্রমান্বয়ে স্বাভাবিক এর পথে দেশের শিক্ষা ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ ১০ আগস্ট থেকে।

প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট ‘অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ভর্তি ফি প্রদান” এ।

আজকের পোস্টে আমরা জানবো, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুযায় সময়সূচি, একাদশ শ্রেণিতে ভর্তি ফি প্রদানের একাধিক নিয়ম, ঘরে বসে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম, এবং একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে এসব বিষয়ে বিস্তারিত।

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময়সীমা

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্জ শিক্ষার্থীদের পরবর্তী ক্লাস তথা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে ১০ আগস্ট ২০২৩ থেকে।

১০ আগস্ট থেকে শুরু হওয়া আবেদন চলমান থাকবে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত। এভাবে তিন দফায় অনলাইনে ভর্তি আবেদন, কলেজ চয়েস, ভর্তি আবেদনের ফলাফল প্রকাশিত হবে।

তিন দফায় ভর্তি প্রকৃয়া শেষে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর কলেজে ফাইনাল বা চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হবে। এবং ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

নিচের ছবি থেকে দফায় দফায় অনলাইন ভর্তি, কলেজ চয়েস, ফলাফল এর নির্ধারিত সময়সীমা দেখে নিন।

অনলাইনে একাদশে ভর্তির টাকা দেওয়ার নিয়ম

অন্যান্য সময়ের মতো এ বছরেও টেলিটক সিমের ব্যালেন্স থেকে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন এর নিয়ম অনুযায়ী টাকা প্রদান করা যাবে।

তবে, এবছরে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট/ ইত্যাদি) থেকেও অনলাইনে একাদশে ভর্তির টাকা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

তবে টেলিটক এবং বিকাশ থেকে বেশিরভাগ শিক্ষার্থী তার কলেজে ভর্তির টাকা প্রদান করছে। তাই, এখন আমরা টেলিটক এবং বিকাশ থেকে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন এর টাকা জমা দেওয়ার নিয়ম দেখে নিবো।

একাদশে ভর্তির আবেদন ফি প্রদান (টেলিটকে)

  • টেলিটক সিমে নির্দিষ্ট পরিমাণ ফি (১৫০ টাকা) ব্যালেন্স থাকতে হবে।
  • এবার টেলিটক সিম থেকে মোবাইলের এসএমএস অপশনে যেতে হবে।
  • মেসেজ অপশেনে টাইপ করতে হবে ” CAD  WEB বোর্ডের নামের প্রথম তিন অক্ষর Roll Number  Passing Year
  • এরপরে মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।

উদাহরণস্বরূপ নিচে একটি নমুনা মেসেজ দেখিয়ে দেওয়া হলো:

CAD <space> WEB <space> First 3 Letter of Board Name <space> Roll No <space> Passing Year

অর্থাৎ, কোনো শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার তথ্য যদি এমন হয় সেক্ষেত্রে তার জন্য মেসেজটি হবে এরকম:

  • বোর্ড: Dhaka এর DHA
  • এসএসসি রোল: 153555
  • পরীক্ষায় পাশের সাল: 2023

এসএমএসটি হবে:  CAD WEB DHA 153555 2023

  • এবার মোবাইলে একটি ফিরতি এসএমএস আসবে যেখানে শিক্ষার্থীর সকল তথ্য এবং একটি ৯ সংখ্যার একটি পিন নাম্বার থাকবেহ্।
  • এবার ফিরতি আরেকটি এসএমএস করতে হবে।

কনফার্ম এসএমএস এর নিয়ম (টেলিটক সিম থেকে)

প্রথমবার টেলিটক সিম থেকে এসএমএস এর পর শিক্ষার্থীর তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ শিক্ষার্থীর সকল তথ্য সহ একটি ৯ সংখ্যার পিন নাম্বার দেখাবে।

এবার আপনাকে একই ভাবে আরেকটি এসএমএস পাঠাতে হবে।

টেলিটক সিম থেকে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে  লিখবেন:

