Last Updated on 11 months by Shaikh Mainul Islam
চলছে অক্টোবর মাস। অক্টোবর মাসের দিবস সমূহ এবং অক্টোবর মাসের সরকারি ছুটির তালিকা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্টুডেন্ট, সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা এসব বিষয়ে সঠিক তথ্য খুজে থাকেন।
প্রিয় পাঠক, স্বাগত Dainikkantha এর আজকের পোস্ট “অক্টোবর মাসের দিবস সমূহ । অক্টোবর মাসের সরকারি ছুটির তালিকা” এ।
আজকের পোষ্টে আমরা অক্টোবর মাসের স্কল জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সমূহ এবং অক্টোবর মাসের সরকারি ছুটির তালিকা সম্পর্কেও জানবো। অক্টোবর মাসের সকল দিবস এবং ছুটি সম্পর্কে জানতে সম্পূর্ণ পোষ্টটি পড়ুন।
অক্টোবর মাসের সকল জাতীয় দিবস সমূহ
জাতীয় দিবস বলতে বোঝানো হয়, যে দিবস একটি জাতির মদ্ধে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ বাংলাদেশ একটি জাতি, এখন বাংলাদেশের জাতীয় দিবস শুধু মাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
প্রিয় পাঠক, এখন আমরা অক্টোবর মাসের যতগুলি জাতীয় দিবস আছে সে সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন অক্টোবর মাসের দিবস সমূহ থেকে জাতীয় দিবস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ ফেব্রুয়ারি মাসের ডে সমূহ । (ফেব্রুয়ারি ডে তালিকা সমূহ)
- ২ অক্টোবরঃ পথশিশু দিবস বা সুবিধাবঞ্চিত শিশু দিবস
- ২ অক্টোবরঃ জাতীয় উৎপাদনশীলতা দিবস
- ৫ অক্টোবরঃ শিক্ষক দিবস
- ৬ অক্টোবরঃ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস
- ১৮ অক্টোবরঃ জাতীয় শেখ রাসেল দিবস
- ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস
প্রিয় পাঠক, অক্টোবর মাসে উপরে উল্লেখিত ৬ টি দিবস আছে যা বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
অক্টোবর মাসের আন্তর্জাতিক দিবস সমূহ
আন্তর্জাতিক সিবস বলতে বোঝানো হয়, যে দিবস গোটা বিশ্বব্যাপি সকল দেশের জনগণ পালন করেন। অর্থাৎ আন্তর্জাতিক দিবস সমুহ পালিত হয় সারা বিশ্বব্যাপি।
এবারে আমরা অক্টোবর মাসের আন্তর্জাতিক দিবস সমূহ সম্পর্কে জানবো। এবং জানবো অক্টোবর মাসের কোন কোন আন্তর্জাতিক দিবসে বাংলাদেশে সরকারি ছুটি পালন করা হয়। চলুন জেনে নেওয়া যাকঃ
আরও পড়ুনঃ জুন মাসের দিবস সমূহ জেনে নিন
- ১ অক্টোবরঃ বিশ্ব শিশু দিবস
- ১ অক্টোবরঃ আন্তর্জাতিক প্রবীণ দিবস
- ৫ অক্টোবরঃ বিশ্ব শিক্ষক দিবস
- মাসের প্রথম সোমবারঃ বিশ্ব আবাসন দিবস বা বিশ্ব বসতি দিবস
- মাসের দ্বিতীয় বুধবারঃ আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ হ্রাসকরণ দিবস
- ১৫ অক্টোবরঃ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস
- ১৭ অক্টোবরঃ আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস
- ২৪ অক্টোবরঃ জাতিসংঘ দিবস
প্রিয় পাঠক, উপরের দিবস গুলি নির্ধারিত তারিখ এবং বার হিসেবে বিশ্বের সকল দেশের মতো বাংলাদেশও পালন করে।
তবে, অক্টোবর মাসে পালিত আন্তর্জাতিক কিংবা জাতীয় দিবসের মদ্ধে সরকারি ভাবে কোনো ছুটি নেই।
অক্টোবর মাসের সরকারি ছুটির তালিকা
তাই বলে কি অক্টোবর মাসে সরকারি ছুটি নেই? অবশ্যই অক্টোবর মাসে সরকারি ছুটি আছে। কারণ এবার অক্টোবর মাসে আছে হিন্দু ধর্মালম্বীদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজা। এবং মাসে অন্তত ৮ দিন আছে শুক্র এবং শনিবার।
তাহলে এবার চলুন অক্টোবর মাসের সরকারি ছুটির তালিকা দেখে নেওয়া যাক। একই সাথে দেখে নেওয়া যাক কোন দিন কি উপলক্ষে সরকারি ছুটি আছে অক্টোবর মাসে।
আরও পড়ুনঃ মে মাসের দিবস সমূহ জেনে নিন ( জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ )
প্রিয় পাঠক, অক্টোবর মাসে মোট ৭ দিন সরকারি ছুটি আছে শুক্র এবং শনিবার ব্যতিত। তাহলে চলুন, অক্টোবর মাসের সরকারি ছুটি এবং কি উপলক্ষে ছুটি সে সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।
- ১৪ অক্টোবরঃ মহালয়া – হিন্দু ধর্মের একটি অন্যতম ধর্মীয় উৎসব।
- ২২ – ২৩ অক্টোবরঃ অষ্টমী ও নবমী – দুর্গাপূজার অষ্টমী ও নবমী।
- ২৪ অক্টোবরঃ হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসব দুর্গাপূজার দশমী।
- ২৭ অক্টোবরঃ ফাতেহা ই ইয়াজদাহম – অন্যতম ব্যক্তিত্ব বড় পীর আব্দুল কাদির জিলানির মৃত্যুবার্ষিকী।
- ২৮ অক্টোবরঃ লক্ষ্মী পূজা
- ২৮ অক্টোবরঃ শনিবার প্রবারণা পূর্ণিমা
তবে, এর মধ্যে বেশ কয়েকটি ছুটি শনিবারে হওয়ায় এবং শুক্র শনি দুই দিন সাপ্তাহিক সরকারি ছুটি হওয়ায় এই বছর অক্টোবর মাসের ছুটির সংখ্যা একটু কম ই বলা চলে।
অক্টোবর দিবস সম্পর্কে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা অক্টোবর মাসের দিবস সমূহ । অক্টোবর মাসের সরকারি ছুটির তালিকা সম্পর্কে জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে অক্টোবর মাসের সকল দিবস সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন।
এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে এই পোষ্টের নিচে কমেন্ট করে জানান। এবং আমাদের বাংলা ব্লগ ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainikkantha ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
Very nice post