লিখে পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে।

এখানে CAD লিখে স্পেস অর্থাৎ ফাকা দিয়ে YES লিখবেন। এরপর আবার স্পেস দিয়ে প্রথম মেসেজে পাওয়া ৯/১০ সংখ্যার একটি পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বারটি লিখবেন। এরপর স্পেস দিয়ে শিক্ষার্থী বা তার পরিবারের যেকোনো ব্যক্তির একটি মোবাইল নাম্নার দিয়ে দিবেন।

সতর্কতা: মোবাইল নাম্বার অবশ্যই সচল এবং পরিবারের কারে মোবাইল নাম্বার দিবেন। এবং সকল এসএমএস সংগ্রহ করে রাখবেন। পরবর্তীতে এসএমএস এবং মোবাইল নাম্নার কাজে লাগবে।

দ্বিতীয় বার এসএমএস পাঠানোর পরে আপনাকে Congratulation মেসেজে ভর্তি আবেদন ফি পরিশোধ করা হয়েছে বলে জানানো হবে এবং একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে।

আপনি যদি অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে চান এবং টেলিটক সিম থেকে আবেদন ফি প্রদান করতে চান তাহলে উপরের নিয়ম অনুযায়ী আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে।

এরপর একটি ওয়েবসাইটে গিয়ে কলেজ চয়েস থেকে শুরু করে পরবর্তী সকল কাজ করতে হবে। ওয়েবসাইটের লিংক এবং পরবর্তী স্টেপ বাই স্টেপ নিচে উল্লেখ করছি।

তার আগে যারা বিকাশ বা অন্যান্য মাধ্যমে আবেদন ফি প্রদান করবেন তাদের জন্য বিকাশ থেকে একাদশে ভর্তির আবেদন ফি দেওয়ার নিয়ম জেনে নেওয়া যাক।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করুন ঘরে বসে

উপরের নিয়ম অনুযায়ী যদি আপনি টাকা বা আবেদন ফি প্রদান করে থাকেন তবেই আপনি ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে পরবর্তী স্টেপে যেতে পারবেন।

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশেট আগে যেসব তথ্য আপনার হাতে থাকতে হবে তা হচ্ছে:

  • আবেদন ফি প্রদানের পর পাওয়া ট্রানজেকশন আইডি
  • শিক্ষার্থীর রোল, রেজি, পাশের সাল, বোর্ড নাম
  • মিনিমাম ৫ টি ম্যাক্সিমাম ১০ টি কলেজের নাম ও EIIN নাম্বার।

উপরের সবগুলো তথ্য হাতে থাকা সাপেক্ষে আপনি পরবর্তী স্টেপ তথা xiclassadmission এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটের লিংক অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন এর নিয়ম শেষে দিয়ে দেওয়া হয়েছেহ।

চলুন তাহলে জেনে নেওয়া যাক অনলাইনে একাদশ শ্রেণিতে আবেদন করার নিয়ম।

  • এই পোস্টের শেষে দেওয়া xiclassadmission ওয়েবসাইটে প্রবেশ করতে হবেহ।
  • এরপর নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখা যাবে।
  • সেখানে শিক্ষার্থীর (ROLL, REGI, BOARD,PASSING YEAR) দিতে হবে।
  • নিচে Next বাটনের আগে ক্যাপচা পুরণ করে Next এ ক্লিক করতে হবেহ্।
  • এরপর ২নং ছবির মতো একটি পেজ ভিউ দেখা যাবেহ।
  • ২ নং ছবিতে কলেজ এবং কলেজ এর EIIN Number দিতে হবেহ্।
  • কলেজ চয়েস এর ক্ষেত্রে আগে থেকে সকল তথ্য যেনে নিতে হবে।

এরপর আপনার পছন্দক্রম অনুযায়ী কলেজ নাম সার্চ করে করে মার্ক করে অন্তত পাঁচটি সর্বোচ্চ ১০ টি কলেজ চয়েস দিতে হবেহ্।

XI Class Admission ওয়েবসাইটে প্রবেশ করতে xiclassadmission এ ক্লিক করুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.